দশম শ্রেণীর ভূগোল : বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter III] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ভূগোল : বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter III] Question and Answer

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. কোন্ মহাসাগরে ঋতুপরিবর্তনের সাথে সাথে সমুদ্রস্রোতের ১৮০ ° দিক পরিবর্তন ঘটে—

(A) ভারত

(B) প্রশান্ত

(C) আটলান্টিক

(D) কুমেরু

Ans: (A) ভারত

2. বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত –

(A) প্রশান্ত মহাসাগর

(B) দক্ষিণ প্রশান্ত মহাসাগর

(C) দক্ষিণ আটলান্টিক মহাসাগর

(D) উত্তর আটলান্টিক মহাসাগর

Ans: (D) উত্তর আটলান্টিক মহাসাগর

3. কোন্ সমুদ্রস্রোতটি তিনটি মহাসাগরে বয়ে যায় –

(A) নিরক্ষীয় স্রোত

(B) উপসাগরীয় স্রোত

(C) হামবোল্ড স্রোত

(D) মৌসুমি স্রোত

Ans: (A) নিরক্ষীয় স্রোত

4. সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –

(A) বায়ুপ্রবাহ

(B) কোরিওলিস বল

(C) সমুদ্রজলের লবণতা

(D) পৃথিবীর পরিক্রমণ

Ans: (B) কোরিওলিস বল

5. মহাসমুদ্রের কোন্ স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত—

(A) উষ্ণস্রোত অঞ্চল

(B) শীতল স্রোত অঞ্চল

(C) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল

(D) নিরক্ষীয় প্রতিস্রোত অঞ্চল

Ans: (C) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল

6. সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ –

(ক) উষ্ণতার পার্থক্য

(খ) লবণতার পার্থক্য

(গ) নিয়ত বায়ুপ্রবাহ

(ঘ) বরফের গলন

উত্তরঃ (গ) নিয়ত বায়ুপ্রবাহ

7. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল –

(ক) প্রশান্ত মহাসাগর

(খ) আটলান্টিক মহাসাগর

(গ) ভারত মহাসাগর

(ঘ) বঙ্গোপসাগর

উত্তরঃ (ক) প্রশান্ত মহাসাগর

8. গ্র্যান্ড ব্যাংক একটি –

(ক) উষ্ণ স্রোত

(খ) শীতল স্রোত

(গ) মগ্নচড়া

(ঘ) দ্বীপ

উত্তরঃ (গ) মগ্নচড়া

9. পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে –

(ক) ভারত মহাসাগরে

(খ) প্রশান্ত মহাসাগরে

(গ) আটলান্টিক মহাসাগরে

(ঘ) উত্তর আটলান্টিক মহাসাগরে

উত্তরঃ (ঘ) উত্তর আটলান্টিক মহাসাগরে

10. california স্রোত প্রবাহিত হয় –

(ক) আটলান্টিক মহাসাগরে

(খ) ভারত মহাসাগরে

(গ) প্রশান্ত মহাসাগরে

(ঘ) বঙ্গোপসাগরে

উত্তরঃ (গ) প্রশান্ত মহাসাগরে

11. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে –

(ক) 6 ঘন্টা 13 মিনিট

(খ) 12 ঘন্টা 26 মিনিট

(গ) 24 ঘন্টা 52 মিনিট

(ঘ) 24 ঘন্টা 57 মিনিট

উত্তরঃ (গ) 24 ঘন্টা 52 মিনিট

12. পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব থাকে –

(ক) 3 লক্ষ 84 হাজার মাইল

(খ) 3 লক্ষ 56 হাজার কিমি

(গ) 4 লাখ 57 হাজার কিমি

(ঘ) 3 লক্ষ 56 হাজার মাইল

উত্তরঃ (খ) 3 লক্ষ 56 হাজার কিমি

13. চাঁদ অপেক্ষা সুর্যের ভর –

(ক) 255 গুণ বেশি

(খ) 270 গুণ কম

(গ) 552 গুণ কম

(ঘ) 155 গুণ বেশি

উত্তরঃ (ক) 255 গুণ বেশি

14. জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় –

(ক) 2 ঘন্টা

(খ) 6 ঘন্টা

(গ) 4 ঘণ্টা

(ঘ) 8 ঘন্টা

উত্তরঃ (খ) 6 ঘন্টা

15. চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান কে বলে –

(ক) অ‍্যাপোজি

(খ) পেরিজি

(গ) সিজিগি

(ঘ) অনুসুর

উত্তরঃ (গ) সিজিগি

16. সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ কী ?

(A) সমুদ্রজলের উষ্ণতা

(B) বায়ুপ্রবাহ

(C) এল নিনোর প্রভাব

(D) পৃথিবীর আবর্তন

Ans: (B) বায়ুপ্রবাহ

17. সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—

(A) শৈবাল সাগর

(B) মগ্নচড়া

(C) হিমপ্রাচীর

(D) হিমশৈল

Ans: (D) হিমশৈল

18. সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়—

(A) আটলান্টিক মহাসাগর

(B) প্রশান্ত মহাসাগর

(C) সুমেরু মহাসাগরে

(D) ভারত মহাসাগর

Ans: (A) আটলান্টিক মহাসাগর

19. অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় –

(A) পৃষ্ঠস্রোত ৰূপে

(B) অন্তঃস্রোত রূপে

(C) বহিঃস্রোত রূপে

(D) উল্লম্ব স্রোত রূপে

Ans: (B) অন্তঃস্রোত রূপে

20. শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ?

(A) ভারত মহাসাগরে

(B) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে

(C) আরব সাগরে

(D) উত্তর আটলান্টিক মহাসাগরে

Ans: (D) উত্তর আটলান্টিক মহাসাগরে

21. আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোত হল –

(A) ক্যানারি স্রোত

(B) সোমালি স্রোত

(C) বেঙ্গুয়েলা স্রোত

(D) উষ্ণ উপসাগরীয় স্রোত

Ans: (C) বেঙ্গুয়েলা স্রোত

22. উস্ন স্রোত সাধারণত সৃষ্টি হয় –

(A) নিরক্ষীয় অঞ্চলে

(B) ক্রান্তীয় অঞ্চলে

(C) উপক্রান্তীয় অঞ্চলে

(D) মেরুপ্রদেশীয় অঞ্চলে

Ans: (B) ক্রান্তীয় অঞ্চলে

23. হিমপ্রাচীর কোন্ দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয় ?

(A) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত

(B) কুরোশিয়ো ও ওয়াশিয়ো স্রোত

(C) ক্যানারি ও ইরমিঙ্গার স্রোত

Ans: (A) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত

পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –

24. (A) রফল ব্যাংক

(B) গ্র্যান্ড ব্যাংক

(C) ডগার ব্যাংক

(D) জর্জেস ব্যাংক

Ans: (B) গ্র্যান্ড ব্যাংক

কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে ?

25. (A) উষ্ণ উপসাগরীয় স্রোত

(B) কুরোশিয়ো স্রোত

(C) উত্তর আটলান্টিক স্রোত

(D) উত্তর নিরক্ষীয় স্রোত

Ans: (A) উষ্ণ উপসাগরীয় স্রোত

[ আরোও দেখুন: Madhyamik Geography Suggestion 2023 Click here ]

26. ভারতমহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়—

(A) মৌসুমি বায়ুর দ্বারা

(B) পশ্চিমা বায়ুর দ্বারা

(C) লা নিনা – এর দ্বারা

(D) আয়ন বায়ু – র দ্বারা

Ans: (A) মৌসুমি বায়ুর দ্বারা

27. মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল  –

(A) কাম্‌চাট্‌কা

(B) কুরোশিয়ো

(C) পেরু স্রোত

(D) আগুলহাস

Ans: (D) আগুলহাস

28. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোেত হল –

(A) ক্যানারি স্রোত

(B) কুরোশিয়ো স্রোত

(C) বেঙ্গুয়েলা স্রোত

(D) কামচটকা স্রোত

Ans: (A) ক্যানারি স্রোত

29. শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হল –

(A) উষ্ণমণ্ডল

(B) নিরক্ষীয় অঞ্চল

(C) মেরুপ্রদেশীয় অঞ্চল

(D) নাতিশীতোয় অঞ্চল

Ans: (C) মেরুপ্রদেশীয় অঞ্চল

30. বেঙ্গুয়েলা স্রোত কোন্ মহাসাগরে বয়ে যায়—

(A) ভারত মহাসাগর

(B) প্রশান্ত মহাসাগর

(C) আটলান্টিক মহাসাগর

(D) কুমেরু মহাসাগর

Ans: (C) আটলান্টিক মহাসাগর

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

1. উত্তর প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।

Ans: আলাস্কা স্রোত ।

2. উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।

Ans:  বেরিং স্রোত ।

3. বারিমণ্ডল কাকে বলে?

উঃ পৃথিবীর যে বিশাল অংশে জলের অবস্থান লক্ষ করি তার নাম বারিমণ্ডল।

4. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?

উঃ প্রশান্ত মহাসাগর।

5. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী?

উঃ আটলান্টিক মহাসাগর।

6. ভূ-পৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে?

উঃ ৭০ ভাগ।

7. আটলাণ্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখ।

উঃ উপসাগরীয় স্রোত ও ব্রেজিল স্রোত।

8. আটলাণ্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়?

উঃ উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়।

9. সমুদ্রস্রোত বলতে কী বোঝ?নাম শৈবাল সাগর।

উঃ সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলরাশির এই প্রবাহকেই বলে সমুদ্রস্রোত।

10. সমুদ্র স্রোত কয় প্রকার ও কী কী?

উঃ দুই প্রকার। যথা – উষ্ণ স্রোত ও শীতল স্রোত।

11. শীতল স্রোত কাকে বলে?

উঃ মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির যে স্রোত প্রবাহিত হয় তাকে শীতল স্রোত বলে। যেমন- ল্যাব্রাডার।

12. উষ্ণস্রোত কাকে বলে?

উঃ উষ্ণ জলের স্রোতকে উষ্ণস্রোত বলে। যেমন – গিনি স্রোত।

13. শৈবাল সাগর কী?

উঃ উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারী স্রোত প্রভৃতি মিলে একটি জলাবর্তের সৃষ্টি করে যার মধ্যভাগ স্রোতবিহীন। ফলে মধ্যভাগে নানারকম আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়। এইজন্য এই অংশের নাম শৈবাল সাগর।

14. ব্রেজিল স্রোত কাকে বলে?

উঃ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পূর্বাংশে ব্রেজিলের পূর্ব উপকূল বরাবর যে উষ্ণ স্রোতটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাকে ব্রেজিল স্রোত বলে।

15. বেঙ্গুয়েলা স্রোত কাকে বলে?

উঃ এটি আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পূর্ব প্রান্তের একটি শীতল স্রোত। দক্ষিণ মহাসাগর থেকে শীতল কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তরদিকে প্রবাহিত হয়। এরই নাম বেঙ্গুয়েলা স্রোত।

16. হিমপ্রাচীর কী?

উঃ উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের প্রায় সবুজ জল এবং উত্তরমুখী উষ্ণ মহাসাগরীয় স্রোতের ঘন নীল জলের মাঝখানে যে বিভাজন রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে।

17. বেরিং স্রোত কাকে বলে?

উঃ উত্তরের সুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত মেরুবায়ুর প্রভাবে বেরিং প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণদিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। একেই বলে বেরিং স্রোত।

18. মালাগাসি দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত স্রোতটির নাম কী?

উঃ মালাগাসি স্রোত।

19. সমুদ্রজলের এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকে কী বলে?

উঃ সমুদ্রস্রোত।

20. সমুদ্রজলের একই স্থানের ওঠানামাকে কী বলে?

উঃ সমুদ্রতরঙ্গ।

21. সমুদ্রতরঙ্গ উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে তাকে কী বলে?

উঃ সম্মুখ তরঙ্গ।

22. সমুদ্রের ঢেউ যখন উপকূল থেকে সমুদ্রের দিকে যায় তখন তাকে কী বলে?

উঃ পশ্চাৎগামী তরঙ্গ।

23. পশ্চাৎগামী তরঙ্গকে আর কী নামে ভাবা হয়?

উঃ বিনাশকারী তরঙ্গ।

24. ছোটো ছোটো যে তরঙ্গগুলি উপকূলভাগ গঠন করে তাকে কী বলে?

উঃ গঠনকারী তরঙ্গ।

25. যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাকে কী বলে?

উঃ বহিঃস্রোত।

26. যে স্রোত সমুদ্রের নীচের অংশ দিয়ে এগিয়ে যায় তাকে কী বলে?

উঃ অন্তঃস্রোত।

27. সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে?

উঃ নিয়ত বায়ু।

28. উম্ন স্রোত কোন্ দিক থেকে কোন্ দিকে প্রবাহিত হয়?

উঃ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে।

29. শীতল স্রোত কোন্ দিক থেকে কোন্ দিকে যায়?

উঃ মেরু থেকে নিরক্ষরেখার দিকে।

30. আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম করো।

উঃ গ্র্যান্ড ব্যাংক।

31. কোন্ গোলার্ধে জলভাগের আয়তন বেশি?

উঃ দক্ষিণ গোলার্ধে।

32. পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী?

উঃ প্রশান্ত মহাসাগর।

33. ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন্ কোন্ বায়ু দ্বারা প্রভাবিত হয়?

উঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ু দ্বারা।

34. কোন্ বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়?

উঃ মৌসুমি বায়ু।

35. কোন্ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়?

উঃ আটলান্টিক মহাসাগরে।

36. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী?

উঃ মারিয়ানা খাত।

37. স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কী বলে?

উঃ শৈবাল সাগর।

38. কোন্ দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে?

উঃ মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোত।

39. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখো।

উঃ বেঙ্গুয়েলা স্রোত।

40. পৃথিবীর কত ভাগ অংশ জলবেষ্টিত?

উঃ 71 শতাংশ।

41. ভূপৃষ্ঠের কতখানি অংশ জলভাগ বেষ্টিত?

উঃ 36 কোটি 17 লক্ষ 40 হাজার বর্গকিমি।

42. পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি বলে পৃথিবীকে কী নামে ভাবা হয়?

উঃ নীলগ্রহ।

43. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উঃ 3.84 লক্ষ কিমি।

44. জোয়ারভাটার প্রধান কারণ কী?

উঃ চন্দ্র এবং সূর্যের আকর্ষণ।

45. চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কী বলে?

উঃ চান্দ্র জোয়ার।

46. সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ার কী নামে পরিচিত?

উঃ সৌর জোয়ার।

47. পৃথিবীর একই স্থানে দিনে কতবার জোয়ার হয়?

উঃ দু-বার।

48. দুটি গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান কত?

উঃ 12 ঘণ্টা 26 মিনিট।

49. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত?

উঃ 24 ঘণ্টা 52 মিনিট।

50. কোন্ কোন্ সাগরে জোয়ারভাটা হয় না?

উঃ ভূমধ্যসাগর ও বাল্টিক সাগর।

51. চাঁদ একদিনে তার কক্ষপথে কত ডিগ্রি অতিক্রম করে?

উঃ প্রায় 13°।

52. চাঁদ, সূর্য, পৃথিবী এক সরলরেখায় থাকলে তাকে কী বলে?

উঃ সিজিগি।

53. জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম করো।

উঃ হুগলি নদী।

54. কোন্ শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয়?

উঃ বিকর্ষণ শক্তি।

55. আপেক্ষিক অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয়?

উঃ 4 লক্ষ 07 হাজার কিমি।

56. কোন্ জোয়ারের সাথে নদীতে বান ডাকে?

উঃ ভরা জোয়ারে।

57. সাধারণত কোন্ ঋতুতে বান ডাকে?

উঃ বর্ষা ঋতুতে।

58. পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয়?

উঃ 3 লক্ষ 56 হাজার কিমি।

59. চাঁদ এবং সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার প্রকৃত অনুপাত কত?

উঃ 11:5 অনুপাত।

60. চাঁদের কক্ষপথটি কেমন দেখতে?

উঃ উপবৃত্তাকার।

61. হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়?

উঃ আটলাণ্টিক মহাসাগরে।

62. পশ্চিমবঙ্গে বান ডাকে এমন একটি নদীর নাম লেখো?

উঃ পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বান ডাকে।

63. আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখ?

উঃ আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম হল – উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত।

64. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী?

উঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগরটির নাম প্রশান্ত মহাসাগর।

65. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী?

উঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর।

66. অন্তঃস্রোত কাকে বলে?

উঃ সমুদ্রের নীচের অংশ দিয়ে প্রবাহিত স্রোতকে বলে আন্তঃস্রোত।

67. কোণ স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে?

উঃ কুরোশিয়ো স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে।

68. কুরোশিয় স্রোত কাকে বলে?

আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় স্রোতটির মীলনে যে স্রোতের সৃষ্টি হয়েছে তাকে কুরোশিয় স্রোত বলে।

69. মগ্নচড়া বলতে কী বোঝ?

উঃ উষ্ণ ও শীতল সমুদ্রস্রতের মিলনস্থলে যে অগভীর চড়া সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে।

70. কাকে Thermal Regulatory বলে?

উঃ সমুদ্রস্রোতকে।

71. জোয়ার ভাঁটা কাকে বলে?

উঃ পৃথিবীর ওপর চন্দ্র ও সুর্যের পারপ্সরিক আকর্ষণে সমুদ্র ও নদীর জলের সময়ভিত্তিক ওঠানামকেই জোয়ার ভাটা বলে। জলের স্ফীত অংশকে জোয়ার ও অবনত অংশকে ভাটা বলে।

72. জোয়ার ভাটা সৃষ্টির দুটি কারণ লেখো?

উঃ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি হল। যথা-

মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে।

কেন্দ্রাতিগ বলের প্রভাবে।

73. মুখ্য জোয়ার কাকে বলে?

উঃ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের নিকটতম সম্মুখে আসে সেখানে চাঁদের আকর্ষন ক্ষমতা সর্বাধিক হওয়ার ফলে যে জোয়ার সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার বলে।

74. গৌণ জোয়ার কাকে বলে?

উঃ পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় তার বিপরীত অংশে (প্রতিপাদ স্থানে) কেন্দ্রাতিগ বলের প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে।

75. ভরা কোটাল কাকে বলে? কোন তিথিতে এই জোয়ার হয়?

উঃ পূর্ণিমা তিথিতে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। চন্দ্র ও সূর্যের মাঝে থাকে পৃথিবী। এরূপ অবস্থায় চন্দ্রের নিকটবর্তী পৃথিবীর অংশে হয় মুখ্য জোয়ার। এই জোয়ারের সময় জল অত্যধিক স্ফীত হয় বলে একে ভরা কোটাল বা তেজ কোটাল বলে।

অমাবস্যা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝখানে চন্দ্র একই সরলরেখায় অবস্থান করে এক্ষেত্রে চন্দ্র অ সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্রের জলস্ফীতি অনেক বেশি উঁচু হয় একেও ভরা কোটাল বলে। পূর্ণিমার তুলনায় অমাবস্যা তিথির জোয়ার বেশি তেজী হয়।

76. মরা কোটাল কাকে বলে? কোন তিথিতে মরা কোটাল হয়?

উঃ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সুর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে। ফলে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ তীব্র হয় না। পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে থাকে সেখানে মুখ্য চন্দ্র জোয়ার ও যে অংশ সূর্যের সম্মুখে থাকে সেখানে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। উভয় ক্ষেত্রেই জোয়ারের তীব্রতা কম থাকে বলে একে মরা কোটাল বলে।

77. কী কী কারণে জোয়ার-ভাটা হয়?

উঃ পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত বলের কারণে।

78. চান্দ্র জোয়ার কাকে বলে?

উঃ চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে।

79. সৌর জোয়ার কাকে বলে?

উঃ সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় রাকে সৌর জোয়ার বলে।

80. কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ ৬ ঘণ্টা ১ মিনিট।

81. কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ ১২ ঘণ্টা ২৬ মিনিট।

82. পৃথিবীর একটি স্থানে দিনে কত বার জোয়ার-ভাটা হয়?

উঃ দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয়।

83. কোন স্থানে যখন মুখ্য জোয়ার হয়, তার প্রতিপাদ স্থানে তখন কী অবস্থা বিরাজ করে?

উঃ গৌণ জোয়ার।

84. কোন স্থানে দু-বার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

85. প্রত্যহ কতবার জোয়ার ভাটা হয়?

উঃ প্রত্যহ দু-বার জোয়ার ভাটা ও দু-বার ভাটা হয়।

86. ভরা কোটাল কোন দিনে হয়?

উঃ অমাবস্যা ও পূর্ণিমার দিনে।

87. দুই মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

উঃ ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

88. জোয়ার-ভাটা খেলে এমন একটি নদীর নাম কর।

উঃ হুগলী নদী।

89. সিজিগি কী? সিজিগি অবস্থান কয় প্রকার ও কী কী?

উঃ বছরের বিশেষ দিনে সূর্য, চন্দ্র ও পৃথিবীর কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। এই অবস্থান দুই প্রকার। যথা –সহযোগ ও গতিযোগ।

90. সহযোগ অবস্থান কাকে বলে?

উঃ অমাবস্যা তিথিতে একই সরল রেখায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চন্দ্র অবস্থান করে। এই অবস্থানকে সহযোগ বলে।

91. অ্যাপোজি কী?

উঃ পৃথিবীর উপগ্রহ চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। কক্ষপথের যে অবস্থায় চন্দ্র ও পৃথিবীর দুরত্ব সবচেয়ে বেশি তাকে অ্যাপোজি অবস্থান বলা হয়। এর ফলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে অ্যাপোজি বা অপসূর জোয়ার বলে।

92. পেরিজি কী?

উঃ কক্ষপথের যে অবস্থায় চন্দ্র ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তাকে পেরিজি অবস্থান বলা হয়। এর ফলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পেরিজি বা অনুসূর জোয়ার বলে।

93. বান ডাকা কী?নাম শৈবাল সাগর?

উঃ বর্ষাকালে সমুদ্র জলের চাপ অধিক থাকার কারণে জোয়ারের জল নদীর সংকীর্ণ খাতে প্রবল বেগে ও স্ফীত হয়ে অভ্যন্তরভাগে প্রবেশ করলে তাকে বান ডাকা বলা হয়।

94. কোন নদীতে ষাঁড়াষাড়ি বান দেখা যায়?

উঃ হুগলি নদীতে বর্ষাকালে।

95. একটি স্বাদু জলের হ্রদের নাম লেখ?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপিরিয়র।

96. ভারতের একটি সুপেয় জলের হ্রদের নাম লেখ?

উঃ ডাল হ্রদ।

97. একটি লবনাক্ত জলের হ্রদের নাম লেখ?

উঃ জর্ডন-ইস্রায়েল সীমান্তের মরুসাগর।

98. চিল্কা কী জাতীয় হ্রদ?

উঃ লবণাক্ত জলের হ্রদ।

99. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?

উঃ কাস্পিয়ান।

100. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কী?

উঃ আমেরিকার সুপিরিয়র।

101. পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত হ্রদ কোনটি?

উঃ জর্ডন-ইস্রায়েল সীমান্তের মরুসাগর।

102. পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

উঃ রাশিয়ার বৈকাল।

103. পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কী?

উঃ দক্ষিণ আমেরিকার টিটিকাকা।

104. পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি?

উঃ জর্ডন-ইস্রায়েল সীমান্তের মরুসাগর।

105. হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোন হ্রদ সৃষ্টি হয়?

উঃ করি হ্রদ।

106. ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদের নাম কর।

উঃ চিল্কা, পুলিকট।

107. একটি উপহ্রদের নাম লেখ।

উঃ চিল্কা।

108. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।

Ans: ল্যাব্রাডর স্রোত ।

109. উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।

Ans: উষ্ণ উপসাগরীয় স্রোত ।

110. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।

Ans: পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস্ স্রোত ।

111. দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম । করো ।

Ans: ব্রাজিল স্রোত ।

112. দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম বলো ।

Ans: বেঙ্গুয়েলা স্রোত ।

113. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ।

Ans: পেরু বা হামবোল্ড স্রোত ।

114. মোট সমুদ্রস্রোতের প্রায় কত শতাংশ বহিঃস্রোত ?

Ans: মোট সমুদ্রস্রোতের 10%

115. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোন্ মহাসাগরে অবস্থিত ?

Ans: পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক [ ক্ষেত্রফল ৯৬,০০০ বর্গকিমি , গভীরতা ৯০ মিটার ] আটলান্টিক মহাসাগরে অবস্থিত ।

116. মগ্নচড়ায় কোন্ মৎস্যখাদ্য সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ?

Ans: প্ল্যাংকটন ।

117. কোন্ এককের সাহায্যে সমুদ্রস্রোতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাণ মাপা হয় ?

Ans: সেভেয়ার ড্রপ বা ভাদ্রুপ ।

118. ঋতুপরিবর্তনে কোন্ মহাসাগরের সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে ?

Ans: ভারত মহাসাগর ।

119. সমুদ্রজলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কী ?

Ans: সূর্যরশ্মির পতনকোণের তারতম্য ।

120. হিমপ্রাচীর কোন্ মহাসাগরে দেখা যায় ?

Ans: আটলান্টিক মহাসাগরে ।

121. সমুদ্রজলের একই স্থানে ওঠানামা করাকে কী বলে ?

Ans: সমুদ্রতরঙ্গ ।

122. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কী ?

Ans: উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলন ।

123. সমুদ্রস্রোত উৎপত্তির মূল কারণ কোনটি ?

Ans: বায়ুপ্রবাহ ।

124. কোন্ দুটি স্রোতের মিলনে জাপান উপকূলে কুয়াশা হয় ?

Ans: উষ্ণ কুরোশিয়ো ও শীতল ওয়াশিয়ো ।

125.  উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত এর মিলন স্থলে _______সৃষ্টি হয়।

উত্তরঃ হিমপ্রাচীর

126. উষ্ণ ________ স্রোত এর প্রভাবে শীতকালে japan উপকূল উষ্ণ থাকে।

উত্তরঃ কুরোশিয়ো

127. দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে  প্রবাহিত শীতল স্রোত এর নাম ________স্রোত।

উত্তরঃ ফকল্যান্ড

128. ‘কাডালশব্দের অর্থ________

উত্তরঃ সমুদ্র

129. জোয়ারের জল অত্যাধিক উঁচু হয়ে নদীতে  প্রবেশ করলে তাকে _______ বলে।

উত্তরঃ বান

130. যে তরঙ্গ সমুদ্র উপকূল কে ক্ষতি করে তাকে_______ তরঙ্গ বলে।

উত্তরঃ বিনাশকারী

একটি বা দুটি শব্দ উত্তর দাওঃ-

131. সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক কে?

উত্তরঃ নিয়ত বায়ুপ্রবাহ

132. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখ।

উত্তরঃ benguela স্রোত

133. ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন্‌ কোন্‌ বায়ু দ্বারা প্রভাবিত হয়?

উত্তরঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দ্বারা

134. পৃথিবীতে জলভাগের পরিমান বেশি বলে পৃথিবী কে কি নামে ডাকা হয়?

উত্তরঃ নীল গ্রহ

135. চাঁদ একদিনে তার কক্ষপথে কত ডিগ্রি অতিক্রম করে

উত্তরঃ প্রায় 13 degree

136. সাধারণত কোন্‌ ঋতুতে বান ডাকে?

উত্তরঃ বর্ষা ঋতুতে

137. পৃথিবীর মোট জলরাশির কত ভাগ সমুদ্রজল?

উঃ পৃথিবীর মোট জলরাশির ৯৭ ভাগই সমুদ্রজল।

138. উপকূলের জলবায়ু কার দ্বারা প্রভাবিত হয়?

উঃ উপকূলের জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রবাভিত হয়।

139. মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্ব উপকূলের কোন স্রোতের প্রভাবে উষ্ণতা কমে যায়?

উঃ শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের স্রোতের প্রভাবে উষ্ণতা কমে।

140. সমুদ্রস্রোত সৃষ্টির মুখ্য নিয়ন্ত্রক কে?

উঃ সমুদ্রস্রোত সৃষ্টির মুখ্য নিয়ন্ত্রক নিয়ত বায়ুপ্রবাহ।

141. লাব্রাডর স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়?

উঃ আটলান্টিক মহাসাগরে লাব্রাডর স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়।

142. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি?

উঃ গ্র্যান্ড ব্যাংক হল পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া।

143. পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রস্রোতের নাম কী?

উঃ পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রস্রোত উপসাগরীয় সমুদ্রস্রোত।

144. কোন দুটি স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে?

উঃ উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে।

145. দিনে কবার জোয়ারভাটা হয়?

উঃ দিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়।

আরো পড়ুন দশমশ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর মান ৩

146. পৃথিবী থেকে চাঁদের  দূরত্ব কত?

উঃ পৃথিবী থেকে  চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।চাঁদের

147. ভরা কোটাল কোন তিথিতে হয়?

উঃ অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়।

148. সর্বোচ্চ জোয়ার কোনটি?

উঃ ভরা কোটাল হল সর্বোচ্চ জোয়ার।

149. বেরিং স্রোত কাকে বলে?

উঃ উত্তরের সুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত মেরু বায়ুর প্রভাবে বেরিং প্রণালির মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে, একেই বেরিং স্রোত বলে।

150. কী কী কারনে জোয়ার ভাটা হয়?

উঃ যে দুটি কারনে জোয়ার ভাঁটা হয় সেই দুটি কারন হল – পৃথিবীর আবর্তন গতি ও পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত বলের কারনে জোয়ার ভাঁটা হয়ে থাকে। তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় প্রধানত চাদের আকর্ষণের ফলেই জোয়ার ভাঁটা হয়।

151. কোনো স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ কোনো স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

152. পৃথিবীর একই স্থানে দিনে ক–বার জোয়ার ভাঁটা হয়?

উঃ পৃথিবীর একই স্থানে দিনে দুবার জোয়ার ভাঁটা হয়।

153. সমুদ্রস্রোত বলতে কী বোঝ?

উঃ সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহকে বলে স্মুদ্রস্রোত।

154. আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়?

উঃ উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়।

155. সি জি গি কী?

উঃ পৃথিবী চাঁদ ও সূর্য যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সিজিগি বলে?

156. সৌর জোয়ার কাকে বলে?

উঃ সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলা হয়।

157. চান্দ্র জোয়ার কাকে বলে?

উঃ চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলা হয়। (২৭ দিনে পৃথিবীর চারিদিকে চাদের একবার পরিক্রমাকে বলা হয় চান্দ্রমাস)।

158. কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?

উঃ কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান ৬ ঘণ্টা ১৩ মিনিট।

159. মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায়?

উঃ ভারত মহাসাগরে মৌসুমি স্রোত দেখা যায়।

160. কেন্দ্রাতিগ বল কাকে বলে?

উঃ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিগ বল বলে।

161. হিমপ্রাচীর কোন মহাসগরে দেখা যায়?

উঃ হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরের উত্তর – পশ্চিম অংশে দেখা যায়।

162. হিমশৈল কাকে বলে?

উঃ সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে বলে হিমশৈল।

163. প্ল্যাঙ্কটন কী? কয় প্রকার ও কী কী?

উঃ এক প্রকার ক্ষুদ্রাকার জীব। দুই প্রকার ফাইটো প্ল্যাঙ্কটন ও জু-প্ল্যাঙ্কটন।

164. আটলাণ্টিক মহাসাগরের নিরক্ষীয় প্রতিস্রোত কী?

উঃ আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যাংশে পশ্চিমমুখী উত্তর ও দক্ষিন নিরক্ষীয় স্রোত দুটির ঠিক মাঝখানে একটি স্রোত বিপরীত মুখে অর্থাৎ পূর্বদিকে প্রবাহিত হয়। একে বলে আটলান্টিকের নিরক্ষীয় প্রতিস্রোত।

165. কুরেশিয়ো স্রোত বা জাপান স্রোত কাকে বলে?

উঃ প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে বিশেষত জাপানের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম কুরেশিয়ো স্রোত বা জাপান স্রোত।

166. জাপান উপকূল কোন স্রোতের প্রভাবে উষ্ণ থাকে?

উঃ কুরেশিয়ো স্রোত বা জাপান স্রোতের প্রভাবে।

” বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography  Exam Guide / Class 10 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

 বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবারিমন্ডল (তৃতীয় অধ্যায়)

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Suggestion দশম শ্রেণি ভূগোলবারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer, Suggestion | Class 10 Geography  Question and Answer Suggestion | Class 10 Geography  Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 10th Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবারিমন্ডল (তৃতীয় অধ্যায়)

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) । Class 10 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর । বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) | Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) | Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography  Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer with FREE PDF Download Link

বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad