একাদশ শ্রেণীর সংস্কৃত : ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Sanskrit Question and Answer
ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer : ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Sanskrit Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – ভারতবিবেকম্ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI XI Sanskrit EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. ‘সাধবে নম:’ উক্তিটির বক্তা কে ?
[A] নরেন্দ্রনাথ
[B] সুরেন্দ্রনাথ
[C] বিবেকানন্দ
[D] গিরিশচন্দ্র
উত্তর:- [A] নরেন্দ্রনাথ
2. ‘সাধবে নম:’ সাধবে পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে ?
[A] নরেন্দ্রনাথকে
[B] রামকৃষ্ণকে
[C] সন্ন্যাসীকে
[D] সুরেন্দ্রনাথকে
উত্তর:- [B] রামকৃষ্ণকে
3. ‘ভারতবিবেকম’ কি ধরনের নাটক ?
[A] গীতিনাট্য
[B] প্রেমমূলক
[C] জীবনীমুলক
[D] ভক্তিমূলক
উত্তর:- [C] জীবনীমুলক
4. শ্রীরামকৃষ্ণের কি কম্পিত হচ্ছিল ?
[A] হৃদয়
[B] স্মৃতিগুম্লদল
[C] চিত্তস্থল
[D] হৃদয়তটিনি
উত্তর:- [B] স্মৃতিগুম্লদল
5. চন্দ্রের রশ্মি কে পান করে ?
[A] জোনাকি
[B] চকোর
[C] বলাকা
[D] চাতক
উত্তর:- [B] চকোর
6. শ্রীরামকৃষ্ণকে দেখে নরেন্দ্রনাথ কি প্রশমিত করতে পারছিলেন না ?
[A] নিজের হৃদয়কে
[B] নিজেকে
[C] নিজের মনকে
[D] নিজের চিত্তকে
উত্তর:- [B] নিজেকে
7. ‘ভারতবিবেকম’ নাটকটির রচয়িতা কে ?
[A] যতীন্দ্রমোহন চৌধুরী
[B] যতীন্দ্রবিমল চৌধুরী
[C] যতীন্দ্রনাথ চৌধুরী
[D] যতীন্দ্রভূষণ চৌধুরী
উত্তর:- [B] যতীন্দ্রবিমল চৌধুরী
8. তোমাদের পাঠ্য কোন নাটকের অংশবিশেষ ?
[A] ভারতবিবেকম
[B] কথামৃতম
[C] রামকৃষ্ণবিবেকম
[D] রামকৃষ্ণচরিতম
উত্তর:- [A] ভারতবিবেকম
9. তোমাদের পাঠ্যটি নাটকের কোন দৃশ্য ?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] পঞ্চম
উত্তর:- [A] প্রথম
10. নাটকীয় ঘটনাটি কোন খ্রিষ্টাব্দের ঘটনা ?
[A] ১৮৯১
[B] ১৮৮৫
[C] ১৮৮০
[D] ১৮৮১
উত্তর:- [D] ১৮৮১
11. কোন ভক্তের গৃহে দৃশ্যটি দর্শিত হচ্ছে ?
[A] সুরেন্দ্রনাথ দত্ত
[B] সুরেন্দ্রনাথ গুপ্ত
[C] সুরেন্দ্রনাথ মিত্র
[D] সুরেশচন্দ্র মিত্র
উত্তর:- [C] সুরেন্দ্রনাথ মিত্র
12. যে সময়ে দৃশ্যটি দেখানো হচ্ছে তখন সময় কত ?
[A] সকাল সাতটা
[B] সকাল সাড়ে সাতটা
[C] সন্ধ্যা সাতটা
[D] সন্ধ্যা সাড়ে সাতটা
উত্তর:- [C] সন্ধ্যা সাতটা
13. রঙ্গমঞ্চে কতজন পাত্রপাত্রী উপস্থিত ছিলেন ?
[A] দুজন
[B] তিনজন
[C] একজন
[D] তিনেরও কিছু বেশি
উত্তর:- [D] তিনেরও কিছু বেশি
14. শ্রীরামকৃষ্ণের সঙ্গে কার সাক্ষাৎকারের ঘটনা নাট্যাংশে বর্ণিত ?
[A] বিবেকানন্দের
[B] সুরেন্দ্রনাথের
[C] নরেন্দ্রনাথের
[D] মহেন্দ্র গুপ্তের
উত্তর:- [C] নরেন্দ্রনাথের
15. কলকাতার কোন স্থানে নাট্যটির স্থান নির্দেশ করা হয়েছে ?
[A] কাশীপুরে
[B] সিমুলিয়ায়
[C] বরানগরে
[D] দক্ষিণেশ্বরে
উত্তর:- [B] সিমুলিয়ায়
16. শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবী কে ?
[A] সর্বতারিণী
[B] ভূবনমোহিনী
[C] মোক্ষকারিনি
[D] ভবতারিণী
উত্তর:- [D] ভবতারিণী
17. মা ভবতারিণী কীসের দ্বারা তৃষিতদের শান্তি বিধান করেন ?
[A] বরদানের দ্বারা
[B] করুণাদৃষ্টির দ্বারা
[C] দুঃখহরণের দ্বারা
[D] মমতার দ্বারা
উত্তর:- [B] করুণাদৃষ্টির দ্বারা
18. জননী ভবতারিণী কাদের গতি ?
[A] ভক্তদের
[B] যতিদের
[C] সন্তানদের
[D] মোক্ষকারীদের
উত্তর:- [B] যতিদের
19. কার দর্শনলালসা রামকৃষ্ণদেবকে কষ্ট দিত ?
[A] ভবতারিণীর
[B] নীরেন্দ্রনাথের
[C] উত্তরসাধকের
[D] জ্যোতিময়ীর
উত্তর:- [C] উত্তরসাধকের
20. মহিমা শব্দটি কোন লিঙ্গ ?
[A] পুংলিঙ্গ
[B] স্ত্রীলিঙ্গ
[C] ক্লীবলিঙ্গ
[D] উভয়লিঙ্গ
উত্তর:- [A] পুংলিঙ্গ
21. শ্রীরামকৃষ্ণদেব যেখানে থাকেন , সেই স্থান তৎক্ষণাৎ হয়ে ওঠে ?
[A] পূণ্যস্থান
[B] তীর্থস্থান
[C] দেবমন্দিরতুল্য
[D] কালীমন্দিরতুল্য
উত্তর:- [C] দেবমন্দিরতুল্য
22. শ্রীরামকৃষ্ণদেবের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে ?
[A] জ্যোতিধারা
[B] গঙ্গাধারা
[C] কিরণরাশি
[D] স্নেহধারা
উত্তর:- [A] জ্যোতিধারা
23. শ্রীরামকৃষ্ণদেবের হাস্য থেকে নির্গত হয় ?
[A] জ্যোতি:
[B] সুধাধারা
[C] কিরণরাশি
[D] অমিয়ধারা
উত্তর:- [C] কিরণরাশি
24. শ্রীরামকৃষ্ণ কার জন্য নিত্য অপেক্ষা করে আছেন ?
[A] সুরেন্দ্রনাথের জন্য
[B] নরেন্দ্রনাথের জন্য
[C] উত্তরসাধকের জন্য
[D] ভবতারিণী জন্য
উত্তর:- [C] উত্তরসাধকের জন্য
25. ব্রহ্মমন্দিরে কে যাতায়াত করতেন ?
[A] সুরেন্দ্রনাথ
[B] নরেন্দ্রনাথ
[C] শ্রীরামকৃষ্ণ
[D] বিশ্বনাথ দত্ত
উত্তর:- [B] নরেন্দ্রনাথ
26. নরেন্দ্র ছিলেন ?
[A] বীরসন্নাসী
[B] শ্রেষ্ট শিষ্য
[C] সর্বনরশ্রেষ্ট
[D] অসাধারণ মেধাবী
উত্তর:- [C] সর্বনরশ্রেষ্ট
27. শ্রীরামকৃষ্ণ কোন বস্তুকে অপূর্ব বলেছেন ?
[A] নরেন্দ্রর ভক্তিকে
[B] মনকে
[C] উত্তরসাধককে
[D] ভবতারিণী করুনাকে
উত্তর:- [B] মনকে
28. শ্রীরামকৃষ্ণের মতে কে শিক্ষণীয় ?
[A] নরেন্দ্র
[B] গিরিশ চন্দ্র
[C] তরুণ
[D] সুরেন্দ্র মিত্র
উত্তর:- [C] তরুণ
29. তরুণের মনে সবকিছু অঙ্কিত হয় কেন ?
[A] সরলতাহেতু
[B] মনের ঐদার্যহেতু
[C] স্মৃতিশক্তির প্রখরতাহেতু
[D] হৃদয়ের কোমলতাহেতু
উত্তর:- [D] হৃদয়ের কোমলতাহেতু
30. শ্রীরামকৃষ্ণ কাকে উত্তরসাধকরূপে পেতে চান ?
[A] শিবকে
[B] বিষ্ণুকে
[C] ব্রহ্মাকে
[D] নরেন্দ্রনাথকে
উত্তর:- [D] নরেন্দ্রনাথকে
ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন প্রশ্ন ও উত্তর Class 11 Sanskrit Suggestion | West Bengal WBBSE Class XI XI (Class 11th) Sanskrit Question and Answer Suggestion
1. নরেন্দ্রনাথের নাম শুনে রামকৃষ্ণের কি মনে হয়েছিল?
উত্তর:- নরেন্দ্রনাথ একজন সর্বনরশ্রেষ্ঠ.
2. রামকৃষ্ণ কোন বস্তুকে অপূর্ব বলেছেন?
উত্তর:- মনকে.
3. রামকৃষ্ণ মনকে অপূর্ব বলেছেন কেন?
উত্তর:- কারণ মন অনাগত কারণের সূচনা করে.
4. কে “মৃষা ন নির্দিশসি’?
উত্তর:- ভবতারিণী.
5. রামকৃষ্ণ কার জন্য কিভাবে প্রার্থনা করে চলেছেন?
উত্তর:- রামকৃষ্ণ নরেন্দ্রনাথ এর জন্য আকুল হয়ে দিনরাত্রি প্রার্থনা করে চলেছেন.
6. নরেন্দ্রনাথের কেশ ও নয়ন এর বর্ণনা দাও .
অথবা রামকৃষ্ণের মতে নরেন্দ্রনাথের কেশ ও নয়নযুগল কেমন ছিল?
উত্তর:- রামকৃষ্ণের মতে কুঞ্চিত কেশরাশি মস্তকে সঞ্চিত ছিল এবং নয়ন ছিল আকর্ণ বিস্তৃত.
7. রামকৃষ্ণের হৃদয়ের গর্জন কার সাথে তুলনা করা হয়েছে?
অথবা নরেন্দ্রনাথ কে দেখে রামকৃষ্ণের হৃদয় কেমন হয়েছিল?
উত্তর:- নরেন্দ্রনাথ কে দেখে রামকৃষ্ণের হৃদয় সাগর জলের জোয়ারের প্রবাহে গঙ্গার জলের ধারার মতো হয়েছিল.
8. তরুণ বয়স শিক্ষার যোগ্য কেন?
উত্তর:- কারণ এই বয়সের কোমল হৃদয়ে সব কিছুই গাঁথা হয়ে থাকে.
9. রামকৃষ্ণের কেন মনে হল তার দীর্ঘদিনের তৃষ্ণা দূর হল?
উত্তর:- রামকৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্ত সন্তানের পদ্মের মতো মুখ দর্শন করে দীর্ঘদিনের তৃষ্ণা দূর হল.
10. রামকৃষ্ণের মতে নরেন্দ্রনাথের হস্ত কেমন ছিল?
উত্তর:- হাতির শুঁড়ের মতো বিশাল.
11. নরেন্দ্রনাথের হৃদয় কি পান করছে?
উত্তর:- নরেন্দ্রনাথ রামকৃষ্ণের হৃদয়ের কিরণ সমূহ চোকরের মতো পান করছে.
12. কে কাকে কেন ধিক্কার দিলেন?
উত্তর:- নরেন্দ্রনাথ ব্রহ্ম ধর্মে বিশ্বাসী হলেও রামকৃষ্ণকে দেখে মনে মনে দেবত্ব আরোপ করেন. এই জন্য তার যুক্তিবাদী মন নিজেকে এবং নিজের বিদ্যাকে ধিক্কার দেন.
13. দেবী ভবতারিণী উদ্দেশ্যে রামকৃষ্ণ শেষ অংশে মনে মনে কি বলেছিলেন?
উত্তর:- মহাদেবী ভবতারিণী তুমি অত্যন্ত কৃপাময়ী যেহেতু এই বরণীয় সন্তানই দেশের সমস্ত কালিমা দূর করতে সক্ষম হবে.
14. শ্রীরামকৃষ্ণের কেন মনে হল নরেন্দ্রনাথ জন্মজন্মান্তরের পরিচিত?
উত্তর:- শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ-এ উভয়ে-উভয়ের মনকে আকৃষ্ট করে. সেই স্বাভাবিক আকর্ষনের জন্যেই রামকৃষ্ণের মনে হয়েছিল নরেন্দ্রনাথ জন্মজন্মান্তরের পরিচিত.
15. নরেন্দ্রনাথ রামকৃষ্ণের কী রূপ প্রত্যক্ষ করেন?
উত্তর:- নরেন্দ্রনাথ রামকৃষ্ণের প্রথম দর্শনে কোটি কোটি সূর্যের প্রভাব এবং কোটি কোটি চন্দ্রের মতো হৃদয় আনন্দপথ প্রত্যক্ষ করলেন.
16. নরেন্দ্রনাথ যে মাতৃবন্দনা গেয়ে শোনান তার ভাববস্তু কি?
উত্তর:- নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের অনুরোধে একটি মাতৃবন্দনা গেয়ে শোনান. এই মাতৃবন্দনাটির ভাববস্তু হল-মন হল আসল বস্তু এই মন দ্বারা মা ভবতারিণী কে অনুভব কর. কারণ তিনি জগতের পালক এবং সংসারের বন্ধন মুক্তকারী.
17. অহর্নিশম- সংস্কৃত প্রতিশব্দ কী?
উত্তর:- নক্তন্দিবম্.
18. ”भारतविवेकम्” নাটকটির রচয়িতা কে?
উত্তর:- শ্রী যতীন্দ্রবিমল চৌধুরী.
19. “भारतविवेकम्” নাটকে কয়টি দৃশ্য আছে?
উত্তর:- বারোটি.
20. ”श्रीरामकृष्णेनसहश्रीनरेन्द्रस्यसाक्षात्कारः” শীর্ষক নাট্যাংশের প্রথম দৃশ্যের শুরুতে মঞ্চে কে কে উপস্থিত ছিলেন?
উত্তর:- শ্রীরামকৃয়দেব, সুরেন্দ্রনাথ ও ভক্তবৃন্দ.
21. ”श्रीरामकृष्णेनसहश्रीनरेन्द्रस्यसाक्षात्कारः” শীর্ষক নাট্যাংশের ঘটনাটি কোন্ সময়ের?
উত্তর:- 1881 খ্রিস্টাব্দের সন্ধ্যা সাতটার.
22. শ্রীরামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রর সাক্ষাৎকারটি কোথায় হয়েছিল?
উত্তর:- কলকাতার সিমুলিয়া অঞ্চলের সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে.
23. শ্রীরামকৃষ্ণদেবের ভবতারিণীর স্তুতিতে ভবতারিণীর একটি রূপ উল্লেখ করো .
উত্তর:- শ্রীরামকৃয়দেবের ভবতারিণীর স্তুতিতে ভবতারিণীর একটি রূপ হল তিনি শত শত ভক্ত সন্তানদের কল্যাণের প্রতিবন্ধকতা দূর করেন.
24. শ্রীরামকৃষ্ণদেবের হৃদয়কে কী বিদীর্ণ করছিল?
উত্তর:- ভক্তজনদের অপরিসীম দুঃখ.
25. রামকৃষ্ণদেব কীরকম উত্তরসাধক পাবার জন্য ব্যাকুল হয়েছিলেন?
উত্তর:- শিবের মতো উত্তরসাধক পাবার জন্য ব্যাকুল হয়েছিলেন.
26. ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণদেব তাঁর কী বাসনা জানিয়েছিলেন?
উত্তর:- তাঁর উত্তরসাধককে দর্শন করবার বাসনা জানিয়েছিলেন.
27. “पुनःगुरुदेवस्यअनिर्वचनीयोमहिमा” –বাক্যাংশে গুরুদেব কে?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেব.
28. কাদের চিত্তবৃত্তি গহন?
উত্তর:- মহান ব্যক্তিদের চিত্তবৃত্তি গহন.
29. শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথের কাছে কী খোঁজ করেছিলেন?
উত্তর:- একজন অল্পবয়স্ক ভালো গায়কের .
30. শ্রীরামকৃষ্ণদেব মনকে অপূর্ব বস্তু বললেন কেন?
উত্তর:- মন অনাগত কারণের সূচনা দেয়.
31. শ্রীরামকৃষ্ণদেবের মতে জীবনের কোন সময়টি শিক্ষার প্রকৃত সময়?
উত্তর:- তরুণ বয়স.
32. তরুণ বয়স শিক্ষার উপযুক্ত সময় কেন?
উত্তর:- এই সময়ে মন খুব নমনীয় থাকে এবং সব কিছু মনের মধ্যে আঁকা হয়ে যায়.
33. নরেন্দ্রনাথ কোন্ বংশের সন্তান?
উত্তর:- দত্ত বংশের সন্তান.
34. নরেন্দ্রনাথের চোখ কেমন ছিল?
উত্তর:- কান পর্যন্ত বিস্ফারিত.
35. কাকে ‘ব্যুঢ়োরস্কঃ’ বলা হয়েছে?
উত্তর:- নরেন্দ্রনাথকে ‘ব্যুঢ়োরস্কঃ’ বলা হয়েছে.
36. ‘ব্যুঢ়োরস্কঃ’ শব্দটির অর্থ কী?
উত্তর:- ‘যার বক্ষ বিস্তৃত’.
37. “नाहंकदापिस्वीकरिष्यामि” –উক্তিটি কার?
উত্তর:- নরেন্দ্রনাথের.
38. “नाहंकदापिस्वीकरिष्यामि” –এখানে কী অস্বীকার করার কথা বলা হয়েছে?
উত্তর:- মানবশরীরে ভাগবতসত্তার আরোপ অস্বীকার করার কথা বলা হয়েছে.
39. নরেন্দ্রনাথ কী স্বীকার করেন না?
উত্তর:- মানবশরীরে ভাগবত সত্তার আরোপ স্বীকার করেন না.
40. “श्रीरामकृष्णस्तंनिपुणंपश्यति” –এখানে ‘तं’ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উত্তর:- নরেন্দ্রনাথকে.
41. পড়াশোনা ছাড়াও নরেন্দ্রনাথের অন্য কী গুণ ছিল?
উত্তর:- নরেন্দ্রনাথ ভালো গান জানত.
42. শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রর কাছে কী চেয়েছিলেন?
উত্তর:- একটি শ্যামাসংগীত শুনতে চেয়েছিলেন.
43. “सङ्गीतेनममकुरुचित्तविनोदनम्” –কে কাকে এই কথা বলেছেন?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে এই কথা বলেছেন.
44. “सङ्गीतेनममकुरुचित्तविनोदनम्” –এখানে কোন্ সংগীত বক্তার অভিপ্রেত?
উত্তর:- শ্যামা সংগীত বক্তার অভিপ্রেত.
45. কীভাবে শ্রীরামকৃষ্ণদেবের দীর্ঘপিপাসা দূর হয়েছিল?
উত্তর:- শ্রেষ্ঠ ভক্তসন্তান নরেন্দ্রকে দেখে শ্রীরামকৃষ্ণদেবের দীর্ঘপিপাসা দূর হয়েছিল.
46. নরেন্দ্রনাথের গানে উল্লিখিত শ্যামা জননীর একটি রূপ লেখ .
উত্তর:- শ্যামা মা নৃমুণ্ডমালিনী অর্থাৎ মা শ্যামা গলায় নরমুণ্ডের মালা ধারণ করে আছেন.
47. নরেন্দ্রনাথের গান শুনে রামকৃষ্ণদেব কী বলেছিলেন?
উত্তর:- নরেন্দ্র! তোমার অপূর্ব কণ্ঠস্বর আর তোমার ভক্তিমাহাত্ম্যও অপরিসীম.
48. “निवारिताममदीर्घपिपासा” – উক্তিটি কার?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেবের.
49. “निवारिताममदीर्घपिपासा” –এখানে কোন্ দীর্ঘ পিপাসার কথা বলা হয়েছে?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠ ভক্ত সন্তানের মুখ দর্শনের দীর্ঘ পিপাসার কথা বলা হয়েছে.
50. “नक्तन्दिवम्” শব্দের অর্থ কী?
উত্তর:- নক্তন্দিবম্ শব্দের অর্থ রাত-দিন.
51. “नक्तन्दिवम्” শব্দে কোন সমাস হয়েছে?
উত্তর:- দ্বন্দ্ব সমাস হয়েছে.
52. রামকৃষ্ণদেবের শরীর থেকে কী নির্গত হয়?
উত্তর:- আলোকধারা নির্গত হয়.
53. রামকৃষ্ণদেবের কথা থেকে কী প্রবাহিত হয়?
উত্তর:- অমৃত প্রবাহিত হয়.
54. রামকৃষ্ণদেবের হাসিতে কী নিঃসৃত হয়?
উত্তর:- সূর্যকিরণ নিঃসৃত হয়.
55. “कथमयंगुरुदेवोमेतस्मैभृशमुत्कन्ठते?” –বাক্যটিতে ‘तस्मै’ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উত্তর:- নরেন্দ্রনাথকে বোঝানো হয়েছে.
56. তরুনে এব শিক্ষণীয়- উক্তিটির যৌক্তিকতা কি?
উত্তর:- তরুণদের হৃদয় কোমল. সুতরাং যা শিক্ষা দেওয়া হবে তা হৃদয়ে অঙ্কিত হয়ে থাকবে.
57. রামকৃষ্ণের হৃদয়ে বেদনার কারণ কি?
উত্তর:- জগতের শত শত দুঃখ-কষ্ট ও উত্তর সাধকের দর্শনের আকাঙ্ক্ষা শ্রীরামকৃষ্ণের হৃদয় বেদনার কারণ .
58. ড.যতীন্দ্রবিমলচৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:- ১৯০৯ খ্রীঃ বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহন করেন.
59. ভারত-বিবেকম্ শব্দটির সমাস নির্ণয় করো .
উত্তর:- ভারতস্য বিবেকঃ[ষষ্ঠী তৎপুরুষ সমাসঃ. .
60. ভারতবিবেকম্ নাটকটির উৎস কী?
উত্তর:- রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের বৃত্তান্ত অবলম্বনে রচিত ভারতবিবেকম্ নাটকের উৎস.
61. নাটকটি কোন সময় অভিহিত হয়েছে?
উত্তর:- রাত্রি সাতটায়.
62. নাটকটিতে মঞ্চে উপস্থিত চরিত্র কতজন?
উত্তর:- তিনজনের বেশি.
63. নাটকটির নামকরন ভারতবিবেকম রাখা হয়েছে কেন?
উত্তর:- বিবেকানন্দ শব্দটির মধ্যে বিবেক শব্দটি আছে. তিনি ভারতের বিবেক তাই নাটকটির নাম ভারতবিবেকম.
শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন গান শুনতে চেয়েছিলেন
শ্যামা সংগীত.
64. ভারতবিবেকম্ নাটকটির উৎস কী?
উত্তর:- রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের বৃত্তান্ত অবলম্বনে রচিত ভারতবিবেকম্ নাটকের উৎস.
ভারতবিবেকম্ নাট্যাংশ হতে ছোটো প্রশ্ন ও উত্তর
65. ‘ভারতবিবেকম্’ নাটকটির রচয়িতা কে?
উত্তর:- ‘ভারতবিবেকম্’ নাটকটির রচয়িতা হলেন- শ্রী যতীন্দ্রবিমল চৌধুরী.
66. ‘ভারতবিবেকম্’- এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো?
উত্তর:- ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় হল 1881 খ্রিস্টাব্দের কোনো একদিনের রাত্রি সপ্তম ঘটিকা.
67. ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ কার উদ্দেশ্যে বলা হয়েছে?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ বিশেষণটি প্রয়োগ করেছেন.
68. নরেন্দ্র কোথায় যেতেন ?
উত্তর:- নরেন্দ্র ব্রাহ্মমন্দিরে যেতেন.
69. “অপূর্বঃ তব কণ্ঠস্বরঃ . ”- কার উদ্দেশ্যে কে বলেছেন ?
উত্তর:- “অপূর্বঃ তব কণ্ঠস্বরঃ” এই বাক্যটি নরেন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন .
70. মঞ্চে কে কে উপস্থিত আছেন ?
উত্তর:- মঞ্চে শ্রীরামকৃষ্ণদেব, নরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ মিত্র এবং ভক্তরা উপস্থিত আছেন .
71. নরেন্দ্রনাথের বংশ পরিচয় কি ?
উত্তর:- কলকাতার সিমুলিয়া অঞ্চলের দত্তবংশে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন .
72. “কথময়ংগুরুদেবো তস্মৈ ভৃশম্ উৎকণ্ঠ্যতে . ” – কে বলেছিলেন ?
উত্তর:- আলোচ্য উক্তিটি সুরেন্দ্রনাথ মিত্র বলেছিলেন .
73. “সর্বনরশ্রেষ্ঠ এবাসাবিতি কথং মহ্যং প্রতিভাতি . ”- কে বলেছিলেন ?
উত্তর:- প্রশ্নোদ্ধৃত কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন .
74. নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ?
উত্তর:- কলকাতার সিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নরেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন .
75. নরেন্দ্রনাথের চোখ দুটি কেমন ছিল ?
উত্তর:- নরেন্দ্রনাথের চোখ দুটি ছিল- “আকর্ণ বিস্ফারিত” .
76. “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” . – কে বলেছিলেন ?
উত্তর:- আলোচ্য কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন .
77. ‘অকারণকৃপাকারিণি’- কোন্ বিভক্তি ?
উত্তর:- ‘অকারণকৃপাকারিণি’- এখানে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে .
78. “গুরুদেবস্য অনির্বচনীয়োমহিমা . ”- কার উক্তি ?
উত্তর:- “গুরুদেবস্য অনির্বচনীয়োমহিমা. ”- এটি সুরেন্দ্রনাথ মিত্রের উক্তি .
79. “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি . ”- কে বলেছেন ?
উত্তর:- “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি . ”- এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন .
80. “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে . ”- কার জন্য উৎকণ্ঠা ?
উত্তর:- “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে . ”- এখানে তরুণগায়ক নরেন্দ্রনাথের জন্য উৎকণ্ঠা পরিলক্ষিত হয় .
81. শ্রীরামকৃষ্ণদেব কেমন উত্তর সাধক চেয়েছিলেন ?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেব শিবের মতো উত্তরসাধক চেয়েছিলেন .
82. ব্রাহ্ম কারা ?
উত্তর:- যাঁরা একেশ্বরবাদী, মূর্তি পূজা মানেন না, প্রবল যুক্তিবাদী, ব্রাহ্মণ্য ধর্ম বিরোধী, তাঁরাই ব্রাহ্ম .
83. নরেন্দ্রনাথ কোন্ বিষয়ে নিপুন ছিলেন ?
উত্তর:- নরেন্দ্রনাথ সংগীতে নিপুন ছিলেন .
84. ‘নক্তন্দিবম্’ শব্দটির একটি সংস্কৃত প্রতিশব্দ লেখ ?
উত্তর:- ‘নক্তন্দিবম্’ শব্দটির একটি সংস্কৃত প্রতিশব্দ হল- ‘অহর্নিশম্ .
85. সর্বকালিমানং দূরীকর্তুং শক্নুয়াৎ . ”- কে সকল কালিমাকে দূর করতে পারবেন ?
উত্তর:- নরেন্দ্রনাথ দেশের সব কালিমা দূর করতে পারবেন, এটা শ্রীরামকৃষ্ণের বিশ্বাস .
86. “ধিক্ মাম্ . ”- কে কেন নিজেকে ধিক্কার দিচ্ছেন ?
উত্তর:- নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখেই মনে মনে দেবত্ব আরোপ করছেন, কিন্তু ব্রাহ্ম হিসেবে যুক্তিবাদী মন নিজেকে ধিক্কার দিচ্ছেন .
87. “মধুরেয়ং সন্ধ্যা . ”- কাকে বলা হয়েছে ?
উত্তর:- শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতির সন্ধ্যা সময়টাকে ‘মধুরা’ বলা হয়েছে .
88. ‘ব্যূঢ়োরস্কঃ’- কথার অর্থ কি ?
উত্তর:- ‘ব্যূঢ়োরস্কঃ’- কথার অর্থ হল- বিস্তৃত বক্ষ যার .
89. “বিদ্যতে মম গৃহ সকাশে . ”- এখানে ‘মম’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর:- উদ্ধৃতাংশে ‘মম’ বলতে সুরেন্দ্রনাথকে বোঝানো হয়েছে .
90. কাদের চিত্তবৃত্তি গহন ?
উত্তর:- মহৎ ব্যক্তিদের চিত্তবৃত্তি গহন হয় .
91. কোটি সূর্যের প্রভা কার রয়েছে ?
উত্তর:- কোটি সূর্যের সমান প্রভা শ্রীরামকৃষ্ণদেবের রয়েছে .
92. তোমাদের পাঠ্যাংশে নাট্যাংশটির নাম কী ?
উত্তর:- আমাদের পাঠ্যাংশে নাট্যাংশটির নাম ‘শ্রীরামকৃষ্ণেণ সহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ’.
93. ভারতবিবেকম্ নাটকের রচয়িতা কে?
উত্তর:- ড:যতীন্দ্রবিমল চৌধুরী.
94. যতীন্দ্রবিমল রচিত দুটি নাটকের নাম লেখ?
উত্তর:- i . ভারতবিবেকম্,ii . বিশ্ববিবেকম্.
95. ভারতবিবেকম নাটকটি কয়টি দৃশ্যে বিভক্ত? কোন দৃশ্যটি পাঠ্যসূচির অন্তর্গত? তার নাম কি?
উত্তর:- ভারতবিবেকম নাটকটি দশটি দৃশ্যে বিভক্ত.
প্রথম দৃশ্যটি পাঠ্যসূচির অন্তর্গত.
তার নাম “শ্রীরামকৃষ্ণেন সহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ”.
96. ভারতবিবেকম্ নাট্যাংশ স্থান,কাল, পাত্র নির্ণয় কর .
উত্তর:- স্থান- কলিকাতার সিমুলিয়া অঞ্চল সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি.
কাল- ১৮৮১খ্রীঃ ১৬ নভেম্বর.
পাত্র- শ্রী রামকৃষ্ণ, সুরেন্দ্রনাথমিত্র, ভক্তবৃন্দ এবং নরেন্দ্রনাথ.
97. শ্রী রামকৃষ্ণের দীর্ঘপিপাসা কীভাবে নিবারিত হয়েছিল?
উত্তর:- উত্তর সাধকের মুখপদ্ম দর্শন করে শ্রীরামকৃষ্ণের দীর্ঘপিপাসা নিবারিত হয়েছিল.
98. শ্রীরামকৃষ্ণের বাক্য থেকে কি নির্গত হয়?
উত্তর:- অমৃতধারা.
99. নরেন্দ্রনাথের ভক্তি মাহাত্ম্য কেমন ছিল?
উত্তর:- অপরিমিত.
100. ভারতবিবেকম্ কি মূলক কাব্য?
উত্তর:- জীবনীমূলক.
101. ভারতবিবেকম নাটকে দেবী ভবতারিনী নরেন্দ্রনাথকে কী নামে সম্বন্ধ করেছ?
উত্তর:- শ্যামা.
102. নরেন্দ্রনাথের অবিশ্বাস কী ছিল?
উত্তর:- মানবশরীরে ভগবান সত্ত্বারোপ.
103. শ্রীরামকৃষ্ণের হাসি থেকে কী বার হয়?
উত্তর:- অরুনকিরনরশ্মি.
104. নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কোথায় দেখা হয়েছিল?
উত্তর:- কলকাতার শিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথের বাড়িতে.
105. সুরেন্দ্রনাথ কে?
উত্তর:- ভারতবিবেকম্ নাটকে একটি চরিত্র সুরেন্দ্রনাথ মিত্র. তিনি শ্রী রামকৃষ্ণের পরমভক্ত. কলকাতার সিমুলিয়া অঞ্চলে তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ স্বয়ং এসেছে.
106. শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর কাছে কি প্রার্থনা করেছিলেন?
উত্তর:- শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর কাছে সুখ ও ঐশ্বর্য নয়, তার উত্তর সাধক পাওয়ার ইচ্ছা জানিয়ে ছিলেন. যিনি জীব সেবায় প্রতি হবেন.
107. নরেন্দ্রনাথ প্রথম জীবনে কোন ধর্মে বিশ্বাসী ছিলেন এই জন্য তিনি প্রতিদিন কোথায় যেতেন?
উত্তর:- ব্রাহ্ম ধর্মের বিশ্বাসী ছিলেন.
এই জন্য তিনি প্রতিদিন ব্রহ্মমন্দির যেতেন.
108. নরেন্দ্রনাথ রামকৃষ্ণকে কোন সঙ্গীত শুনিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন গান শুনতে চেয়েছিলেন ?
উত্তর:- শ্যামা সংগীত.
109. রামকৃষ্ণদেবের শরীর হতে কি নির্গত হচ্ছে?
উত্তর:- জ্যোতির্ধারা.
110. রামকৃষ্ণের বাক্য থেকে কী নির্গত হচ্ছে?
উত্তর:- সুধা বা অমৃত.
111. নরেন্দ্রনাথ কোন বংশের সন্তান ছিলেন?
উত্তর:- দত্ত বংশের.
112. শ্রী রামকৃষ্ণদেব প্রথমে কার বন্দনা করেছেন?
অথবা কাকে জননী হিসেবে সম্বোধন করেছেন?
অথবা কার জয়গান করেছেন?
উত্তর:- ভবতারিণী.
113. রামকৃষ্ণের মতে কোন বয়স শিক্ষার জন্য যথার্থ?
উত্তর:- তরুণ বয়স.
114. নরেন্দ্রনাথের চক্ষু কেমন ছিল?
উত্তর:- নরেন্দ্রনাথের চক্ষু ছিল আকর্ণ বিস্তৃত.
115. রামকৃষ্ণ কাকে শুভঙ্কর শিব বলে সম্বোধন করেছেন?
উত্তর:- নরেন্দ্রনাথকে.
116. অর্থ লিখ .
উত্তর:- i . সৌদামিনী- বিদ্যুৎ.
ii . ক্লিশ্নতি-কষ্ট দিচ্ছে.
iii . নৃমুণ্ডমালিনী- ভবতারিনী.
117. শ্রীরামকৃষ্ণের মধ্যে মানসপুত্র কে?
উত্তর:- নরেন্দ্রনাথ.
” ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন / একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ও উত্তর । Class 11 Sanskrit Suggestion / Class 11 Sanskrit Question and Answer / Class 11 Sanskrit Suggestion / Class 11 Pariksha Sanskrit Suggestion / Sanskrit Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Sanskrit Suggestion FREE PDF Download)
ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর
(Class 11 Sanskrit Suggestion / West Bengal XI XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Sanskrit Suggestion / Class 11 Sanskrit Question and Answer / Class 11 Sanskrit Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Sanskrit EXiam Guide / Class 11 Sanskrit Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Sanskrit Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Sanskrit Suggestion FREE PDF Download) সফল হবে।
ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর
ভারতবিবেকম্ Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর। ভারতবিবেকম্ MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ MCQ প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – ভারতবিবেকম্
একাদশ শ্রেণির সংস্কৃত ভারতবিবেকম্ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতবিবেকম্ Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – ভারতবিবেকম্ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতবিবেকম্ MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি সংস্কৃত | Class 11 Sanskrit
একাদশ শ্রেণি সংস্কৃত (Class 11 Sanskrit ) – ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর | ভারতবিবেকম্ | Class 11 Sanskrit Suggestion একাদশ শ্রেণি সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণির সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন উত্তর | Class 11 Sanskrit Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ | একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ | একাদশ শ্রেণীর সংস্কৃত সহায়ক – ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit Question and Answer, Suggestion | Class 11 Sanskrit Question and Answer Suggestion | Class 11 Sanskrit Question and Answer Notes | West Bengal Class 11th Sanskrit Question and Answer Suggestion.
WBBSE Class 11th Sanskrit Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্
একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Sanskrit Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর | ভারতবিবেকম্ । Class 11 Sanskrit Question and Answer Suggestion.
WBBSE Class 11 Sanskrit Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতবিবেকম্ | Class 11 Sanskrit Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Sanskrit Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Sanskrit Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ | Class 11 Sanskrit Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ প্রশ্ন ও উত্তর Class 11 Sanskrit Question and Answer একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Sanskrit Suggestion | একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ MCQ প্রশ্ন ও উত্তর
Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত – ভারতবিবেকম্ MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Sanskrit Question and Answer Suggestion একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Sanskrit Suggestion Download WBBSE Class 11th Sanskrit short question suggestion . Class 11 Sanskrit Suggestion download Class 11th Question Paper Sanskrit. WB Class 11 Sanskrit suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.
ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 11 Sanskrit Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Sanskrit Suggestion with 100% Common in the EXiamination .Class XI XI Sanskrit Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Sanskrit Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI XI Sanskrit Suggestion is provided here. Class 11 Sanskrit Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer with FREE PDF Download Link
ভারতবিবেকম্ একাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 11 Sanskrit Question and Answer