অষ্টম শ্রেণীর ভূগোল : বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- IV] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর ভূগোল : বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- IV] Question and Answer

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer : বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. আয়ন বায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায়—

[A] 10-12 কিমি

[B] 16-30 কিমি

[C] 35 40 কিমি

[D] 40-50 কিমি

উত্তর:- [B] 16-30 কিমি

2. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে—

[A] সমচাপ

[B] নিম্নচাপ

[C] উচ্চচাপ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নিম্নচাপ

3. জি ডি কোরিওলিস পৃথিবীর আর্বতন ও দিক বিক্ষেপকারী বলের অস্তিত্ব উদ্ভাবন করেন—

[A] 1857 সালে

[B] 1835 সালে

[C] 1873 সালে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] 1835 সালে

4. মেরু অঞ্ছলে বায়ুর চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায়—

[A] কম

[B] বেশি

[C] একই

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেশি

5. নিরক্ষীয় অঞ্চলের বিস্তার—

[A] 0°-5° অক্ষাংশে

[B] 10°-20° অক্ষাংশে

[C] 30-40° অক্ষাংশে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 0°-5° অক্ষাংশে

6. কালবৈশাখী ঝড় অসমে যে নামে পরিচিত—

[A] লু

[B] আঁধি

[C] বরদইছিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] বরদইছিলা

7. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে বায়ুর—

[A] উচ্চচাপ

[B] নিম্নচাপ

[C] সমচাপ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] উচ্চচাপ

8. যে বায়ু নিয়মিতভাবে একটি নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে তাকে বলে—

[A] নিয়ত বায়ু

[B] আকস্মিক বায়ু

[C] সাময়িক বায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [A] নিয়ত বায়ু

9. বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে

[A] বায়ুর চাপ

[B] বায়ুর আর্দ্রতা

[C] বায়ুর উষ্ণতা

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বায়ুর চাপ

10. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু দেখা যায়—

[A] গ্রস্ত উপত্যকায়

[B] নদী উপত্যকায়

[C] পার্বত্য উপত্যকায়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নদী উপত্যকায়

11. বায়ুচাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্কের সূত্র আবিষ্কার করেন—

[A] বাইস ব্যালট

[B] ফেরেল

[C] কোরিওলিস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বাইস ব্যালট

12. বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয়—

[A] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু

[B] দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু

[C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

13. বায়ুর গতিবেগ মাপার একক—

[A] মিলিবার

[B] নট

[C] কিলোমিটার

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নট

14. সিরোক্কো দেখতে পাওয়া যায়

[A] উত্তরআমেরিকায়

[B] ইউরোপে

[C] আফ্রিকায়

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আফ্রিকায়

15. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু দেখা যায়—

[A] গ্রস্ত উপত্যকায়

[B] নদী উপত্যকায়

[C] পার্বত্য উপত্যকায়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নদী উপত্যকায়

16. তুমি যদি মাঝসমুদ্রে একটি জাহাজে ‘ডোলড্রামস’-এ থেমে থাকো তাহলে তুমি আছ—

[A] সুমেরুবৃত্তীয় এলাকায়

[B] মকরীয় এলাকায়

[C] নিরক্ষীয় এলাকায়

[D] কনোটাও নয়

উত্তর:- [C] নিরক্ষীয় এলাকায়

17. সমুদ্র উপকূল থেকে স্থলভাগের দিকে দিনেরবেলায় যে শীতল ও ভারী বাতাস প্রবাহিত হয় তাকে বলে—

[A] আকস্মিক বায়ু

[B] স্থলবায়ু

[C] সমুদ্রবায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্থলবায়ু

18. উভয় গোলার্ধে 0°-5° অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটি হল—

[A] অশ্ব অক্ষাংশ

[B] ক্রান্তীয় শান্তবলয়

[C] নিরক্ষীয় শান্তবলয়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ক্রান্তীয় শান্তবলয়

19. সিরোক্কো দেখতে পাওয়া যায়

[A] উত্তরআমেরিকায়

[B] ইউরোপে

[C] আফ্রিকায়

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আফ্রিকায়

20. উত্তরগোলার্ধে আয়ন বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেটি হল—

[A] উত্তর-পশ্চিম

[B] উত্তর-পূর্ব

[C] দক্ষিণ-পূর্ব

[D] দক্ষিণ-পশ্চিম

উত্তর:- [B] উত্তর-পূর্ব

21. বায়ুর গতিবেগ মাপার একক—

[A] মিলিবার

[B] নট

[C] কিলোমিটার

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নট

22. বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে

[A] বায়ুর চাপ

[B] বায়ুর আর্দ্রতা

[C] বায়ুর উষ্ণতা

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বায়ুর চাপ

23. নিরক্ষীয় অঞ্চলের বিস্তার—

[A] 0°-5° অক্ষাংশে

[B] 10°-20° অক্ষাংশে

[C] 30-40° অক্ষাংশে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 0°-5° অক্ষাংশে

24. আয়ন বায়ুর অপর নাম—

[A] বাণিজ্য বায়ু

[B] পশ্চিমা বায়ু

[C] মেরু বায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বাণিজ্য বায়ু

25. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে—

[A] সমচাপ

[B] নিম্নচাপ

[C] উচ্চচাপ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নিম্নচাপ

26. বায়ুর গতিবেগ মাপার একক—

[A] মিলিবার

[B] নট

[C] কিলোমিটার

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নট

27. উভয় গোলার্ধে 0°-5° অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটি হল—

[A] অশ্ব অক্ষাংশ

[B] ক্রান্তীয় শান্তবলয়

[C] নিরক্ষীয় শান্তবলয়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ক্রান্তীয় শান্তবলয়

28. নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ—

[A] বেশি

[B] কম

[C] একেবারেই নেই

[D] কনোটাও নয়

উত্তর:- [B] কম

29. উষ্ণতা বাড়লে বায়ুর চাপ—

[A] বাড়ে

[B] কমে

[C] অপরিবর্তিত থাকে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] কমে

30. উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক হল—

[A] সমানুপাতিক

[B] ব্যাস্তানুপাতিক

[C] অপরিবর্তনশীল

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ব্যাস্তানুপাতিক

31. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে—

[A] সমচাপ

[B] নিম্নচাপ

[C] উচ্চচাপ

[D] কনোটাও নয়

উত্তর:- [B] নিম্নচাপ

32. বায়ুপ্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর

[A] চাপের ওপর

[B] তাপের ওপর

[C] অক্ষাংশের ওপর

[D] কনোটাও নয়

উত্তর:- [A] চাপের ওপর

33. বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে

[A] বায়ুর চাপ

[B] বায়ুর আর্দ্রতা

[C] বায়ুর উষ্ণতা

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বায়ুর চাপ

34. দুই মেরু অঞ্চলে বায়ু—

[A] ভারীশীতল প্রকৃতির

[B] উষ্ণ-হালকা প্রকৃতির

[C] শীতল-হালকা প্রকৃতির

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ভারীশীতল প্রকৃতির

35. নিয়ত বায়ুকে ভাগ করা যায়—

[A] তিন ভাগে

[B] সাত ভাগে

[C] এগারো ভাগে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] তিন ভাগে

36. নিরক্ষীয় অঞ্চলের বিস্তার—

[A] 0°-5° অক্ষাংশে

[B] 10°-20° অক্ষাংশে

[C] 30-40° অক্ষাংশে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 0°-5° অক্ষাংশে

37. বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয়—

[A] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু

[B] দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু

[C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

38. আয়ন বায়ুর অপর নাম—

[A] বাণিজ্য বায়ু

[B] পশ্চিমা বায়ু

[C] মেরু বায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বাণিজ্য বায়ু

39. ঋতুগতভাবে প্রবাহিত হয়—

[A] নিয়ত বায়ু

[B] মৌসুমি বায়ু

[C] সমুদ্রবায়ু

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মৌসুমি বায়ু

40. বাইস ব্যালট ছিলেন—

[A] ডাচ আবহবিদ

[B] ইংরেজ আবহবিদ

[C] ফরাসি আবহবিদ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ডাচ আবহবিদ

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion

1. সমুদ্রবায়ুর প্রভাব কোথায় দেখা যায় ?

উত্তর:- সমুদ্রের উপকূলভাগ থেকে 150 কিমি অঞ্চলের মধ্যে দেখা যায় ।

2. স্থলবায়ুর প্রভাব কখন বৃদ্ধি পায় ?

উত্তর:- স্থলবায়ুর প্রভাব ভোররাতের দিকে বৃদ্ধি পায় ।

3. কাকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ?

উত্তর:- মৌসুমি বায়ুকে বলা হয় । 

4. শীতকালীন মৌসুমিবায় কাকে বলে ?

উত্তর:- শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক ঠান্ডা বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় , একে শীতকালীন মৌসুমিবায়ু বলে । |

5. গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু কাকে বলে ?

উত্তর:-  গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় , একে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু বলে ।

6. নিয়ত বায়ু কাকে বলে ?

উত্তর:- সারাবছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ু ।

7. চিনুক শব্দের অর্থ কী ? চিনুক কোথায় দেখা যায় ?

উত্তর:- চিনুক শব্দের অর্থ ‘ তুষার ভক্ষক ‘ । উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক দেখা যায় ।

8. চিনুক বায়ুর প্রকৃতি কেমন ?

উত্তর:- চিনুক বায়ুর প্রকৃতি শুষ্ক ও উন্ন ।

9. চিনুক বায়ুর প্রভাবে কোথায় পশুপালন হয় ?

উত্তর:- চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি তৃণভূমি অঞ্চলে পশুপালন হয় ।

10. ফন কোথায় প্রবাহিত হয় ?

উত্তর:- ফন আল্পস পার্বত্য অঞ্চলের উত্তর ঢাল বেয়ে নীচে নেমে মধ্য ইউরোপে প্রবাহিত হয় ।

11. ঘন বায়ুর প্রকৃতি কীরূপ ? এই বায়ুর প্রভাবে কী হয় ?

উত্তর:- হন বায়ুর প্রকৃতি শুষ্ক ও উষু হয় । এই বায়ুর প্রভাবে মধ্য ইউরোপের তাপমাত্রা খুব সময়ের মধ্যে বেড়ে গিয়ে বরফ পালিয়ে দেয় ও দাবানলের সৃষ্টি করে ।

12. হারমাট্রান বায়ু কেমন ? হারমাট্রান বায়ু কোথায় দেখা যায় ?

উত্তর:- হারমার্টান বায়ু শুষ্ক ও উন্ন । হারমাট্রান বায়ু উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব দিক থেকে গিনি উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয় ।

13. হারমাট্রানের নাম ‘ The Doctor ‘ হবার কী কারণ ?

উত্তর:- ক্রান্তীয় অঞ্চলের গরম স্যাঁতসেঁতে আবহাওয়াকে হারমাট্রান আরামদায়ক ও গরম করে তোলে । তাই একে “ The Doctor ‘ বলা হয় ।

14. বোরো কেমন বায়ু ?

উত্তর:- শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বোরো ।

15. বোরো কোথায় দেখা যায় ?

উত্তর:- আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বরাবর নীচের দিকে নেমে এসে আড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় ।

16. কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে ?

উত্তর:- উচ্চচাপ বলয় অবস্থান করে ।

17. পম্পেরো কী ?

উত্তর:- পম্পেরো একধরনের স্থানীয় বায়ু ।

18. পম্পেরো কোথায় দেখা যায় ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ থেকে পম্পেরো উৎপত্তি লাভ করে ।

19. আমাদের রাজ্যে গরম কালে বিকেলের দিকে কোন্ ঝড় হয় ?

উত্তর:- কালবৈশাখী ঝড় হয় ।

20. নিরক্ষীয় অঞ্চল কোন্‌টি ?

উত্তর:- নিরক্ষরেখার দুপাশে 0 ° থেকে 5 ° অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল ।

21. সিরক্কো কেমন বায়ু ? সিরক্কোর প্রভাবে আফ্রিকার উপকূল কেমন হয় ?

উত্তর:- সিরক্কো শুষ্ক , উন্ন ও ধূলিপূর্ণ বায়ু । সিরক্কোর প্রভাবে আফ্রিকার উত্তর উপকূল শুষ্ক ও ধূলিপূর্ণ হয় ।

22. ভোরবেলা পালতোলা নৌকা কোন্ বায়ুর প্রভাবে সমুদ্রে চলবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- স্থলবায়ু।

23. নিরক্ষীয় অঞ্চলে কোন্ ধরনের [উচ্চচপি/নিম্নচাপ] বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- নিম্নচাপ।

24. আড্রিয়াটিক সাগরের উপকলে প্রবাহিত থানীয় বায়ুর নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বোরা।

25. ক্রোধোন্মত্ত পাশ কথাটি_________ বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পশ্চিমা

26. বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন। আবহবিদ বাইস ব্যালট। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

27. দুই বিপরীতধর্মী বাতাস মিলিত হওয়ার ফলে দুই ক্লান্তীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

28. ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু _________দিকে বেঁকে যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ডান

29. পশ্চিমা বায়ুর অন্তর্গত দেশগুলিতে _________বৃষ্টি বেশি হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শীতকালে

30. পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা পর্বতের ঢাল বরাবর যে ভারী বায়ু ওপর থেকে নীচে নামে তার নাম _________ বায়ু। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ক্যাটাবেটিক

31. ক্রান্তীয় শান্তবলয়ের আর-এক নাম অশ্ব অক্ষাংশ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

32. সাধারণত _________ প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উচ্চ অক্ষাংশে

33. বিকেলবেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

34. অ্যালবায়ু প্রবাহিত হয় _________ বেলায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রাতের।

35. বায়ুর চাপ কয়প্রকার ও কী কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দু-প্রকার— [a] উচ্চচাপ, [b] নিম্নচাপ।

36. বায়ুতে জলীয়বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

37. স্তেপ তৃণভুমি কোন্ নিয়ত বায়ুর প্রবাহপথে অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর।

38. মহাদেশগুলির পূর্বাংশে পৃথিবীর বিশাল মরুভূমিগুলি অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

39. ITCZ অঞ্চলে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু মিলিত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

40. বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের_________ অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 30°-40°

41. _________ যন্ত্র দ্বারা বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বাতপতাকা

42. ক্রোধোন্মত্ত পাশ কথাটি_________ বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পশ্চিমা

43. উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু _________ দিক থেকে প্রবাহিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- দক্ষিণ-পশ্চিম।

44. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে ?

উত্তর:- নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে ।

45. বায়ুর গতিবেগ কোন্ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায় ?

উত্তর:- অ্যানিমোমিটার ।

46. মেরু বায়ু কোথায় প্রবাহিত হয় ?

উত্তর:- উত্তর গোলার্ধে ৭০-৮০ ° অক্ষরেকার মধ্যবর্তী অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয় ।

47. বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ কী ?

উত্তর:- দুটি অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ ।

48. অ্যালবায়ু প্রবাহিত হয় _________ বেলায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রাতের।

49. সাধারণত _________ প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উচ্চ অক্ষাংশে

50. বাইস ব্যালট 1835 সালে তার বায়ুপ্রবাহের সূত্র উদ্ভাবন করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

51. বায়ু সাধারণভাবে _________ চাপ বলয় থেকে _________ চাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উচ্চ, নিম্ন

52. 40°-50° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে নিয়ত বায়ুপ্রবাহের স্থান পরিবর্তনের সর্বাধিক প্রভাব লক্ষ করা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

53. নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির অন্যতম কারণ এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

54. ক্যাটাবেটিক বায়ু কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পর্বতের ঢাল বরাবর নীচের উপত্যকায় নেমে আসা ভারী বায়ুর নাম ক্যাটাবেটিক বায়ু।

55. কোন্ বায়ুর প্রভাবে আফ্রিকায় সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আয়ন বায়ু।

56. বায়ুপ্রবাহ কী ?

উত্তর:- ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে ।

57. বায়ুস্রোত কী ?

উত্তর:- ভূপৃষ্ঠের ওপর বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে ।

58. কোন্ অঞ্চলকে ডোলড্রামস বলে ?

উত্তর:- নিরক্ষীয় নিম্নচাপ শান্তবলয়কে ডোলড্রামস বলে ।

59. অশ্ব অক্ষাংশ কোন্ অঞ্চলকে বলে ?

উত্তর:- 25 ° -35 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলে পরিচিত ।

60. কোরিওলিস বল কীভাবে কাজ করে ?

উত্তর:- কোরিওলিস বল সমকোণে কাজ করে ।

61. বায়ুপ্রবাহের কীভাবে নামকরণ হয় ?

উত্তর:- বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেইদিক অনুযায়ী বায়ুর নামকরণ হয় ।

62. বাইস ব্যালট সূত্র করে আবিষ্কার হয় ?

উত্তর:- 1857 খ্রিস্টাব্দে বাইস ব্যালটের সূত্র আবিষ্কার হয় ।

63. আয়নবায়ুর অপর নাম কী ?

উত্তর:- আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু ।

64. উত্তর গোলার্ধে আয়নবায়ু গতিবেগ কতটা ?

উত্তর:- উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ 16 কিমি ।

65. ITCZ কী ?

উত্তর:- উত্তর – পূর্ব ও দক্ষিণ – পূর্ব আয়নবায়ুর নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় । একে ITCZ বলে ।

66. ITCZ- এর অন্য নাম কী ?

উত্তর:- ITCZ এর অন্য নাম নিরক্ষীয় শান্তবলয় ।

67. ‘ গর্জনশীল চল্লিশা কী ?

উত্তর:- 40 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমাবায়ু ‘ গর্জনকারী চল্লিশা ‘ নামে পরিচিত ।

68. ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ কী ?

উত্তর:- 50 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ডগতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমাবায়ুকে ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ বলে ।

69. ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট কী ?

উত্তর:- 60 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমাবায়ুকে ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ’ বলা হয় ।

70. বায়ুর উন্নতার প্রধান উৎস কী ?

উত্তর:- বায়ুর উয়তার প্রধান উৎস সূর্য ।

71. আয়নবায়ুর প্রভাবে কোন্ অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না ?

উত্তর:- আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টি হলে পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না ।

72. পশ্চিমাবায়ুর প্রবাহ পথে কী সৃষ্টি হয়েছে ?

উত্তর:- পশ্চিমাবায়ুর প্রবাহ পথে মহাদেশগুলির পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোয় তৃণভূমির সৃষ্টি হয়েছে ।

73. মেরুবায়ুর কারণে কোথায় তুষারঝড় সৃষ্টি হয় ?

উত্তর:- মেরুবায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষারঝড় সৃষ্টি হয় ।

74. তুন্দ্ৰা অঞ্চলে শীতকাল কতদিন স্থায়ী হয় ?

উত্তর:- তুন্দ্রা অঞ্চলে শীতকাল 8-9 মাস স্থায়ী হয় ।

75. সাময়িক বায়ু কখন প্রবাহিত হয় ?

উত্তর:- বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় ।

” বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download)

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography  Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography  Exam Guide / Class 8 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর। বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ] বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়)

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography ) – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোলবায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহঅষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer, Suggestion | Class 8 Geography  Question and Answer Suggestion | Class 8 Geography  Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়)

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) । Class 8 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography  Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহঅষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer with FREE PDF Download Link

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ(চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad