AIATSL Recruitment 2024 : এবার এয়ারপোর্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

AIATSL Recruitment 2024 : যেসব প্রার্থীরা উচ্চ বেতনে চাকরির খোঁজ করছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড দপ্তরে প্রচুর শূন্যপদে সিকিউরিটি এক্সিকিউটিভ‌ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি। আবেদন পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। জেনে নিন বিস্তারিত তথ্য।

নিয়োগ সংস্থা – AI Airport Services Limited

পদের নাম— টার্মিনাল ম্যানেজার, কর্তব্যরত কর্মকর্তা, জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার – টেকনিক্যাল, গ্রাহক পরিষেবা নির্বাহী, র‌্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র‌্যাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান, হ্যান্ডিওম্যান।

শূন্যপদ – ২৪৭টি

বয়সসীমা— ইচ্ছুক প্রার্থীদেরউক্ত পদগুলিতে (AIATSL Recruitment 2024) আবেদন করার জন্য সর্বোচ্চ ৫৫ বছর বয়সের নিচে হতে হবে। আবেদন করার ক্ষেত্রে ওবিসি বিভাগের অন্তর্গত প্রার্থীরা ৩ বছর এবং SC/ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর ছাড় পাবে‌।

মাসিক বেতন— উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীদের মাসিক বেতন আলাদা হলেওএই পদগুলির ক্ষেত্রে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সর্বোচ্চ ৬০,০০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা – সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে।

নিয়োগ পদ্ধতি – এই পদগুলিতে নিযুক্ত হতে প্রার্থীদের কোনোরকম পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদগুলিতে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি — ইচ্ছুক প্রার্থীদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্র দেওয়া আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে, যা যা নথি দিতে বলা হয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

আবেদনের শেষ তারিখ – ১৫ই এপ্রিল থেকে ১৯শে এপ্রিল, ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : www.aiasl.in

অফিশিয়াল বিজ্ঞপ্তি : Download Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad