প্রশ্ন. প্রতিপ্রভ টিউবে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- ক্রিপ্টন, হিলিয়াম
প্রশ্ন. কৃত্তিম উপায়ে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- ইথিলিন
প্রশ্ন. রকেট প্রপেল্যান্টে,রাসায়নিক অস্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- সায়ানোজেন
প্রশ্ন. লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- বিউটেন
প্রশ্ন. হিমায়ন প্রক্রিয়া,রকেট জ্বালানিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- অ্যামোনিয়া
প্রশ্ন. ঝালাই ও কাটার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- অ্যাসিটিলিন
প্রশ্ন. মুম্বাইতে এলফিনস্টোন ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- 1835
প্রশ্ন. 3য় পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল ?
উত্তর:- 1961 – 66
প্রশ্ন. ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন সমাজ’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- শিবনাথ শাস্ত্রী
প্রশ্ন. বিশ্ব ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে ?
উত্তর:- 1946
প্রশ্ন. 1949 সালে প্রণীত ব্যাঙ্কিং কোম্পানি আইন বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তর:- ব্যাংকিং রেগুলেটিং এক্ট
প্রশ্ন. রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে ?
উত্তর:- 1949
প্রশ্ন. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি ?
উত্তর:- প্রভাবতী সম্ভাষণ
প্রশ্ন. ‘ইন্ডিয়া ডিভাইডেড’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- ড: রাজেন্দ্র প্রসাদ
প্রশ্ন. কলকাতায় বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- 1917
প্রশ্ন. পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহৃত হয় ?
উত্তর:- ফার্মি
প্রশ্ন. ‘ঘুমের দরজা ঠেলে’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- চিন্ময় গুহ
প্রশ্ন. ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রশ্ন. ‘সেই নিখোঁজ মানুষটা’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- আফসার আহমেদ
প্রশ্ন. ‘মহাভারতের অষ্টাদশী’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- নৃসিংহপ্রসাদ ভাদুড়ি
প্রশ্ন. ‘শোনো জবা ফুল’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- অলোক সরকার
প্রশ্ন. ‘পিয়া মন ভাবে’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- উৎপল কুমার বসু
প্রশ্ন. ‘দ্বৈপায়ন হ্রদের ধারে’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সুবোধ সরকার
প্রশ্ন. ‘বীরাসন’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সুব্রত মুখোপাধ্যায়
প্রশ্ন. ‘ক্ষণমিহিরের ঢিপি’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- বাণী বসু
প্রশ্ন. ‘বাঙালি জীবনে রবীন্দ্রনাথ’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সৌরিন ভট্টাচার্য
প্রশ্ন. নিউক্লিয় বলের পাল্লা কত ?
উত্তর:- 1.5 ফার্মি
প্রশ্ন. প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কণার আদান-প্রদানের ফলে নিউক্লিয় বল উৎপন্ন হয় তা হল ?
উত্তর:- মেসন