অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [পঞ্চম অধ্যায়] | WBBSE Class 8th History

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রিয় ছাত্রছাত্রীরা,

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [পঞ্চম অধ্যায়] গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরসহ আলোচনা নিয়ে এসেছি। আমরা এই অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরনিয়ে এসেছি। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [পঞ্চম অধ্যায়] গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর এর লিঙ্ক তোমরা এই আর্টিকেলের শেষে পেয়ে যাবে। আসুন তাহলে শুরু করা যাক!

অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [পঞ্চম অধ্যায়] | WBBSE Class 8th History

1. ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়—

[A] মিশরে

[B] আরবে

[C] ইজরায়েলে

[D] অযোধ্যায়

উত্তর:- [B] আরবে

2. তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন—

[A] দিনাজপুরে

[B] বারাসাতে

[C] ব্যারাকপুরে

[D] রংপুরে

উত্তর:- [B] বারাসাতে

3. নীলদর্পণ নাটকটি লিখেছিলেন—

[A] জেমস লং

[B] দীনবন্ধু মিত্র

[C] ফিলিপ ফ্রান্সিস

[D] মধুসূদন দত্ত

উত্তর:- [B] দীনবন্ধু মিত্র

4. সিপাহি বিদ্ৰোহ শুরু হয়েছিল —–

[A] ১৬৫৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৭ খ্রিস্টাব্দে

 [C] ১৭৫৭ খ্রিস্টাব্দে

[D] ১৯৫৭ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৮৫৭ খ্রিস্টাব্দে

5. সিপাহি বিদ্রোহের সূচনা হয়—

[A] অযোধ্যায়

[B] ব্যারাকপুরে

[C] রেঙ্গুনে

 [D] পাঞ্জাবে

উত্তর:- [B] ব্যারাকপুরে

6. যে বন্দুকের জন্য সিপাহি বিদ্রোহ হয়েছিল বলা হয়, তাহল–

[A] মাউজার পিস্তল

[B] রাইফেল

[C] এনফিল্ড রাইফেল

[D]হিপার রাইফেল

উত্তর:-[C] এনফিল্ড রাইফেল

7. সিপাহি বিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন—

[A] বাহাদুর শাহ জাফর

[B] ঔরাজের

[C] আকবর

[D] বাবর

উত্তর:- [A] বাহাদুর শাহ জাফর

8. বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়—

[A] আফগানিস্তানে

[B] সেলুলার জেলে

[C] বাংলাদেশে

[D] রেঙ্গুনে

উত্তর:- [D] রেঙ্গুনে

9. ভারতে শাসন সংক্রান্ত আইন বলবৎ হয়—

[A] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৮ খ্রিস্টাব্দে

[C] ১৮৫১ খ্রিস্টাব্দে

[D] ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তর:-[B] ১৮৫৮ খ্রিস্টাব্দে

10. সিপাহি বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন—

[A] লর্ড ক্যানিং

 [B] লর্ড ক্লাইভ

 [C] ওয়ারেন হেস্টিংস

 [D] হেনরি ভ্যাম্পিটার্ট

উত্তর:- [A] লর্ড ক্যানিং

11. কন্যাশিশু গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন—

[A] লর্ড কর্নওয়ালিস

[B]লর্ড ওয়েলেসলি

[C] লর্ড বেন্টিঙ্ক

[D] লর্ড ডালহৌসি

উত্তর:- [B]লর্ড ওয়েলেসলি

12. গঙ্গাসাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন চালু হয়—–

[A] ১৮০৩ খ্রিস্টাব্দে

[B] ১৮০২ খ্রিস্টাব্দে

[C] ১৮০৪ খ্রিস্টাব্দে

[D] ১৮০৫ খ্রিস্টাব্দে

উত্তর:- [A] ১৮০৩ খ্রিস্টাব্দে

13. আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন—

[A] রাজা রামমোহন রায়

[B] লর্ড ডালহৌসি

[C]ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[D] লর্ড বেন্টিঙ্ক

উত্তর:- [D] লর্ড বেন্টিঙ্ক

14. সতীদাহপ্রথা রদ করার পক্ষে জোরালো সওয়াল করেন—

[A] রাজা রামমোহন রায়

[B] ডিরোজিয়ো

[C] স্বামী বিবেকানন্দ

[D] বিদ্যাসাগর

উত্তর:- [A] রাজা রামমোহন রায়

15. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়—

[A] ১৮৫৫ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৬ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১৮৫৬ খ্রিস্টাব্দে

16. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন—

[A] হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো

[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[C] রাজা রামমোহন রায়

[D] বিবেকানন্দ

উত্তর:- [A] হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো

17. পশ্চিম ভারতে নারীশিক্ষা আন্দোলনের নেত্রী ছিলেন—

[A] ভগিনী শুভলক্ষ্মী

[B] বেগম রোকেয়া

[C] সরলা দেবী

[D] পণ্ডিতা রমাবাই

উত্তর:- [D] পণ্ডিতা রমাবাই

18. মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবাবিবাহ আন্দোলন শুরু হয় যার নেতৃত্বে তিনি হলেন—

 [A] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 [B] মহাদেব গোবিন্দ রানাডে

[C] বীরসালিঙ্গম পান্তুলু

[D] ডেভিড হেয়ার

উত্তর:- [C] বীরসালিঙ্গম পান্তুলু

19. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন

[A]  বীরসালিঙ্গম পান্তুলু

[B] জ্যোতিবা ফুলে

[C] জন শোর

[D] দয়ানন্দ সরস্বতী

উত্তর:- [B] জ্যোতিবা ফুলে

20. 10.আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন——

[A] ভগিনী শুভলক্ষ্মী

[B] জ্যোতিবা ফুলে

[C] স্বামী দয়ানন্দ সরস্বতী

[D] থমাস মুনরো

উত্তর:- [C] স্বামী দয়ানন্দ সরস্বতী

21. জাতীয় মেলা চালু করেন—-

[A] কেশবচন্দ্র সেন

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর

[C] নবগোপাল মিত্র

[D] দীনবন্ধু মিত্র

উত্তর:- [C] নবগোপাল মিত্র

22. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন—

[A] ১৭৯৩ খ্রিস্টাব্দে

[B] ১৮৯৩ খ্রিস্টাব্দে

[C] ১৭৮৩ খ্রিস্টাব্দে

[D] ১৮৮৩ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৮৯৩ খ্রিস্টাব্দে

23. আলিগড় আন্দোলনের নেতা ছিলেন—

[A] স্যার সৈয়দ আহমদ খান

[B] বদরুদ্দিন তৈয়াবজি

[C] আবু কাসেম ফজলুল হক

[D] হাজি শরিয়তউল্লাহ

উত্তর:- [A] স্যার সৈয়দ আহমদ খান

24. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল—

[A] ১৮০০ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৭৫ খ্রিস্টাব্দে

[D]১৯০০ খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১৮৭৫ খ্রিস্টাব্দে

25. সাঁওতাল বিদ্রোহের একজন নায়ক হলেন

[A] বিরসা মুন্ডা

[B] সিধু

[C] সুই মুভা

[D] তিতুমির

উত্তর:- [B] সিধু

26. ব্রিটিশ প্রশাসন যে উপজাতিদের স্বার্থে পরগণা গঠন করে—

[A] কোল

[B] মুন্ডা

[C] ভিল

[D] সাঁওতাল

উত্তর:- [D] সাঁওতাল

27. হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন—

[A] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

[B] হেমেন্দ্রপ্রসাদ ঘোষ

[C] কেশবচন্দ্র সেন

[D] হরিশ চন্দ্র মুখোপাধ্যায়

উত্তর:- [D] হরিশ চন্দ্র মুখোপাধ্যায়

28. মোপালা বিদ্রোহ হয়েছিল—-

[A] মালাবার অঞ্চলে

[B] মুম্বাইতে

[C] পাঞ্জাবে

[D] বাংলাদেশে

উত্তর:- [A] মালাবার অঞ্চলে

29. ফরাজি আন্দোলনের নেতা ছিলেন—

[A] স্যার সৈয়দ আহমদ খান

[B] হাজি শরিয়তউল্লাহ

[C] বদরুদ্দিন তৈয়াবজি

[D] সিধু

উত্তর:- [B] হাজি শরিয়তউল্লাহ

30. মুণ্ডা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন—

 [A] চাঁদ

 [B] বিরসা মুন্ডা

[C] ভৈরব

[D] সিধু

উত্তর:- [B] বিরসা মুন্ডা

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নের মান:-১

এককথায় উত্তর :

1. ইলবার্ট বিল প্রবর্তন করেন _______ । [শূন্যস্থান পূরন করো]              

উত্তর:- সি পি ইলবার্ট।

2. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেও বলবন্ত ফাদকে-কে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

3. লর্ড লিটন প্রণীত একটি দমনমূলক আইনের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- লর্ড লিটন প্রণীত একটি দমনমূলক আইনের নাম দেশীয় মুদ্রণ আইন।

4. কার উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়? [এক কথায় উত্তর দাও]        

উত্তর:- রবীন্দ্রনাথের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়।

5. রিজলি কমিশনের সুপারিশ মেনে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

6. বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

7. গদর পার্টির প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

8. ইলবার্ট কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]                                

উত্তর:- ইলবার্ট ছিলেন গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য, যার নাম সি পি ইলবার্ট।

9. বিপিনচন্দ্র পাল ––––––– পত্রিকার সম্পাদক ছিলেন। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বন্দেমাতরম ।

10. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেও বলবন্ত ফাদকে-কে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

11. স্বদেশি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল _______ [জাতীয় কার্যকলাপের দ্বারা স্বনির্ভরতা অর্জন করা/১৯০৫ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের প্রতিরোধ করা/হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করা]। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিরোধ করা।

12. কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

13. কার উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়? [এক কথায় উত্তর দাও]       

উত্তর:- রবীন্দ্রনাথের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়।

14. জাতীয় কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা কে? [এক কথায় উত্তর দাও]               

উত্তর:- অনেকের মতে জাতীয় কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম।

15. সুরাট অধিবেশন হয় _______ খ্রিস্টাব্দে। [শূন্যস্থান পূরন করো]           

উত্তর:- 1907

16. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন _______ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

17. অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

18. বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন _______ [ডাফরিন/কার্জন/মিন্টো]। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- কার্জন।

19. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী হয় ১৬ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

20. থিয়োসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- থিয়োসফিক্যাল সোসাইটির দুই প্রতিষ্ঠাতা হলেন কর্নেল অলকট এবং মাদাম ব্লাভাটস্কি।

21. ‘A Nation in Making’ গ্রন্থটি কার আত্মজীবনী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ‘A Nation in Making’ গ্রন্থটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।

22. গদর পার্টির প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

23. রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন _______ নেতা। । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- নরমপন্থী।

24. থিয়োসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- থিয়োসফিক্যাল সোসাইটির দুই প্রতিষ্ঠাতা হলেন কর্নেল অলকট এবং মাদাম ব্লাভাটস্কি।

25. অস্ত্র আইন জারির উদ্দেশ্য কী ছিল? [এক কথায় উত্তর দাও]              

উত্তর:- লর্ড লিটন ভারতীয় জাতীয়তাবাদীদের ব্রিটিশবিরোধী কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে অস্ত্র আইন জারি করেন।

26. নরমপন্থীদেররাজনৈতিক ভিক্ষাবৃত্তি’ বলতে কী বোঝ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্রিটিশ শাসকদের কাছে নরমপন্থীদের আবেদন-নিবেদন নীতি ‘রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’ নামে পরিচিত ছিল।

27. অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

28. হিউমের জীবনী রচনা করেন _______ [ডাফরিন/ওয়ের বার্ন/রিপন]। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ওয়েডারবার্ন।

29. কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

30. স্বদেশি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল _______ [জাতীয় কার্যকলাপের দ্বারা স্বনির্ভরতা অর্জন করা/১৯০৫ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের প্রতিরোধ করা/হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করা]। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিরোধ করা

31. কবে ভারতে গঙ্গাসাগরে শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় ?

উত্তর:- ১৮০৩ খ্রিস্টাব্দে ভারতে গঙ্গাসাগরে শিশুকন্য ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয়।

32. কোন্ আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে ?                          

উত্তর:- সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে

33. কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা বিরোধী আইন ঘোষিত হয় ?                  

উত্তর:- ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা বিরোধী আইন ঘোষিত হয়।

34. কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?                             

উত্তর:- ভারতের বড়োলাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহপ্রথা নিষিদ্ধ করেন।

35. কোন্ আইন দ্বারা বিধবাবিবাহ আইন বলবৎ হয় ?                          

উত্তর:- পঞ্চদশ বিধি আইন দ্বারা বিধবাবিবাহ আইন বলবৎ হয়

36. কত খ্রিস্টাব্দে বিধবাবিবাহ আইন বলবৎ হয় ?                             

উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবাবিবাহ আইন বলবৎ হয়।

37. ভারতের প্রথম কোন্ বিধবা নারী পুনরায় বিবাহ করেন ?                   

উত্তর :- ভারতের প্রথম বিধবা নারী কালীমতি দেবী পুনরায় বিবাহ করেন।         

38. কার অনুগামীরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত ?                       

উত্তর:- ডিরোজিয়োর অনুগামীরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত।

39. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?                                   

উত্তর:- আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

40. বীরসালিঙ্গম পান্তুলু কোন আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ?       

উত্তর:- বীরসালিঙ্গম পান্তুলু ব্রাত্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

41. মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ কবে গড়ে ওঠ ?                                  

উত্তর:- মহারাষ্ট্রে ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ গড়ে ওঠে।

42. মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে ছিলেন ?

উত্তর:- জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।

43. গুলামগিরি গ্রন্থের লেখক কে ?                                            

উত্তর:- জ্যোতিবা ফুলে হলেন গুলামগিরি গ্রন্থের লেখক।

44. সত্যশোধক সমাজ কে গড়ে তোলেন ?                                    

উত্তর:- জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গড়ে তোলেন।

45. কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ?                                         

উত্তর:- রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন।

46. ব্রাক্ষ্মসভার প্রতিষ্ঠাতা কে ?                                               

উত্তর:- ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়।

47. ব্রাহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয় ?                                             

উত্তর:- ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়।

48. নববিধান ব্রাত্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?                                   

উত্তর:- কেশবচন্দ্র সেন হলেন নববিধান ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা।

49. কোন্ ব্রাত্ম নেতাকে মহর্ষি বলা হয় ?                                      

উত্তর:- ব্রাত্ম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি বলা হয়।

50. ব্রহ্মানন্দ উপাধিতে কে ভূষিত হন ?                                       

 উত্তর6:-  কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন।                               

51. ‘তিন আইনকবে পাস হয় ?                                              

উত্তর:- ১৮৭২ খ্রিস্টাব্দে ‘তিন আইন’ পাস হয়।

52. বিজয়কৃষ্ণ গোস্বামী কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?               

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাত্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

53. কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়?                                 

উত্তর:-১৮১৫ খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়                                         

54. আর্য সমাজ কে প্রাতষ্ঠা করেন ?                                          

উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন।

55. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত  হয় ?                                          

উত্তর:- ১৮৭৫ খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

56. ভারতে শুদ্ধি আন্দোলনের জনক কে ?                                   

উত্তর:- দয়ানন্দ সরস্বতী হলেন ভারতে শুদ্ধি আন্দোলনের জনক।

57. Go back to the Vedas’ কথাটি কে বলেছিলেন ?                       

উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন।

58. সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন ?                                   

উত্তর:- সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী।

59. ভারতে থিয়োসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?                      

উত্তর:- ব্লাভাটস্কি/কর্নেল ওলকট ভারতে থিয়োসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা।

60. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ?                        

উত্তর:- রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন।

61. জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন ?                                         

উত্তর:- নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন

62. রামকৃষ্ণের শিষ্য কে ছিলেন ?                                             

উত্তর:- স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের শিষ্য ।

63. স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসম্মেলনে যোগদান করেন ?

উত্তর:- ১৮৯৩ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসম্মেলনে যোগদান করেন।

64. আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন ?               

উত্তর:- স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন।

65. মহামেডান লিটেরারি সোসাইটি কবে প্রতিষ্ঠি তহয় ?                      

উত্তর:- ১৮৬৩ খ্রিস্টাব্দে মহামেডান লিটেরারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

66. আলিগড় আন্দোলনের জনক কে ?                                        

উত্তর:- আলিগড় আন্দোলনের জনক স্যার সৈয়দ আহমদ খান।।

67. কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়?          

উত্তর:- ১৮৭৫ খ্রিস্টাব্দেআলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়।

68. থিয়োডোর বেক কে ছিলেন ?                                             

উত্তর:- থিয়োডোর বেক ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ।

69. The Indian Musalmans গ্রন্থের লেখক কে ?                           

উত্তর:- উইলিয়াম হান্টার।

70. ‘দিকুকাদের বলা হত ?                                                  

উত্তর:- সাঁওতাল এলাকায় বহিরাগতদের ‘দিকু’ বলা হত ।

71. সাঁওতাল বিদ্রোহের অন্য নাম কী ?                                        

উত্তর:- সাঁওতাল বিদ্রোহের অন্য নাম হুল বিদ্রোহ।

72. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কবে ?                                      

উত্তর:- ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়।

73. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?                            

উত্তর:- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি।

74. মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল ?                                      

উত্তর:- দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মোপালা বিদ্রোহ হয়েছিল।

75. ‘ফরাজিকথার অর্থ কী ?                                                 

উত্তর:- ‘ফরাজি’ কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

76. দুদু মিয়া কে ছিলেন ?                                                    

উত্তর:- দুদু মিয়া ছিলেন বাংলায় ফরাজি আন্দোলনের নেতা।

77. বাংলায় ফরাজি আন্দোলন কে গড়ে তোলেন ?                           

উত্তর:- হাজি শরিয়তউল্লাহ বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন।

78. জমির মালিক ঈশ্বর শ্লোগানটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত।              

উত্তর:- জমির মালিক ঈশ্বর শ্লোগানটি ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত।

79. মুন্ডা কথার অর্থ কী ?                                                     

উত্তর:- মুণ্ডা কথার অর্থ নবজাগরণ।

80. মুণ্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন ?                                        

উত্তর:- বিরসা মুণ্ডা ছিলেন মুণ্ডা বিদ্রোহের নেতা।

81. মুণ্ডা বিদ্রোহ কখন হয় ?                                                  

উত্তর:- ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুণ্ডা বিদ্রোহ হয়।

82. উলগুলান কথার অর্থ কী ?                                                

উত্তর:- উলগুলান কথার অর্থ ভয়ংকর বিশৃঙ্খলা।

83. ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয় ?                               

উত্তর:- আরবে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ।

84. বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন ?                        

উত্তর:- বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির।

85. বাঁশের কেল্লা কে নির্মাণ করেন ?                                          

উত্তর:- তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন।

86. তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ?                       

উত্তর:- উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসাতে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।

87. ‘বাংলার ওয়াট টাইলারবলা হত কাদের ?                                

উত্তর:- বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে ‘বাংলার ওয়াট টাইলার’ বলা হত ।

88. The Blue Mutiny গ্রন্থের লেখক কে ?                                   

উত্তর:- The Blue Mutiny গ্রন্থের লেখক ব্লেয়ার ক্লিং।

89. সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?                                  

উত্তর:- সিপাহি বিদ্রোহ প্রথম শুরু হয় ব্যারাকপুরে।

90. সিপাহি বিদ্রোহের সূচনা হয় কবে?                                        

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ সিপাহি বিদ্রোহের সূচনা হ

91. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে হন?                                    

উত্তর:- সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ হন মঙ্গল পাণ্ডে।

92. ‘ভারতের স্বাধীনতা যুদ্ধকোন্ বিদ্রোহকে বলা হয়।                        

উত্তর:- সিপাহি বিদ্রোহকে ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ” বলা হয়।

93. সিপাহি বিদ্রোহকে কে ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছেন ?                

উত্তর:- বিনায়ক দামোদর সাভারকর সিপাহি বিদ্রোহকে ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।

94. সিপাহি বিদ্রোহের সময় ও পরে ভারতের বড়োলাট কে ছিলেন ?          

উত্তর:- লর্ড ক্যানিং সিপাহি বিদ্রোহের সময় ও পরে ভারতের বড়োলাট ছিলেন। সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ প্রশ্ন উত্তর, অষ্টম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর, Class 8 history chapter 5 questions and answers in bengali, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র,

95. শেষ মোগল সম্রাট কে ছিলেন ?                                          

উত্তর:- শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

96. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?                                     

উত্তর:- লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন।

সত্য মিথ্যা নির্ণয় প্রশ্নের মান -১                                                                   

97. কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

98. অরবিন্দ ঘোষ ছিলেন _______ [যুগান্তর/বন্দে মাতরম/হিন্দু পেট্রিয়ট] পত্রিকার সম্পাদক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বন্দে মাতরম।

99. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী হয় ১৬ অক্টোবর, ১৯০৫ খ্রিস্টাব্দে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

100. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিলেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

101. লর্ড কার্জনের বাংলা বিভাজনের প্রধান কারণ কী ছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলা ও বাঙালিদের রাজনৈতিক বিরোধিতার সম্ভাবনা দুর্বল করে দেওয়াই ছিল লর্ড কার্জনের বাংলা বিভাজনের প্রধান উদ্দেশ্য।

102. লালা লাজপত রায় ছিলেন একজন _______ [প্রার্থনাসমাজি/আর্যসমাজি/আর্য বান্ধবসমাজি]। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আর্যসমাজি।

103. মর্লে-মিন্টো সংস্কার প্রস্তাবকে বৈপ্লবিক কাজকর্মের ফলাফল হিসেবে ভাবা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

104. ভারতসভার প্রথম সর্বভারতীয় কলকাতা সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় _______ [১৮৮২/১৮৮৩/১৮৮৫] খ্রিস্টাব্দে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ১৮৮৫ ।

105. লাল-বাল-পাল কাদের বলা হত? [এক কথায় উত্তর দাও]                

উত্তর:- চরমপন্থী নেতা লালা লাজপত রাই, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পালকে একসঙ্গে লাল-বাল-পাল বলা হত। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া প্রশ্ন উত্তর, অষ্টম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর, ক্লাস 8 ইতিহাস পঞ্চম অধ্যায় অনুশীলনী,

অষ্টম শ্রেণি ইতিহাস (Class 8 History ) – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [পঞ্চম অধ্যায়]

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

অষ্টম শ্রেণীর ইতিহাসঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [পঞ্চম অধ্যায়]


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad