দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান : আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Physical science [Chapter V] Question and Answer

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান : আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Physical science  Question and Answer

আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 10 Physical science Question and Answer : আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 10 Physical science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Physical science Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKPhysical science Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 10 Physical science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. সমতল দর্পণে কোন রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ-

[A] 0°     [B] 30° [C] 90°     [D] 45°

Answer :[A] 0°

2. প্রতিসরাঙ্ক রং কোন্ বর্ণের –

[A] সবুজ      [B] লাল [C] হলুদ     [D] বেগুনী

Answer :[B] লাল

3. ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব-

[A] সদ ও অবশীর্ষ     [B] অসদ ও অশীর্ষ [C] Both     [D] none

Answer :[A] সদ ও অবশীর্ষ

4. লাল বর্ণের বেগ ও বেগুনি বর্ণের বেগ হলে—

[A] Cr < Cv     [B] Cr = Cv [C] Cr >Cv     [D] None

Answer :[C] Cr >Cv

5. বিচ্ছুরণ ঘটে কোন আলাের–

[A] লাল     [B] কাঁলাে   [C] হলুদ [D] সাদা

Answer :[D] সাদা

6. মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু দুটির দূরত্ব যথাক্রমে –

a. 50 cm,অসীম b. 25 cm, 50 cm c. 0, 25 Cm d. 25 cm, অসীম

Answer :[d] 25 cm, অসীম

7. যখন আমরা চোখ দিয়ে দেখি,তখন রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব গঠিতহয় তা হল –

 a. সদ, অবশীর্ষ b. অসদ, সমশীর্ষ c. অসদ, অবশীর্ষ d. সদ, সমশীর্ষ

Answer :[a] সদ, অবশীৰ্ষ

8.এক ব্যক্তি লাল রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে। নীল আলোকে জামা ও প্যান্টের রং হবে যথাক্রমে –

a. লাল এবং সাদা b. নীল এবং সাদা c. কালো এবং নীল d. লাল এবং নীল

Answer :[c] কালো এবং নীল

9. আলোর তড়িম্বকীয় তত্ত্বের জনক –

a. ম্যাক্স প্ল্যাক b. ম্যাক্সওয়েল c. নিউটন d. হাইগেনস

Answer :[b] ম্যাক্সওয়েল

10. উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে –

a. সমশীর্ষ ও ক্ষুদ্র b. সমশীর্ষ ও বড়ো c. অবশীর্ষ ও ক্ষুদ্র d. অবশীর্ষ ও বড়ো

Answer :[a] সমশীর্ষ ও ক্ষুদ্র

11. মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? –

 a. সমতল দর্পণ b. উত্তল দর্পণ c. অবতল দর্পণ d. অধিবৃত্তীয় দর্প

Answer :[d] অধিবৃত্তীয় দর্পণ

12.একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 cm হলে ফোকাস দৈর্ঘ্য হবে –

a. 10 cm b. 5 cm c. 20 cm d. 15 c

Answer :[b] 5 cm

13.গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সামনে যে দর্পণ ব্যবহার করা হয় তা হল –

a. অবতল  b. সমতল c. উত্তল d. অধিবৃত্তাকার

Answer :[c] উত্তল

14. সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যায়। এর কারণ, আলোকের –

a. বিছুরণ b. বিক্ষেপণ c.প্রতিফলন d. প্রতিসরণ

Answer :[d] প্রতিসরণ

15.একটি আলোকরশ্মি ঘনতর মাধ্যমে প্রবেশ করলে –

 a. কম্পাক বাড়ে b. তরঙ্গদৈর্ঘ্য বাড়ে c. বেগ কমে d. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনহতে পারে

Answer :[c] বেগ কমে

16. একটি রশ্মি বায়ু থেকে কাচের ফলকে প্রবেশ করলে এর –

a. তরঙগদৈর্ঘ্য কমে যায় b. তরঙ্গগদৈর্ঘ্য বেড়ে যায় c. কম্পাঙ্ক বেড়ে যায় d. তরঙগদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উভয়ই

Answer :[a] তরঙ্গগদৈর্ঘ্য কমে যায়

17. প্রিজমে নীচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? –

a. হলুদ b. নীল c. সবুজ d. কমলা

Answer :[b] নীল

18. একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব হল –

a. শূন্য b. 100 cm c. 200 cm d. অসীম

Answer :[d] অসীম

19. উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়? –

a.  বিবর্ধিত, সমশীর্ষ b. খর্বাকৃতি, সমশীর্ষ c. বিবর্ধিত, অবশীৰ্ষ d. খর্বাকৃতি, অবশির্ষ

Answer :[b] খর্বাকৃতি, সমশীর্ষ

20. বস্তুর সকল অবস্থানেই অসদ এবং সমশীর্য প্রতিবিম্ব গঠন করতে পারে –

a. উত্তল লেন্স b. অবতল লেন্স c.  অবতল দর্পন d. কোনোটিই নয়

Answer :[b] অবতল লেন্স

21. গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ ‘ r ‘ এবং ফোকাস দৈর্ঘ্য ‘ f ‘ এর মধ্যে সম্পর্কটি হল- [MP-17]

(a) f=2r (b) r = 2f (c) r = f (d) r = 3f

উঃ- r = 2f

22. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটি কোনটি-

(a) লাল (b) হলুদ (c) বেগুনি (d) সবুজ । [MP-17]

উঃ- বেগুনি ।

23. একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি –

(a) সদ ও অবশীর্ষ (b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ [MP-18]

উঃ- অসদ ও সমশীর্ষ ।

24. একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরন কোণ উৎপন্ন করলে নীচের কোনটি সঠিক ? [MP-20]

(a) r = v (b) r = 1/v (c) r > v (d) r < v

উঃ- r < v

25. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পনের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পনে আপতিত ও দর্পন থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল [MP-20]

(a) 0o (b) 180o (c) 90o (d) 360o

উঃ- 0o

26. নীচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ? [MP-19, 22]

(a) X রশ্মি (b) γ রশ্মি (c) আতিবেগুনি রশ্মি (d) অবলোহিত রশ্মি

উঃ- অবলোহিত রশ্মি ।

27. প্রতিসরনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরন কোণ যথাক্রমে 45o ও 30o হলে কৌণিক চ্যুতির মান হবে [MP-19]

(a) 75o (b) 15o (c) 7.5o (d) 37.5o

উঃ- (45-30)o= 15o

28. ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান হল-

(a) i-r (b) r-i (c) i-2r (d) 2r-i

উঃ- r-i

29. A, B, C, D চারটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4 , 2.5, 1.3 । এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক-

(a) A (b) B (c) C (d) D

উঃ- D

30. মোটর গাড়ির হাডলাইটে ব্যবহৃত হয়-

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) সমতল দর্পন (d) উত্তল ও সমতল দর্পন ।

উঃ- অবতল দর্পন ।

31. আলোককেন্দ্র দিয়ে যাবার সময় আলোকরশ্মির বিচ্যুতি –

(a) 0o (b) 45o (c) 30o (d) 90o

উঃ- 0o

32. শূন্য মাধ্যমের পরম প্রতিসরিঙ্কের মান –

(a) 0 (b) 1 (c) 1.5 (d) 1.33

উঃ- 1

33. কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ ?

(a) লাল ও বেগুনি (b) লাল ও সবুজ (c) বেগুনি ও কমলা (d) নীল ও আকাশি

উঃ- লাল ও বেগুনি।

34. লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান –

(a) 0o (b) 90o (c) 180o (d) দুই মাধ্যমের সংকট কোণ।

উঃ- 0o

35. একটি অবতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি. হলে দর্পনটির ফোকাস দৈর্ঘ্য হবে- [MP-22]

(a) 20 সেমি.(b) 15 সেমি.(c) 10 সেমি. (d) 40 সেমি.

উঃ- 10 সেমি.

36. দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন- [MP-22]

(a) উত্তল দর্পন (b) উত্তল লেন্স (c) অবতল দর্পন (d) অবতল লেন্স।

উঃ- অবতল দর্পন।

আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Physical science Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Physical science Question and Answer Suggestion

  1. দৃশ্যমান আলোর তরঙ্গগদৈর্ঘ্য কত?

Answer : দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 4000 A থেকে 8000 A পর্যন্ত বিস্তৃত।

  • শূন্য মাধ্যমে আলোর বেগের মান কত?

Answer : 3 108ms-1 ।

  • রশ্মির একটি ব্যবহার লেখো।

Answer : রেডিয়োথেরাপিতে  রশ্মি ব্যবহৃত হয়।

  • একগুচ্ছ লাল গোলাপফুলকে নীল আলোয় দেখলে কী রং দেখাবে?

Answer : কালো ।

  • দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন ?

Answer : অবতল দর্পণ ।

  • সুস্থ ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত?

Answer : 25 cm ।

  • দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?

Answer : উত্তল লেন্স।

  • দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তি কী ধরনের চশমা ব্যবহার করেন?

Answer : ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা।

  • সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায়?

Answer : বেগুনি বর্ণের আলো।

  1. কোন দর্পণ সর্বদা অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে?

Answer : উত্তল দর্পণ।

  1. কোন বর্ণের প্রতিসরাংক নিদিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক?

Answer : বেগুনি বর্ণের।

  1. শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক কত?

Answer : শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক 1।

  1. সমান্তরাল কাচ ফলকে প্রতিসরণের ফলে আপতিত রশ্মির চ্যুতি কত হয়?

Answer : আপতিত রশ্মির চুতি শূন্য হয়।

  1. কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সদ প্রতিবিম্ব সৃষ্টি করে?

Answer : বস্তু ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে থাকলে।

  1. জলের ভিতরে উৎপন্ন বায়ু বুদবুদ অভিসারী না অপসারী লেন্সের মতো আচরণ করে?

Answer : অপসারী লেন্সের মতো আচরণ করে।

  1. লেন্সের আলোককেন্দ্রের একটি বৈশিষ্ট্য লেখো ।

Answer : লেন্সের আলোককেন্দ্র দিয়ে নির্গত রশ্মি কোনো চুতি হয় না।

  1. বিবর্ধক কাচে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়?

Answer : উত্তল লেন্স।

  1. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?

Answer : উত্তল লেন্স বা উত্তল লেন্স সমবায়।

19.মোটর গাড়ির ভিউ ফাইণ্ডারে কোন ধরনের দর্পন ব্যবহৃত হয় ? [MP-18]

উঃ- উত্তল দর্পন।

20. বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয় ? [MP-16]

উঃ- উত্তল লেন্স।

21. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ? [MP-17]

উঃ- অবতল লেন্স।

22. কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে ? [MP-16]

উঃ- অবতল লেন্স।

23. কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় ? [MP-18]

উঃ- উত্তল লেন্স।

24. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ? [MP-16]

উঃ- লাল বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ।

25. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। [MP-17]

উঃ- আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হল রামধনু।

26. গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায় ? [MP-20]

উঃ- একটি গোলীয় দর্পনের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পনের মেরু বলে।

27. এক্স রশ্মির একটি ব্যবহার লেখো।

উঃ- চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় , ক্যানসার, টিউমারের চিকিৎসায় এক্স রশ্মি ব্যবহৃত হয়।

28. একটি আলোক রশ্মি অবতল দর্পনের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?

উঃ- আলোক রশ্মি অবতল দর্পনের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে তা দর্পনের ওপর লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ আপতন কোণ হবে 90o।

29. উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয় ?

উঃ- ফোকাসে।

30. মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পন ব্যবহার করা হয়? [MP-22]

উঃ- অবতল দর্পন।

31. কোনোও দর্পনে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কী? [MP-22]

উঃ- হ্যাঁ পারে, উত্তল দর্পনে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে।

32. লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μb হলে কোনটির মান বেশি? [MP-22]

উঃ- μb

33. চোখের —— অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।

উত্তর : রেটিনা।

34 . প্রতিসরণের ক্ষেত্রে চুতি কোণের মান সর্বোচ্চ হয় যখন, আপতন কোণের মান হয় —— ।

উত্তর : 90°

35. প্রিজমে —— বর্ণের আলাের চ্যুতি সর্বাধিক হয়।

উত্তর : বেগুনি।

36. দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য —— লেন্স ব্যবহার হয়।

উত্তর : উত্তল লেন্স।

37. অল্প দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য —— লেন্স ব্যবহার হয়।

উত্তর : অবতল লেন্স।

38. প্রতিসারঙ্ক একক ও মাত্রাহীন রাশি।

উত্তর : সত্য।

39. বস্তুর অসমান আকারের সবিম্ব অবতল দর্পণ সৃষ্টি করে।

উত্তর : মিথ্যা।

40. আলােক তরঙ্গে হল তড়িৎচুম্বকীয় তীর্যক তরঙ্গ।

উত্তর : সত্য।

41. লেখচিত্রের প্রকৃতি হবে বর্গাকার পরাবৃত্ত।

উত্তর : মিথ্যা।

42. প্রিজমের প্রতিসারক তল হয় দুইটি।

উত্তর : সত্য।

43. শূন্যস্থানে আলাের বেগ কত?

উত্তর : শূন্যস্থানে আলাের বেগ 3 × 108 m/s

44. দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলাের কোন ধর্মের জন্য?

উত্তর : দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য।

45. অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদবিন্দু গঠন করে ?

উত্তর : কোনাে বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসদবিম্ব গঠন করে।

46. অবতল দর্পণ কখন একটি বস্তুর সদবিম্ব গঠন করে ?

উত্তর : কোনাে বস্তু অবতল দর্পণের ফোকাস থেকে দূরে থাকলে বা বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হলে সদবিম্ব গঠিত হয়।

47. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে না পিছনে অবস্থিত ?

উত্তর : উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে অবস্থিত।

48. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে না পিছনে অবস্থিত ?

উত্তর : অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে অবস্থিত।

49. গাড়ির চালক রিয়ারভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণের সাহায্য নেয় ?

উত্তর : উত্তল দর্পণ

50. মােটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

উত্তর : মােটর গাড়ির হেডলাইট অবতল দর্পণ ব্যবহার করা হয়।

51. বিবর্ধক কাচ হিসাবে কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

উত্তর : বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।

52. দন্ত চিকিৎসকের দর্পণ কী প্রকৃতির ?

উত্তর : দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি হল অবতল।

53. কোনাে আলােকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ কত?

উত্তর : চ্যুতিকোণ = (60° – 45°) = 15°

54. আয়তাকার কাচের স্লাবে কোন আলােকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চুতিকোণ কত?

উত্তর : এক্ষেত্রে চ্যুতিকোণ 0°।

” আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন / দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 10 Physical science Suggestion / Class 10 Physical science  Question and Answer / Class 10 Physical science Suggestion / Class 10 Pariksha Physical science Suggestion / Physical science Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Physical science Suggestion FREE PDF Download)

আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 Physical science Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Physical science Suggestion / Class 10 Physical science  Question and Answer / Class 10 Physical science  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Physical science  Exam Guide / Class 10 Physical science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Physical science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Physical science  Suggestion FREE PDF Download) সফল হবে।

আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

 আলো (পঞ্চম অধ্যায়) Class 10 Physical science  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়)| আলো (পঞ্চম অধ্যায়) Class 10 Physical science  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আলো (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরআলো (পঞ্চম অধ্যায়)

আলো (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান আলো (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আলো (পঞ্চম অধ্যায়) Class 10 Physical science  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আলো (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভৌত বিজ্ঞান | Class 10 Physical science 

দশম শ্রেণি ভৌত বিজ্ঞান (Class 10 Physical science ) – আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | আলো (পঞ্চম অধ্যায়) | Class 10 Physical science  Suggestion দশম শ্রেণি ভৌত বিজ্ঞানআলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণির ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Physical science  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আলো (পঞ্চম অধ্যায়) | আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সহায়ক – আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Physical science  Question and Answer, Suggestion | Class 10 Physical science  Question and Answer Suggestion | Class 10 Physical science  Question and Answer Notes | West Bengal Class 10th Physical science Question and Answer Suggestion.

WBBSE Class 10th Physical science  Suggestion | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরআলো (পঞ্চম অধ্যায়)

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Physical science Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | আলো (পঞ্চম অধ্যায়) । Class 10 Physical science  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Physical science  Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর । আলো (পঞ্চম অধ্যায়) | Class 10 Physical science  Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আলো (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Physical science  Suggestion | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Physical science  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আলো (পঞ্চম অধ্যায়) | Class 10 Physical science  Question and Answer দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 10 Physical science  Question and Answer দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Physical science  Suggestion | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Physical science  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান – আলো (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Physical science  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Physical science Suggestion Download WBBSE Class 10th Physical science short question suggestion . Class 10 Physical science  Suggestion download Class 10th Question Paper Physical science. WB Class 10 Physical science suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Physical science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Physical science Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Physical science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Physical science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Physical science Suggestion is provided here. Class 10 Physical science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 10 Physical science  Question and Answer with FREE PDF Download Link

আলো (পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 10 Physical science  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad