নবম শ্রেণীর ভূগোল : পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – VIII] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ভূগোল : পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – VIII] Question and Answer

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer : পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. গঙ্গা মুর্শিদাবাদের কোন অংশে দুটি ভাগে ভাগ হয়েছে?

[[A] ভগবানগোলা

[[B] ভগবানপুর

[[C] ভগবাননগর

[[D] কোনটিই নয়

উত্তর:- [[A] ভগবানগোলা অংশে দুটি ভাগে ভাগ হয়েছে।

2. পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত?

[[A] 4টি

[[B] 6টি

[[C] 7টি

[[D] 5টি

উত্তর:- [[D] 5টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত।

3. উত্তরবঙ্গের বৃহত্তম নদী—

[[A] তিস্তা

[[B] তোর্সা

[[C] বালাসন

[[D] জলঢাকা

উত্তর:- [[A] তিস্তা

4. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে—

[[A] দিয়ারা

[[B] বরেন্দ্রভূমি

[[C] তাল

[[D] ডুয়ার্স

উত্তর:- [[A] দিয়ারা

5. পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত –

[[A] ঘাটালের

[[B] চণ্ডিপুরের

[[C] শান্তিপুরের

[[D] বিষ্ণুপুরের

উত্তর:- [[D] বিষ্ণুপুরের

6. লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হল—

[[A] খড়গপুর

[[B] কাকদ্বীপ

[[C] দুর্গাপুর

[[D] ইসলামপুর

উত্তর:- [[C] দুর্গাপুর

7. সল্টলেকে গড়ে উঠেছে –

[[A] লৌহ ইস্পাত শিল্প

[[B] তথ্যপ্রযুক্তি শিল্প

[[C] পাট শিল্প

[[D] কার্পাস বয়ন শিল্প

উত্তর:- [[B] তথ্যপ্রযুক্তি শিল্প

8. পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর –

[[A] দিঘা

[[B] কাহি

[[C] তমলুক

[[D] ঘাটাল

উত্তর:- [[C] তমলুক

9. জলঢাকা নদীর একটি উপনদী হল—

[[A] রিলি

[[B] সেবক

[[C] ডায়না

[[D] বালাসন

উত্তর:- [[C] ডায়না

10. মৎস্য বন্দর গড়ে উঠেছে –

[[A] শংকরপুরে

[[B] কৃষ্ণনগরে

[[C] বাঁকুড়াতে

[[D] বালুরঘাটে

উত্তর:- [[A] শংকরপুরে

11. পার্বত্য অঞ্চলের মাটিতে ভালো জন্মায়—

[[A] জাম

[[B] কাঁঠাল

[[C] আতা

[[D] কমলালেবু

উত্তর:- [[D] কমলালেবু

12. মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে—

[[A] দিয়ারা

[[B] বরেন্দ্রভূমি

[[C] তাল

[[D] ডুয়ার্স

উত্তর:- [[A] দিয়ারা

13. পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা—

[[A] 2

[[B] 3

[[C] 4

[[D] 5

উত্তর:- [[B] 3

14. তথ্য আদানপ্রদানকারী, হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত কার্যাবলির একত্রীকরণ হল—

[[A] পর্যটন শিল্প

[[B] তাঁত শিল্প

[[C] তথ্যপ্রযুক্তি শিল্প

[[D] খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প

উত্তর:- [[C] তথ্যপ্রযুক্তি শিল্প

15. একটি চিরপ্রবাহী নদী হল—

[[A] রূপনারায়ণ

[[B] ইছামতী

[[C] তিস্তা

[[D] সুবর্ণরেখা

উত্তর:- [[C] তিস্তা

16. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার প্রায়—

[[A] 650 কিলোমিটার

[[B] 325 কিলোমিটার

[[C] 395 কিলোমিটার

[[D] 610 কিলোমিটার

উত্তর:- [[B] 325 কিলোমিটার

17. বরাকর নদীর উৎস নদী—

[[A] গঙ্গা

[[B] মহানদী

[[C] দামোদর

[[D] তিস্তা

উত্তর:- [[C] দামোদর

18. উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল-

[[A] নদীগুলি খরস্রোতা নয়

[[B] বরফগলা জলে পুষ্ট

[[C] নদীগুলির অসংখ্য শাখানদী আছে।

[[D] অধিকাংশ নদী পশ্চিমবাহিনী

উত্তর:- [[B] বরফগলা জলে পুষ্ট।

19. ঠিক জোড়াটি নির্বাচন করো –

[[A] দামোদর নদ – পশ্চিমের উত্তরের পার্বত্য অঞ্চল

[[B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান

[[C] পডসল মৃত্তিকা – পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল

[[D] অ্যালপাইন উদ্ভিদ – সুন্দরবন অঞ্চল

উত্তর:- [[B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান।

20. ঠিক জোড়াটি নির্বাচন করো-

[[A] তিস্তা নদী- জোয়ারের জলে পুষ্ট

[[B] দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি

[[C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম

[[D] পাইন – ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তর:- [[C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম।

21. উত্তর-পূর্ব ভারতের ‘প্রবেশদ্বারহল –

 [A] শিলিগুড়ি

 [B] শিলং

[C] কলকাতা

 [D] সুন্দরবন

উত্তর:-  [A] শিলিগুড়ি

22. পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে

[A] কর্কটক্রান্তি রেখা

 [B] মকরক্রান্তি রেখা

[C] বিষুবরেখা

 [D] মূলমধ্যরেখা

উত্তর:- [A] কর্কটক্রান্তি রেখা

23. আয়তনে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হল –

[A] দ্বিতীয়

 [B] তৃতীয়

[C] চতুর্থ

[D] পঞ্চম

উত্তর:-  [B] তৃতীয়

24. সবচেয়ে বেশি উড়িষ্যা ,বিহার ,পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান—

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

 [D] চতুর্থ

উত্তর:- [B] দ্বিতীয়

25. উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল-

[A] নদীগুলি খরস্রোতা নয়

[B] বরফগলা জলে পুষ্ট

[C] নদীগুলির অসংখ্য শাখানদী আছে।

[D] অধিকাংশ নদী পশ্চিমবাহিনী

উত্তর- উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হল- [B] বরফগলা জলে পুষ্ট।

26. ঠিক জোড়াটি নির্বাচন করো –

[A] দামোদর নদ – পশ্চিমের উত্তরের পার্বত্য অঞ্চল

[B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান

[C] পডসল মৃত্তিকা – পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল

[D] অ্যালপাইন উদ্ভিদ – সুন্দরবন অঞ্চল

উত্তর- [B] কালিম্পং জেলা – সমুদ্র থেকে দূরবর্তী স্থান।

27. ঠিক জোড়াটি নির্বাচন করো-

[A] তিস্তা নদী- জোয়ারের জলে পুষ্ট

[B] দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি

[C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম

[D] পাইন – ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তর- [C] মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা – জলধারণ ক্ষমতা কম।

28. গঙ্গা মুর্শিদাবাদের কোন অংশে দুটি ভাগে ভাগ হয়েছে?

[A] ভগবানগোলা

[B] ভগবানপুর

[C] ভগবাননগর

[D] কোনটিই নয়

উত্তর – গঙ্গা মুর্শিদাবাদের [A] ভগবানগোলা অংশে দুটি ভাগে ভাগ হয়েছে।

29. পশ্চিমবঙ্গ কয়টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত?

[A] 4টি

[B] 6টি

[C] 7টি

[D] 5টি

উত্তর – পশ্চিমবঙ্গ [D] 5টি প্রতিবেশী রাজ্য দ্বারা পরিবেষ্টিত।

30. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ভাগ করা যায়—

[A] ২টি ভাগে

[B] ৩টি ভাগে

[C] ৪টি ভাগে

 [D] ৫টি ভাগে |

উত্তর:- খ] ৩টি ভাগে

31. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল—

[A] কাঞ্চনজঙ্ঘা

[B] সান্দাকফু

[C] টাইগার হিল

[D] কোনোটাই নয় সুন

উত্তর:- [B] সান্দাকফু

32. সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের—

[A] উত্তরের সমভূমি

[B] গাঙ্গেয় বদ্বীপ

[C] সুন্দরবন

[D] মেদিনীপুর |

উত্তর:-  [C] সুন্দরবন

33. নিয়মিত জোয়ারভাটা হয় পশ্চিমবঙ্গের—

[A] মাতলা

[B] লিস

[C] সুবর্ণরেখা

[D] তিস্তা নদীতে

উত্তর:- [A] মাতলা

34. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল—

[A] ময়ূরাক্ষী

[B] তোর্সা

[C] বিদ্যাধরী

[D] জলঢাকা

উত্তর:- [A] ময়ূরাক্ষী

35. পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হল-

[A] মহানন্দা

 [B] দামোদর

 [C] পিয়ালি

[D] মেচি

উত্তর:-  [B] দামোদর

36. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদী হল –

[A] তিস্তা

[B] দামোদর

[C] গোসাবা

[D] সুবর্ণরেখা

উত্তর:- [A] তিস্তা

37. পশ্চিমবঙ্গে সারাবছরে ঋতু দেখা যায়—

[A] ৪টি

[B] ৫টি

[C] ৬টি

[D] ৭টি

উত্তর:-  [A] ৪টি

38. পশ্চিমবঙ্গ—

[A] নিরক্ষীয় জলবায়ু,

[B] মৌসুমি জলবায়ু

[C] পার্বত্য জলবায়ু

[D] তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অন্তর্গত

উত্তর:-  [B] মৌসুমি জলবায়ু

39. পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায়-

[A] এপ্রিল-মে

[B] জুন-জুলাই

[C] আগস্ট-সেপ্টেম্বর

[D] মে-জুন মাসে

উত্তর:- [A] এপ্রিল-মে

40. পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় –

 [A] সুন্দরবন

 [B] দিঘা-শংকরপুর

 গ] পার্বত্য

[D] হাওড়া অঞ্চলে

উত্তর:-  [C] পার্বত্য

41. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল –

[A] সন্দাক্‌ফু

[B] ফালুট

[C] সবরগ্রাম

[D] টাংলু

উত্তরঃ- [A] সন্দাক্‌ফু

42. নিম্নলিখিত কোন্‌ নদীটিকে ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ বলা হত –

[A] অজয়

[B] ময়ূরাক্ষী

[C] শিলাই

[D] দামোদর

উত্তরঃ- [D] দামোদর

43. কোন্‌ অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় –

[A] পার্বত্য

[B] সুন্দরবন

[C] মালভূমি

[D] তরাই

উত্তরঃ- [B] সুন্দরবন

44. নিম্নলিখিত কোন্‌টি সোনালি তন্তু –

[A] কার্পাস

[B] চা

[C] পাট

[D] ধান

উত্তরঃ- [C] পাট

45. শৈলশহরের রানি বলা হত –

[A] দার্জিলিং

[B] কার্সিয়াং

[C] কালিম্পং

[D] মিরিখ

উত্তরঃ- [A] দার্জিলিং

46. নিম্নলিখিত কোন্‌টি ইস্পাত সংস্থা –

[A] NTPC

[B] NHPC

[C] SAIL

[D] MNRE

উত্তরঃ- [C] SAIL

47. ভারতের প্রথম বস্ত্র শিল্পকারখানা গড়ে ওঠে –

[A] হুগলি জেলায়

[B] নদীয়া জেলায়

[C] কলকাতা জেলায়

[D] হাওড়া জেলায়

উত্তরঃ- [D] হাওড়া জেলায়

48. কোন্‌টি বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল –

[A] শিলিগুড়ি

[B] ফারাক্কা

[C] হলদিয়া

[D] দুর্গাপুর

উত্তরঃ- [C] হলদিয়া

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Geography Question and Answer Suggestion

1. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।

উত্তর:- দামোদর, অজয়, ময়ূরাক্ষী।

2. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।

উত্তর:- হুগলী নদী।

3. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- ময়ূরাক্ষী।

4. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?

উত্তর:- গোরগাবুরু।

5. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা।

6. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- উপকূলের বালুকাময় সমভূমিতে।

7. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?

উত্তর:- ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।

8. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?

উত্তর:- ল্যাটেরাইট।

9. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?

উত্তর:- লবণাক্ত।

10. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

11. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

12. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

13. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।

উত্তর:- ব্রাহ্মণী।

14. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?

উত্তর:- মুণ্ডেশ্বরী।

15. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?

উত্তর:- দার্জিলিং –এ।

16. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?

উত্তর:- পুরুলিয়া জেলা।

17. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?

উত্তর:- দামোদর নদকে।

18. ‘তরাই’ কথাটির অর্থ কি?

উত্তর:- স্যাঁতস্যাঁতে

19. তিস্তা নদীর উৎস কি?

উত্তর:- জিমু হিমবাহ

20. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কি বলে?

উত্তর:- কালবৈশাখী

21. কোন্‌ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?

উত্তর:- বর্ধমান

22. পূর্বের শেফিল্ড কাকে বলা হয়?

উত্তর:- হাওড়াকে

23. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো।

উত্তর:- শংকরপুর ও কাকদ্বীপ।

24. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?

উত্তর:- আসানসোল।

25. পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর:- ৮৭৮৫৩ বর্গ কিমি।

26. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?

উত্তর:- তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।

27. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?

উত্তর:- ঘুম রেঞ্জ।

28. টাইগার হিলের উচ্চতা কত?

উত্তর:- ২,৫৭৩ মিটার।

29. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?

উত্তর:- ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।

30. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?

উত্তর:- গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।

31. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।

উত্তর:- বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া বীরভূম – মথুরাখালি মেদিনীপুর – বেলপাহাড়ী।

32. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা, জলঢাকা, মহানন্দা।

33. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।

34. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।

উত্তর:- বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।

35. বৃষ্টির জলে পুষ্ট – অজয়

জোয়ারের জলে পুষ্ট – মাতলা।

36. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।

উত্তর:- অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।

37. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।

উত্তর:- জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।

38. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?

উত্তর:- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

39. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?

উত্তর:- মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।

40. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর:- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

41. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?

উত্তর:- মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।

42. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?

উত্তর:- গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।

43. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?

উত্তর:- দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।

44. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?

উত্তর:- দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।

45. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উত্তর:- সান্দাকফু [৩৬৩০ মিটার]।

46. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

47. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।

48. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।

উত্তর:- দামোদর নদ।

49. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?

উত্তর:- শিলাবতী ও দারকেশ্বর।

50. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।

উত্তর:- হুগলী নদী।

51. সুন্দরবন নামকরণের কারণ কী?

উত্তর:- উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।

52. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?

উত্তর:- সুন্দরবন অঞ্চল।

53. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?

উত্তর:- সিঙ্গলিলা শৈলশিরা।

54. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উত্তর:- বক্সা দুয়ার-এ।

55. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।

56. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?

উত্তর:- গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।

57. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?

উত্তর:- পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।

58. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?

উত্তর:- ভাগীরথী হুগলী নদী।

59. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।

উত্তর:- পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

60. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

উত্তর:- কাঁসাই ও কেলেঘাই নদীর।

61. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

62. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

63. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

64. ______ একটি আত্মীয় বৃক্ষ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রডোডেনড্রন

65. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- শংকরপুর ও কাকদ্বীপ।

66. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আসানসোল।

67. দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার প্রাচীন পলিগঠিত ভূমিকে বরেন্দ্রভূমি বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

68. পেডং, কালিম্পং-এর নিকটে অবস্থিত একটি ছোটো শহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

69. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কালো বা ধূসর।

70. দার্জিলিং একটি শৈলশহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

71. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিস্তা।

72. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বর্ধমান

73. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পাট ও শন।

74. উত্তরবঙ্গের নদীগুলি খরস্রোতা বলে ______ উৎপাদনে সুবিধাজনক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জলবিদ্যুৎ

75. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বরফগলা

76. ______ নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পদ্মা

77. পশ্চিমবঙ্গের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

78. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 20 টি।

79. সুন্দরী গাছে শ্বাসমূল থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

80. ভাগীরথীর দুটি উপনদীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ময়ুরাক্ষী ও অজয়।

81. দামোদরের দুটি উপনদীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কোনার ও বরাকর।

82. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিস্তা।

83. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কালো বা ধূসর।

84. পশ্চিমবঙ্গের একটি সেচ খালের নাম হল কংসাবতী বাঁধ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য।

85. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়?

উত্তর:- কালো বা ধূসর।

86. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর:- তিস্তা।

87. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বর্ধমান

88. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো।

উত্তর:- চা ও পাট।

89. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী?

উত্তর:- আসানসোল।

90. পশ্চিমবঙ্গের আয়তন কত?

উত্তর:- ৮৭৮৫৩ বর্গ কিমি।

91. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?

উত্তর:- তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।

92. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?

উত্তর:- ঘুম রেঞ্জ।

93. টাইগার হিলের উচ্চতা কত?

উত্তর:- ২,৫৭৩ মিটার।

94. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?

উত্তর:- ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।

95. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?

উত্তর:- গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।

96. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।

উত্তর:- বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া বীরভূম – মথুরাখালি মেদিনীপুর – বেলপাহাড়ী।

97. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা, জলঢাকা, মহানন্দা।

98. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।

উত্তর:- সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।

99. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।

উত্তর:- বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।

100. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।

উত্তর:- অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।

101. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।

উত্তর:- জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।

102. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?

উত্তর:- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

103. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?

উত্তর:- মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।

104. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর:- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

105. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?

উত্তর:- মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।

106. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?

উত্তর:- গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।

107. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?

উত্তর:- দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।

108. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?

উত্তর:- দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।

109. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উত্তর:- সান্দাকফু [৩৬৩০ মিটার]।

110. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

111. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।

112. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।

উত্তর:- দামোদর নদ।

113. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?

উত্তর:- শিলাবতী ও দারকেশ্বর।

114. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।

উত্তর:- হুগলী নদী।

115. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।

উত্তর:- দামোদর, অজয়, ময়ূরাক্ষী।

116. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।

উত্তর:- হুগলী নদী।

117. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- ময়ূরাক্ষী।

118. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?

উত্তর:- গোরগাবুরু।

119. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উত্তর:- তিস্তা।

120. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?

উত্তর:- উপকূলের বালুকাময় সমভূমিতে।

121. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?

উত্তর:- ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।

122. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?

উত্তর:- ল্যাটেরাইট।

123. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?

উত্তর:- লবণাক্ত।

124. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

125. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উত্তর:- অযোধ্যা পাহাড়।

126. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত?

উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে।

127. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।

উত্তর:- ব্রাহ্মণী।

128. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?

উত্তর:- মুণ্ডেশ্বরী।

129. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?

উত্তর:- দার্জিলিং –এ।

130. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?

উত্তর:- পুরুলিয়া জেলা।

131. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?

উত্তর:- দামোদর নদকে।

132. সুন্দরবন নামকরণের কারণ কী?

উত্তর:- উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।

133. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?

উত্তর:- সুন্দরবন অঞ্চল।

134. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : মিথ্যা

135. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

136. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

137. ______ একটি আত্মীয় বৃক্ষ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : রডোডেনড্রন

138. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর : শংকরপুর ও কাকদ্বীপ।

139. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : আসানসোল।

140. দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার প্রাচীন পলিগঠিত ভূমিকে বরেন্দ্রভূমি বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

141. পেডং, কালিম্পং-এর নিকটে অবস্থিত একটি ছোটো শহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

142. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর : কালো বা ধূসর।

143. দার্জিলিং একটি শৈলশহর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

144. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর : তিস্তা।

145. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : বর্ধমান

146. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর : পাট ও শন।

147. উত্তরবঙ্গের নদীগুলি খরস্রোতা বলে ______ উৎপাদনে সুবিধাজনক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : জলবিদ্যুৎ

148. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : বরফগলা

149. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর : তিস্তা নদী।

150. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর : চা ও পাট।

151. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : আসানসোল।

152. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : 1,029 জন/বর্গকিমি

153. পশ্চিমবঙ্গের কোন্ দিকে হিমালয় পর্বত অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর : উত্তর দিকে।

154. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?

উত্তর:- সিঙ্গলিলা শৈলশিরা।

155. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উত্তর:- বক্সা দুয়ার-এ।

156. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।

157. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?

উত্তর:- গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।

158. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?

উত্তর:- পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।

159. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?

উত্তর:- ভাগীরথী হুগলী নদী।

160. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।

উত্তর:- পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

161. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

উত্তর:- কাঁসাই ও কেলেঘাই নদীর।

162. দার্জিলিং নেপাল সীমান্তে কোন্‌ শৈলশিরা অবস্থিত?

উত্তরঃ- সিঙ্গালিলা

163. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ- গোর্গাবুরু

164. ‘ডুয়ার্স’ কথাটির অর্থ কি?

উত্তরঃ- দরজা

165. পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখ।

উত্তরঃ- বাসমতি

166. আলিপুরদুয়ার জেলাটি ভেঙে কোন্‌ জেলার সৃষ্টি করা হয়েছে?

উত্তরঃ- জলপাইগুড়ি

167.  ‘তরাই’ কথাটির অর্থ কি?

উত্তরঃ- স্যাঁতস্যাঁতে

168. তিস্তা নদীর উৎস কি?

উত্তরঃ- জিমু হিমবাহ

169. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কি বলে?

উত্তরঃ- কালবৈশাখী

170. কোন্‌ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়?

উত্তরঃ- বর্ধমান

171. পূর্বের শেফিল্ড কাকে বলা হয়?

উত্তরঃ- হাওড়াকে

172. দার্জিলিং নেপাল সীমান্তে কোন্‌ শৈলশিরা অবস্থিত?

উত্তর:- সিঙ্গালিলা

173. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর:- গোর্গাবুরু

174. ‘ডুয়ার্স’ কথাটির অর্থ কি?

উত্তর:- দরজা

175. পশ্চিমবঙ্গে চাষ করা হয় এমন একটি সুগন্ধি ধানের নাম লেখ।

উত্তর:- বাসমতি

176. আলিপুরদুয়ার জেলাটি ভেঙে কোন্‌ জেলার সৃষ্টি করা হয়েছে?

উত্তর:- জলপাইগুড়ি

177. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো।

উত্তর:- পাট ও শন।

178. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- বরফগলা

179. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়।

উত্তর:- । ঠিক

180. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল সান্ডাকফু।

উত্তর:-  ঠিক

181. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ জোয়ারের জলে পুষ্ট – মাতলা।

উত্তর:-  মিথ্যা [শুশুনিয়া কোনো শৃঙ্গ নয় । পর্বতের নাম]

182. সিংগালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে।

উত্তর:-  ঠিক

183. গোসাবা নদীটি হল সুন্দরবন অঞ্চলের নদী।

উত্তর:-  ঠিক

184. কংসাবতী ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলদি নদী।

উত্তর:- । ঠিক

185. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট।

উত্তর:-  মিথ্যা। [নদীগুলি বৃষ্টির জ্লে পুষ্ট]

186. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া।

উত্তর:- ঠিক

187. তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর:-  ঠিক

188. সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও বনভূমি ‘বাদা’ নামে পরিচিত।

উত্তর:-  ঠিক

189. পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এপ্রিল-মে মাসে ঘূর্ণিঝড় হয় তা ‘আশ্বিনের ঝড়’ নামে পরিচিত।

উত্তর:-  মিথ্যা [আশ্বিনের ঝড় অক্টোবর নভেম্বর মাসে হয়। আর এপ্রিল মে মাসের যে ঝড়টি হয় সেটি হচ্ছে কালবৈশাখী]

190. দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জ শহর তিনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত।

উত্তর:- ঠিক

191. সিংগালিলা শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হল টাইগার হিল।

উত্তর:- ঠিক

192. সুন্দরবন অঞ্চলের বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে।

উত্তর:- ঠিক

193. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে?

উত্তর:- তিস্তা নদী।

194. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তিস্তা নদী।

195. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- চা ও পাট।

196. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আসানসোল।

197. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1,029 জন/বর্গকিমি

198. পশ্চিমবঙ্গের কোন্ দিকে হিমালয় পর্বত অবস্থিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- উত্তর দিকে।

199. কত সালে মেদিনীপুর জেলাকে দুটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 2002 সালের 1 জানুয়ারি।

” পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography  Exam Guide / Class 9 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer Suggestion। পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়]

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] | Class 9 Geography  Suggestion নবম শ্রেণি ভূগোলপশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল– পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer, Suggestion | Class 9 Geography  Question and Answer Suggestion | Class 9 Geography  Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়]

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন উত্তর | পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] । Class 9 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] | Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরপশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography  Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .Class Nine IXGeography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided here. Class 9 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer with FREE PDF Download Link

পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer পশ্চিমবঙ্গ [অষ্টম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad