প্রিয় ছাত্রছাত্রীরা,
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস : আঞ্চলিক শক্তির উত্থান [দ্বিতীয় অধ্যায়] গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরসহ আলোচনা নিয়ে এসেছি। আমরা এই অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরনিয়ে এসেছি। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর ইতিহাস : আঞ্চলিক শক্তির উত্থান [দ্বিতীয় অধ্যায়] গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর এর লিঙ্ক তোমরা এই আর্টিকেলের শেষে পেয়ে যাবে। আসুন তাহলে শুরু করা যাক! অষ্টম শ্রেণির ইতিহাস আঞ্চলিক শক্তির উত্থান প্রশ্ন উত্তর
অষ্টম শ্রেণীর ইতিহাস : আঞ্চলিক শক্তির উত্থান [দ্বিতীয় অধ্যায়] | WBBSE Class 8th History
1. সুবা বাংলায় অষ্টাদশ শতকে সেনাপতিকে আর কী নামে জানা যেত?
[A] ফরসি
[B] শুল্ক
[C] বক্সি
[D] ফরমান
উত্তর:- [C] বক্সি
2. হায়দ্রাবাদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন?
[A] মহম্মদ শাহ
[B] ফাররুখশিয়র
[C] মির কামার উদ-দিন খান সিদ্দিকি
[D] মুবারিজ খান
উত্তর:- হায়দ্রাবাদ রাজ্য [C] মির কামার উদ-দিন খান সিদ্দিকি প্রতিষ্ঠা করেন।
3. দ্বৈত শাসনব্যবস্থায় বাংলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল –
[A] নায়েব নাজিমের উপর
[B] নবাব নজম উদ- দৌলার উপর
[C] ইস্ট ইণ্ডিয়া কোম্পানির উপর
[D] রানি ভিক্টোরিয়ার উপর।
উত্তর:- দ্বৈত শাসনব্যবস্থায় বাংলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল [B] নবাব নজম উদ- দৌলার উপর।
4. ৭৬-এর মন্বন্তর হয়েছিল –
[A] 1176 বঙ্গাব্দে
[B] 1276 বঙ্গাব্দে
[C] 1376 বঙ্গাব্দে
[D] 1476 বঙ্গাব্দে
উত্তর:- ৭৬-এর মন্বন্তর হয়েছিল – [A] 1176 বঙ্গাব্দে ।
5. সিরাজ 1756 খ্রিঃ কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায়?
[A] পলতায়
[B] ফলতায়
[C] বজবজে
[D] কোনটিই নয়
উত্তর:- সিরাজ 1756 খ্রিঃ কলকাতা আক্রমণ করলে ইংরেজরা [B] ফলতায় পালিয়ে যায়।
6. বাংলার প্রথম গভর্নর ছিলেন –
[A] ভেরেলেস্ট
[B] রবার্ট ক্লাইভ
[C] লর্ড ক্যানিং
[D] লর্ড ডালহৌসি
উত্তর:- বাংলার প্রথম গভর্নর ছিলেন [B] রবার্ট ক্লাইভ।
7. পলাশির যুদ্ধ হয়েছিল –
[A] 1757 খ্রিস্টাব্দের 20 জুন
[B] 1757 খ্রিস্টাব্দের 21 জুন
[C] 1757 খ্রিস্টাব্দের 22 জুন
[D] 1757 খ্রিস্টাব্দের 23 জুন
উত্তর:- পলাশির যুদ্ধ হয়েছিল [D] 1757 খ্রিস্টাব্দের 23 জুন। ( আঞ্চলিক শক্তির উত্থান অনুশীলনী )
8. 1765 খ্রিঃ দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?
[A] মিরজাফর
[B] মিরকাশিম
[C] নজম -উদ-দৌলা
[D] মির-উদ্দিন
উত্তর:- 1765 খ্রিঃ দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন [C] নজম -উদ-দৌলা।
9. মোগল শাসনকে কারা বিপর্যস্ত করেছিল?
[A] অভিজাতদের দলাদলি
[B] বহিরাক্রমন
[C] জায়গিরদার ও মনসবদারি সংকট
[D] কোনটিই নয়
উত্তর:- মোগল শাসনকে বিপর্যস্ত করেছিল [C] জায়গিরদার ও মনসবদারি সংকট ।
10. অন্ধকূপ হত্যা প্রচারক ছিলেন –
[A] রজার ড্রেক
[B] অক্ষয়কুমার মৈত্রেয়
[C] হলওয়েল
[D] রবার্ট ক্লাইভ
উত্তর:- অন্ধকূপ হত্যা প্রচারক ছিলেন [C] হলওয়েল।
11. অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন-
[A] ওয়েলেসলি
[B] কর্নওয়ালিস
[C] ডালহৌসি
[D] রিপন
উত্তর:- অধীনতামূলক মিত্রতা নীতি [A] ওয়েলেসলি প্রবর্তন করেন।
12. অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন-
[A] রজার ড্রেক
[B] অক্ষয়কুমার মৈত্রেয়
[C] হলওয়েল
[D] রবার্ট ক্লাইভ
উত্তর:- [C] হলওয়েল
13. আসফ ঝা উপাধি পেয়েছিলেন-
[A] আদিলবর্দি খান
[B] সাদাৎ খান
[C] নিজাম-উল-মুলক
[D] মিরজাফর
উত্তর:- [C] নিজাম-উল-মুলক
14. মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান –
[A] ১৭৭০ খ্রিস্টাব্দে
[B] ১৭০৭ খ্রিস্টাব্দে
[C] ১০৭৭ খ্রিস্টাব্দে
[D] ১৮০৭ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭০৭ খ্রিস্টাব্দে
15. নিজাম-উল-মুলক হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন-
[A] ১৭১৭ খ্রিস্টাব্দে
[B] ১৭২৪ খ্রিস্টাব্দে
[C] ১৭২৮ খ্রিস্টাব্দে
[D] ১৭৮২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭২৪ খ্রিস্টাব্দে
16. ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভ করে –
[A] দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে
[B] দ্বিতীয় বাহাদুর শাহর নিকট থেকে
[C] ফারুকশিয়রের নিকট থেকে
[D] ঔরঙ্গজেবের নিকট থেকে
উত্তর:- [A] দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে
17. লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হওয়ার সময় বাংলার নবাব ছিলেন-
[A] নজম-উদদৌলা
[B] মিরজাফর
[C] মিরকাশিম
[D] সইফ-উদদৌলা
উত্তর:- [A] নজম-উদদৌলা
18. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর ছিলেন-
[A] রবার্ট ক্লাইভ
[B] ওয়ারেন হেস্টিংস
[C] কার্টিয়ার
[D] ভেরেলেস্ট
উত্তর:- [B] ওয়ারেন হেস্টিংস
19. আঞ্চলিক শক্তির মধ্যে তিনটি প্রধান শক্তি ছিল-বাংলা, হায়দরাবাদ এবং –
[A] অযোধ্যা
[B] লখনউ
[C] মহীশুর
[D] দিল্লি
উত্তর:- [A] অযোধ্যা
20. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর ছিলেন-
[A] রবার্ট ক্লাইভ
[B] ওয়ারেন হেস্টিংস
[C] কার্টিয়ার
[D] ভেরেলেস্ট
উত্তর:- [B] ওয়ারেন হেস্টিংস ( আঞ্চলিক শক্তির উত্থান বড় প্রশ্ন উত্তর )
21. অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন
[A] রজার ড্রেক
[B] অক্ষয়কুমার মৈত্রেয়
[C] হলওয়েল
[D] রবার্ট ক্লাইভ
উত্তর:- [C] হলওয়েল
22. মুরশিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন-
[A] ওয়াজেদ আলি
[B] সিরাজ-উদদৌলা
[C] আলিবর্দি খান
[D] মুরশিদকুলি খান
উত্তর:- [D] মুরশিদকুলি খান
23. আসফ ঝা উপাধি পেয়েছিলেন-
[A] আদিলবর্দি খান
[B] সাদাৎ খান
[C] নিজাম-উল-মুলক
[D] মিরজাফর
উত্তর:- [C] নিজাম-উল-মুলক
24. _______ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান-
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
উত্তর:- [D] চতুর্থ
25. পেশোয়া পদ বিলুপ্ত করা হয় _______ ইঙ্গ মারাঠা যুদ্ধের পর-
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
উত্তর:- [C] তৃতীয়
26. কোন চুক্তির ফলে সুজা-উদদৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান?
[A] এলাহাবাদ
[B] ফারুকশিয়র
[C] সেরিঙ্গপটনম
[D] লখনউ
উত্তর:- [A] এলাহাবাদ
27. কত সালে নাদির শাহের নেতৃত্বে পারসিকরা দিল্লি শহর আক্রমণ করে?
[A] ১৭০৭-০৮ খ্রিস্টাব্দে
[B] ১৭৬৫-৬৬ খ্রিস্টাব্দে
[C] ১৭৩৮-৩৯ খ্রিস্টাব্দে
[D] ১৭৫৭-৫৮ খ্রিস্টাব্দে
উত্তর:- [C] ১৭৩৮-৩৯ খ্রিস্টাব্দে
28. অধীনতামূলক মিত্ৰতা নীতি প্রবর্তন করেন-
[A] লর্ড ক্লাইভ
[B] লর্ড আমহার্স্ট
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড ওয়েলেসলি
উত্তর:- [D] লর্ড ওয়েলেসলি (অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর)
29. _______ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান-
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
উত্তর:- [D] চতুর্থ
30. আলিবর্দি খানের সেনাপতি ছিলেন-
[A] মিরকাশিম
[B] মিরজাফর
[C] সফদর জং
[D] সিরাজ-উদদৌলা
উত্তর:- [B] মিরজাফর
31. ১৭৫৭ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আবার কলকাতা দখল করে নেয়?
[A] লর্ড ওয়েলেসলির
[B] লর্ড কর্নওয়ালিশের
[C] লর্ড ক্লাইভের
[D] লর্ড ডালহৌসির
উত্তর:- [C] লর্ড ক্লাইভের
32. অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন
[A] রজার ড্রেক
[B] অক্ষয়কুমার মৈত্রেয়
[C] হলওয়েল
[D] রবার্ট ক্লাইভ
উত্তর:- [C] হলওয়েল
33. আসফ ঝা উপাধি পেয়েছিলেন-
[A] আদিলবর্দি খান
[B] সাদাৎ খান
[C] নিজাম-উল-মুলক
[D] মিরজাফর
উত্তর:- [C] নিজাম-উল-মুলক
34. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক ছিলেন –
[A] রবার্ট ক্লাইভ
[B] হেস্টিংস
[C] বেন্টিঙ্ক
[D] ডালহৌসি
উত্তর:- [C] বেন্টিঙ্ক
35. লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হওয়ার সময় বাংলার নবাব ছিলেন-
[A] নজম-উদদৌলা
[B] মিরজাফর
[C] মিরকাশিম
[D] সইফ-উদদৌলা
উত্তর:- [A] নজম-উদদৌলা
36. পেশোয়া পদ বিলুপ্ত করা হয় _______ ইঙ্গ মারাঠা যুদ্ধের পর-
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
উত্তর:- [C] তৃতীয়
37. অধীনতামূলক মিত্ৰতা নীতি প্রবর্তন করেন-
[A] লর্ড ক্লাইভ
[B] লর্ড আমহার্স্ট
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড ওয়েলেসলি
উত্তর:- [D] লর্ড ওয়েলেসলি
38. লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হওয়ার সময় বাংলার নবাব ছিলেন-
[A] নজম-উদদৌলা
[B] মিরজাফর
[C] মিরকাশিম
[D] সইফ-উদদৌলা
উত্তর:- [A] নজম-উদদৌলা
39. মুরশিদাবাদের কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন-
[A] ওয়াজেদ আলি
[B] সিরাজ-উদদৌলা
[C] আলিবর্দি খান
[D] মুরশিদকুলি খান
উত্তর:- [D] মুরশিদকুলি খান
40. সফদর জং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন-
[A] সাদাত খান
[B] সুজা-উদদৌলা
[C] ওয়াজিদ আলি শাহ
[D] বুরহান- উল-মুলক
উত্তর:- [B] সুজা-উদদৌলা
41. নিজাম-উল-মুলক হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন-
[A] ১৭১৭ খ্রিস্টাব্দে
[B] ১৭২৪ খ্রিস্টাব্দে
[C] ১৭২৮ খ্রিস্টাব্দে
[D] ১৭৮২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭২৪ খ্রিস্টাব্দে
42. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক ছিলেন –
[A] রবার্ট ক্লাইভ
[B] হেস্টিংস
[C] বেন্টিঙ্ক
[D] ডালহৌসি
উত্তর:- [C] বেন্টিঙ্ক
43. মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান –
[A] ১৭৭০ খ্রিস্টাব্দে
[B] ১৭০৭ খ্রিস্টাব্দে
[C] ১০৭৭ খ্রিস্টাব্দে
[D] ১৮০৭ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭০৭ খ্রিস্টাব্দে
44. ১৭৫৭ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আবার কলকাতা দখল করে নেয়?
[A] লর্ড ওয়েলেসলির
[B] লর্ড কর্নওয়ালিশের
[C] লর্ড ক্লাইভের
[D] লর্ড ডালহৌসির
উত্তর:- [C] লর্ড ক্লাইভের
45. নিজাম-উল-মুলক হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন-
[A] ১৭১৭ খ্রিস্টাব্দে
[B] ১৭২৪ খ্রিস্টাব্দে
[C] ১৭২৮ খ্রিস্টাব্দে
[D] ১৭৮২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭২৪ খ্রিস্টাব্দে
46. কোন চুক্তির ফলে সুজা-উদদৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান?
[A] এলাহাবাদ
[B] ফারুকশিয়র
[C] সেরিঙ্গপটনম
[D] লখনউ
উত্তর:- [A] এলাহাবাদ
47. আলিবর্দি খানের সেনাপতি ছিলেন-
[A] মিরকাশিম
[B] মিরজাফর
[C] সফদর জং
[D] সিরাজ-উদদৌলা
উত্তর:- [B] মিরজাফর ( আঞ্চলিক শক্তির উত্থান pdf )
48. কত সালে নাদির শাহের নেতৃত্বে পারসিকরা দিল্লি শহর আক্রমণ করে?
[A] ১৭০৭-০৮ খ্রিস্টাব্দে
[B] ১৭৬৫-৬৬ খ্রিস্টাব্দে
[C] ১৭৩৮-৩৯ খ্রিস্টাব্দে
[D] ১৭৫৭-৫৮ খ্রিস্টাব্দে
উত্তর:- [C] ১৭৩৮-৩৯ খ্রিস্টাব্দে
49. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর ছিলেন-
[A] রবার্ট ক্লাইভ
[B] ওয়ারেন হেস্টিংস
[C] কার্টিয়ার
[D] ভেরেলেস্ট
উত্তর:- [B] ওয়ারেন হেস্টিংস
50. ঔরঙ্গজেবের শাসনকালে মুরশিদকুলি খান ছিলেন বাংলার-
[A] দেওয়ান
[B] ফৌজদার
[C] নবাব
[D] জমিদার
উত্তর:- [A] দেওয়ান
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | অষ্টম শ্রেণীর ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 History
1. মুরশিদকুলির আমলে সুবা বাংলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে ছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মুরশিদকুলির আমলে সুবা বাংলার কোশাগার ও টাকশালের নিয়ন্ত্রণ পরোক্ষভাবে জগৎ শেঠের হাতেই ছিল।
2. ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব কত বছর ধরে চলেছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব ২০ বছর ধরে চলেছিল, ১৭৪৪ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
3. আলিবর্দি খান কবে মারা যান? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ১৭৫৬ খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান।
4. এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অযোধ্যার নবাব সুজা-উদদৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
5. ‘মহারাষ্ট্র পুরাণ’ গ্রন্থটি কে রচনা [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ‘মহারাষ্ট্র পুরাণ’ গ্রন্থটি রচনা করেছিলেন কবি গঙ্গারাম।
6. মুঘল বাদশাহ ১৭৬৫-এর দেওয়ানি প্রদানের বিনিময়ে কী লাভ করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মুঘল বাদশাহ ১৭৬৫-এর দেওয়ানি প্রদানের বিনিময়ে অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব লাভ করেন।
7. কে ‘মহীশুর শার্দুল’ নামে পরিচিত ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- টিপু সুলতান ‘মহীশূর শার্দুল’ নামে পরিচিত ছিলেন।
8. ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব কত বছর ধরে চলেছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব ২০ বছর ধরে চলেছিল, ১৭৪৪ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
9. বক্সারের যুদ্ধে জয়লাভ করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা ( অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় pdf )
10. ব্রিটিশ কোম্পানিকে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন _______ [সম্রাট দ্বিতীয় শাহ আলম/ফারুকশিয়র/সম্রাট ঔরঙ্গজেব]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- সম্রাট দ্বিতীয় শাহ আলম।
11. চিন কুলিচ খান কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মুঘল দরবারে এক শক্তিশালী অভিজাত, তথা হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মির কামার উদ্দিন সিদ্দিকি এবং সম্রাট ঔরঙ্গজেব তাকে চিন কুলিচ খান উপাধি দেন।
12. কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?
উত্তর:- ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ।
13. পলাশির যুদ্ধ কৰে ঘটেছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় ।
14. কত সালে কার নেতৃত্বে পারসিক আক্রমণ হয় ?
উত্তর:- নাদির শাহের নেতৃত্বে ১৭৩৮-৩৯ খ্রিস্টাব্দে পারসিক আক্রমণ হয় ।
15. কবে মুর্শিদকুলি খাঁ বাংলার নাজিম পদ লাভ করেন ?
উত্তর:- ১৭১৭ খ্রিস্টাব্দের মুর্শিদকুলি খা বাংলার নাজিম পদ লাভ করেন ।
16. কত সালে কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটে ?
উত্তর:- ১৭৫৬-৫৭ খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটে ।
17. কবে আলিবর্দি খাঁ মারা যান ?
উত্তর:- ১৭৫৬ খ্রিস্টাব্দে আলিবর্দি মারা যান ।
18. হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- মির ঝামার উদ – দিন খান ছিলেন হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা।
19. হায়দরাবাদ করে থেকে নিজামের শাসনে আসে ?
উত্তর:- ১৭৪০ খ্রিস্টাব্দ থেকে হায়দরাবাদ নিজামের শাসনে আসে ।
20. অযোধ্যা কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে স্থান পায় ?
উত্তর:- সাদাব খানের নেতৃত্বে অযোধ্যা আশ্তলিক শক্তি হিসেবে স্থান পায় ।
21. কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয় ?
উত্তর:- ১৭২২ খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয় ।
22. সাদাৎ খানের উপাধি কী ছিল ? সাদাৎ খানের জামাতা কে ছিলেন ?
উত্তর:- সাদাৎ খানের উপাধি ছিল বুরহান – উল – মূলক । সদর জং ছিলেন তাঁর জামাতা ।
23. কত খ্রিস্টাব্দে সফদর জং মারা যান । তারপর কে অযোধ্যার শাসক হন ?
উত্তর:- ১৭৫৪ খ্রিস্টাব্দে সফদর জং মারা যান । তার পর তাঁর পুত্র সুজা – উদ – দৌলা অযোধ্যার শাসক হন ।
24. সিরাজ – উদ – দৌলা কত খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন ? তিনি কলকাতার কী নাম রাখেন ?
উত্তর:- ১৭৬৬ খ্রিস্টাকে সিরাজ – উদ – দৌলা কলকাতা আক্রমণ করেন । তিনি কলকাতার নাম রাখে আলিনগর ।
25. আলিনগরের সন্ধি করে স্বাক্ষর হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আলিনগরের সন্ধি আমার আখেছিল ।
26. মিরকাশিম কবে নবাব পদ লাভ করেন ?
উত্তর:- মিরকাশিম ১৭৬০ খ্রিস্টাব্দে ওই পদ লাভ করেন ।
27. ছিয়াত্তরের মন্বন্তর করে হয়েছিল ?
উত্তর:- ইংরাজির ১৭৭০ খ্রিস্টাব্দে এবং বাংলার ১১৭৬ বঙ্গাব্দে ।
28. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ?
উত্তর:- লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ।
29. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে ?
উত্তর:- লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতির প্রবর্তক ।
30. বন্দিবাসের যুদ্ধ করে হয়েছিল ?
উত্তর:- ১৭৬০ খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ।
31. ভারতে ফরাসিদের উপনিবেশ কোথায় ছিল ?
উত্তর:- ভারতে চন্দননগর ও পণ্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশ । ( অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর )
32. পণ্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন ?
উত্তর:- পণ্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন জোসেফ দুপ্নে ।
33. লাহোরের চুক্তি করে স্বাক্ষর হয়েছিল ?
উত্তর:- ১৮৪৬ খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষর হয়েছিল ।
34. সলবাইয়ের সন্ধি করে স্বাক্ষর হয়েছিল ?
উত্তর:- ১৭৮২ খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষর হয়েছিল ।
35. বেসিনের সন্ধি করে স্বাক্ষর হয়েছিল ?
উত্তর:- ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের স্বাক্ষর হয়েছিল ।
36. ‘ অন্ধকূপ হত্যা ’ ঘটনাটি কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন ?
উত্তর:- ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয় ।
37. কত খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হিরাপদ শাহ পাটনায় চলে যান ?
উত্তর:- ১৬৫২ খ্রিস্টাব্দে ।
38. হিরাপদ শাহের বড়ো ছেলের নাম কী ?
উত্তর:- মানিকচাঁদ ।
39. মানিকটাঁদ কোথায় মহাজনি কারবার শুরু করেন ? মানিকচাদের পর কে তাঁর ব্যবসার হাল ধরেন ?
উত্তর:- মানিকচাঁদ ঢাকায় মহাজনি কারবার শুরু করেন । পরে তাঁর ভাগ্নে ফতেহচাঁদ তাঁর ব্যবসার হাল ধরেন ।
40. ফতেহচাদ কী উপাধি পান ?
উত্তর:- তিনি জগৎ শেঠ উপাধি পান ।
41. কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি মারা যান ?
উত্তর:- ১৭২৭ খ্রিস্টাব্দে মুর্শিদকুলি মারা যান ।
42. কার শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায় ?
উত্তর:- আলিবর্দি খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায় ।
43. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে কে বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করেছিলেন ?
উত্তর:- পেশোয়া দ্বিতীয় বাজিরাও ।
44. কে কোথায় কাটরা মসজিদে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মুর্শিদকুলি খান মুর্শিদাবাদে কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন ।
45. কোন্ সময় কারা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুঠতরাজ ও আক্রমণ চালিয়ে ছিল ?
উত্তর:- ১৭৪২ থেকে ১৭৫১ খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা এই লুঠতরাজ ও আক্রমণ চালিয়ে ছিল ।
46. কত খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয় ?
উত্তর:- ১৭৫১ খ্রিস্টাব্দে ।
47. কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ঘটে ?
উত্তর:- ১৭৬৪ খ্রিস্টাব্দে ।
48. কার শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিলেন ?
উত্তর:- লর্ড ওয়েলেসলির শাসনকালে ।
49. কে ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন থমকে যায় ।
উত্তর:- লর্ড কর্ণওয়ালিশ ।
50. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন । তাঁর রাজধানীর নাম কী ছিল ?
উত্তর:- টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন । তাঁর রাজধানীর নাম ছিল শ্রীরঙ্গপত্তনম ।
51. কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তর:- মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম ।
52. কোন্ শতকে হায়দার আলি ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল ?
উত্তর:- অষ্টাদশ শতকে হায়দার আলি ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল ।
53. কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় ?
উত্তর:- ১৭৯৯ খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় ।
54. পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন ?
উত্তর:- রঘুনাথ রাও ।
55. মিরজাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন ?
উত্তর:- মিরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন তাঁর পুত্র নজম – উদ – দৌলা ।
56. কেন বাংলায় দেওয়ান মুরশিদকুলির ফারুকশিয়রের ফরমান নাকচ করার অধিকার ছিল না? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মুরশিদকুলি সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও তিনি মুঘল সম্রাটের অধীনে ছিলেন এবং তাই কোম্পানিকে দেওয়া ফারুকশিয়রের ফরমান মুরশিদকুলি নাকচ করতে পারতেন না।
57. জোসেফ ডুপ্লে কে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- জোসেফ ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল।
58. ফারুকশিয়রের ফরমান বাংলার নবাব ও ব্রিটিশ কোম্পানির মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের সূচনা করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
59. সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর ছিলেন _______ [ড্রেক/ক্লাইভ/ওয়েলেসলি]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ড্রেক ।
60. নবাব পদ পাওয়ার পর মিরকাশিম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মেদিনীপুর, বর্ধমান ও চট্টগ্রামের জমিদারির অধিকার দিয়েছিলেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
61. ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদে ক-টি চুক্তি হয়েছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদে ২টি চুক্তি হয়েছিল।
62. অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা বিশেষ কোনো সামরিক সংস্কার করেননি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
63. কোন যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বন্দিবাস বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে।
64. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নিয়েছিলেন _______ [টিপু সুলতান/সাদাত খান/নিজাম]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- নিজাম।
65. মিরকাশিম কে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মিরকাশিম ছিলেন সুবা বাংলার শেষ স্বাধীনচেতা নবাব তথা মিরজাফর-এর জামাই।
66. লাহোর চুক্তি [১৮৪৬ খ্রি.] অনুযায়ী কোন্ কোন্ অঞলে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- লাহোর চুক্তি [১৮৪৬ খ্রি.] অনুযায়ী জলন্ধর দোয়াব অঞ্চলে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
67. ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ছিল _______ খ্রিস্টাব্দ।[১৮৭০/১৬৭০/১৭৭০]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 1770
68. আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ যে মুঘল কর্তৃত্ব স্বীকার করেছিলেন তার একটি প্রমাণ দাও। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ যে মুঘল কর্তৃত্ব স্বীকার করেছিল, তার একটি প্রমাণ হল সেখানে মুঘল সম্রাটের নামে মুদ্রার প্রচলন।
69. বাংলার শেষ স্বাধীন নবাব কে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ্দৌলা।
70. মিরজাফরের মৃত্যুর পর মিরকাশিম বাংলার নবাব হন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
71. [ওয়েলেসলি /কর্নওয়ালিশ/বেন্টিঙ্ক] _______ এর সময় বর্গি দস্যদের দমন করা হয়েছিল। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বেন্টিঙ্ক
72. ‘বণিক রাজা’ কাদের বলা হয় ? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আঠারো শতকে সুবা বাংলায় উমিচাঁদ, খোজা ওয়াজিদ, জগৎ শেঠ প্রমুখ বণিকগণকে ‘বণিক রাজা’ বলা হয়।
73. ঢাকা নগরটি কী নামে পরিচিত ছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ঢাকা নগরটি জাহাঙ্গিরনগর নামে পরিচিত ছিল।
74. ১৭২৪ খ্রিস্টাব্দে কে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- চিন কুলিচ খান মুঘল সম্রাট ফারুকশিয়রের কাছ থেকে নিজাম উল-মুলক এবং সম্রাট মহম্মদ শাহের কাছ থেকে আসফ ঝা উপাধি নিয়ে ১৭২৪ খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন।
অষ্টম শ্রেণি ইতিহাস (Class 8 History ) – আঞ্চলিক শক্তির উত্থান [দ্বিতীয় অধ্যায়] আঞ্চলিক শক্তির উত্থান mcq
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
অষ্টম শ্রেণীর ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান [দ্বিতীয় অধ্যায়]