RRB NTPC 133+ শিফট 1st শিফট GK Questions with answers bengali

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আপনারা যারা RRB NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখানে আমরা নিয়ে এসেছি RRB NTPC 133+ শিফট 1st শিফট GK প্রশ্নপত্র সমাধান। এই নোটসে দেওয়া প্রশ্ন ও উত্তরগুলি আপনাকে আপনার পরীক্ষার প্রস্তুতি আরও উন্নত করতে সাহায্য করবে। সাধারণ জ্ঞান (GK) বিভাগটি RRB NTPC পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন।

RRB NTPC 2019 ALL 133+ SHIFTS in bengali
28.12.2020 (10:30 AM – 12:00 PM
)
1) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- আত্মারাম পাণ্ডুরং
2) পটচিত্র শৈলীর চিত্রকলা নিম্নলিখিত কোন রাজ্যের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় শিল্প রূপ?
উত্তর:- ওড়িশা
3) ভারতের সংসদ দ্বারা পরিবেশ (সুরক্ষা) আইন কোন সালে পাস করা হয়েছিল?
উত্তর:- ১৯৮৬
4) নিম্নলিখিত কোনটি একটি সহাবস্থান সম্পর্ক দেখায়?
উত্তর:- লাইকেন
5) যদি একজন ব্যক্তির ভর পৃথিবীর পৃষ্ঠে ৬০ কেজি হয়, তবে চাঁদের পৃষ্ঠে সেই ব্যক্তির ভর কত হবে?
উত্তর:- ৬০ কেজি
6) দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলবেষ্টিত?
উত্তর:- প্যারাগুয়ে এবং বলিভিয়া
7) কোন ভারতীয় রাজ্যের মূল ভূখণ্ডের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ?
উত্তর:- গুজরাট
8) নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দ ভ্রমণ করতে পারে না?
উত্তর:- শূন্যস্থান (ভ্যাকুয়াম)
9) কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে URL বলতে কী বোঝায়?
উত্তর:- ইউনিফর্ম রিসোর্স লোকেটর
10) ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর:- শিমলা
11) নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি দিল্লিতে অবস্থিত নয়?
উত্তর:- বুলন্দ দরওয়াজা
12) নিম্নলিখিত কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
উত্তর:- জাপান
13) কম্পিউটারের কোন অংশটি মস্তিষ্ক হিসাবে পরিচিত?
উত্তর:- সিপিইউ
14) ‘রাজতরঙ্গিণী’ গ্রন্থের লেখক কে?
উত্তর:- কলহণ
15) মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় কোনটি অন্তর্ভুক্ত?
উত্তর:- কয়লা ইন্ডিয়া লিমিটেড
16) UBUNTU কী?
উত্তর:- অপারেটিং সিস্টেম
17) নিম্নলিখিত কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?
উত্তর:- মালদ্বীপ
18) নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা সংঘটিত হয়?
উত্তর:- চিকেন পক্স
19) ISRO এর মঙ্গল অভিযানের অভিযান কোন বছরে চালু হয়েছিল?
উত্তর:- ২০১৩
20) আকবর এবং হেমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কোন বছরে সংঘটিত হয়েছিল?
উত্তর:- ১৫৫৬
21) ২০২০ সালের বিশ্ব পরিবেশ দিবসের জন্য জাতিসংঘ কর্তৃক ঘোষিত থিম কী ছিল?
উত্তর:- জীববৈচিত্র্য
22) আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- দ্য হেগ
23) লোকসভা সদস্যদের সর্বাধিক সংখ্যা কত?
উত্তর:- ৫৫২
24) কোন শিখ গুরু খালসা পন্থের প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- শ্রী গুরু গোবিন্দ সিং জি
25) উত্তর-পূর্ব ভারতের সাত বোন রাজ্যের সদস্য নয় এমন রাজ্য কোনটি?
উত্তর:- সিকিম
26) পদার্থের পরিমাণ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়?
উত্তর:- মোল
27) সেরিকালচার’ শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?
উত্তর:- রেশম চাষ
28) DRDO দ্বারা উন্নত একটি বহু-ব্যারেল রকেট সিস্টেমের নাম কী?
উত্তর:- পিনাকা
29) ২০১৯ সালের ১লা এপ্রিল থেকে কোন দুটি ব্যাংক ব্যাংক অফ বরোদার সাথে একীভূত হয়েছে?
উত্তর:- বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক
30) ভারতের সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি কে হয়েছিলেন?
উত্তর:- শ্রী নীলম সঞ্জীব রেড্ডি
31) ভারতের প্রথম আধা-হাই-স্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’ কোন দুটি শহরের মধ্যে চলাচল করে?
উত্তর:- নিউ দিল্লি এবং বারাণসী জংশন
32) ২০২০ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- গৌহাটি
33) গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
উত্তর:- এশিয়া
34) কে বলেছিলেন, “স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাব”?
উত্তর:- বাল গঙ্গাধর তিলক
35) সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?
উত্তর:- একটি মেয়েশিশু সঞ্চয় প্রকল্প
36) সাবারিমালা মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:- কেরালা
37) ২০১৯ সালের জন্য ৫৫তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন?
উত্তর:- অচ্যুতান নান্দী
38) মহাত্মা গান্ধী বিখ্যাত লবণ সত্যাগ্রহ কোথা থেকে শুরু করেছিলেন?
উত্তর:- নওসারি, গুজরাট
39) কোন পাস শ্রীনগর ও লেহকে সংযুক্ত করে?
উত্তর:- জোজিলা
40) কুদানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad