সপ্তম শ্রেণীর ভূগোল :বায়ুচাপ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Geography Question and Answer
বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer :বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Geography Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তরবায়ুচাপ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Geography Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেনবায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। Class 7 Geography Question and Answer
1. উচ্চচাপ অঞ্চলে সবসময় বিরাজ করে—
[A] অশান্ত আবহাওয়া
[B] অতি অশান্ত আবহাওয়া
[C] পরিষ্কার ও শান্ত আবহাওয়া
[D] উষ্ণ আবহাওয়া
উত্তর:-[C] পরিষ্কার ও শান্ত আবহাওয়া
2. পুরীতে বায়ুচাপ প্রায়—
[A] 1000
[B] 930
[C] 330
[D] 950 মিলিবার
উত্তর:-[A] 1000
3. সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে—
[A] অধিক লেগসম্পন্ন বায়ুপ্রবাহকে
[B] কম বেঙ্গসম্পন্ন বায়ুপ্রবাহক
[C] বায়ুর পতিহীনতাকে
[D] বায়ুস্রোতকে
উত্তর:-[A] অধিক লেগসম্পন্ন বায়ুপ্রবাহকে
4. ব্যারোমিটার আবিষ্কার করেন—
[A] উরিসেলি
[B] গ্যালিলিয়ে
[C] নিউটন
[D] কোপারনিকাস
উত্তর:-[A] উরিসেলি
5. মেরবৃত্ত প্রদেশে বিরাজ করে—
[A] বায়ুর সমচাপ
[B] উচ্চচা
[C] নিম্নচাপ
[D] শান্ত অবস্থা
উত্তর:-[C] নিম্নচাপ
6. সমতলভূমিতে প্রতি বর্গসেমিতে বায়ুচাপ প্রায়
[A] দুই কেজি
[B] এক কেজি
[C] এক টন
[D] এক গ্রাম ভরের ওজনের সমান হয়
উত্তর:-[B] এক কেজি
7. উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ–
[A] কম থাকে
[B] বেশি থাকে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[A] কম থাকে
8. মাউন্ট এভারেস্টে বায়ুর তাপমাত্রা থাকে প্রায়—
[A] –20 °সে
[B] –10 °সে
[C] –9 °সে
[D] –18°সে
উত্তর:-[C] –9 °সে
9. ভূপৃষ্ঠের ওপর স্থায়ী বায়ুচাপ বলয়ের সংখ্যা হল—
[A] 4টি
[B] 5টি
[C] 6টি
[D] 7টি
উত্তর:-[D] 7টি
10. আমরা বায়ুচাপ বুঝতে পারি না, কারণ
[A] আমাদের দেহের ভিতরের বায়ুচাপ বাইরের বায়ুচাপের সমান
[B] বাইরের বায়ুচাপ কম
[C] আমাদের শরীর অত্যধিক ছাপ সহ্য করতে পারে
[D] সমচাপ রেখার জন্য
উত্তর:-[A] আমাদের দেহের ভিতরের বায়ুচাপ বাইরের বায়ুচাপের সমান
11. মেরুদেশীয় উচ্চচাপ বলয় ষে অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়েছে সেটি হল—
[A] 70°-89° উঃ ও দ:
[B] 25°-35° উঃ ও দ:
[C] 30°-60° উ: ও দ:
[D] 0°-10° উঃ ও দ:
উত্তর:-[A] 70°-89° উঃ ও দ:
12. শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ
[A] কম থাকে
[B] বেশি থাকে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[B] বেশি থাকে
13. উত্তপ্ত হলে বায়ুর অণুগুলির গতিশীলতা—
[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[A] বাড়ে
14. উচ্চচাপ অঞ্চলে সবসময় বিরাজ করে—
[A] অশান্ত আবহাওয়া
[B] অতি অশান্ত আবহাওয়া
[C] পরিষ্কার ও শান্ত আবহাওয়া
[D] উষ্ণ আবহাওয়া
উত্তর:-[C] পরিষ্কার ও শান্ত আবহাওয়া
15. বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ছুটে আসা বাতাস বিধবংসী রূপ নিলে, তাকে বলে—
[A] সাইক্লোন
[B] হারিকেন
[C] টাইফুন
[D] টর্নেডো
উত্তর:-[A] সাইক্লোন
16. বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ হল—
[A] বায়ুপ্রবাহ
[B] অক্ষাংশ
[C] উষ্ণতা
[D] মাধ্যাকর্ষণ শক্তি
উত্তর:-[C] উষ্ণতা
17. বায়ু শীতল হলে চাপ
[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকে
[D] ওঠানামা করে।
উত্তর:-[A] বাড়ে
18. পার্বত্য অঞ্চলে ফুটনাঙ্ক–
[A] কমে
[B] বাড়ে
[C] একই থাকে
[D] ধীরে ধীরে বাড়ে।
উত্তর:-[A] কমে
19. চিন সাগরের বিধবংসী ঝড়কে বলে—
[A] টাইফুন
[B] টর্নেডো
[C] সাইক্লোন
[D] হারিকেন
উত্তর:-[A] টাইফুন
20. প্রতি একক ক্ষেত্রফলে বায়ুর ওজনকে বলে—
[A] বায়ুর চাপ
[B] ভার
[C] আপেক্ষিক গুরুত্ব
[D] বায়ুপ্রবাহ
উত্তর:-[A] বায়ুর চাপ
21. জলীয়বাষ্প সমআয়তনের বায়ু অপেক্ষা হয়—
[A] হালকা
[B] ভারী
[C] কখনও ভারী
[D] কখনও হালকা
উত্তর:-[A] হালকা
22. উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ–
[A] কম থাকে
[B] বেশি থাকে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[A] কম থাকে
23. সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে—
[A] অধিক লেগসম্পন্ন বায়ুপ্রবাহকে
[B] কম বেঙ্গসম্পন্ন বায়ুপ্রবাহক
[C] বায়ুর পতিহীনতাকে
[D] বায়ুস্রোতকে
উত্তর:-[A] অধিক লেগসম্পন্ন বায়ুপ্রবাহকে
24. চিন সাগরের বিধবংসী ঝড়কে বলে—
[A] টাইফুন
[B] টর্নেডো
[C] সাইক্লোন
[D] হারিকেন
উত্তর:-[A] টাইফুন
25. বায়ুর চাপ মাপার যন্ত্র হল—
[A] অ্যানিমোমিটার
[B] ব্যারোমিটার
[C] বাতপতাকা
[D] থার্মোমিটার
উত্তর:-[B] ব্যারোমিটার
26. সুমেরু অঞ্চলে গঠিত স্থায়ী বায়ুচাপ বলয়টি হল—
[A] উচ্চচাপ বলয়
[B] নিম্নচাপ বলয়
[C] ঊর্ধ্বচাপ বলয়
[D] সমচাপ বলয়
উত্তর:-[A] উচ্চচাপ বলয়
27. উচ্চচাপ অঞ্চলে সবসময় বিরাজ করে—
[A] অশান্ত আবহাওয়া
[B] অতি অশান্ত আবহাওয়া
[C] পরিষ্কার ও শান্ত আবহাওয়া
[D] উষ্ণ আবহাওয়া
উত্তর:-[C] পরিষ্কার ও শান্ত আবহাওয়া
28. নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে—
[A] নিম্নচাপ বলয়
[B] উচ্চচাপ বলয়
[C] ঊর্ধ্বচাপ বলয়
[D] সমচাপ বলয়
উত্তর:-[A] নিম্নচাপ বলয়
29. ভুগষ্ঠে বায়ুর চাপ পরিলক্ষিত হয়—
[A] একমুখী
[B] উভমুখী
[C] সর্বমুখী।
[D] কনোটাও নয়
উত্তর:-[C] সর্বমুখী।
30. ব্যারোমিটার আবিষ্কার করেন—
[A] উরিসেলি
[B] গ্যালিলিয়ে
[C] নিউটন
[D] কোপারনিকাস
উত্তর:-[A] উরিসেলি
31. নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় কারণ—
[A] সুর্যের লম্বভাবে কিরণ
[B] সূর্যের তির্যকভাবে কিরণ
[C] কম জলীয়বাষ্পের উপস্থিতি
[D] বেশি স্থলভাগের উপস্থিতি
উত্তর:-[A] সুর্যের লম্বভাবে কিরণ
32. বায়ু শীতল হলে চাপ
[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকে
[D] ওঠানামা করে।
উত্তর:-[A] বাড়ে
33. আমরা বায়ুচাপ বুঝতে পারি না, কারণ
[A] আমাদের দেহের ভিতরের বায়ুচাপ বাইরের বায়ুচাপের সমান
[B] বাইরের বায়ুচাপ কম
[C] আমাদের শরীর অত্যধিক ছাপ সহ্য করতে পারে
[D] সমচাপ রেখার জন্য
উত্তর:-[A] আমাদের দেহের ভিতরের বায়ুচাপ বাইরের বায়ুচাপের সমান
34. পুরীতে বায়ুচাপ প্রায়—
[A] 1000
[B] 930
[C] 330
[D] 950 মিলিবার
উত্তর:-[A] 1000
35. চিন সাগরের বিধবংসী ঝড়কে বলে—
[A] টাইফুন
[B] টর্নেডো
[C] সাইক্লোন
[D] হারিকেন
উত্তর:-[A] টাইফুন
36. ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব ও বায়ুচাপ
[A] কমে
[B] বাড়ে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[A] কমে
37. উত্তপ্ত হলে বায়ুর অণুগুলির গতিশীলতা—
[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[A] বাড়ে
38. উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ–
[A] কম থাকে
[B] বেশি থাকে
[C] একই থাকে
[D] কোনোটিই নয়
উত্তর:-[A] কম থাকে
39. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় যে অক্ষাংশের মধ্যে গড়ে উঠেছে। সেটি হল—
[A] 25-35° উ: ও দ:
[B] 50°-10° উ: ও দ:
[C] 30°-60° উ: ও দ:
[D] 40°- 70° উ: ও দ:
উত্তর:-[A] 25-35° উ: ও দ:
40. জলীয়বাষ্পপূবায়ুর চাপ–
[A] কম
[B] বেশি
[C] মাঝারি
[D] প্রায় নেই বললেই চলে
উত্তর:-[A] কম
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 7 Geography Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Geography Question and Answer Suggestion
1. সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ _________ [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 1013.25 মিলিবার
2. 1643 সালে কোন্ বিজ্ঞানী ব্যারোমিটার আবিষ্কার করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- টরিসেলি।
3. বায়ুচাপ বলয়ের বিস্তার উত্তর গোলার্ধে কম। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
4. বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
5. আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘূর্ণবাত হারিকেন নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
6. –9 °সে উষ্ণতায় মাউন্ট এভারেস্টে বায়ুচাপ_________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 330 মিলিবার
7. 1643 সালে কোন্ বিজ্ঞানী ব্যারোমিটার আবিষ্কার করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- টরিসেলি।
8. নিরক্ষীয় নিম্নচাপ বলয় _________ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 10° উ: ও 10° দ:
9. ভূপৃষ্ঠে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয় ও চারটি স্থায়ী উচ্চচাপ বলয় আছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
10. নিরক্ষীয় নিম্নচাপ বলয় _________ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 10° উ: ও 10° দ:
11. প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপ কত হ্রাস পায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- 1 সেমি পারদস্তম্ভের চাপের সমান
12. কোন্ স্থানে বায়ুচাপ খুব বেশি থাকে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বায়ুর উচ্চচাপ কেন্দ্রে।
13. সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কীরূপ? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যত বেশি হয় বায়ুচাপ তত কমে।
14. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি 1 বর্গসেন্টিমিটার জায়গায় প্রায় 1 টন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
15. বায়ুর ঘনত্ব বেশি হলে চাপও _________ হবে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বেশি
16. পর্বতশীর্ষে বায়ুচাপের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় কীরূপ? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কম
17. ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
18. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাপ বাড়লে বায়ুর চাপ বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
19. সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ _________ [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 1013.25 মিলিবার
20. প্রকৃতিতে বায়ুর উষ্ণতা বাড়লে চাপ _________ এবং উষ্ণতা কমলে চাপ_________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- কমে, বাড়ে
21. বায়ুচাপ বলতে কি বোঝায়?
উত্তর:- ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমান চাপ প্রদান করে, তাকে বায়ুর চাপ বলে।
22. বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি?
উত্তর:- সমুদ্র পৃষ্ঠের উপর
23. সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপের পরিমাণ বাড়ে না কমে?
উত্তর:- সমুদ্র পৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়তে থাকে বায়ুর চাপ ততই হ্রাস পেতে থাকে।
24. বায়ুর চাপ কোন এককে মাপা হয়?
উত্তর:- মিলিবার এককে
25. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত?
উত্তর:- 1013.25 মিলি বার
26. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
উত্তর:- ব্যারোমিটার
27. ব্যারো মিটার কে আবিষ্কার করেন?
উত্তর:- 1643 সালে টরিসিলি ব্যারো মিটার আবিষ্কার করেন।
28. বায়ুচাপের পার্থক্যের কারণ গুলি কি কি?
উত্তর:- বায়ুর উষ্ণতা, ভূমির উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি ও পৃথিবীর আবর্তন গতি পৃথিবী ব্যাপী বায়ু চাপের তারতম্যের প্রধান কারণ।
29. বায়ুর উষ্ণতা কিভাবে বায়ুর চাপ কে নিয়ন্ত্রণ করে?
উত্তর:- বায়ু সূর্যের তাপ এর সংস্পর্শে এসে উষ্ণ হলে তা হালকা হয়ে ওপরে উঠে প্রসারিত হয়। বায়ু ওপরে উঠে প্রসারিত হলে বায়ুর ঘনত্ব কমতে থাকে বলে বায়ুর চাপ কম হয়। এই কারণে উষ্ণ বায়ুর চাপ কম। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় বলে ঘনত্ব বাড়তে থাকে, ঘনত্ব বেশি হয় বলে বায়ুর চাপ বাড়ে। এই কারণে শীতল বায়ুর চাপ বেশি। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়।
30. জলীয় বাষ্প ও বায়ুর চাপের সম্পর্ক উল্লেখ কর?
উত্তর:- বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ু হালকা হয়। বায়ু হালকা থাকে বলে এর চাপ কম হয়। এই কারণে যে অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে সেখানে নিম্ন চাপ দেখা দেয়। যেমন – নিরক্ষীয় অঞ্চল। আবার একই কারণে বর্ষাকালে নিম্ন চাপের সৃষ্টি হয়। অন্য দিকে শীতল শুষ্ক বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম বলে, শীতল বায়ু ভারী হয়, তাই চাপ বেশি পরে ও উচ্চ চাপের সৃষ্টি হয়।
31. পৃথিবীর আবর্তন গতি কিভাবে বায়ুর চাপের উপর প্রভাব ফেলে?
উত্তর:- পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী উপরে অবস্থিত চলমান বস্তু গুলি কিছু বিক্ষিপ্ত হয়ে যায়। যেমন পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হওয়ায় এই অঞ্চলের বায়ু গুলি উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয় বলে এই অঞ্চলে বায়ুর চাপ কম হয়। অন্য দিকে ক্রান্তীয় অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়।
32. সমচাপ রেখা কাকে বলে?
উত্তর:- ভূ- পৃষ্ঠের যে সব স্থানের গড় বায়ুর চাপ কোন নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে, মানচিত্রে সেই সব স্থানের ওপর কোন কাল্পনিক রেখা টানা হলে যে রেখা পাওয়া যায়, তাকে সমচাপ রেখা বলে।
33. সমচাপ রেখার বৈশিষ্ট্য গুলি লেখ?
উত্তর:- a. সমচাপ রেখা গুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে। b. সমচাপ রেখা গুলির বায়ু চাপের মান সমুদ্র পৃষ্ঠের বায়ু চাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। c. সম চাপ রেখা গুলি কখনোই পরস্পর কে স্পর্শ বা চ্ছেদ করে না। d. সম চাপ রেখা গুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়।
34. বায়ু প্রবাহের মূল কারণ কি?
উত্তর:- বায়ু চাপের পার্থক্যই বায়ু প্রবাহের মূল কারণ।
35. বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর:- উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে
36. উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ _________ থাকে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- কমতে
37. দুই মেরু প্রদেশের বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
38. ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
39. 1643 সালে কোন্ বিজ্ঞানী ব্যারোমিটার আবিষ্কার করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- টরিসেলি।
40. বায়ুচাপ বলয়ের বিস্তার উত্তর গোলার্ধে কম। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
41. উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে যাওয়া বায়ুকে কী বলে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ঘূর্ণবাত / ঘূর্ণিঝড়।
42. ভূপৃষ্ঠে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয় ও চারটি স্থায়ী উচ্চচাপ বলয় আছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
43. ভূপৃষ্ঠে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয় ও চারটি স্থায়ী উচ্চচাপ বলয় আছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
44. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় 1003.25 মিলিবার। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
45. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাপ বাড়লে বায়ুর চাপ বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন / সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 7 Geography Suggestion / Class 7 Geography Question and Answer / Class 7 Geography Suggestion / Class 7 Pariksha Geography Suggestion / Geography Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Geography Suggestion FREE PDF Download)
বায়ুচাপ প্রশ্ন ও উত্তর
(Class 7 Geography Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Geography Suggestion / Class 7 Geography Question and Answer / Class 7 Geography Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Geography Exam Guide / Class 7 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
বায়ুচাপ প্রশ্ন ও উত্তর
বায়ুচাপ প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোলবায়ুচাপ প্রশ্ন ও উত্তর।বায়ুচাপ MCQ প্রশ্ন ও উত্তর |বায়ুচাপ MCQ প্রশ্ন ও উত্তর |বায়ুচাপ Class 7 Geography Question and Answer Suggestion
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তরবায়ুচাপ
বায়ুচাপ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল বায়ুচাপ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |বায়ুচাপ Class 7 Geography Question and Answer Suggestion । বায়ুচাপ MCQ প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি ভূগোল | Class 7 Geography
সপ্তম শ্রেণি ভূগোল (Class 7 Geography ) –বায়ুচাপ প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণি ভূগোলবায়ুচাপ প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল বায়ুচাপ প্রশ্ন উত্তর | Class 7 Geography Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ | সপ্তম শ্রেণীর ভূগোল সহায়ক বায়ুচাপ প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer, Suggestion | Class 7 Geography Question and Answer Suggestion | Class 7 Geography Question and Answer Notes | West Bengal Class 7th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 7th Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Geography Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ প্রশ্ন উত্তর | Class 7 Geography Question and Answer Suggestion.
WBBSE Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ প্রশ্ন ও উত্তর ।
WB Class 7 Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল বায়ুচাপ MCQ প্রশ্ন ও উত্তর
Class 7 Geography Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography Question and Answer সপ্তম শ্রেণীর ভূগোল বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography Question and Answer সপ্তম শ্রেণীর ভূগোল বায়ুচাপ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 7 Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল বায়ুচাপ MCQ প্রশ্ন ও উত্তর
Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর বায়ুচাপ MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Geography Suggestion Download WBBSE Class 7th Geography short question suggestion . Class 7 Geography Suggestion download Class 7th Question Paper Geography. WB Class 7 Geography suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.
বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 7 Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Geography Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Geography Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Geography Suggestion is provided here. Class 7 Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer with FREE PDF Download Link
বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer বায়ুচাপ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer ”