HS Nutrition Suggestions 2025 উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সাজেশন 2025

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Nutrition Suggestions 2025: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে তাদের সকলের প্রস্তুতি চলছে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে উচ্চমাধ্যমিক পুষ্টিবিজ্ঞান  সাজেশনের দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা নীচে দেওয়া লিংক থেকে সমস্ত সাজেশন পড়তে পারবে।

HS Nutrition Suggestion 2025
SubjectNutrition
Exam Date7-Mar-2025 (শুক্রবার)
All Hs Suggestion 2025Click Here
আরো নোটস পেতে Join করুনJoin Now

HS Nutrition Suggestions 2025 উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সাজেশন 2025

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন

➤ ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়?

➤ বিশ্ব মধুমেহ দিবস কবে পালন করা হয়?

➤ প্রাক-বিদ্যালয় শিশুদের বাড়িতে খাদ্যপ্রধান প্রকল্প কারা কবে চালু করেন?

➤ শিশুর FFT সমস্যার কারণ কী?

➤ খাদ্য সমীক্ষা পদ্ধতির চারটি নাম লেখো।

➤ IDDCP -এর পুরো নাম কী?

➤ NNMB -এর পুরো নাম কী?

➤ FNB -এর পুরো নাম কী?

➤ IFA ট্যাবলেটের লৌহ কিরূপে থাকে?

➤ ভিটামিন D এর অভাবে কোন দুটি খনিজ পদার্থ দেহে শোষিত হয় না?

➤ দুধের মধ্যে সংক্রমিত হয় এমন দুটি অসুখের নাম লেখো।

➤ স্থূলতার জন্য দায়ী এমন চারটি কারণ উল্লেখ কর।

➤ প্রোটিন নিয়ন্ত্রিত পথ্যের সুপারিশ করা হয় এমন দুটি অসুখের নাম লেখো।

➤ পাস্তরাইজেশন পদ্ধতিতে দুধের কোন কোন উপাদান নষ্ট হয়?

➤ জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি প্রধান উপায় কী কী?

➤ ডিমকে ‘রেফারেন্স’ প্রোটিন বলা হয় কেন?

➤ পাইওরিয়ার একটি লক্ষণ উল্লেখ কর।

➤ শিশুদের কি ধরনের অপুষ্টি দেখা যায়? তার প্রতিকারের উপায় কী?

➤ খাদ্য সংরক্ষণের কয়েকটি পদ্ধতি উল্লেখ কর।

➤ প্রাথমিকভাবে পিত্ত কোন অঙ্গে উৎপন্ন হয়?

➤ বৃদ্ধ বয়সে BMR -এর কী পরিবর্তন ঘটে?

➤ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে কি বলে?

➤ শিশুকে ছয় মাস বয়সের আগে শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খাওয়ানো উচিত নয় কেন?

➤ উৎসেচকের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।

➤ ফ্যাটি অ্যাসিড কী যৌগ গঠিত হয়ে ভিলাই-এ শোষিত হয়?

➤ পিত্তে কী কী ফ্যাট থাকে?

➤ দুটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও।

➤ কোন সময় মাতৃদুগ্ধ নিরাপদ নয়?

➤ একটি স্বল্প মূল্যের প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখ।

➤ গর্ভাবস্থায় প্রথম দিকে কিরূপ খাদ্য সরবরাহ করা দরকার।

➤ রান্নাশিক্ষা প্রদর্শনের কয়েকটি গুরুত্বপূর্ণ উপযোগিতা উল্লেখ করো

➤ ব্রোকাশ ইনডেক্স কী?

➤ আলো-আঁধারি পরীক্ষা সম্বন্ধে কী জানো?

➤ ওভো ল্যাকটো ভেজিটেরিয়ান কাকে বলে?

➤ রক্তে গ্লুকোজের পরিমাণ কত হলে গ্লাইকোসুরিয়া হয়?

➤ দীর্ঘমেয়াদি জ্বর কাকে বলে?

➤ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক রক্তাল্পতা কোন খনিজের অভাবে হয়?

➤ অনুপূরক খাদ্য কাকে বলে?

➤ IDDCP -এর সম্পূর্ণ নাম কী?

➤ পুষ্টি উপাদানের অভাব নিয়ন্ত্রণ বা প্রতিরোধকমূলক কর্মসূচির বিষয় গুলি কী কী?

➤ দরিদ্র লোকেদের খাদ্য তালিকায় ডালকে অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয় কেন?

➤ FNB -র সম্পূর্ণ নামটি লেখো।

➤ খাদ্য সমীক্ষা বা ডায়েট সার্ভে কাকে বলে?

➤ বায়োটিক পোটেনশিয়াল কী?

➤ ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব কী?

➤ MDM -প্রকল্পটি প্রবর্তনের বছরটি উল্লেখ করো।

➤ একজন অধিক পরিশ্রমী গর্ভবতী নারীর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?

➤ স্বাভাবিক মহিলা এবং গর্ভবতী নারীর তাপন মূল্যের কিরূপ ফারাক লক্ষ্য করা যায়?

➤ স্তন্যদানকারী মায়ের প্রত্যহ খনিজ লবনের চাহিদা কিরূপ?

➤ কোন বয়স পর্যন্ত শিশুকে কেবলমাত্র মাতৃদুগ্ধের ওপর রাখা উচিত?

➤ একজন গর্ভবতী মহিলার প্রয়োজনীয় ক্যালসিয়াম ও লৌহের চাহিদার লেখো।

➤ শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিডটি কোলেস্ট্রামে বেশি থাকে?

➤ গর্ভবতী নারীর কী ধরনের ভিটামিনের চাহিদা লক্ষণীয়?

➤ খাদ্যাভ্যাসের প্রকৃতি বলতে কি বোঝ?

➤ যকৃত সিরোসিস কী? এর কারণ কী?

HS Nutrition Suggestion 2025

বিশ্লেষণধর্মী প্রশ্ন

➤ যক্ষা রোগের পথ্য কিরূপ হবে আলোচনা করো।

➤ কোষ্ঠকাঠিন্য নিরাময়ের উপায় গুলি সম্বন্ধে আলোচনা কর।

➤ খাদ্য পচনের কারণ উল্লেখ করো।

➤ প্রোটিন শক্তির অভাবজনিত অপুষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।

➤ খাদ্য মূল্য তালিকা এবং তার ব্যবহার সম্পর্কে তোমার ধারণা কী?

➤ মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো।

➤ মাতৃদুগ্ধের ত্রুটি বা অসুবিধার দিকগুলি কী কী?

➤ খাদ্য সংরক্ষণে গৃহে প্রযোজ্য সাধারন পদ্ধতি গুলি কী কী?

➤ খাদ্য সংক্রান্ত আটটি ভ্রান্ত ধারণা উল্লেখ করো।

➤ শিশুদের আহার সম্পর্কিত যেকোনো ছয়টি সমস্যা আলোচনা করো।

➤ পথ্য বলতে কি বোঝ? পথ্যের কাজ কী? পথ্যের শ্রেণীবিভাগ করে আলোচনা করো।

➤ একজন মেদবহুল ব্যাক্তি আহার পরিকল্পনার মূলনীতি ব্যাখ্যা করো।

➤ এদের কি ধরনের খাদ্য দেওয়া অনুচিত?

➤ FAO -এর মূল মন্ত্র কী? FAO-এর কর্মকাণ্ড সম্বন্ধে যা জানো তা লেখো।

➤ শিশুদের অপুষ্টি প্রতিরোধের জন্য FAO/ WHO-র নির্দেশিকার উল্লেখ করো।

➤ বিশেষ পুষ্টিপ্রকল্প, সুসংহত শিশু বিকাশ প্রকল্প এবং পরিচালন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

➤ ফ্যাটের বিপাক ক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো।

➤ যকৃতকে একটি সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন?

➤ পিত্তরসের উৎস, উপাদান ও কাজ উল্লেখ করো।

➤ মানবদেহের শর্করা বা কার্বোহাইড্রেট -এর পরিপাক ক্রিয়া বর্ণনা করো।

➤ মাতৃদুগ্ধ ওগো দুগ্ধের মধ্যে পার্থক্য লেখো।

➤ কিটোসিস কাকে বলে? কিটোসিস হওয়ার কারণ কী?

➤ কৃত্রিম দুগ্ধ ও মাতৃদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad