সপ্তম শ্রেণীর ভূগোল : আফ্রিকা মহাদেশ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর ভূগোল : আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর | WBBSE Class 7th Geography Question and Answer

আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer : আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Geography Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Geography Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. আফ্রিকার উত্তরপশ্চিম এবং দক্ষিণপশ্চিম অংশে দেখা যায়

[A] নিরক্ষীয়

[B] মৌসুমি

[C] ভূমধ্যসাগরীয়

[D] নাতিশীতোষ্ণ জলবায়ু

উত্তর:- [C] ভূমধ্যসাগরীয়

2. আফ্রিকা বিশ্বের

[A] বৃহত্তম

[B] দ্বিতীয় বৃহত্তম

[C] তৃতীয় বৃহত্তম

[D] চতুর্থ বৃহত্তম মহাদেশ

উত্তর:- [B] দ্বিতীয় বৃহত্তম

3. আফ্রিকা মহাদেশের ক্ষেত্রফল প্রায়

[A] 1 কোটি 4 লক্ষ বর্গকিমি

[B] 2 কোটি 4 লক্ষ বর্গকিমি

[C] 3 কোটি 2 লক্ষ বর্গকিমি

[D] 4 কোটি 25 লক্ষ বর্গকিমি

উত্তর:- [C] 3 কোটি 2 লক্ষ বর্গকিমি

4. পৃথিবীবিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে

[A] নীলনদ

[B] নাইজার

[C] লিম্পোপো

[D] জাম্বেসি নদীর গতিপথে

উত্তর:- [D] জাম্বেসি নদীর গতিপথে

5. আফ্রিকার নদীগুলি

[A] স্রোতহীন

[B] মৃদুস্রোতা

[C] খরস্রোতা

[D] তীব্র খরস্রোতা

উত্তর:- [C] খরস্রোতা

6. নাইজার নদী

[A] আটলান্টিক মহাসাগরে

[B] গিনি উপসাগরে

[C] ভারত মহাসাগরে

[D] ভূমধ্যসাগরে পতিত হয়েছে

উত্তর:- [B] গিনি উপসাগরে

7. সাহারা মরুভূমির অভ্যন্তরের একটি শহর হল

[A] কুফরা

[B] সিউয়া

[C] ত্রিপোলি

[D] বাহারিয়া

উত্তর:- [C] ত্রিপোলি

8. সুদানের খাটুম থেকে মিশরের আসোয়ান পর্যন্ত নীলনদের গতিপথে

[A] 5

[B] 6

[C] 7

[D] 8 টি জলপ্রপাত দেখা যায়

উত্তর:- [B] 6

9. দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হল

[A] প্রেইরি

[B] ডাউন

[C] ভেল্ড

[D] পম্পাস

উত্তর:- [C] ভেল্ড

10. উটকে

[A] মরু পুত্র

[B] মরু মাদার

[C] মরু চাকা

[D] মরু জাহাজ বলে

উত্তর:- [D] মরু জাহাজ বলে

11. সাহারার গ্রীষ্মকালীন দিনেরবেলায় প্রবল বালিঝড়

[A] হারমাট্টান

[B] সাইমুম

[C] বোরা

[D] আর্গ নামে পরিচিত

উত্তর:- [B] সাইমুম

12. আফ্রিকা মহাদেশের ক্ষেত্রফল প্রায়

[A] 1 কোটি 4 লক্ষ বর্গকিমি

[B] 2 কোটি 4 লক্ষ বর্গকিমি

[C] 3 কোটি 2 লক্ষ বর্গকিমি

[D] 4 কোটি 25 লক্ষ বর্গকিমি

উত্তর:- [C] 3 কোটি 2 লক্ষ বর্গকিমি

13. সুদানে নীলনদের অববাহিকায়

[A] ভূমধ্যসাগরীয়

[B] মৌসুমি

[C] সাভানা

[D] নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়

উত্তর:- [C] সাভানা

14. নীলনদের তীরে গড়ে উঠেছে

[A] ব্যাবিলনীয়

[B] মিশরীয়

[C] নীল

[D] সিন্ধু সভ্যতা

উত্তর:- [B] মিশরীয়

15. আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম হল

[A] পম্পাস

[B] সাভানা

[C] সাহারা

[D] ল্যানোস্

উত্তর:- [B] সাভানা

16. সুদানে নীলনদের অববাহিকায়

[A] ভূমধ্যসাগরীয়

[B] মৌসুমি

[C] সাভানা

[D] নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়

উত্তর:- [C] সাভানা

17. আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম হল

[A] পম্পাস

[B] সাভানা

[C] সাহারা

[D] ল্যানোস্

উত্তর:- [B] সাভানা

18. নাইজার নদী

[A] আটলান্টিক মহাসাগরে

[B] গিনি উপসাগরে

[C] ভারত মহাসাগরে

[D] ভূমধ্যসাগরে পতিত হয়েছে

উত্তর:- [B] গিনি উপসাগরে

19. আফ্রিকার

[A] পূর্ব

[B] পশ্চিম

[C] উত্তর

[D] দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত

উত্তর:- [C] উত্তর

20. উটকে

[A] মরু পুত্র

[B] মরু মাদার

[C] মরু চাকা

[D] মরু জাহাজ বলে

উত্তর:- [D] মরু জাহাজ বলে

21. সাহারা মরুভূমির একটি মরুদ্যান হল

[A] হামাদা

[B] হারমাট্টান

[C] টিমিমন

[D] সাইমুম

উত্তর:- [C] টিমিমন

22. নীলনদের বদ্বীপ অংশে

[A] নিরক্ষীয়

[B] মৌসুমি

[C] মরু

[D] ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

উত্তর:- [D] ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

23. সাহারা মরুভূমির দক্ষিণ

[A] পশ্চিম সীমায় রয়েছে নীল

[B] ওয়াদি

[C] নাইজার

[D] ব্লু নীল নদী

উত্তর:- [C] নাইজার

24. তুমি যে অঞ্চলে বসবাস করছ তার অনুরূপ জলবায়ু আফ্রিকার যে অঞ্চলে দেখা যায় তা হল

[A] কঙ্গো নদী অববাহিকায়

[B] মাদাগাস্কার দ্বীপে

[C] আটলাস পর্বতশ্রেণির পার্শ্ববর্তী অঞ্চলে

[D] গিনি দেশে

উত্তর:- [B] মাদাগাস্কার দ্বীপে

25. নীলনদ অববাহিকার একটি গুরুত্বপূর্ণ শহর হল

[A] কায়রো

[B] নিউ ইয়র্ক

[C] ব্রাসিলিয়া

[D] নাগ হামাদি

উত্তর:- [A] কায়রো

26. হোয়াইট নীল নদের উৎস বুরুন্ডি মালভূমি অঞ্চলে

[A] ভূমধ্যসাগরীয়

[B] সাভানা

[C] মৌসুমি

[D] নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে

উত্তর:- [D] নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে

27. সাহারা মরুভূমির যেসব স্থান শিলাময় তাকে বলে

[A] সেরির

[B] হামাদা

[C] আর্গ

[D] রেগ

উত্তর:- [B] হামাদা

28. আফ্রিকার নদীগুলি

[A] স্রোতহীন

[B] মৃদুস্রোতা

[C] খরস্রোতা

[D] তীব্র খরস্রোতা

উত্তর:- [C] খরস্রোতা

29. নীলনদের ওপর তৈরি হয়েছে

[A] সেনার বাঁধ

[B] আটাবারা বাঁধ

[C] আসোয়ান বাঁধ

[D] জেবেল আউলিয়া বাঁধা

উত্তর:- [C] আসোয়ান বাঁধ

30. আফ্রিকার যে অংশে চিনদেশীয় জলবায়ু দেখা যায় তা হল

[A] উত্তর পশ্চিম

[B] উত্তর-পূর্ব

[C] দক্ষিণ-পশ্চিম

[D] দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চলে

উত্তর:- [D] দক্ষিণপূর্ব উপকূল অঞ্চলে

31. আফ্রিকা মহাদেশের দক্ষিণপশ্চিমে

[A] সাহারা

[B] নামিব

[C] নুবিয়ান

[D] সোনেরান মরুভূমি অবস্থিত

উত্তর:- [B] নামিব

32. নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষ হল

[A] শাল

[B] সেগুন

[C] মেহগনি

[D] জাম

উত্তর:- [C] মেহগনি

33. সাহারা মরুভূমির আয়তন ভারতের আয়তনের প্রায়

[A] 2 গুণ

[B] 2.5 গুণ

[C] 3 গুণ

[D] 3.5 গুণ

উত্তর:- [B] 2.5 গুণ

34. সাহারা মরুভূমির

[A] বালুকাময়

[B] বারখান

[C] মরূদ্যান

[D] ওয়াদি অঞ্চলে চাষ লক্ষ করা যায়

উত্তর:- [C] মরূদ্যান

35. নীলনদের বদ্বীপ অংশে

[A] নিরক্ষীয়

[B] মৌসুমি

[C] মরু

[D] ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

উত্তর:- [D] ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়

36. আফ্রিকার

[A] পূর্ব

[B] পশ্চিম

[C] উত্তর

[D] দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত

উত্তর:- [C] উত্তর

37. নাইজার নদী

[A] আটলান্টিক মহাসাগরে

[B] গিনি উপসাগরে

[C] ভারত মহাসাগরে

[D] ভূমধ্যসাগরে পতিত হয়েছে

উত্তর:- [B] গিনি উপসাগরে

38. তুমি যে অঞ্চলে বসবাস করছ তার অনুরূপ জলবায়ু আফ্রিকার যে অঞ্চলে দেখা যায় তা হল

[A] কঙ্গো নদী অববাহিকায়

[B] মাদাগাস্কার দ্বীপে

[C] আটলাস পর্বতশ্রেণির পার্শ্ববর্তী অঞ্চলে

[D] গিনি দেশে

উত্তর:- [B] মাদাগাস্কার দ্বীপে

39. সুদানে নীলনদের অববাহিকায়

[A] ভূমধ্যসাগরীয়

[B] মৌসুমি

[C] সাভানা

[D] নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়

উত্তর:- [C] সাভানা

40. আফ্রিকার

[A] পূর্ব

[B] পশ্চিম

[C] উত্তর

[D] দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত

উত্তর:- [C] উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 7 Geography Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Geography Question and Answer Suggestion

1. কোন্ নদীপথে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে?

উত্তর:- জাম্বেসি নদীপথে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে।

2. আফ্রিকা মহাদেশে টি গ্রস্ত উপত্যকা আছে?

উত্তর:- আফ্রিকা মহাদেশে দুটি গ্রস্ত উপত্যকা আছে।

3. আফ্রিকা মহাদেশের সর্ব্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর দৈর্ঘ্য কত?

উত্তর:- আফ্রিকা মহাদেশের সর্ব্বেচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। এর দৈর্ঘ্য 5895 মিটার।

4. আফ্রিকা মহাদেশের গ্রস্ত উপত্যকা অঞ্চলে কোন্ কোন্ হ্রদ দেখা যায়?

উত্তর:- টাঙ্গানিকা, মালাউই, রুডলফ্, অ্যালবার্ট প্রভৃতি হ্রদ দেখা যায়।

5. সাভানা তৃণভূমি অঞ্চলে কী জাতীয় গাছ দেখা যায়?

উত্তর:- অ্যাকাসিয়া ও বাওয়াব জাতীয় গাছ দেখা যায়।

6. কতদিন পর্যন্ত আফ্রিকার বহু দেশ কাদের উপনিবেশ ছিল ?

উত্তর:- ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল।

7. প্রণালী কাকে বলে?

উত্তর:- দুটি বড়ো জলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত হয় তাকে প্রণালী বলা হয়।

8. ভেল্ড কী?   

উত্তর:- আফ্রিকা মহাদেশে উঁচু মালভূমিতে যে তৃণাঞ্চল দেখা যায় তাকে ভেল্ড বলা হয়।

9. নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি কী কী?

উত্তর:- খাটুম, আসোয়ান, লাস্কার ও কায়রো।

10. কঙ্গো নদীর তীরে গড়ে ওঠা বড়ো শহরগুলির নাম লেখো।

উত্তর:- কিসাঙ্গানি, বানডাকা, কিনশাসা ও ব্রাজাভিল।

11. পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম উৎসস্থল লেখো।

উত্তর:- পশ্চিম আফ্রিকার প্রধান নদী নাইজার। আটলান্টিক মহাসাগর থেকে 200 কিমি দূরে গিনি উচ্চভূমি এর উৎসস্থল।

12. অরো নদীতে কী উদ্দেশ্যে কটি জলাধার তৈরি করা হয়েছে?

উত্তর:- জলসেচের উদ্দেশ্যে অরেঞ্জ নদীতে প্রায় 29টি জলাধার তৈরি করা হয়েছে।

13. হোয়াইট নীল নদের উৎস কোনটি?

উত্তর:-  আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি হোয়াইট নীল নদের উৎস।

14. কঙ্গো নদীর উৎসস্থল কোনটি?

উত্তর:-  জাম্বিয়ার উত্তর প্রান্ত হল কঙ্গো নদীর উৎসস্থল।

15. দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দুটি মরুভূমির নাম লেখো।

উত্তর:- কালাহারি ও নামিব।

16. আফ্রিকার কোথায় গরমকালে বৃষ্টি হয়?

উত্তর:-  আফ্রিকার একেবারে পূর্বদিকে ও মাদাগাস্কার দ্বীপে গরমকালে বৃষ্টি হয়।

17. নীলনদের প্রধান উপনদীগুলির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- হোয়াইট নীল ও ব্লু নীল।

18. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল আফ্রিকার _________ মরুভূমি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সাহারা

19. আফ্রিকার কোন্ নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কঙ্গো নদী।

20. সাহারা মরুভূমির মাঝখানে আহায়ার _________মালভূমি রয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- টিবেস্টি

21. সাহারা শব্দের অর্থ _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মরুভূমি

22. সাহারায় দিনেরবেলায় সৃষ্ট বালির ঝড়কে কী বলা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সাইমুম।

23. মিশরের রাজধানীর নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কায়রো।

24. আফ্রিকা মহাদেশের অধিকাংশ _________ অঞ্চলের অন্তর্গত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মালভূমি।

25. সাহারা মরুভূমির দক্ষিণাংশে আটলাস পর্বতশ্রেণি অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা।

26. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল আফ্রিকার _________ মরুভূমি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সাহারা

27. আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম হ্রদটির নাম _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- টাঙানিকা

28. আফ্রিকা মহাদেশের দক্ষিণপূর্বপ্রান্তে _________ নামে পর্বতশ্রেণি আছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ড্রাকেন্সবার্গ

29. সাহারা মরুভূমি পৃথিবীর একটি অন্যতম জনবিরল এলাকা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

30. সাহারার প্রধান ফসল হল _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- খেজুর

31. আফ্রিকার বৃহত্তম দেশ হল আলজিরিয়া। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

32. মিশর সুদান নীলনদ অববাহিকার শতকরা প্রায় 75 ভাগ অংশ অধিকার করে রেখেছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

33. নদীতে _________ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বাঁধ

34. ইউরোপ আফ্রিকার মাঝে রয়েছে লোহিত সাগর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

35. আফ্রিকার নাইজার নদী বদ্বীপের জলাভূমিতে প্রতিবছর_________ পাখিরা উড়ে আসে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পরিযায়ী

36. আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম হ্রদটির নাম _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- টাঙানিকা

37. সাহারা মরুভূমির খনিজ তৈলখনি _________দেশে অবস্থিত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- লিবিয়া

38. সাহারার প্রধান ফসল হল _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- খেজুর

39. উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

40. আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমায় আছে ভূমধ্যসাগর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

41. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আফ্রিকা।

42. হোয়াইট নীল ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে _________ শহরের নিকট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- খার্তুম

43. ভেল্ড তৃণাঞ্চলের মধ্য দিয়ে কোন্ নদী প্রবাহিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অরেঞ্জ নদী।

44. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল থর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

45. নীলনদ অববাহিকার প্রধান বন্দরটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আলেকজান্দ্রিয়া।

46. হোয়াইট নীল ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে _________ শহরের নিকট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- খার্তুম

47. কোথায় পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল?

উত্তর:- পূর্ব আফ্রিকাতেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল।

48. মিশরের রাজধানী কী?

উঃ মিশরের রাজধানী কায়রো।

49. আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী? এর দৈর্ঘ্য কত ?

উত্তর:- আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট তৌবকল। এর দৈর্ঘ্য 4165 মিটার।

50. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?

উত্তর:- আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি অঞ্চল।

51. নীলনদের প্রধান দুটি ধারা কী ?

উত্তর:- নীলনদের প্রধান দুটি ধারা হল হোয়াইট নীল ও ব্লু নীল।

52.  টকজাতীয় ফলের গাছ দেখা যায় কোন্ জলবায়ুতে?

উত্তর:- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে টকজাতীয় ফলের গাছ দেখা যায়।

53. আফ্রিকা ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন্ প্রণালী?

উত্তর:- আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী।

54. আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা কোথায় সৃষ্টি হয়েছে?

উত্তর:- আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা সৃষ্টি হয়েছে কঙ্গো অববাহিকায়।

55. সাহারা মরুভূমির মধ্যভাগে কোন্ কোন্ মালভূমি অবস্থিত?

উত্তর:- সাহারা মরুভূমির মধ্যভাগে আহান্নার ও টিরেস্টি মালভূমি অবস্থিত।

56. ভূমধ্যসাগর আফ্রিকার কোন্ দিকে অবস্থিত?

উত্তর:- ভূমধ্যসাগর আফ্রিকার উত্তর দিকে অবস্থিত।

আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন / সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 7 Geography Suggestion / Class 7 Geography  Question and Answer / Class 7 Geography Suggestion / Class 7 Pariksha Geography Suggestion / Geography Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Geography Suggestion FREE PDF Download)

আফ্রিকা মহাদেশ  প্রশ্ন উত্তর

(Class 7 Geography Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Geography Suggestion / Class 7 Geography  Question and Answer / Class 7 Geography  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Geography  Exam Guide / Class 7 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

আফ্রিকা মহাদেশ  প্রশ্ন উত্তর

আফ্রিকা মহাদেশ  প্রশ্ন ও উত্তর | Class 7 Geography  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ  প্রশ্ন ও উত্তর। আফ্রিকা মহাদেশ  MCQ  প্রশ্ন ও উত্তর | আফ্রিকা মহাদেশ  MCQ প্রশ্ন ও উত্তর | আফ্রিকা মহাদেশ  Class 7 Geography  Question and Answer Suggestion

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর আফ্রিকা মহাদেশ

আফ্রিকা মহাদেশ  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল আফ্রিকা মহাদেশ  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আফ্রিকা মহাদেশ  Class 7 Geography  Question and Answer Suggestion । আফ্রিকা মহাদেশ  MCQ প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি ভূগোল | Class 7 Geography 

সপ্তম শ্রেণি ভূগোল (Class 7 Geography ) – আফ্রিকা মহাদেশ  প্রশ্ন উত্তর | Class 7 Geography  Suggestion সপ্তম শ্রেণি ভূগোল আফ্রিকা মহাদেশ  প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল আফ্রিকা মহাদেশ  প্রশ্ন উত্তর | Class 7 Geography  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  আফ্রিকা মহাদেশ  |  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  আফ্রিকা মহাদেশ  | সপ্তম শ্রেণীর ভূগোল সহায়ক আফ্রিকা মহাদেশ  প্রশ্ন ও উত্তর । Class 7 Geography  Question and Answer, Suggestion | Class 7 Geography  Question and Answer Suggestion | Class 7 Geography  Question and Answer Notes | West Bengal Class 7th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 7th Geography  Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর আফ্রিকা মহাদেশ

সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Geography Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ  প্রশ্ন উত্তর | Class 7 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Geography  Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ  প্রশ্ন ও উত্তর । Class 7 Geography  Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Geography  Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ  MCQ প্রশ্ন উত্তর

Class 7 Geography  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ  | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography  Question and Answer সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography  Question and Answer সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Geography  Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ  MCQ প্রশ্ন উত্তর

Class 7 Geography  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর আফ্রিকা মহাদেশ  MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Geography  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Geography Suggestion Download WBBSE Class 7th Geography short question suggestion . Class 7 Geography  Suggestion download Class 7th Question Paper Geography. WB Class 7 Geography suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

আফ্রিকা মহাদেশ সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

Class 7 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Geography Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Geography Suggestion is provided here. Class 7 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 7 Geography  Question and Answer with FREE PDF Download Link

আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography  Question and Answer আফ্রিকা মহাদেশ  সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 7 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad