Dear Students,
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা PDF । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা PDF। অনুগ্রহ করে PDF টি সম্পূর্ণ সতর্কতার সাথে পড়ুন এবং জ্ঞান অর্জন করুন। এই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে আপনি নিচের পোস্টটি দেখুন এবং ডাউনলোড করুন।
ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা
এই তালিকা টি আগত Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে পরীক্ষার প্রস্তুত জন্য গুরুত্বপূর্ণ এই তালিকা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন !
ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা
ভারতের বিভিন্ন রাজবংশ | |||
বংশ | প্রতিষ্ঠাতা | শেষ সম্রাট | শ্রেষ্ঠ সম্রাট |
কুষাণ | কুজুল কদফিসেস | বাসুদেব | কণিষ্ক |
সাতবাহন | সিমুক সাতবাহন | যজ্ঞশ্রী সাতকর্ণী | গৌতমীপুত্র সাতকর্ণী |
হর্ষংক | বিম্বিসার | নাগদাস | অজাতশত্রু |
নন্দ | মহাপদ্ম নন্দ | ধননন্দ | ধননন্দ |
শিশুনাগ | শিশুনাগ | কালাশোক | শিশুনাগ |
গুপ্ত | শ্রীগুপ্ত | দ্বিতীয় জীবিত গুপ্ত | সমুদ্রগুপ্ত |
মৌর্য | চন্দ্রগুপ্ত | বৃহদ্রথ | অশোক |
রাষ্ট্রকূট | দান্তি দুর্গ | চতুর্থ অমোঘ বর্ণ | তৃতীয় কৃষ্ণ |
চালুক্য | প্রথম পুলকেশী | দ্বিতীয় কীর্তি বর্মণ | দ্বিতীয় পুলকেশী |
পুষ্যভূতি | প্রভাকর বর্ধন | হর্ষবর্ধন | হর্ষবর্ধন |
পাল | গোপাল | মদন পাল | দেব পাল |
বাহমনী | আলাউদ্দিন বাহমন শাহ | কালিম উল্লাহ শাহ | মামুদ গাওয়ান |
পল্লব | শিবস্কন্দ বর্মণ | অপরাজিত বর্মণ | নরসিংহ বর্মণ |
চোল | কারিকল | কুলতুংগ | রাজেন্দ্র চোল |
খলজী | জালাল উদ্দিন | মুবারক শাহ খলজী | আলাউদ্দিন খলজী |
দাস | কুতুবউদ্দিন আইবক | কায়ুমার্স/কায়কোবাদ | ইলতুৎমিস |
লোদী | গিয়াস উদ্দিন তুঘলক | নাসির উদ্দিন মামুদ | মহম্মদ বিন তুঘলক |
সৈয়দ | হরিচন্দ্র | মহীপাল | মিহিরভোজ |
মোগল সামাজ্য | বাবর | দ্বিতীয় বাহাদুর শাহ | আকবর |
সেন | সামন্ত সেন | লক্ষণ সেন | বিজয় সেন |
ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা টির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হয়
PDF Name : | ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা |
Language : | Bengali |
Size : | 01 mb |
No. of Pages | 02 |
Download Link : | Download |
আরো পড়ুন | Click Here |
WhatsApp Channel | Join new |
Telegram Channel | Join new |