দশম শ্রেণীর ভূগোল : বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter II] Question and Answer
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. অন্যতম গ্রিনহাউস গ্যাস মিথেনের প্রধান উৎস হল –
(A) কয়লা
(B) রেফ্রিজারেটর
(C) খনিজ তেল
(D) ধানজমি
Ans: (D) ধানজমি
2. ভারতের কোন্ শহরটিতে বার্ষিক উষ্ণতার প্রসার বেশি ?
(A) দিল্লি
(B) মুম্বাই
(C) কোচিন
(D) চেন্নাই
Ans: (A) দিল্লি
3. কোন্ পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ।
(A) পরিচলন
(B) অ্যাডভেকশন
(C) পরিবহণ
(D) বিকিরণ
Ans: (D) বিকিরণ
4. নিম্নলিখিত কোন্ মৃত্তিকায় তাপবিকিরণ সর্বাধিক ?
(A) পলি
(B) রেগুর
(C) পডজল
(D) বালি
Ans: (D) বালি
5. সূর্যের বহিঃপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় –
(A) ৬০০ ° C
(B) ৬oooºC
(C) ৬০,০০০০ ° C
(D) ৬০,০০০ ° C
Ans: (B) ৬oooºC
6. নিষ্ক্রিয় সৌরতাপ বলতে কাকে বোঝায় ?
(A) কার্যকারী সৌরবিকিরণ
(B) নিটবিকিরণ
(C) পার্থিব বিকিরণ
(D) পৃথিবীর অ্যালবেডো
Ans: (D) পৃথিবীর অ্যালবেডো
7. পার্থিব বিকিরণের পরিমাণ কত ?
(A) ৩৪ %
(B) ৪৮ %
(C) ৬৬ %
(D) ৭৮ %
Ans: (B) ৪৮ %
8. নিম্নলিখিত কোন্ অক্ষাংশে গড় তাপমাত্রা বেশি হবে ?
(A) ১০ ° উত্তর
(B) ২০ ° দক্ষিণ
(C) ৮০ ° উত্তর
(D) ৬০ ° দক্ষিণ
Ans: (A) ১০ ° উত্তর
9. পশ্চিমবঙ্গের কোন্খানটিতে বার্ষিক গড় উষ্ণতা কম হবে ?
(A) কলকাতা
(B) শিলিগুড়ি
(C) কৃষ্ণনগর
(D) দার্জিলিং
Ans: (D) দার্জিলিং
10. কোন অক্ষরেখায় সারাবছর গড় লম্বসূর্যরশ্মি সর্বাধিক –
(A) 0 °
(B) 23 1/2°
(C) ৯০ উত্তর
(D) ৬৬1/2°
Ans: (A) 0 °
11. পৃথিবীর চিরবসন্তের শহর কাকে বলা হয় –
(A) লন্ডন
(B) প্যারিস
(C) কুইটো
(D) সিডনি
Ans: (C) কুইটো
12. কোন্ অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতার প্রসর সবচেয়ে কম –
(A) উপকূল অঞ্চল
(B) পার্বত্য অঞ্চল
(C) মরুভূমি অঞ্চল
(D) মালভূমি অঞ্চল
Ans: (A) উপকূল অঞ্চল
13. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার হল –
(A) ২.৪ ° C / কিমি
(B) ৪.৬ ° C / কিমি
(C) / ৬.৪ ° C / কিমি
(D) ৮.৬ ° C / কিমি
Ans: (C) / ৬.৪ ° C / কিমি
14. নিম্নলিখিত কোন্ মাটির তাপবিকিরণ ক্ষমতা তুলনামূলক বেশি—
(A) রেগুর মাটি
(B) ল্যাটেরাইট মাটি
(C) পলি মাটি
(D) পডজল মাটি
Ans:
15. উপকূল সমভাবাপন্ন হওয়ার কারণ –
(A) লম্ব সূর্যরশ্মি
(B) তির্যক সূর্যরশ্মি
(C) সারাবছর বৃষ্টি পড়ল
(D) সমুদ্রবায়ু ও স্থলবায়ুর প্রভাব
Ans: (D) সমুদ্রবায়ু ও স্থলবায়ুর প্রভাব
16. কোন্ বায়ু বসন্তকালে উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলের উষ্ণতাকে হঠাৎ বাড়িয়ে দেয় –
(A) চিনুক
(B) রিজার্ড
(C) ফন
(D) সান্টাআনা
Ans: (A) চিনুক
17. কার্যকারী সৌর কিরণের যে অংশ সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে উত্তপ্ত করে তার পরিমাণ হল –
(A)৫৫.০০%
(B)৩৫.০০%
(C)২৫.০০%
(D)১৫.০০%
উত্তর : (D)১৫.০০%
18. পাশাপাশি অবস্থিত অনুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অবসরের প্রক্রিয়াকে বলে –
(A)পরিচলন
(B)বিকিরণ
(C)পরিবহন
(D)অ্যাডভেকশন
উত্তর : (C)পরিবহন
19. বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হল –
(A)অ্যানিমোমিটার
(B)ব্যারোমিটার
(C)থার্মোমিটার
(D)হাইগ্রোমিটার
উত্তর : (C)থার্মোমিটার
20. সমান উষ্ণতা যুক্ত স্থান গুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে –
(A)সমাপ্রেষ রেখা
(B)সমোষ্ণ রেখা
(C)সমবর্ষণ রেখা
(D)সমোন্নতি রেখা
উত্তর : (B)সমোষ্ণ রেখা
21. কোন নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকে বলে –
(A)নিরপেক্ষ
(B)বিশেষ আর্দ্রতা
(C)আপেক্ষিক
(D)সাপেক্ষ
উত্তর : (A)নিরপেক্ষ
22. নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলরাশি তার সমপরিমাণ স্থলভাগ অপেক্ষা বেশি তাপ গ্রহণ করে –
(A)১/৪ গুণ
(B)১/৩ গুণ
(C)১/২ গুণ
(D)১ গুণ
উত্তর : (A)১/৪ গুণ
23. অন্যতম গ্রিনহাউস গ্যাস মিথেনের প্রধান উৎস হল –
(A)কয়লা
(B)খনিজ তেল
(C)রেফ্রিজারেটর
(D)ধান জমি
উত্তর : (D)ধান জমি
24. নিষ্ক্রিয় সৌরতাপ বলতে বোঝায় –
(A)পৃথিবীর অ্যালবেডোকে
(B)কার্যকরী সৌরবিকিরণকে
(C)পার্থিব বিকিরণকে
(D)নিট বিকিরণকে
উত্তর : (A)পৃথিবীর অ্যালবেডোকে
25. পৃথিবীর চির বসন্তের শহর বলা হয় –
(A)লন্ডনকে
(B)প্যারিসকে
(C)নিউইয়র্ককে
(D)কুইটোকে
উত্তর : (D)কুইটোকে
26. প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত কোন অবস্থায় ভারতে খরা পরিস্থিতি দেখা যায় –
(A)লা নাদা
(B)লা নিনা
(C)এল নিনো
(D)কোনোটিই নয়
উত্তর : (C)এল নিনো
27. সূর্যকিরণের যে – অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না তাকে বলে –
(A) অ্যালবেডা
(B) Solar Constant
(C) ইনসোলেশন
(D) Heat Budget
Ans: (A) অ্যালবেডা
28. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ—
(A) ৬৬ %
(B) ৩৪ %
(C) ১৯ %
(D) ৪৭ %
Ans: (B) ৩৪ %
29. কার্যকারী সৌর বিকিরণের মোট পরিমাণ –
(A) ৪৭ %
(B) ৩৪ %
(C) ৬৬ %
(D) ১৯ %
Ans: (C) ৬৬ %
30. কার্যকারী সৌর বিকিরণের যে অংশ সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তার পরিমাণ –
(A) ৪৭ %
(B) ১৫ %
(C) ৬৬ %
(D) ৩৪ %
Ans: (B) ১৫ %
31. কার্যকারী সৌর বিকিরণের যে – অংশ ভূপৃষ্ঠ সরাসরি শোষণ করে তার পরিমাণ –
(A) ১৯ %
(B) ৬৬ %
(C) ৪৮ %
(D) ৩৪ %
Ans: (C) ৪৮ %
32. পৃথিবীর অ্যালবেডোর যে – অংশ মেঘ দ্বারা প্রতিফলিত হয় তার পরিমাণ –
(A) ৭ %
(B) ২ %
(C) ২৫ %
(D) ৩৪ %
Ans: (C) ২৫ %
33. পৃথিবীর অ্যালবেডোর যে অংশ বায়ুস্থিত ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয় তার পরিমাণ –
(A) ৭ %
(B) ৩৪ %
(C) ২৫ %
(D) ৩ %
Ans: (D) ৩ %
34. পাশাপাশি অবস্থিত অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অপসারণ প্রক্রিয়াকে বলে –
(A) পরিচলন
(B) বিকিরণ
(C) অ্যাডভেকশন
(D) পরিবহণ
Ans: (D) পরিবহণ
35. যে পদ্ধতিতে তাপ কোনো জড়মাধ্যম ছাড়াও ঠান্ডা স্থানে সঞ্চালিত হয় তাকে বলে –
(A) পরিবহণ
(B) বিকিরণ
(C) অ্যাডভেকশন
(D) পরিচলন
Ans: (C) অ্যাডভেকশন
36. চন্দ্র যে পদ্ধতিতে সূর্যকিরণ বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলে –
(A) পরিচলন
(B) পরিবহণ
(C) বিকিরণ
(D) অ্যাডভেকশন
Ans: (C) বিকিরণ
37. নীচ থেকে উপরে ও উপর থেকে নীচে বায়ু চলাচলের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হবার পদ্ধতিকে বলে –
(A) পরিবহণ
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) তাপশোষণ
Ans: (B) পরিচলন
38. বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম –
(A) থার্মোমিটার
(B) হাইগ্রোমিটার
(C) ফারেনহাইট
(D) অ্যানিমোমিটার
Ans: (A) থার্মোমিটার
39. ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক –
(A) ১২ ° F
(B) ২১২ ° F
(C) ৩২ ° F
(D) 0 ° F
Ans: (C) ৩২ ° F
40. সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক –
(A) ৩২ ° C
(B) ২১২ ° C
(C) ১০০ ° C
(D) ১২ ° C
Ans: (C) ১০০ ° C
41. সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে –
(A) সমপ্রেষ রেখা
(B) সমবর্ষণ রেখা ।
(C) সমোন্নতি রেখা
(D) সমষ্ণরেখা
Ans: (D) সমষ্ণরেখা
42. ( ২৩ ,১/২ ° – ৬৬ ১ / ২ ° উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থান যে তাপবলয়ের অন্তর্গত তাকে বলে –
(A) উত্তর নাতিশীতোয়মণ্ডল
(B) দক্ষিণ নাতিশীতোয়মণ্ডল
(C) উত্তর হিমমণ্ডল
(D) উষ্ণমণ্ডল
Ans: (A) উত্তর নাতিশীতোয়মণ্ডল
43. ৪৫ ° – ৬৬ ১ / ২ ° পর্যন্ত অঞ্চল—
(A) শীতল নাতিশীতোয়মণ্ডল
(B) উষ্ণ নাতিশীতোয়মণ্ডল
(C) উষ্ণমণ্ডল
(D) উত্তর হিমণ্ডলের অন্তর্গত
Ans: (A) শীতল নাতিশীতোয়মণ্ডল
44. কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট পরিমাণকে বলে –
(A) আপেক্ষিক
(B) বিশেষ আর্দ্রতা
(C) সাপেক্ষ
(D) নিরপেক্ষ
Ans: (D) নিরপেক্ষ
45. প্রতি ৩০০ ফুট উচ্চতায় উষ্ণতা হ্রাস পায়—
(A) ১ ° F হারে
(B) ২ ° F হারে
(C) ৩ ° F হারে
(D) ৬.৪ ° F হারে
Ans: (C) ৩ ° F হারে
46. নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলরাশি তার সমপরিমাণ স্থলভাগ অপেক্ষা বেশি তাপ গ্রহণ করে ।
(A) 1/4 গুণ
(B) 1/3 গুণ
(C) ½ গুন
(D) 1 গুন
Ans: (A) 1/4 গুণ
47. দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস হল –
(A) জুলাই
(B) সেপ্টেম্বর
(C) জানুয়ারি
(D) নভেম্বর
Ans: (C) জানুয়ারি
48. উত্তর গোলার্ধের শীতলতম মাস হল
(A) মার্চ
(B) জানুয়ারি
(C) জুলাই
(D) ডিসেম্বর
Ans: (C) জুলাই
49. বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি লক্ষ করা যায় সেটি হল –
(A) CO²
(B) CFC
(C) NH³
(D) NO²
Ans: (A) CO²
50. উত্তর গোলার্ধের উষ্ণতম মাস –
(A) ডিসেম্বর
(B) মার্চ
(C) জুলাই
(D) জানুয়ারি
Ans: (C) জুলাই
51. এল নিনোর সর্বাধিক প্রভাব পরিলক্ষিত হয় –
(A) প্রশান্ত মহাসাগরে
(B) ভারত মহাসাগরে
(C) উত্তর আটলান্টিক মহাসাগরে
(D) দক্ষিণ কুমেরু মহাসাগরে
Ans: (A) প্রশান্ত মহাসাগরে
52. কোন্টি এল নিনো অবস্থায় দেখা যায় ?
(A) প্রশান্ত মহাসাগরের
(B) প্রশান্ত মহাসাগরের পূর্বে প্রবল বৃষ্টি
(C) প্রশান্ত মহাসাগরের পূর্বে খরা
(D) কোনোটিই নয়
Ans: (B) প্রশান্ত মহাসাগরের পূর্বে প্রবল বৃষ্টি
53. কোনটি গ্রিনহাউস গ্যাস – এর অন্তর্গত নয় –
(A) অক্সিজেন
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রাস অক্সাইড
(D) মিথেন
Ans: (A) অক্সিজেন
54. সর্বনিম্ন উষ্ণতা রেকর্ড হয় কোন্ সময়ে ?
(A) সকাল ১০ টায়
(B) দুপুরবেলা
(C) সন্ধ্যাবেলা
(D) ভোরবেলা
Ans: (D) ভোরবেলা
55. কোন্খানে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা যোগ করে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় ?
(A) দৈনিক গড় উষ্ণতা
(B) দৈনিক উষ্ণতার প্রসর
(C) সর্বনিম্ন উষ্ণতা
(D) সর্বোচ্চ উষ্ণতা
Ans: (D) সর্বোচ্চ উষ্ণতা
56. প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত কোন অবস্থায় ভারতে খরা দেখা দেয় –
(A) লা – নাদা
(B) লা – নিনা
(C) এল নিনো
(D) কোনোটিই নয়
Ans: (C) এল নিনো
57. বিকিরণ পদ্ধতি সর্বাধিক কার্যকর হয় কোন সময়ে ?
(A) সকাল ১০ টায়
(B) দুপুর ২ টোয়
(C) বিকাল ৪ টায়
(D) রাত্রি ৮ টায়
Ans: (D) রাত্রি ৮ টায়
58. কোনটি সমোষ্ণরেখার ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
(A) সমোষ্ণরেখার মান নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমে
(B) সমোষ্ণরেখার প্রায় অক্ষরেখার সমান্তরালে থাকে
(C) সমোষ্ণরেখা সমুদ্রে একে অপরের প্রায় সমান্তরাল
(D) স্থলভাগে সমোষ্ণরেখা একে অপরকে ছেদ করে ।
Ans: (D) স্থলভাগে সমোষ্ণরেখা একে অপরকে ছেদ করে ।
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion
1. কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের অবস্থাকে কী বলে ?
Ans: আবহাওয়া ।
2. কোনো অঞ্চলের ৩০-৩৫ বছরের আবহাওয়ার গড়কে কী বলে ?
Ans: জলবায়ু ।
3. দিনের কোন সময়ে তাপমাত্রা সবথেকে বেশি হয় ?
Ans: দুপুর ২ টোর সময় ।
4. ফারেনহাইট স্কেলের স্ফুটনাঙ্ক কত ?
Ans: ২১২ ° F
5. কোন্ থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয় ?
Ans: সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার ।
6. উষ্ণতা মাসের মোট দিনের সংখ্যা কোন্ তাপমণ্ডলে শীতঋতু বেশি পরিলক্ষিত হয় না ?
Ans: উষ্ণমণ্ডলে ।
7. কোন্ তাপমণ্ডলে উষ্ণতা সারাবছরই ০ ° C- এর কম থাকে ?
Ans: হিমমণ্ডলের ।
8. গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে ?
Ans: বিশ্ব উষ্ণায়ন ও গ্লোবাল ওয়ার্মিং ।
9. যে – কোনো দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ।
Ans: কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরোফ্লুরোকার্বন ।
10. কোন্ তাপমণ্ডলে সারাবছর দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান ।
Ans: উষ্ণমণ্ডল ।
11. বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলি কী কী ?
Ans: বিকিরণ , পরিচলন এবং পরিবহণ পদ্ধতি ।
12. কোনো স্থানের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উদ্ধৃতার পার্থক্যারে কী বলে ?
Ans: দৈনিক উষ্ণতার প্রসর ।
13. মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী ?
Ans: শীতকালীন ও গ্রীষ্মকালীন তাপমাত্রার বিরাট ব্যবধান ।
14. নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে প্রতি ১ ° অক্ষাংশের তফাতে উত্তাপ কত ডিগ্রি হারে কমতে থাকে ?
Ans: ০.২৮ ° C ।
15. সূর্যরশ্মির পতনকোণের পার্থক্যে তাপের কী তফাৎ ঘটে ।
Ans: লম্বভাবে পতিত সূর্যরশ্মি তির্যকভাবে পতিত সূর্যরশ্মিশ্ম চেয়ে বেশি উষ্ণ হয় ।
16. এল নিনো শব্দের অর্থ কী ?
Ans: স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ Christ Child বা বাংলায় শিশু খ্রিস্ট ।
17. সর্বাধিক এল নিনো প্রভাবিত অঞ্চল কোনটি ?
Ans: ক্রান্তীয়মণ্ডলে প্রশান্ত মহাসাগরের উভয় দিক ।
18. অধঃক্ষেপণের সাথে বায়ুর উষ্ণতার সম্পর্ক নির্ণয় করো ।
Ans: অধঃক্ষেপণ বেশি হলে উষ্ণতা কমে এবং অধঃক্ষেপণ কমলে উষ্ণতা বাড়ে ।
19. সমুদ্র থেকে দূরবর্তী স্থানের জলবায়ু কী প্রকৃতির হয় ।
Ans: চরমভাবাপন্ন ।
20. পার্থিব বিকিরণের পরিমাণ কত ?
Ans: ৪৮ % ।
21. সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের উদ্ভাবন কে করেন ?
Ans: James Six .
22. পৃথিবীর অক্ষ মেরুরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে ?
Ans: ২৩ / ২ ° ।
23. চিরবসন্তের শহর কাকে বলা হয় ?
Ans: ইকুয়েডরের রাজধানী কুইটো ।
24. মানচিত্রে কোন্ রেখার সাহায্যে উষ্ণতা সম্পর্কে ধারণা পাওয়া যায় ?
Ans: সমোয়রেখা ।
” বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography Exam Guide / Class 10 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়)
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Suggestion দশম শ্রেণি ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer, Suggestion | Class 10 Geography Question and Answer Suggestion | Class 10 Geography Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10th Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়)
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) । Class 10 Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর । বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
Class 10 Geography Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 10 Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer with FREE PDF Download Link
বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer