দশম শ্রেণীর ভূগোল : ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ভূগোল : ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. কফি চাষের জন্য প্রয়োজনীয় জলবায়ু হওয়া উচিত—

(A) উষ্ণ ও আর্দ্র

(B) আর্দ্র এ শুষ্ক

(C) শীতল

(D) শুষ্ক

Answer : (C) শীতল

2. কোন জেলাকে ‘ পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার ’ বলে ?

(A) মুরশিদাবাদ

(B) উত্তর ২৪ পরগনা

(C) বর্ধমান

(D) পূর্ব মেদিনীপুর

Answer : (C) বর্ধমান

3. ধান কাটার সময় কী ধরনের জলবায়ু প্রয়োজন ?

(A) শীতল

(B) আদ্র

(C) শুষ্ক

(D) উষ্ণ

Answer : (C) শুষ্ক

4. কোন গাছের বাগানের মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃদ্ধ লাগাতে হয় ?

(A) রবার

(B) বাদাম

(C) সূর্যমুখী

(D) চা

Answer : (D) চা

5. কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন্ গাছের বৃদ্ধিতে সহায়তা করে ?

(A) চা

(B) কফি

(C) তৈলবীজ

(D) আখ

Answer : (A) চা

6. ভারতের কোন্ রাজ্যে মিলেট শস্যের গবেষণাগার অবস্থিত ?

(A) রাজস্থান

(B) গুজরাট

(C) ভূপাল

(D) কেরল

Answer : (A) রাজস্থান

7. আঘায়নি বলা হয় কোন্ ধানকে ?

(A) আমন

(B) বোরো

(C) আউশ

(D) কোনোটাই নয়

Answer : (A) আমন

8. কোন জেলায় বোরো ধানের চাষ সবচেয়ে বেশি হয় ?

(A) বর্ধমান

(B) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

(C) মুরশিদাবাদ

(D) বীরভূম

Answer : (A) বর্ধমান

9. সবুজ বিপ্লবের ফলে ভারতের কী চাষে প্রভূত উন্নতি হয় ?

(A) গম

(B) চা

(C) তুলো

(D) ধান

Answer : (A) গম

10. ভারতের কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল ?

(A) দ্বিতীয়

(B) চতুর্থ

(C) পঞ্চম

(D) তৃতীয়

Answer : (D) তৃতীয়

11. অন্ধ্রপ্রদেশের কোন্ নদী উপত্যকায় ধান চাষ ভালো হয় ?

(A) কৃষ্ণা

(B) তুঙ্গভদ্রা

(C) গোদাবরী

(D) কাবেরী

Answer : (C) গোদাবরী

12. ‘ বল উইভিল ’ পোকার আক্রমণ ঘটে কোন্ গাছে ?

(A) ইক্ষু

(B) কফি

(C) কার্পাস

(D) চা

Answer : (C) কার্পাস

13. কোন্ রাজ্যকে ‘ ভারতের চিনির বাটি ‘ বলা হয় ?

(A) হিমাচল প্রদেশ

(B) উত্তরপ্রদেশ

(C) হরিয়ানা

(D) পাঞ্জাব

Answer : (B) উত্তরপ্রদেশ

14. ভারতীয় কৃষির ধরন কীরূপ –

(A) জীবিকাসত্তাভিত্তিক

(B) বাণিজ্যিক

(C) প্রগাঢ়

(D) কোনোটিই নয়

Answer : (A) জীবিকাসত্তাভিত্তিক

15. হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

(A) কর্ণাটক

(B) পশ্চিমবঙ্গ

(C) আসাম

(D) পাঞ্জাব

Answer : (A) কর্ণাটক

16. কোন মৃত্তিকা গম চাষের পক্ষে উপমুক্ত ?

(A) এঁটেল

(B) দোআশ

(C) কৃষ্ণ

(D) পডসল

Answer : (A) এঁটেল

17. কোনটি বাগিচা ফসল নয় ?

(A) চা

(B) কফি

(C) রাবার

(D) গম

Answer : (D) গম

18. রেটুন শব্দটির সাথে কোন ফসল জড়িত –

(A) কফি

(B) আখ

(C) চা

(D) পাট

Answer : (B) আখ

19. কোনটি অপ্রধান মিলেট জাতীয় শস্য –

(A) জোয়ার

(B) বাজরা

(C) রাগি

(D) রাজগিরা

Answer : (D) রাজগিরা

20. কোন ফসল উৎপাদনে পাহাড় – পর্বতের ঢালু জমি আদর্শ –

(A) পাট

(B) কার্পাস

(C) চা

(D) আঁখ

Answer : (C) চা

21. ভারতের মোট আয়তনের প্রায় কত শতাংশ জমিতে কৃষিকাজ করা হয় ?

(A) ৪০ %

(B) ৫০ %

(C) ৪৫ %

(D) ৫৫ %

Answer : (C) ৪৫ %

22. ভারতে সারাবছর বৃষ্টিপাত হয় না বলে কৃষিকাজ কীসের ওপর নির্ভর করে ?

(A) মৌসুমি বৃষ্টি

(B) শীতকালীন বৃষ্টি

(C) জলসেচ

(D) রাসায়নিক সার ও উচ্চফলনশীল বীজ

Answer : (C) জলসেচ

23. দেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ?

(A) ৬৫ %

(B) ৭০ %

(C) ৫৫ %

(D) ৩৫ %

Answer : (A) ৬৫ %

24. যেসব ফসল থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় , তাদের কী বলা হয় ?

(A) বাগিচা ফসল

(B) খাদ্যফসল পান

(C) আঁশযুক্ত ফসল

(D) তন্তু ফসল

Answer : (D) তন্তু ফসল

25. ভারতের প্রধান খরিফ শস্য কী ?

(A) পাট

(B) গম

(C) আলু

(D) ধান

Answer : (D) ধান

26. ভারতের প্রধান ‘ শীতকালীন ফসল ‘ কী ?

(A) গম

(B) তৈলবীজ

(C) তুলো

(D) আলু

Answer : (A) গম

27. কোন্ ধান চাষ করতে সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয় –

(A) আউশ ধান

(B) আমন ধান

(C) বোরো ধান

(D) কোনোটাই নয়

Answer : (B) আমন ধান

28. হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হল—

(A) পশ্চিমবঙ্গ

(B) পাঞ্জাব

(C) বিহার

(D) উত্তরপ্রদেশ

Answer : (B) পাঞ্জাব

29. ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

(A) দিল্লি

(B) কটক

(C) গুরগাঁও

(D) কলকাতা

Answer : (A) দিল্লি

30. উত্তর ভারতে কোন্ ফসলের চাষ বেশি হয় ?

(A) ধান

(B) গম

(C) কার্পাস

(D) চা

Answer : (B) গম

31. হেক্টরপ্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

(A) পাঞ্জাব

(B) উত্তরপ্রদেশ

(C) হরিয়ানা

(D) মধ্যপ্রদেশ

Answer : (A) পাঞ্জাব

32. কোনটি মিলেট জাতীয় শস্য –

(A) ইক্ষু

(B) কফি

(C) বাদাম

(D) জোয়ার

Answer : (D) জোয়ার

33. ভারতে জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম –

(A) মহারাষ্ট্র

(B) কর্নাটক

(C) অন্ধ্রপ্রদেশ

(D) মধ্যপ্রদেশ

Answer : (A) মহারাষ্ট্র

34. চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

(A) আসাম

(B) পশ্চিমবঙ্গ

(C) তামিলনাড়ু

(D) কেরল

Answer : (A) আসাম

35. চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?

(A) প্রথম

(B) দ্বিতীয়

(C) তৃতীয়

(D) চতুর্থ

Answer : (D) চতুর্থ

36. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

(A) পঞ্চম

(B) চতুর্থ

(C) ষষ্ঠ

(D) সপ্তম

Answer : (C) ষষ্ঠ

37. আর্দ্র সমুদ্রবায়ু কোন ফসল চাষের পক্ষে উপযুক্ত ?

(A) পাট

(B) বাজরা

(C) তৈলবীজ

(D) কার্পাস

Answer : (D) কার্পাস

38. কোন্ মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় ।

(A) পলি

(B) পড়সল

(C) কৃষ্ণ

(D) দোআঁশ

Answer : (C) কৃষ্ণ

39. ভারতের অর্থকরী ফসল কোন্‌টি—

(A) ধান

(B) কার্পাস

(C) গম

(D) মিলেট

Answer : (C) গম

40. কোন রাজ্য ভারতে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

(A) বিহার

(B) উত্তরপ্রদেশ

(C) পশ্চিমবঙ্গ

(D) পাঞ্জাব

Ans: ?

41. যে শস্যের বীজ থেকে তেল পাওয়া যায় , তাদের বলে –

(A) মিলেট

(B) তৈলবীজ

(C) অর্থকরী ফসল

(D) বাগিচা ফসল

Ans: ?

42. ভারতে সর্বাধিক চা রপ্তানি হয় কোন্ বন্দর থেকে ?

(A) মুম্বাই

(B) বিশাখাপত্তনম

(C) কলকাতা

(D) চেন্নাই

Answer : (C) কলকাতা

43. একটি রবি শস্যের উদাহরণ হল –

 (ক) ধান

(খ) গম

(গ) পাট

(ঘ) তুলো

উত্তর- (খ) গম।

44. ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত –

(ক) কটকে

(খ) লখনউতে

(গ) পুসাতে

(ঘ) জোড়হাটে

উত্তর- (খ) লখনউতে।

45. বোরো ধান কাটা হয় –

(ক) শীতকালে

(খ) ব র্ষাকালে

(গ) গ্রীষ্মকালে

(ঘ) বসন্তকালে

উত্তর- (গ) গ্রীষ্মকালে।

46. ভারতের একটি প্রধান তৈলবীজ হল –

(ক) আলু

(খ) গম

(গ) সরষে

(ঘ) কফি

উত্তর- (গ) সরষে।

47. কার্পাস যে নামে পরিচিত, তা হল –

(ক) স্বর্ণ তন্তু

(খ) রৌপ্য তন্তু

(গ) বীজতন্তু

(ঘ) হীরক তন্তু

উত্তর- (গ) বীজতন্তু।

48. সবুজবিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন –

(ক) ড. নরম্যান বোরলগ

(খ) ড. সাহা

(গ) ড. হাসান

(ঘ) ড. মুখোপাধ্যায়

উত্তর- (ক) ড. নরম্যান বোরলগ।

49. গম হল একটি –

(ক) রবি শস্য

(খ) খরিফ শস্য

(গ) জায়িদ শস্য

(ঘ) পানীয় ফসল

উত্তর- (ক) রবি শস্য।

50. ভারতে কফি বোর্ডের সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটি হল –

(ক) কলকাতা

(খ) বেঙ্গালুরু

(গ) চেন্নাই

(ঘ) আমেদাবাদ

উত্তর- (খ) বেঙ্গালুরু।

51. ভারতের প্রধান ধান গবেষণাগারটি অবস্থিত –

(ক) পুসায়

(খ) কটকে

(গ) চন্দন নগরে

(ঘ) চুঁচুড়ায়

উত্তর- (খ) কটকে।

52. বাগিচা ফসল হল –

(ক) ধান

(খ) পাট

(গ) চা

(ঘ) আখ

উত্তর- (গ) চা।

53. রবিশস্য চাষ হয়

(A) বর্ষাকালে

(B) শীতকালে

(C) যে কোনো সময়ে

(D) উদ্বু ও শুষ্ক

Answer : (B) শীতকালে

54. ভারতবর্ষের কত শতাংশ মানুষ কোন না কোন ভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত?

(ক) ৭০%

(খ) ৬৫%

(গ) ৫৫%

(ঘ) ৩৫%

উত্তর : (খ) ৬৫%

55. ভারতের প্রধান শীতকালীন ফসল হলো –

(ক) তুলো

(খ) গম

(গ) আলু

(ঘ) তৈলবীজ

উত্তর : (খ) গম

56. ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্র অবস্থিত –

(ক) কটক

(খ) দিল্লি

(গ) কলকাতা

(ঘ) বেঙ্গালুরু

উত্তর : (ক) কটক

57. নিচের কোনটি মিলেট জাতীয় শস্য –

(ক) জোয়ার

(খ) ইক্ষু

(গ) বাদাম

(ঘ) কফি

উত্তর : (ক) জোয়ার

58. আর্দ্র সমুদ্র বায়ু কোন ফসল চাষের পক্ষে উপযুক্ত?

(ক) পাট

(খ) বাজরা

(গ) তৈলবীজ

(ঘ) কার্পাস

উত্তর : (ঘ) কার্পাস

59. কোন রাজ্য ভারতে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

(ক) বিহার

(খ) উত্তর প্রদেশ

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) পাঞ্জাব

উত্তর : (খ) উত্তর প্রদেশ

60. কোন জেলাকে পশ্চিমবঙ্গেরধানের ভান্ডারবলে?

(ক) উত্তর 24 পরগনাকে

(খ) মুর্শিদাবাদকে

(গ) বর্ধমানকে

(ঘ) পূর্ব মেদিনীপুরকে

উত্তর : (গ) বর্ধমানকে

61. কোন রাজ্যকে ভারতেরচিনির বাটিবলা হয়?

(ক) হিমাচল প্রদেশ

(খ) উত্তর প্রদেশ

(গ) হরিয়ানা

(ঘ) পাঞ্জাব

উত্তর : (খ) উত্তর প্রদেশ

62. নিচের কোন ফসলটি বৃষ্টিহীন অনুর্বর অঞ্চলেও চাষ সম্ভব –

(ক) চা

(খ) ধান

(গ) ইক্ষু

(ঘ) মিলেট

উত্তর : (ঘ) মিলেট

63. ভারতের মোট আয়তনের প্রায় কত শতাংশ জমিতে কৃষিকাজ করা হয় ?

(A) ৪০ %

(B) ৫০ %

(C) ৪৫ %

(D) ৫৫ %

Ans: (C) ৪৫ %

64. ভারতে সারাবছর বৃষ্টিপাত হয় না বলে কৃষিকাজ কীসের ওপর নির্ভর করে ?

(A) মৌসুমি বৃষ্টি

(B) শীতকালীন বৃষ্টি

(C) জলসেচ

(D) রাসায়নিক সার ও উচ্চফলনশীল বীজ

Ans: (C) জলসেচ

65. দেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ?

(A) ৬৫ %

(B) ৭০ %

(C) ৫৫ %

(D) ৩৫ %

Ans: (A) ৬৫ %

66. যেসব ফসল থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় , তাদের কী বলা হয় ?

(A) বাগিচা ফসল

(B) খাদ্যফসল পান

(C) আঁশযুক্ত ফসল

(D) তন্তু ফসল

Ans: (D) তন্তু ফসল

67. ভারতের প্রধান খরিফ শস্য কী ?

(A) পাট

(B) গম

(C) আলু

(D) ধান

Ans: (D) ধান

68. ভারতের প্রধান ‘ শীতকালীন ফসল ‘ কী ?

(A) গম

(B) তৈলবীজ

(C) তুলো

(D) আলু

Ans: (A) গম

69. কোন্ ধান চাষ করতে সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয় –

(A) আউশ ধান

(B) আমন ধান

(C) বোরো ধান

(D) কোনোটাই নয়

Ans: (B) আমন ধান

70. হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হল—

(A) পশ্চিমবঙ্গ

(B) পাঞ্জাব

(C) বিহার

(D) উত্তরপ্রদেশ

Ans: (B) পাঞ্জাব

71. ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

(A) দিল্লি

(B) কটক

(C) গুরগাঁও

(D) কলকাতা

Ans: (A) দিল্লি

72. উত্তর ভারতে কোন্ ফসলের চাষ বেশি হয় ?

(A) ধান

(B) গম

(C) কার্পাস

(D) চা

Ans: (B) গম

73. হেক্টরপ্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

(A) পাঞ্জাব

(B) উত্তরপ্রদেশ

(C) হরিয়ানা

(D) মধ্যপ্রদেশ

Ans: (A) পাঞ্জাব

74. কোনটি মিলেট জাতীয় শস্য –

(A) ইক্ষু

(B) কফি

(C) বাদাম

(D) জোয়ার

Ans: (D) জোয়ার

75. ভারতে জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম –

(A) মহারাষ্ট্র

(B) কর্নাটক

(C) অন্ধ্রপ্রদেশ

(D) মধ্যপ্রদেশ

Ans: (A) মহারাষ্ট্র

76. চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

(A) আসাম

(B) পশ্চিমবঙ্গ

(C) তামিলনাড়ু

(D) কেরল

Ans: (A) আসাম

77. চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?

(A) প্রথম

(B) দ্বিতীয়

(C) তৃতীয়

(D) চতুর্থ

Ans: (D) চতুর্থ

78. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

(A) পঞ্চম

(B) চতুর্থ

(C) ষষ্ঠ

(D) সপ্তম

Ans: (C) ষষ্ঠ

79. আর্দ্র সমুদ্রবায়ু কোন ফসল চাষের পক্ষে উপযুক্ত ?

(A) পাট

(B) বাজরা

(C) তৈলবীজ

(D) কার্পাস

Ans: (D) কার্পাস

80. কোন্ মৃত্তিকায় কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় ।

(A) পলি

(B) পড়সল

(C) কৃষ্ণ

(D) দোআঁশ

Ans: (C) কৃষ্ণ

81. ভারতের অর্থকরী ফসল কোন্‌টি—

(A) ধান

(B) কার্পাস

(C) গম

(D) মিলেট

Ans: (C) গম

82. কোন রাজ্য ভারতে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

(A) বিহার

(B) উত্তরপ্রদেশ

(C) পশ্চিমবঙ্গ

(D) পাঞ্জাব

83. Ans: ?

যে শস্যের বীজ থেকে তেল পাওয়া যায় , তাদের বলে –

(A) মিলেট

(B) তৈলবীজ

(C) অর্থকরী ফসল

(D) বাগিচা ফসল

84. ভারতে সর্বাধিক চা রপ্তানি হয় কোন্ বন্দর থেকে ?

(A) মুম্বাই

(B) বিশাখাপত্তনম

(C) কলকাতা

(D) চেন্নাই

Ans: (C) কলকাতা

85. রবিশস্য চাষ হয়

(A) বর্ষাকালে

(B) শীতকালে

(C) যে কোনো সময়ে

(D) উদ্বু ও শুষ্ক

Ans: (B) শীতকালে

86. কফি চাষের জন্য প্রয়োজনীয় জলবায়ু হওয়া উচিত—

(A) উষ্ণ ও আর্দ্র

(B) আর্দ্র এ শুষ্ক

(C) শীতল

(D) শুষ্ক

Ans: (C) শীতল

87. কোন জেলাকে ‘ পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার ’ বলে ?

(A) মুরশিদাবাদ

(B) উত্তর ২৪ পরগনা

(C) বর্ধমান

(D) পূর্ব মেদিনীপুর

Ans: (C) বর্ধমান

88. ধান কাটার সময় কী ধরনের জলবায়ু প্রয়োজন ?

(A) শীতল

(B) আদ্র

(C) শুষ্ক

(D) উষ্ণ

Ans: (C) শুষ্ক

89. কোন গাছের বাগানের মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃদ্ধ লাগাতে হয় ?

(A) রবার

(B) বাদাম

(C) সূর্যমুখী

(D) চা

Ans: (D) চা

90. কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন্ গাছের বৃদ্ধিতে সহায়তা করে ?

(A) চা

(B) কফি

(C) তৈলবীজ

(D) আখ

Ans: (A) চা

91. ভারতের কোন্ রাজ্যে মিলেট শস্যের গবেষণাগার অবস্থিত ?

(A) রাজস্থান

(B) গুজরাট

(C) ভূপাল

(D) কেরল

Ans: (A) রাজস্থান

92. আঘায়নি বলা হয় কোন্ ধানকে ?

(A) আমন

(B) বোরো

(C) আউশ

(D) কোনোটাই নয়

Ans: (A) আমন

93. কোন জেলায় বোরো ধানের চাষ সবচেয়ে বেশি হয় ?

(A) বর্ধমান

(B) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

(C) মুরশিদাবাদ

(D) বীরভূম

Ans: (A) বর্ধমান

94. সবুজ বিপ্লবের ফলে ভারতের কী চাষে প্রভূত উন্নতি হয় ?

(A) গম

(B) চা

(C) তুলো

(D) ধান

Ans: (A) গম

95. ভারতের কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল ?

(A) দ্বিতীয়

(B) চতুর্থ

(C) পঞ্চম

(D) তৃতীয়

Ans: (D) তৃতীয়

96. অন্ধ্রপ্রদেশের কোন্ নদী উপত্যকায় ধান চাষ ভালো হয় ?

(A) কৃষ্ণা

(B) তুঙ্গভদ্রা

(C) গোদাবরী

(D) কাবেরী

Ans: (C) গোদাবরী

97. ‘ বল উইভিল ’ পোকার আক্রমণ ঘটে কোন্ গাছে ?

(A) ইক্ষু

(B) কফি

(C) কার্পাস

(D) চা

Ans: (C) কার্পাস

98. কোন্ রাজ্যকে ‘ ভারতের চিনির বাটি ‘ বলা হয় ?

(A) হিমাচল প্রদেশ

(B) উত্তরপ্রদেশ

(C) হরিয়ানা

(D) পাঞ্জাব

Ans: (B) উত্তরপ্রদেশ

99. ভারতীয় কৃষির ধরন কীরূপ –

(A) জীবিকাসত্তাভিত্তিক

(B) বাণিজ্যিক

(C) প্রগাঢ়

(D) কোনোটিই নয়

Ans: (A) জীবিকাসত্তাভিত্তিক

100. হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?

(A) কর্ণাটক

(B) পশ্চিমবঙ্গ

(C) আসাম

(D) পাঞ্জাব

Ans: (A) কর্ণাটক

101. কোন মৃত্তিকা গম চাষের পক্ষে উপমুক্ত ?

(A) এঁটেল

(B) দোআশ

(C) কৃষ্ণ

(D) পডসল

Ans: (A) এঁটেল

102. কোনটি বাগিচা ফসল নয় ?

(A) চা

(B) কফি

(C) রাবার

(D) গম

Ans: (D) গম

103. রেটুন শব্দটির সাথে কোন ফসল জড়িত –

(A) কফি

(B) আখ

(C) চা

(D) পাট

Ans: (B) আখ

104. কোনটি অপ্রধান মিলেট জাতীয় শস্য –

(A) জোয়ার

(B) বাজরা

(C) রাগি

(D) রাজগিরা

Ans: (D) রাজগিরা

105. কোন ফসল উৎপাদনে পাহাড় – পর্বতের ঢালু জমি আদর্শ –

(A) পাট

(B) কার্পাস

(C) চা

(D) আঁখ

Ans: (C) চা

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

1. ভারতের কফির পাত্র কাকে বলা হয়?

উত্তর – কর্নাটকের চিকমাগালুর কে

2. স্বর্গের শিশির কাকে বলে?

উত্তর – নারকেল কে স্বর্গের শিশির  বলে ।

3. মালচিং পদ্ধতি কোন কৃষি তে দেখা যায়?

উত্তর – শুষ্ক কৃষির

4. নিবিড় কৃষির প্রধান ফসল কী ?

উত্তর – ধান

5. কোন কৃষির শস্য প্রগাঢ়তা সবথেকে বেশি?

উত্তর – নিবিড় কৃষির শস্য প্রগাঢ়তা সবথেকে বেশি

6. নাতিশীতোষ্ণ তৃণভূমি  অঞ্চলে কোন প্রচলন লক্ষ্য করা যায়?

উত্তর – ব্যাপক কৃষির

7. স্থানান্তর কৃষি অন্ধ্রপ্রদেশে কী নামে পরিচিত?

উত্তর – পোড়ুু নামে পরিচিত

8. কোন কৃষিকে বানিজ্যিক কৃষি বলা হয়?

উত্তর – ব্যাপক কৃষি কে

9. কোন কৃষিকে জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি বলে?

উত্তর – নিবিড় বা প্রগাঢ় কৃষিকে

10. বানিজ্যিক ভিত্তিতে আঙুরের চাষকে কী বলা হয়?

উত্তর – ভিটিকালচার

11. সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর – উইলিয়াম গ্যাড

12. Coconat triangle কাকে বলা হয়?

উত্তর – শ্রীলঙ্কার কুরুনেলগালা, পুট্টালাম ও কলম্বোতে প্রচুর নারকেল উৎপাদন হয় এবং এই তিনটি অঞ্চল অবস্থান গত দিক  থেকে ত্রিভুকাকৃতি হওয়ায় একে Coconat triangle বলা হয়।

13. বাংলাদেশে পাটকে সোনালি তন্তু বলা হয় কেন ?

উত্তর – বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় প্রধান পাট উৎপাদক অঞ্চল এবং এখানে পাট উৎপাদনের অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় প্রচুর পরিমানে পাট উৎপাদন হয়।এই পাট ও পাট জাত দ্রব্য  বিদেশের বাজারে বিক্রি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে বাংলাদেশে পাট কে সোনালি তন্তু বলা হয়।

14. কোথায় কার্পাস কে সাদা সোনা বলা হয় ?

উত্তর – পাকিস্থানে

15. মিশরের কার্পাস চাষ কোন কৃষির উদাহরণ?

উত্তর – সেচন কৃষির

16. মিশরের সবথেকে বেশি কার্পাস কোথায় উৎপাদিত হয়?

উত্তর – নীলনদের বদ্বীপ অঞ্চলে

17. বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয়?

উত্তর – কিউবা কে

18. বিশ্বের কোন দেশ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

উত্তর – ব্রাজিল

19. ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম ?

উত্তর – উত্তর প্রদেশ

20. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়ে থাকে?

উত্তর – ময়মনসিংহ জেলায়

21. কোন ফসলের আরেক নাম মারুয়া ?

উত্তর – রাগী

22. লিভিং ফার্মেসি কাকে বলা হয়?

উত্তর – ডাব কে

23. ভারতের কোন রাজ্য ডাল উৎপাদনে প্রথম ?

উত্তর – মধ্যপ্রদেশ

24. তামিলনাড়ু রাজ্যে জোয়ার কে কী বলা হয়?

উত্তর – চোলাম

25. ভারতের কোন প্রকার চাল বিদেশে রপ্তানি করা হয় ?

Ans: সুগন্ধি বাসমতী ও গোবিন্দভোগ চাল ।

26. ধানের পর ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কী ?

Ans: গম ।

27. ভারতে প্রধানত কোন প্রকার গম চাষ হয় ?

Ans: শীতকালীন গম চাষ ।

28. ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?

Ans: করমন্ডল উপকূল ( তামিলনাড়ু ) ।

29. ভারতের যে কোনো ২ টি রাজ্যের নাম যেখানে জোয়ার চাষ করা হয় ।

Ans: মহারাষ্ট্র মধ্যপ্রদেশ / কর্ণাটক / অস্ত্রপ্রদেশ ।

30. ভারতের যে – কোনো দুটি বাজরা উৎপাদক রাজ্যের নাম লেখো ।

Ans: খুজরাট / রাজস্থান / মহারাষ্ট্র / উত্তরপ্রদেশ ।

31. ভারতের যে কোনো দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম লেখো ।

Ans: কর্ণাটক / অস্ত্রপ্রদেশ / তামিলনাড়ু / বিহার ।

32. মৃত্তিকায় কোন প্রকার খনিজের উপস্থিতিতে চা পাতার সুগন্ধ বৃদ্ধি পায় ?

Ans: ফসফরাস ও পটাশ ।

33. পশ্চিমবঙ্গের কোন জেলার চা স্বাদে – গন্ধে পৃথিবীবিখ্যাত ?

Ans: দার্জিলিং ।

34. ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

Ans: অসমের জোড়হাটে ।

35. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ?

Ans: কর্ণাটক ।

36. ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কার্পাস উৎপন্ন হয় ?

Ans: দাক্ষিণাত্যের কৃয়মৃত্তিকা অঞ্চল ।

37. কোন প্রকার জলবায়ুতে আখ চাষ ভালো হয় ?

Ans: আর্দ্র ক্রান্তীয় জলবায়ু ।

38. ভারতের কোন অঞ্চল হেক্টরপ্রতি কার্পাস উৎপাদনে ভারতে প্রথম ?

Ans: সিন্ধু সমভূমির দক্ষিণ – পশ্চিম অংশ তথা পাঞ্জাব ও হরিয়ানা ।

39. পেশাগত দিক থেকে ভারত কী ধরনের দেশ ?

Ans: কৃষিভিত্তিক দেশ ।

40. ভারতের কৃষিতে জলসেচের মূল কারণ কী ?

Ans: অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত ।

41. পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে – চাষ করা হয় তাকে কী বলে ?

Ans: ধাপ চাষ ।

42. ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ দেখা যায় ।

Ans: উত্তর – পূর্বাঞ্চলে ।

43. ভারতে সবুজ বিপ্লবের সময়কাল কী ?

Ans: ১৯৬১–১৯৬৬ ( ষাটের দশকের শেষে ) ।

44. ভারতের যে – কোনো দুটি বাজরা উৎপাদক রাজ্যের নাম লেখো ।

Answer : খুজরাট / রাজস্থান / মহারাষ্ট্র / উত্তরপ্রদেশ ।

45. ভারতের যে কোনো দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম লেখো ।

Answer : কর্ণাটক / অস্ত্রপ্রদেশ / তামিলনাড়ু / বিহার ।

46. মৃত্তিকায় কোন প্রকার খনিজের উপস্থিতিতে চা পাতার সুগন্ধ বৃদ্ধি পায় ?

Answer : ফসফরাস ও পটাশ ।

47. পশ্চিমবঙ্গের কোন জেলার চা স্বাদে – গন্ধে পৃথিবীবিখ্যাত ?

Answer : দার্জিলিং ।

48. ভারতের প্রধান কৃষিজ ফসল কি?

উঃ  ধান।

49. ভারতবর্ষের প্রধান খাদ্য কি?

উঃ ভাত ।

50. তৃষ্ণার্ত ফসল কাকে বলে?

উঃ ধানকে ।

51. ধানের প্রকারভেদ

আউশ ধান-  গ্রীষ্মকালে চাষ করা হয়।

52. আমন ধান – চাষ করা হয় বর্ষাকালে।

বোরো ধান – শীতকালে চাষ করা হয়।

53. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলে?

উঃ  বর্ধমান জেলাকে।

54. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ  দ্বিতীয়।

55. কোন রাজ্য ভারতের ধান উৎপাদনে প্রথম?

উঃ  পশ্চিমবঙ্গ

56. হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম?

উঃ পাঞ্জাব।

57. চাল রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ  প্রথম।

58. ভারত কোথায় চাল রপ্তানি করে?

উঃ  বাসমতি রাইস, দেরাদুন রাইস প্রভৃতি ইউএসএ, ইংল্যান্ড, ফ্রান্স, মধ্যপ্রাচ্যের দেশে রপ্তানি করে।

59. ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ   উড়িষ্যার কটকে।

60. আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ   ফিলিপাইন্সের ম্যানিলা।

61. কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখ।

উঃ  পদ্মা, জয়া, রত্না, IR-8, IR-20, CO-51।

62. ভারতে কোন পদ্ধতিতে ধান চাষ হয়?

উঃ  রোপণ পদ্ধতি ও বপন পদ্ধতিতে।

63. ষেটে ধান কাকে বলে?

উঃ  বোরো  ধানকে।

64. পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা করা হয়?

উঃ   হুগলি জেলার চুঁচুড়া।

65. কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভান্ডার বলে?

উঃ  তামিলনাড়ু রাজ্য।

66. ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

Answer : অসমের জোড়হাটে ।

67. ভারতের জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান বৈশিষ্ট্য কি?

উঃ শ্রমনর্ভর কৃষি।

68. খাদ্য ফসল কি?

উঃ যে ফসল খাদ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে খাদ্য ফসল বলে। যেমন- ধান, গম প্রভৃতি।

69. বাণিজ্যিক ফসল কি?

উঃ যে ফসল বিক্রির বা বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে বাণিজ্যিক ফসল বলে। যেমন- পাট, আঁখ প্রভৃতি।

70. বাগিচা ফসল কি?

উঃ যে ফসল বাগিচা বা বাগান তৈরি করে চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলে। যেমন- চা,কফি।

71. খারিফ ফসল কি?

উঃ  বর্ষাকালের বৃষ্টির জলের ওপর নির্ভর করে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ ফসল বলে। যেমন- ধান, তুলা প্রভৃতি।

72. রবি ফসল কি?

উঃ  শীতকালে যে ফসলের চাষ করা হয় তাকে রবি ফসল বলে। যেমন- সরিষা।

73. জায়িদ ফসল কি?

উঃ  গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তাকে জায়িদ ফসল বলে। যেমন- আউশ ধান, বাদাম।

74. কৃষিজাত ফসল উৎপাদনে ভারতের স্থান কত?

উঃ  দ্বিতীয় (চীনের পরে)।

75. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ?

Answer : কর্ণাটক ।

76. ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কার্পাস উৎপন্ন হয় ?

Answer : দাক্ষিণাত্যের কৃয়মৃত্তিকা অঞ্চল ।

77. কোন প্রকার জলবায়ুতে আখ চাষ ভালো হয় ?

Answer : আর্দ্র ক্রান্তীয় জলবায়ু ।

78. ভারতের কোন অঞ্চল হেক্টরপ্রতি কার্পাস উৎপাদনে ভারতে প্রথম ?

Answer : সিন্ধু সমভূমির দক্ষিণ – পশ্চিম অংশ তথা পাঞ্জাব ও হরিয়ানা ।

79. পেশাগত দিক থেকে ভারত কী ধরনের দেশ ?

Answer : কৃষিভিত্তিক দেশ ।

80. ভারতের কৃষিতে জলসেচের মূল কারণ কী ?

Answer : অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত ।

81. পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে – চাষ করা হয় তাকে কী বলে ?

Answer : ধাপ চাষ ।

82. ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ দেখা যায় ।

Answer : উত্তর – পূর্বাঞ্চলে ।

83. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম?

উঃ কর্ণাটক।

84. ভারতে কোন ধরনের কফি উৎপাদন করা হয়?

উঃ রোবাস্টা কফি।

85. কোন রাজ্য হেক্টর প্রতি কফি উৎপাদনে প্রথম?

উঃ কর্ণাটক।

86. ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা কোনটি?

উঃ চিকমাগালুর (কর্ণাট(ক)।

87. ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

চিকমাগালুর।

88. ভারতে সবুজ বিপ্লবের সময়কাল কী ?

Answer : ১৯৬১–১৯৬৬ ( ষাটের দশকের শেষে ) ।

89. ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন্ ফসলের উৎপাদন বেড়ে গিয়েছিল ?

Answer : গম ।

90. কোনো নির্দিষ্ট জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে কী বলে ?

Answer : শস্যাবর্তন ।

91. কৃষি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় আয় কত হয় ?

Answer : ১৬.৬ % ।

92. যেসকল ফসল থেকে চিনি , গুড় , মিছরি বা সুরাসার উৎপন্ন হয় , তাকে কী ধরনের ফসল বলে ?

Answer : শর্করা জাতীয় ফসল ।

93. কোন ফসল চাষে ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন?

উঃ  চা ও কফি।

94. চা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম?

উঃ আসাম।

95. কোথাকার চা স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত?

উঃ দার্জিলিংয়ের।

96. চা উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত?

উঃ দ্বিতীয়।

97. চা রপ্তানিতে ভারতের স্থান পৃথিবীতে কত?

উঃ  চতুর্থ।

98. কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?

উঃ কলকাতা।

99. ভারতীয় টিবোর্ড কোথায় অবস্থিত?

উঃ  কলকাতা।

100. চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ  অসময়ের জোরহাট।

101. হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম?

উঃ  কর্ণাটক, তামিলনাড়ু।

102. কোন খনিজের জন্য চায়ের সুগন্ধ বৃদ্ধি পায়?

উঃ ফসফরাস ও পটাশ।

103. চা গাছের কোন অংশ তোলা হয়?

উঃ দুটি পাতা ও একটি কুঁড়ি।

104. ভারত কোন দেশে সবচেয়ে বেশি চা রপ্তানি করে?

উঃ  রাশিয়া।

105. কোন্ ধানের অপর নাম ভাদুই ?

Answer : আউশ ধান ।

106. পৃথিবীতে কোন প্রকার গমের চাষ সবচেয়ে বেশি ?

Answer : শীতকালীন গম ।

107. কোন্ ধানের অপর নাম যেটে ধান ?

Answer : বোরো ধান ।

108. হেক্টরপ্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?

Answer : তামিলনাড়ু রাজ্য ।

109. ভারত কোন্ কোন্ দেশে তুলা রপ্তানি করে ?

Answer : শ্রীলঙ্কা , বাংলাদেশ , জাপান , জার্মানি ইত্যাদি ।

110. পশ্চিমবঙ্গের কোথায় ধানের গবেষণা কেন্দ্র আছে ?

Answer : চুঁচুড়াতে ।

111. ভারতের প্রধান দুটি অর্থকরী পানীয় ফসলের নাম লেখো ।

Answer : চা , কফি ।

112. খরিফ শস্যের অর্থ কী ?

Answer : বর্ষাকালীন ফসল ।

113. রবি শস্যের অর্থ কী ?

Answer : শীতকালীন ফসল ।

114. দুটি খরিফ শস্যের উদাহরণ দাও ।

Answer : ধান / পাট / তুলো / জোয়ার / বাজরা ।

115. দুটি রবি শস্যের উদাহরণ দাও ।

Answer : গম / যব / আলু ।

116. দুটি জায়িদ শস্যের নাম লেখো ।

Answer : আউশ ধান / পাট / বাদাম / শাক ।

117. মিলেট কি?

উঃ   নিকৃষ্ট শ্রেণীর দানাশস্য কে মিলেট বলে।

118. প্রধান মিলেটস কি কি?

উঃ  জোয়ার, বাজরা, রাগি।

119. মিলেট কোন অঞ্চলে জন্মায়?

উঃ  শুষ্ক অঞ্চলে।

120. পৃথিবীর কোন দেশ মিলেট উৎপাদনে প্রথম?

উঃ    ভারত।

121. ভারতের কোন রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম?

উঃ  মহারাষ্ট্র।

122. বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উঃ   রাজস্থান।

123. রাগি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উঃ   কর্ণাটক।

124. কোন রাজ্য হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম?

উঃ   মধ্যপ্রদেশ।

125. কোন রাজ্য হেক্টর প্রতি রাগি উৎপাদনে প্রথম ?

উঃ   তামিলনাড়ু।

126. কোন রাজ্য হেক্টরপ্রতি বাজরা উৎপাদনে প্রথম?

উঃ তামিলনাড়ু

127. ভারতে সাধারণত কোন্ দুই পদ্ধতিতে ধান চাষ হয় ?

Answer : রোপণ পদ্ধতি ও বপন পদ্ধতি ।

128. ICAR- এর পুরো নাম কী ?

Answer : Indian Council of Agricultural Research .

129. ভারতের কোন প্রকার চাল বিদেশে রপ্তানি করা হয় ?

Answer : সুগন্ধি বাসমতী ও গোবিন্দভোগ চাল ।

130. ইক্ষু উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত?

উঃ   দ্বিতীয়।

131. রেটুন কোন ফসল চাষের সঙ্গে যুক্ত?

উঃ  আখ চাষের সঙ্গে।

132. ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম?

উঃ উত্তর প্রদেশ।

133. ভারতের কোন রাজ্যে হেক্টরপ্রতি ইক্ষু উৎপাদনে প্রথম?

উঃ  তামিলনাড়ু।

134. ভারতের আখ গবেষণাগার কোথায় রয়েছে?

উঃ   উত্তরপ্রদেশের লখনৌ (কেন্দ্রীয় আখ গবেষণাগার), বিহারের মোজাফফরপুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর।

135. কোন দেশ সবচেয়ে বেশি চিনি ব্যবহার করে?

উঃ   ভারত।

136. কয়েকটি উচ্চ ফলনশীল ইক্ষু বীজ।

উঃ  করণ-1, করণ-2, করণ-4, করণ-6, করণ-9।

137. ধানের পর ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কী ?

Answer : গম ।

138. ভারতে প্রধানত কোন প্রকার গম চাষ হয় ?

Answer : শীতকালীন গম চাষ ।

139. ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?

Answer : করমন্ডল উপকূল ( তামিলনাড়ু ) ।

140. ভারতের যে কোনো ২ টি রাজ্যের নাম যেখানে জোয়ার চাষ করা হয় ।

Answer : মহারাষ্ট্র মধ্যপ্রদেশ / কর্ণাটক / অস্ত্রপ্রদেশ ।

141. ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন্ ফসলের উৎপাদন বেড়ে গিয়েছিল ?

Ans: গম ।

142. কোনো নির্দিষ্ট জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে কী বলে ?

Ans: শস্যাবর্তন ।

143. কৃষি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় আয় কত হয় ?

Ans: ১৬.৬ % ।

144. যেসকল ফসল থেকে চিনি , গুড় , মিছরি বা সুরাসার উৎপন্ন হয় , তাকে কী ধরনের ফসল বলে ?

Ans: শর্করা জাতীয় ফসল ।

145. কোন্ ধানের অপর নাম ভাদুই ?

Ans: আউশ ধান ।

146. পৃথিবীতে কোন প্রকার গমের চাষ সবচেয়ে বেশি ?

Ans: শীতকালীন গম ।

147. কোন্ ধানের অপর নাম যেটে ধান ?

Ans: বোরো ধান ।

148. হেক্টরপ্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?

Ans: তামিলনাড়ু রাজ্য ।

149. কার্পাস উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত?

উঃ  দ্বিতীয়।

150. ভারতের কোন রাজ্য কার্পাস উৎপাদনে প্রথম?

উঃ  গুজরাট।

151. কৃষ্ণ কার্পাস মৃত্তিকা কাকে বলে?

উঃ দাক্ষিণাত্যের লাভাজাত কৃষ্ণ মৃত্তিকাকে।

152. কার্পাশের প্রধান শত্রু পোকার নাম কি?

উঃ বল উইভিল ও পিঙ্ক বল উইভিল।

153. ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ  মহারাষ্ট্রের নাগপুর।

154. হেক্টরপ্রতি কার্পাস উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম?

উঃ  মধ্যপ্রদেশ(2015-16)।

155. ভারতের কোন রাজ্য উন্নত মানের কার্পাস চাষ করে?

উঃ পাঞ্জাব।

156. উচ্চফলনশীল বীজ।

উঃ সুজাতা, MCU-5, Hybrid।

157. ভারত কোন্ কোন্ দেশে তুলা রপ্তানি করে ?

Ans: শ্রীলঙ্কা , বাংলাদেশ , জাপান , জার্মানি ইত্যাদি ।

158. ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?

উঃ  গম।

159. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ  দ্বিতীয়।

160. ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম?

উঃ উত্তরপ্রদেশ।

161. ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম?

উঃ  পাঞ্জাব।

162. ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ  দিল্লির নিকট পুসায়।

163. আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ  মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।

164. কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখ।

উঃ   সোনালিকা, কল্যান সোনা, সোনার-64, HI-1531, DBW-16।

165. সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোন ফসলকে?

উঃ  গমকে।

166. ভারতে কোন ধরনের গমের চাষ হয়?

উঃ   শীতকালীন গম এবং বসন্তকালীন গম।

167. গম কোন জলবায়ু অঞ্চলের ফসল?

উঃ   নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল।

168. পৃথিবীতে কোন ধরনের গমের চাষ সবচেয়ে বেশি?

উঃ    শীতকালীন গম।

169. পশ্চিমবঙ্গের কোথায় ধানের গবেষণা কেন্দ্র আছে ?

Ans: চুঁচুড়াতে ।

170. ভারতের প্রধান দুটি অর্থকরী পানীয় ফসলের নাম লেখো ।

Ans: চা , কফি ।

171. খরিফ শস্যের অর্থ কী ?

Ans: বর্ষাকালীন ফসল ।

172. রবি শস্যের অর্থ কী ?

Ans: শীতকালীন ফসল ।

173. দুটি খরিফ শস্যের উদাহরণ দাও ।

Ans: ধান / পাট / তুলো / জোয়ার / বাজরা ।

174. দুটি রবি শস্যের উদাহরণ দাও ।

Ans: গম / যব / আলু ।

175. দুটি জায়িদ শস্যের নাম লেখো ।

Ans: আউশ ধান / পাট / বাদাম / শাক ।

176. ভারতে সাধারণত কোন্ দুই পদ্ধতিতে ধান চাষ হয় ?

Ans: রোপণ পদ্ধতি ও বপন পদ্ধতি ।

177. ICAR- এর পুরো নাম কী ?

Ans: Indian Council of Agricultural Research .

178. শস্য সমন্বয় বলতে কী বোঝ?

উত্তর – কোন একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট কৃষি বর্ষে উক্ত অঞ্চলের  মোট জমি এবং ওই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে যে ক্রমান্বয়িক গানিতিক সম্পর্ক রয়েছে তাকেই শস্য সমন্বয় বলে ।

179. ভারতে অপারেশন ফ্লাড কীসের সাথে সম্পর্কীত?

উত্তর – দুধ উৎপাদনের সাথে সম্পর্কীত

180. শস্য সমন্বয় শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তর – ওয়েভার

181. বুদ্ধিভান্ডার কাদের বলা হয়?

উত্তর – পঞ্চম স্তর বা কুইনারি অর্থনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা মূলত তাদের বুদ্ধির সাহায্যে বিভিন্ন রকমের কার্যাবলি সম্পূর্ন করে বলে, এই কুইনারি অর্থনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বুদ্ধির ভাণ্ডার বা Think Tank বলা হয় ।

যেমন – নীতি নির্ধারক, পরামর্শ দাতা, পরিকল্পনা গ্রহন কারী প্রভৃতি।

182. সারাবছর ধরে বানিজ্যিক ভাবে শাকসবজির চাষকে কী বলে?

উত্তর – ওলেরিকালচার

183. নীল পোশাক পরিহিত কর্মী কোন প্রকার অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত?

উত্তর – দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সাথে

184. পৃথিবীর ফলের বাগান কোন জলবায়ু কে বলে?

উত্তর – ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কে

185. বাজার বাগান কৃষিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে কি বলা হয়?

উত্তর – ট্রাক ফার্মিং

186. ব্যাপক কৃষির প্রধান ফসল কী?

উত্তর – গম

187. Milk man of India কাকে বলা হয়?

উত্তর – ভার্গিস কুরিয়েন

188. ভারতের প্রধান তৈলবীজ কোন টি?

উত্তর – চিনাবাদাম

189. চিনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?

উত্তর – গুজরাট

190. ২৪*৭ উদ্যোগ – কোন শ্রেনীর ক্রিয়াকলাপের অন্তর্গত?

উত্তর – কোয়াটারনারি বা চতুর্থ শ্রেনীর ক্রিয়াকলাপের অন্তর্গত

191. শস্য প্রগাঢ়তা কাকে বলে?

উত্তর – কোন একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট পরিমান জমিকে সারা বছর ধরে কী পরিমানে ফসল উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, তাকে শস্য প্রগাঢ়তা বলা হয়।

192. শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ কোন কৃষি ব্যবস্থায় দেখা যায়?

উত্তর – শুষ্ক কৃষি ব্যবস্থায়

193. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিনের চাষ হয়?

উত্তর – মধ্যপ্রদেশ রাজ্য

194. শস্যাবর্তনের প্রয়োজনীয়তা কী?

উত্তর –  জমির উর্বরতা বজায় রাখা এবং বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে শস্যাবর্তন করা হয়ে থাকে।

195. কেরালায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত?

উত্তর – পোনাম বা পুনাম

196. মিশ্র কৃষি কাকে বলে?

উত্তর – একই জমিতে ফসল উৎপাদনের সাথে সাথে যখন পশুপালনও করা হয় তখন তাকে মিশ্র কৃষি বলে।

197. রেটুন কী?

উত্তর – আখ গাছ কেটে নেওয়ার পর, আখ গাছের গোঁড়া বা অবশিষ্টাংশ যা মাটির নিচে থেকে যায়, তা থেকে আবার আখ গাছ চাষ করার পদ্ধতিকে বলা হয় রেটুন।

198. বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝ?

উত্তর –  শহর বা নগরের মানুষের দৈনন্দিন চাহিদাকে কেন্দ্র করে শহর বা নগরের কাছাকাছি অঞ্চলে অত্যন্ত নিবিড় পদ্ধতিতে শাক-সবজি, ফুল ও ফলের চাষ কে বলা হয় বাজার ভিত্তিক উদ্যান কৃষি। কৃষি জমি থেকে ট্রাকের মাধ্যমে প্রতিদিন বাজারে পাঠানো হয় বলে একে ট্রাক ফার্মিং ও বলা হয়ে থাকে।

199. ভ্যালোরাইজেশন কাকে বলে?

উত্তর –  ব্রাজিলে কফি চাষের অনুকূল পরিবেশ থাকায় কোন কোন বছর প্রচুর পরিমানে কফি উৎপাদন হয়, ফলের কফির দাম কমে যাওয়ায় কৃষকদের ক্ষতির সম্ভাবনা থাকে । তাই বাজারে কফির মূল্য বৃদ্ধির জন্য কৃষক রা অতিরিক্ত কফি পুড়িয়ে নষ্ট করে বাজারে কফির কৃত্রিম চাহিদা সৃষ্টি করে, একেই ভ্যালোরাইজেশন বলে।

200. পাকিস্তানের প্রধান তুলা উৎপাদক অঞ্চল কোনটি ?

উত্তর – পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে সবথেকে বেশি তুলো উৎপাদন হয়ে থাকে।

201. ভারতের কফি গবেষণাগার টি কোথায় অবস্থিত?

উত্তর – কর্নাটকের চিকমাগালুরে অবস্থিত।

202. মিলেট কী?

উত্তর – জোয়ার, বাজরা ও রাগি কে একত্রে ইংরেজিতে মিলেট বলা হয়ে থাকে ।

203. শস্যাবর্তন কাকে বলে?

উত্তর – একই জমিতে বছরের বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা কে বলা হয় শস্যাবর্তন।

” ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography  Exam Guide / Class 10 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

 ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়)

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Suggestion দশম শ্রেণি ভূগোলভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer, Suggestion | Class 10 Geography  Question and Answer Suggestion | Class 10 Geography  Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 10th Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়)

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) । Class 10 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর । ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) | Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) | Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography  Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer with FREE PDF Download Link

ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad