দশম শ্রেণীর ভূগোল : বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ভূগোল : বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Geography [Chapter II] Question and Answer

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম –

(A) ব্যারোমিটার

(B) থার্মোমিটার

(C) অ্যানিমোমিটার

(D) হাইগ্রোমিটার

Ans: (A) ব্যারোমিটার

2. ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা –

(A) ৫ টি

(B) ১ টি

(C) ৭ টি

(D) ৩ টি

Ans: (C) ৭ টি

3. বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

(A) অ্যানিমোমিটার

(B) হাইগ্রোমিটার

(C) ব্যারোমিটার

(D) বাতপতাকা

Answer : (D) বাতপতাকা

4. বায়ুর চাপ নিম্নলিখিত কার সমান ?

(A) ১ ডাইন

(B) ১ মিমি

(C) ১ সেমি

(D) ১ গ্রাম

Answer : (A) ১ ডাইন

5. বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে –

(A) অল্টিমিটার

(B) অ্যানিরয়েড ব্যারোমিটার

(C) ব্যারোগ্রাম

(D) সাইক্লোমিটার

Answer : (C) ব্যারোগ্রাম

6. ভারতে শীতকালে মৌসুমি বায়ু কোন্ দিক থেকে প্রবাহিত হয় ?

(A) উত্তর – পূর্ব

(B) দক্ষিণ – পূর্ব

(C) দক্ষিণ – পশ্চিম

(D) উত্তর – পশ্চিম

Answer : (A) উত্তর – পূর্ব

7. ১০,০০০ মিটার উচ্চতায় বায়ুর চাপ হয় প্রায় –

(A) ৪৪ এম বি

(B) ১০১৩.২ এম

(C) ৮৪৩.৯ এমবি

(D) ৬৯৭৫ এম বি

Answer : (C) ৮৪৩.৯ এমবি

8. ডোলড্রামস কোন্ অঞ্চলে সৃষ্টি হয় ?

(A) নিরক্ষীয় অঞ্চলে

(B) কর্কটীয় অঞ্চলে

(C) সুমেরুবৃত্ত অঞ্চলে

(D) কুমেরু অঞ্চলে

Answer : (A) নিরক্ষীয় অঞ্চলে

9. কোন্ স্থানটিতে উচ্চচাপ বলয় অবস্থান করছে ?

(A) সুমেরুবৃত্ত

(B) নিরক্ষীয়

(C) কুমেরুবৃত্ত

(D) সুমেরু

Answer : (C) কুমেরুবৃত্ত

10. বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর কিরূপ পরিবর্তন ঘটে ?

(A) গতিবেগ কমে

(B) গতিবেগ বাড়ে

(C) গতিবেগ একই থাকে

(D) কোনোকিছুই ঘটে না

Answer : (B) গতিবেগ বাড়ে

11. কোন্ সূত্রের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে –

(A) বিউফোর্ট

(B) টরিসেলি

(C) বাইস ব্যালট

(D) ফেরেল

Answer : (D) ফেরেল

12. কোন্ বলের প্রভাবে বায়ুর দিকবিক্ষেপ ঘটে ?

(A) ডবসন

(B) কোরিওলিস

(C) অভিকর্ষজ

(D) বিউফোর্ট

Answer : (B) কোরিওলিস

13. কোন্ স্থানে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক ?

(A) নিরক্ষীয়

(B) কর্কটীয়

(C) মেরুবৃত্ত

(D) মেরু

Answer : (D) মেরু

14. কোন্ বায়ু প্রবাহিত অঞ্চলে ক্রান্তীয় মরুভূমি সৃষ্টি হয়েছে ?

(A) আয়ন বায়ু

(B) পশ্চিমা বায়ু

(C) প্রত্যায়ন বায়ু

(D) মেরু বায়ু

Answer : (A) আয়ন বায়ু

15. ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে মরুভূমিগুলি অবস্থান করছে ?

(A) উত্তর

(B) পূর্ব

(C) পশ্চিম

(D) দক্ষিণ

Answer : (C) পশ্চিম

16. স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে ?

(A) ভোরবেলা

(B) বিকালবেলা

(C) দুপুরবেলা

(D) সন্ধ্যাবেলা

Answer : A) ভোরবেলা

17. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন্ বায়ু ?

(A) পশ্চিমা বায়ু

(B) আয়ন বায়ু

(C) মৌসুমি বায়ু

(D) মেরু বায়ু

Answer : (C) মৌসুমি বায়ু

18. কোন্‌টি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ ?

(A) সিরোক্কো

(B) খামসিন

(C) মিস্ট্রাল

(D) ফন

Answer : (C) মিস্ট্রাল

19. বায়ুচাপের তারতম্যে কোন্‌টির প্রভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ ?

(A) উচ্চতা

(B) পৃথিবীর আবর্তন

(C) জলীয় বাষ্প

(D) উষ্ণতা

Answer : (D) উষ্ণতা

20. কোন্ বায়ুকে সাহসিক পশ্চিমাবায়ু বলা হয় –

(A) উত্তর – পূর্ব আয়ন বায়ু

(B) দক্ষিণ – পূর্ব আয়ন বায়ু

(C) দক্ষিণ – পশ্চিম পশ্চিমা বায়ু

(D) উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু

Answer : (D) উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু

21. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম –

(A) ব্যারোমিটার

(B) থার্মোমিটার

(C) অ্যানিমোমিটার

(D) হাইগ্রোমিটার

Answer : (A) ব্যারোমিটার

22. ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা –

(A) ৫ টি

(B) ১ টি

(C) ৭ টি

(D) ৩ টি

Answer : (C) ৭ টি

23. ৪০ ° দক্ষিণ অক্ষরেখাকে বলে –

(A) গর্জনশীল চল্লিশা

(B) তীব্র চিৎকারকারী ষাট

(C) অশ্ব অক্ষাংশ

(D) ক্রোধোন্মত্ত পঞ্চাশ

Answer : (A) গর্জনশীল চল্লিশা

24. কোন্‌টি নিয়তবায়ুর উদাহরণ ?

(A) মৌসুমি বায়ু

(B) আয়ন বায়ু

(C) লু বায়ু

(D) জেট বায়ু

Answer : B) আয়ন বায়ু

25. মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের অবস্থান কোন্ অক্ষরেখার মধ্যে ?

(A) ৬০ ° -৭o °

(B) ৮০ ° –৯০ °

(C) 0 ° -১০ °

(D) ২৫ ° – ৩৫ °

Answer : A) ৬০ ° -৭o °

26. সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ –

(A) ১ মিমি

(B) ১ মিটার

(C) ১ সেমি

(D) ১ মিলিবার

Answer : (C) ১ সেমি

27. স্থলবায়ু প্রবাহিত হয় –

(A) সকালে

(B) বিকালে

(C) দুপুরে

(D) রাত্রে

Answer : (D) রাত্রে

28. সমুদ্রবায়ু প্রবাহিত হয়

(A) দুপুরে

(B) সন্ধ্যায়

(C) রাত্রে

(D) ভোরে

Answer : (A) দুপুরে

29. একপ্রকার সাময়িক বায়ুর উদাহরণ সাল বায়ু-

(A) ঘূর্ণবায়ু

(B) আয়ন বায়ু

(C) মিস্ট্রাল

(D) স্থল বায়ু

Answer : (D) স্থল বায়ু

30. ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ হল –

(A) ৭৯০.০ এম বি

(B) ১০৩১.০ এম বি

(C) ১০১৩.২ এম বি

(D) ১২৩১.০ এম বি

Ansewr : ?

31. পশ্চিমা বায়ু একপ্রকার-

(A) সাময়িক বায়ু

(B) নিয়ত বায়ু

(C) স্থানীয় বায়ু

(D) আকস্মিক বায়ু

Answer : B) নিয়ত বায়ু

32. উত্তর – পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘণ্টায় —

(A) ১৬ কিমি

(B) ১২ কিমি

(C) ১৫ কিমি

(D) ১৭ কিমি

Answer : (A) ১৬ কিমি

33. উত্তর গোলার্ধে পশ্চিমাবায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে ?

(A) উত্তর – পশ্চিম

(B) দক্ষিণ – পশ্চিম

(C) উত্তর – পূর্ব

(D) দক্ষিণ – পূর্ব

Answer : (B) দক্ষিণ – পশ্চিম

34. বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম –

(A) হাইগ্রোমিটার

(B) ব্যারোমিটার

(C) অ্যানিমোমিটার

(D) বাতপতাকা

Answer : (C) অ্যানিমোমিটার

35. রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম –

(A) পম্পেরো

(B) বোয়া

(C) চিনুক

(D) ফন

Answer : (A) পম্পেরো

36. যে নিয়তবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে সেটি হল –

(A) আয়ন বায়ু

(B) মেরু বায়ু

(C) পশ্চিমা বায়ু

(D) মৌসুমি বায়ু

Answer : (A) আয়ন বায়ু

37. অশ্ব অক্ষাংশ দেখা যায় –

(A) ০ ° -১০ ° উত্তর ও দক্ষিণ

(B) ২৫ ° –৩৫ ° উত্তর

(C) ৮০ ° – ৯০ ° দক্ষিণ

(D) ৬০ ° – ৭০ ° উত্তর অক্ষাংশে

Answer : (B) ২৫ ° –৩৫ ° উত্তর

38. ঘূর্ণবাত একপ্রকার কি স্থানীয় বায়ুপ্রবাহ –

(A) আকস্মিক বায়ুপ্রবাহ

(B) নিয়ত বায়ুপ্রবাহ

(C) সাময়িক বায়ুপ্রবাহ

(D) স্থানীয় বায়ুপ্রবাহ

Answer : (A) আকস্মিক বায়ুপ্রবাহ

39. উচ্চতা পরিবর্তনের সঙ্গে চাপের পরিবর্তন পরিমাপ করা যায়—

(A) ফর্টিন ব্যারোমিটার

(B) অল্টিমিটার

(C) অ্যানিরয়েড ব্যারোমিটার

(D) ব্যারোগ্রাম

Answer : (B) অল্টিমিটার

40. ITCZ সৃষ্টি হয়েছে –

(A) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে

(B) ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে

(C) মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ে

(D) মেরু উচ্চচাপ বলয়ে

Answer : (A) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে

41. বায়ুচাপ মাপার একক হল –

(A) ° F

(B) ° C

(C) মিলিবার

(D) মিলিমিটার

Answer : (C) মিলিবার

42. ৪০ ° দক্ষিণ অক্ষরেখাকে বলে –

(A) গর্জনশীল চল্লিশা

(B) তীব্র চিৎকারকারী ষাট

(C) অশ্ব অক্ষাংশ

(D) ক্রোধোন্মত্ত পঞ্চাশ

Ans: (A) গর্জনশীল চল্লিশা

43. কোন্‌টি নিয়তবায়ুর উদাহরণ ?

(A) মৌসুমি বায়ু

(B) আয়ন বায়ু

(C) লু বায়ু

(D) জেট বায়ু

Ans: B) আয়ন বায়ু

44. মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের অবস্থান কোন্ অক্ষরেখার মধ্যে ?

(A) ৬০ ° -৭o °

(B) ৮০ ° –৯০ °

(C) 0 ° -১০ °

(D) ২৫ ° – ৩৫ °

Ans: A) ৬০ ° -৭o °

45. সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ –

(A) ১ মিমি

(B) ১ মিটার

(C) ১ সেমি

(D) ১ মিলিবার

Ans: (C) ১ সেমি

46. স্থলবায়ু প্রবাহিত হয় –

(A) সকালে

(B) বিকালে

(C) দুপুরে

(D) রাত্রে

Ans: (D) রাত্রে

47. সমুদ্রবায়ু প্রবাহিত হয়

(A) দুপুরে

(B) সন্ধ্যায়

(C) রাত্রে

(D) ভোরে

Ans: (A) দুপুরে

48. একপ্রকার সাময়িক বায়ুর উদাহরণ সাল বায়ু-

(A) ঘূর্ণবায়ু

(B) আয়ন বায়ু

(C) মিস্ট্রাল

(D) স্থল বায়ু

Ans: (D) স্থল বায়ু

49. ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ হল –

(A) ৭৯০.০ এম বি

(B) ১০৩১.০ এম বি

(C) ১০১৩.২ এম বি

(D) ১২৩১.০ এম বি

Ans : ?

50. পশ্চিমা বায়ু একপ্রকার-

(A) সাময়িক বায়ু

(B) নিয়ত বায়ু

(C) স্থানীয় বায়ু

(D) আকস্মিক বায়ু

Ans: B) নিয়ত বায়ু

51. উত্তর – পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘণ্টায় —

(A) ১৬ কিমি

(B) ১২ কিমি

(C) ১৫ কিমি

(D) ১৭ কিমি

Ans: (A) ১৬ কিমি

52. উত্তর গোলার্ধে পশ্চিমাবায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে ?

(A) উত্তর – পশ্চিম

(B) দক্ষিণ – পশ্চিম

(C) উত্তর – পূর্ব

(D) দক্ষিণ – পূর্ব

Ans: (B) দক্ষিণ – পশ্চিম

53. বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম –

(A) হাইগ্রোমিটার

(B) ব্যারোমিটার

(C) অ্যানিমোমিটার

(D) বাতপতাকা

Ans: (C) অ্যানিমোমিটার

54. রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম –

(A) পম্পেরো

(B) বোয়া

(C) চিনুক

(D) ফন

Ans: (A) পম্পেরো

55. যে নিয়তবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে সেটি হল –

(A) আয়ন বায়ু

(B) মেরু বায়ু

(C) পশ্চিমা বায়ু

(D) মৌসুমি বায়ু

Ans: (A) আয়ন বায়ু

56. অশ্ব অক্ষাংশ দেখা যায় –

(A) ০ ° -১০ ° উত্তর ও দক্ষিণ

(B) ২৫ ° –৩৫ ° উত্তর

(C) ৮০ ° – ৯০ ° দক্ষিণ

(D) ৬০ ° – ৭০ ° উত্তর অক্ষাংশে

Ans: (B) ২৫ ° –৩৫ ° উত্তর

57. ঘূর্ণবাত একপ্রকার কি স্থানীয় বায়ুপ্রবাহ –

(A) আকস্মিক বায়ুপ্রবাহ

(B) নিয়ত বায়ুপ্রবাহ

(C) সাময়িক বায়ুপ্রবাহ

(D) স্থানীয় বায়ুপ্রবাহ

Ans: (A) আকস্মিক বায়ুপ্রবাহ

58. উচ্চতা পরিবর্তনের সঙ্গে চাপের পরিবর্তন পরিমাপ করা যায়—

(A) ফর্টিন ব্যারোমিটার

(B) অল্টিমিটার

(C) অ্যানিরয়েড ব্যারোমিটার

(D) ব্যারোগ্রাম

Ans: (B) অল্টিমিটার

59. ITCZ সৃষ্টি হয়েছে –

(A) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে

(B) ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে

(C) মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ে

(D) মেরু উচ্চচাপ বলয়ে

Ans: (A) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে

60. বায়ুচাপ মাপার একক হল –

(A) ° F

(B) ° C

(C) মিলিবার

(D) মিলিমিটার

Ans: (C) মিলিবার

61. & Insolation হল –

(A) প্রত্যাগমনকারী সৌররশ্মি

(B) বিকিরিত কার্যকারী সৌররশ্মি

(C) ক্ষুদ্র সৌররশ্মি

(D) আগত সৌররশ্মি

Ans: (D) আগত সৌররশ্মি

62. বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

(A) অ্যানিমোমিটার

(B) হাইগ্রোমিটার

(C) ব্যারোমিটার

(D) বাতপতাকা

Ans: (D) বাতপতাকা

63. বায়ুর চাপ নিম্নলিখিত কার সমান ?

(A) ১ ডাইন

(B) ১ মিমি

(C) ১ সেমি

(D) ১ গ্রাম

Ans: (A) ১ ডাইন

64. বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে –

(A) অল্টিমিটার

(B) অ্যানিরয়েড ব্যারোমিটার

(C) ব্যারোগ্রাম

(D) সাইক্লোমিটার

Ans: (C) ব্যারোগ্রাম

65. ভারতে শীতকালে মৌসুমি বায়ু কোন্ দিক থেকে প্রবাহিত হয় ?

(A) উত্তর – পূর্ব

(B) দক্ষিণ – পূর্ব

(C) দক্ষিণ – পশ্চিম

(D) উত্তর – পশ্চিম

Ans: (A) উত্তর – পূর্ব

66. ১০,০০০ মিটার উচ্চতায় বায়ুর চাপ হয় প্রায় –

(A) ৪৪ এম বি

(B) ১০১৩.২ এম

(C) ৮৪৩.৯ এমবি

(D) ৬৯৭৫ এম বি

Ans: (C) ৮৪৩.৯ এমবি

67. ডোলড্রামস কোন্ অঞ্চলে সৃষ্টি হয় ?

(A) নিরক্ষীয় অঞ্চলে

(B) কর্কটীয় অঞ্চলে

(C) সুমেরুবৃত্ত অঞ্চলে

(D) কুমেরু অঞ্চলে

Ans: (A) নিরক্ষীয় অঞ্চলে

68. কোন্ স্থানটিতে উচ্চচাপ বলয় অবস্থান করছে ?

(A) সুমেরুবৃত্ত

(B) নিরক্ষীয়

(C) কুমেরুবৃত্ত

(D) সুমেরু

Ans: (C) কুমেরুবৃত্ত

69. বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর কিরূপ পরিবর্তন ঘটে ?

(A) গতিবেগ কমে

(B) গতিবেগ বাড়ে

(C) গতিবেগ একই থাকে

(D) কোনোকিছুই ঘটে না

Ans: (B) গতিবেগ বাড়ে

70. কোন্ সূত্রের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে –

(A) বিউফোর্ট

(B) টরিসেলি

(C) বাইস ব্যালট

(D) ফেরেল

Ans: (D) ফেরেল

71. কোন্ বলের প্রভাবে বায়ুর দিকবিক্ষেপ ঘটে ?

(A) ডবসন

(B) কোরিওলিস

(C) অভিকর্ষজ

(D) বিউফোর্ট

Ans: (B) কোরিওলিস

72. কোন্ স্থানে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক ?

(A) নিরক্ষীয়

(B) কর্কটীয়

(C) মেরুবৃত্ত

(D) মেরু

Ans: (D) মেরু

73. কোন্ বায়ু প্রবাহিত অঞ্চলে ক্রান্তীয় মরুভূমি সৃষ্টি হয়েছে ?

(A) আয়ন বায়ু

(B) পশ্চিমা বায়ু

(C) প্রত্যায়ন বায়ু

(D) মেরু বায়ু

Ans: (A) আয়ন বায়ু

74. ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে মরুভূমিগুলি অবস্থান করছে ?

(A) উত্তর

(B) পূর্ব

(C) পশ্চিম

(D) দক্ষিণ

Ans: (C) পশ্চিম

75. স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে ?

(A) ভোরবেলা

(B) বিকালবেলা

(C) দুপুরবেলা

(D) সন্ধ্যাবেলা

Ans: A) ভোরবেলা

76. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন্ বায়ু ?

(A) পশ্চিমা বায়ু

(B) আয়ন বায়ু

(C) মৌসুমি বায়ু

(D) মেরু বায়ু

Ans: (C) মৌসুমি বায়ু

77. কোন্‌টি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ ?

(A) সিরোক্কো

(B) খামসিন

(C) মিস্ট্রাল

(D) ফন

Ans: (C) মিস্ট্রাল

78. বায়ুচাপের তারতম্যে কোন্‌টির প্রভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ ?

(A) উচ্চতা

(B) পৃথিবীর আবর্তন

(C) জলীয় বাষ্প

(D) উষ্ণতা

Ans: (D) উষ্ণতা

79. কোন্ বায়ুকে সাহসিক পশ্চিমাবায়ু বলা হয় –

(A) উত্তর – পূর্ব আয়ন বায়ু

(B) দক্ষিণ – পূর্ব আয়ন বায়ু

(C) দক্ষিণ – পশ্চিম পশ্চিমা বায়ু

(D) উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু

Ans: (D) উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

1. গ্রীষ্মকালে থর মরুভূমির উপর দিয়ে বাহিত গরম হাওয়ার নাম কী ?

Answer : লু ।

2. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুচাপের পরিবর্তন মাপা যায় ?

Answer : ব্যারোগ্রাম ।

3. দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চলকে কী বলে ?

Answer : Trough .

4. কোন্ বায়ুকে ‘ সমুদ্রবায়ু ও স্পলবায়ুর বৃহৎ সংস্করণ বলা ।

Answer : মৌসুমি বায়ু ।

5. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় তাকে । কী বলে ?

Answer : পশ্চিমা বায়ু ।

6. দিনের কোন সময়ে সমুদ্রবায়ু সর্বাধিক বেগে প্রবাহিত হয় ?

Answer : দুপুরবেলায় ।

7. উত্তর আমেরিকায় প্রবাহিত একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম লেখো ।

Answer : চিনুক ।

8. কোন্ মাসে ভারতে লু প্রবাহিত হয় ?

Answer : বৈশাখ – জ্যৈষ্ঠ ( মে – জুন ) ।

9. জাপান ও চিনসাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় – এর নাম লেখো ।

Answer : টাইফুন ।

10. কোন্ স্থানীয় বায়ুকে ‘ স্নো – ইটার ’ বা ‘ তুষার ভক্ষক ‘ বলে ?

Answer : চিনুক ।

11. ‘ ঘূর্ণিবাতের চক্ষু ‘ কোন ধরনের ঘূর্ণবাতে সৃষ্টি হয় ?

Answer : ক্রান্তীয় ঘূর্ণিবাত ।

12. কোন দুই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য পরিলক্ষিত হয় ।

Answer : জানুয়ারি ও জুলাই মাসে ।

13. ক্লান্তীয় উচ্চচাপ বলয়ের অবস্থান উল্লেখ করো ।

Answer : উভয় গোলার্ধে ২৫ ° -৩৫ ° অক্ষাংশের মধ্যে ।

14. পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর ওপর যে শক্তি কাজ করে তাকে কী বলে ?

Answer : কোরিওলিস বল ।

15. কার নামানুসারে ফেরেলের সুত্রের নামকরণ করা হয় ?

Answer : বিজ্ঞানী উইলিয়াম ফেরেল ।

16. সিরোক্কো মিশরে কী নামে পরিচিত ?

Ans: খামসিন ।

17. উত্তর – পূর্ব ভারতে উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত ?

Ans: লু ।

18. পম্পাস তৃণভূমির উপর দিয়ে বাহিত শীতল বাতাসটির নাম কী ?

Ans: পম্পেরো ।

19. বায়ুর দিক নির্ণয় কোন যন্ত্রে নির্ধারণ করা হয় ?

Ans: বাতপতাকা ।

20. বায়ুচাপ কোন্ এককে মাপা হয় ?

Ans: মিলিবার ।

21. কোন্ বায়ুর কারণে সুইটজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যান বলা হয় ?

Ans: ফন ।

22. ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত ?

Ans: হ্যারিকেন ।

23. টুইস্টার কোন্ বায়ুর অপর নাম ?

Ans: টর্নেডো ।

24. কোন প্রকার ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয় ?

Ans: ক্রান্তীয় ঘূর্ণবাত ।

25. গ্রীষ্মকালে থর মরুভূমির উপর দিয়ে বাহিত গরম হাওয়ার নাম কী ?

Ans: লু ।

26. বায়ুপ্রবাহ কী ?

উঃ । ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে ।

27. বায়ুস্রোত কী ?

উঃ । ভূপৃষ্ঠের ওপর বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে ।

28. কোন্ অঞ্চলকে ডোলড্রামস বলে ?

উঃ । নিরক্ষীয় নিম্নচাপ শান্তবলয়কে ডোলড্রামস বলে ।

29. অশ্ব অক্ষাংশ কোন্ অঞ্চলকে বলে ?

উঃ । 25 ° -35 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলে পরিচিত ।

30. কোরিওলিস বল কীভাবে কাজ করে ?

উঃ । কোরিওলিস বল সমকোণে কাজ করে ।

31. বায়ুপ্রবাহের কীভাবে নামকরণ হয় ?

উঃ । বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেইদিক অনুযায়ী বায়ুর নামকরণ হয় ।

32. বাইস ব্যালট সূত্র করে আবিষ্কার হয় ?

উঃ । 1857 খ্রিস্টাব্দে বাইস ব্যালটের সূত্র আবিষ্কার হয় ।

33. আয়নবায়ুর অপর নাম কী ?

উঃ । আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু ।

34. উত্তর গোলার্ধে আয়নবায়ু গতিবেগ কতটা ?

উঃ । উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ 16 কিমি ।

35. ITCZ কী ?

উঃ । উত্তর – পূর্ব ও দক্ষিণ – পূর্ব আয়নবায়ুর নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় । একে ITCZ বলে ।

36. ITCZ- এর অন্য নাম কী ?

 উঃ । ITCZ এর অন্য নাম নিরক্ষীয় শান্তবলয় ।

37. ‘ গর্জনশীল চল্লিশা কী ?

উঃ । 40 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমাবায়ু ‘ গর্জনকারী চল্লিশা ‘ নামে পরিচিত ।

38. সমুদ্রবায়ুর প্রভাব কোথায় দেখা যায় ?

উঃ । সমুদ্রের উপকূলভাগ থেকে 150 কিমি অঞ্চলের মধ্যে দেখা যায় ।

39. স্থলবায়ুর প্রভাব কখন বৃদ্ধি পায় ?

উঃ । স্থলবায়ুর প্রভাব ভোররাতের দিকে বৃদ্ধি পায় ।

40. কাকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ?

উঃ । মৌসুমি বায়ুকে বলা হয় । 

41. শীতকালীন মৌসুমিবায় কাকে বলে ?

উ: শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক ঠান্ডা বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় , একে শীতকালীন মৌসুমিবায়ু বলে । |

42. গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু কাকে বলে ?

উ:  গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় , একে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু বলে ।

43. নিয়ত বায়ু কাকে বলে ?

উঃ । সারাবছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ু ।

44. চিনুক শব্দের অর্থ কী ? চিনুক কোথায় দেখা যায় ?

উ: । চিনুক শব্দের অর্থ ‘ তুষার ভক্ষক ‘ । উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক দেখা যায় ।

45. চিনুক বায়ুর প্রকৃতি কেমন ?

উঃ । চিনুক বায়ুর প্রকৃতি শুষ্ক ও উন্ন ।

46. চিনুক বায়ুর প্রভাবে কোথায় পশুপালন হয় ?

উঃ । চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি তৃণভূমি অঞ্চলে পশুপালন হয় ।

47. ফন কোথায় প্রবাহিত হয় ?

উ:। ফন আল্পস পার্বত্য অঞ্চলের উত্তর ঢাল বেয়ে নীচে নেমে মধ্য ইউরোপে প্রবাহিত হয় ।

48. ঘন বায়ুর প্রকৃতি কীরূপ ? এই বায়ুর প্রভাবে কী হয় ?

উঃ । হন বায়ুর প্রকৃতি শুষ্ক ও উষু হয় । এই বায়ুর প্রভাবে মধ্য ইউরোপের তাপমাত্রা খুব সময়ের মধ্যে বেড়ে গিয়ে বরফ পালিয়ে দেয় ও দাবানলের সৃষ্টি করে ।

49. হারমাট্রান বায়ু কেমন ? হারমাট্রান বায়ু কোথায় দেখা যায় ?

উঃ । হারমার্টান বায়ু শুষ্ক ও উন্ন । হারমাট্রান বায়ু উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব দিক থেকে গিনি উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয় ।

50.  হারমাট্রানের নাম ‘ The Doctor ‘ হবার কী কারণ ?

উঃ । ক্রান্তীয় অঞ্চলের গরম স্যাঁতসেঁতে আবহাওয়াকে হারমাট্রান আরামদায়ক ও গরম করে তোলে । তাই একে “ The Doctor ‘ বলা হয় ।

51. বোরো কেমন বায়ু ?

 উঃ । শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বোরো ।

52. বোরো কোথায় দেখা যায় ?

উঃ । আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বরাবর নীচের দিকে নেমে এসে আড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় ।

53. কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে ?

উঃ । উচ্চচাপ বলয় অবস্থান করে ।

54. পম্পেরো কী ?

 উঃ । পম্পেরো একধরনের স্থানীয় বায়ু ।

55. পম্পেরো কোথায় দেখা যায় ?

উঃ । দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ থেকে পম্পেরো উৎপত্তি লাভ করে ।

56. আমাদের রাজ্যে গরম কালে বিকেলের দিকে কোন্ ঝড় হয় ?

উঃ । কালবৈশাখী ঝড় হয় ।

57. নিরক্ষীয় অঞ্চল কোন্‌টি ?

 উঃ । নিরক্ষরেখার দুপাশে 0 ° থেকে 5 ° অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল ।

58. সিরক্কো কেমন বায়ু ? সিরক্কোর প্রভাবে আফ্রিকার উপকূল কেমন হয় ?

উঃ । সিরক্কো শুষ্ক , উন্ন ও ধূলিপূর্ণ বায়ু । সিরক্কোর প্রভাবে আফ্রিকার উত্তর উপকূল শুষ্ক ও ধূলিপূর্ণ হয় ।

59. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে ?

উঃ । নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে ।

60. বায়ুর গতিবেগ কোন্ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায় ?

উঃ । অ্যানিমোমিটার ।

61. মেরু বায়ু কোথায় প্রবাহিত হয় ?

উঃ । উত্তর গোলার্ধে ৭০-৮০ ° অক্ষরেকার মধ্যবর্তী অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয় ।

62. বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ কী ?

 উঃ । দুটি অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ ।

63. ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ কী ?

উঃ । 50 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ডগতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমাবায়ুকে ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ বলে ।

64. ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট কী ?

উঃ । 60 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমাবায়ুকে ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ’ বলা হয় ।

65. বায়ুর উন্নতার প্রধান উৎস কী ?

উঃ । বায়ুর উয়তার প্রধান উৎস সূর্য ।

66. আয়নবায়ুর প্রভাবে কোন্ অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না ?

 উঃ । আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টি হলে পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না ।

67. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুচাপের পরিবর্তন মাপা যায় ?

Ans: ব্যারোগ্রাম ।

68. দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চলকে কী বলে ?

Ans: Trough .

69. কোন্ বায়ুকে ‘ সমুদ্রবায়ু ও স্পলবায়ুর বৃহৎ সংস্করণ বলা ।

Ans: মৌসুমি বায়ু ।

70. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় তাকে । কী বলে ?

Ans: পশ্চিমা বায়ু ।

71. দিনের কোন সময়ে সমুদ্রবায়ু সর্বাধিক বেগে প্রবাহিত হয় ?

Ans: দুপুরবেলায় ।

72. উত্তর আমেরিকায় প্রবাহিত একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম লেখো ।

Ans: চিনুক ।

73. কোন্ মাসে ভারতে লু প্রবাহিত হয় ?

Ans: বৈশাখ – জ্যৈষ্ঠ ( মে – জুন ) ।

74. জাপান ও চিনসাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় – এর নাম লেখো ।

Ans: টাইফুন ।

75. কোন্ স্থানীয় বায়ুকে ‘ স্নো – ইটার ’ বা ‘ তুষার ভক্ষক ‘ বলে ?

Ans: চিনুক ।

76. ‘ ঘূর্ণিবাতের চক্ষু ‘ কোন ধরনের ঘূর্ণবাতে সৃষ্টি হয় ?

Ans: ক্রান্তীয় ঘূর্ণিবাত ।

77. কোন দুই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য পরিলক্ষিত হয় ।

Ans: জানুয়ারি ও জুলাই মাসে ।

78. ক্লান্তীয় উচ্চচাপ বলয়ের অবস্থান উল্লেখ করো ।

Ans: উভয় গোলার্ধে ২৫ ° -৩৫ ° অক্ষাংশের মধ্যে ।

79. পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর ওপর যে শক্তি কাজ করে তাকে কী বলে ?

Ans: কোরিওলিস বল ।

80. কার নামানুসারে ফেরেলের সুত্রের নামকরণ করা হয় ?

Ans: বিজ্ঞানী উইলিয়াম ফেরেল ।

81. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত ?

Ans: ১০১৩.২৫ মিলিবার ।

82. দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো ।

Ans: আফ্রিকার সাহারা ও উত্তর আমেরিকার সোনেরান ।

83. দুটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ দাও ।

Ans: বোরা ও মিস্টাল ।

84. সিরোক্কো বায়ু কোথায় প্রবাহিত হয় ?

Ans: সাহারা মরুভূমিতে ।

85. সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত ?

Answer : ১০১৩.২৫ মিলিবার ।

86. দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো ।

Answer : আফ্রিকার সাহারা ও উত্তর আমেরিকার সোনেরান ।

87. দুটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ দাও ।

Answer : বোরা ও মিস্টাল ।

88. সিরোক্কো বায়ু কোথায় প্রবাহিত হয় ?

Answer : সাহারা মরুভূমিতে ।

89. পশ্চিমাবায়ুর প্রবাহ পথে কী সৃষ্টি হয়েছে ?

উঃ । পশ্চিমাবায়ুর প্রবাহ পথে মহাদেশগুলির পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোয় তৃণভূমির সৃষ্টি হয়েছে ।

90. মেরুবায়ুর কারণে কোথায় তুষারঝড় সৃষ্টি হয় ?

উঃ । মেরুবায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষারঝড় সৃষ্টি হয় ।

91. তুন্দ্ৰা অঞ্চলে শীতকাল কতদিন স্থায়ী হয় ?

উঃ । তুন্দ্রা অঞ্চলে শীতকাল 8-9 মাস স্থায়ী হয় ।

92. সাময়িক বায়ু কখন প্রবাহিত হয় ?

উঃ । বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় ।

93. সিরোক্কো মিশরে কী নামে পরিচিত ?

Answer : খামসিন ।

94. উত্তর – পূর্ব ভারতে উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত ?

Answer : লু ।

95. পম্পাস তৃণভূমির উপর দিয়ে বাহিত শীতল বাতাসটির নাম কী ?

Answer : পম্পেরো ।

96. বায়ুর দিক নির্ণয় কোন যন্ত্রে নির্ধারণ করা হয় ?

Answer : বাতপতাকা ।

97. বায়ুচাপ কোন্ এককে মাপা হয় ?

Answer : মিলিবার ।

98. কোন্ বায়ুর কারণে সুইটজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যান বলা হয় ?

Answer : ফন ।

99. ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত ?

Answer : হ্যারিকেন ।

100. টুইস্টার কোন্ বায়ুর অপর নাম ?

Answer : টর্নেডো ।

101. কোন প্রকার ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয় ?

Answer : ক্রান্তীয় ঘূর্ণবাত ।

” বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography  Exam Guide / Class 10 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

 বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়)

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Suggestion দশম শ্রেণি ভূগোলবায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer, Suggestion | Class 10 Geography  Question and Answer Suggestion | Class 10 Geography  Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 10th Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়)

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) । Class 10 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর । বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরবায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography  Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer with FREE PDF Download Link

বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad