নবম শ্রেণীর ভূগোল : আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – V] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ভূগোল : আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – V] Question and Answer

আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer : আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. শিলা চূর্ণবিচূর্ণ হওয়ার প্রক্রিয়ার নাম—

[A] ক্ষয়ীভবন

[B] নগ্নীভবন

[C] আবহবিকার

[D] পুষ্ঠিত ক্ষয়

উত্তর:- [C] আবহবিকার

2. শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয়, তা হল

[A] অঙ্গারযোজন

[B] আর্দ্রবিশ্লেষণ

[C] জলযোজন

[D] জারণ

উত্তর- শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয়, তা হল- [D] জারণ।

3. গ্রানাইট টর সৃষ্টি হয়-

[A] শল্কমোচন

[B] কার্বোনেশানে

[C] জলযোজনে

[D] কোনটিই নয়।

উত্তর- গ্রানাইট টর সৃষ্টি হয়- [A] শল্কমোচন।

4. উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে গালি ক্রমশ গভীর হয়ে যে ভয়াবহ ক্ষয় হয়, তাকে বলে-

[A] পাতক্ষয়

[B] র‍্যাভাইন ক্ষয়

[C] নালি ক্ষয়

[D] খাতক্ষয়

উত্তর- উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে গালি ক্রমশ গভীর হয়ে যে ভয়াবহ ক্ষয় হয়, তাকে বলে- [B] র‍্যাভাইন ক্ষয়।

5. শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়ায় তা হল-

[A] জারন

[B] জলযোজন

[C] আর্দ্রবিশ্লেষণ

[D] অঙ্গারযোজন

উত্তর- শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়ায় তা হল [A] জারন

6. ক্ষয়ীভবন একটি-

[A] স্থিতিশীল প্রক্রিয়া

[B] গতিশীল প্রক্রিয়া

[C] নিরপেক্ষ প্রক্রিয়া

[D] কোনটিই নয়

উত্তর- ক্ষয়ীভবন একটি [B] গতিশীল প্রক্রিয়া

7. আবহবিকার জাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে –

[A] ক্ষয়ীভবন

[B] বিচূর্ণীভবন

[C] নগ্নীভবন

[D] পুষ্ঠিত স্থলন

উত্তর:- [A] ক্ষয়ীভবন

8. আবহবিকারের সাথে অপসারণ যুক্ত হওয়াকে বলে—

[A] পুষ্ঠিত ক্ষয়

[B] বিচূর্ণীভবন

[D] ক্ষয়ীভবন

[C] নগ্নীভবন

উত্তর:- [C] নগ্নীভবন

9. স্কী বা ট্যালাস সৃষ্টি হয়—

[A] শঙ্কমোচনে

[B] প্রস্তর চাই খণ্ডীকরণে

[C] তুষারের কাজে

[D] ক্ষুদ্রকণা বিশ্বরণে

উত্তর:- [C] তুষারের কাজে

10. শিলার উপরিভাগ খোসার মতো খুলে যাওয়ার যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াটি হল-

[A] প্রস্তর চাই খণ্ডীকরণ

[B] শঙ্কমোচন

[C] ক্ষুদ্রকণা বিশরণ

[D] তুষারের কার্য

উত্তর:- [B] শঙ্কমোচন

11. শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের –

[A] অপসারণ ঘটে

[B] একই স্থানে থাকে

[C] নেমে আসে

[D] কোনোটিই নয়

উত্তরঃ- [B] একই স্থানে থাকে

12. সকল যান্ত্রিক আবহবিকারে নিম্নলিখিত কোন্‌ বিষয়টির ভূমিকা সর্বাধিক –

[A] আদ্রতা

[B] জল

[C] উষ্ণতা

[D] বায়ুর চাপ

উত্তরঃ- [C] উষ্ণতা

13. পিঁয়াজের খোলার মত শিলা স্তর খুলে যাওয়াকে –

[A] ক্ষুদ্রকণা বিশরণ

[B] শল্কমোচন

[C] পিণ্ডবিশরন

[D] জলযোজন

উত্তরঃ- [B] শল্কমোচন

14. নিম্নলিখিত কোন্‌ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে –

[A] নিরক্ষীয়

[B] ক্রান্তীয় মৌসুমী

[C] সাভানা

[D] ক্রান্তীয় মরু অঞ্চলে

উত্তরঃ- [D] ক্রান্তীয় মরু অঞ্চলে

15. নিম্নলিখিত কোন্‌ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে –

[A] নিরক্ষীয়

[B] ক্রান্তীয় মৌসুমী

[C] সাভানা

[D] ক্রান্তীয় মরু অঞ্চলে

উত্তরঃ- [A] নিরক্ষীয় অঞ্চলে

16. আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিলাস্তরের উপরে গঠিত শিথিল শিলাচূর্ণ হলো –

[A] রেগোলিথ

[B] সোলাম

[C] মৃত্তিকা

[D] স্ট্যালাকটাইট

উত্তরঃ- [A] রেগোলিথ

17. বন্দুকের গুলি ছোঁড়ার মত আওয়াজ শোনা যায় –

[A] শল্কমোচন প্রক্রিয়ায়

[B] খন্ডীকরণ প্রক্রিয়ায়

[C] ক্ষুদ্রকণা বিশরন প্রক্রিয়ায়

[D] প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরন প্রক্রিয়ায়

উত্তরঃ- [C] ক্ষুদ্রকণা বিশরন প্রক্রিয়ায়

18. চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায়—

[A] কার্বনেশন প্রক্রিয়ার

 [B] অক্সিডেশন প্রক্রিয়ার

[C] হাইড্রেশন প্রক্রিয়ার

[D] হাইড্রোলিসিস প্রক্রিয়ার

উত্তর:- [A] কার্বনেশন প্রক্রিয়ার

19. শিলা ফাটার আওয়াজ পাওয়া যায়—

[A] শঙ্কমোচনে

[C] প্রস্তর টাই খণ্ডীকরণে

[D] কার্বনেশনে

[B] ক্ষুদ্রকণা বিশ্বরণে

উত্তর:- [B] ক্ষুদ্রকণা বিশ্বরণে

20. লৌহ সমৃদ্ধ শিলায় সর্বাধিক দেখা যায়-

[A] কার্বনেশন প্রক্রিয়া

 [B] অক্সিডেশন প্রক্রিয়া,

[C] হাইড্রেশন প্রক্রিয়া

[D] হাইড্রোলিসিস প্রক্রিয়া

উত্তর:- [B] অক্সিডেশন প্রক্রিয়া

21. আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম-

[B] মৃত্তিকা

[A] সোলাম

[C] হিউমাস

[D] রেগোলিথ

উত্তর:- [D] রেগোলিথ

22. এলুভিয়েটেড স্তর বলা হয় মাটির-

[A] ‘A’ স্তরকে

[B] ‘B’ স্তরকে

[C] ‘C’ স্তরকে

[D] ‘D’ স্তরকে

উত্তর:- [A] ‘A’ স্তরকে

23. কার্স্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে—

[A] কার্বনেশন

[B] অক্সিডেশন

[C] হাইড্রেশন

[D] হাইড্রোলিসিস

উত্তর:- [A] কার্বনেশন

24. লোহার ওপর মরচে ধরার প্রক্রিয়াকে বলা হয় –

[A] কার্বনেশন

[B] অক্সিডেশন

[C] হাইড্রেশন

[D] হাইড্রোলিসিস

উত্তর:- [B] অক্সিডেশন

25. যান্ত্রিক আবহবিকারের ফলে শিলায় ঘটে—

[A] ভৌত পরিবর্তন

[B] রাসায়নিক পরিবর্তন

[C] উভয় প্রকার পরিবর্তন

[D] কোনো পরিবর্তন হয় না

উত্তর:- [A] ভৌত পরিবর্তন

26. শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে ঘটে, সেটি হল—

[A] জৈবিক আবহবিকার

[B] যান্ত্রিক আবহবিকার

[C] জৈব-যান্ত্রিক আবহবিকার

[D] রাসায়নিক আবহবিকার

উত্তর:- [B] যান্ত্রিক আবহবিকার

27. বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়—

[A] যান্ত্রিক আবহবিকার

[B] রাসায়নিক আবহবিকার

[C] জৈবিক আবহবিকার

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] রাসায়নিক আবহবিকার

28. বিষমসত্ত্ব শিলায় যে ধরনের আবহবিকার ঘটে তা হল—

[A] বিচূর্ণন

[B] বোল্ডার ভাঙন

[C] শল্কমোচন

[D] ক্ষুদ্রকণা বিশরণ

উত্তর:- [D] ক্ষুদ্রকণা বিশরণ

29. মৃত্তিকাক্ষয়ের একটি মনুষ্যসৃষ্ট কারণ হল—

[A] জলপ্রবাহ

[B] কৃষিকার্য

[C] শিকড় বৃদ্ধি

[D] মাটিতে গর্ত সৃষ্টি

উত্তর:- [B] কৃষিকার্য

30. উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হল –

[A] লবণ কেলাস গঠন

[B] তুষার খণ্ডীকরণ

[C] ক্ষুদ্রকণা বিশরণ

[D] প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ

উত্তর:- [C] ক্ষুদ্রকণা বিশরণ

31. পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে বলে—

[A] যান্ত্রিক আবহবিকার

[B] রাসায়নিক আবহবিকার

[C] পুঞ্জিত ক্ষয়

[D] নগ্নীভবন

উত্তর:- [C] পুঞ্জিত ক্ষয়

32. শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয়, তা হল

[A] অঙ্গারযোজন

[B] আর্দ্রবিশ্লেষণ

[C] জলযোজন

[D] জারণ

উত্তর:- [D] জারণ।

33. শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়ায় তা হল-

[A] জারন

[B] জলযোজন

[C] আর্দ্রবিশ্লেষণ

[D] অঙ্গারযোজন

উত্তর:- [A] জারন

34. ক্ষয়ীভবন একটি-

[A] স্থিতিশীল প্রক্রিয়া

[B] গতিশীল প্রক্রিয়া

[C] নিরপেক্ষ প্রক্রিয়া

[D] কোনটিই নয়

উত্তর:- [B] গতিশীল প্রক্রিয়া

35. কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে—

[A] জারণ

[B] অঙ্গারযোজন

[C] আর্দ্র-বিশ্লেষণ

[D] জৈবিক আবহবিকার

উত্তর:- [B] অঙ্গারযোজন

36. চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখা যায়—

[A] কার্বোনেশন

[B] হাইড্রেশন

[C] হাইড্রোলিসিস

[D] অক্সিডেশন

উত্তর:- [A] কার্বোনেশন

37. মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয়—

[A] নদীর দ্বারা

[B] হিমবাহের দ্বারা

[C] বায়ুপ্রবাহের দ্বারা

[D] মানুষের দ্বারা

উত্তর:- [C] বায়ুপ্রবাহের দ্বারা

38. গ্রানাইট টর সৃষ্টি হয়-

[A] শল্কমোচন

[B] কার্বোনেশানে

[C] জলযোজনে

[D] কোনটিই নয়।

উত্তর:- [A] শল্কমোচন।

39. উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে গালি ক্রমশ গভীর হয়ে যে ভয়াবহ ক্ষয় হয়, তাকে বলে-

[A] পাতক্ষয়

[B] র‍্যাভাইন ক্ষয়

[C] নালি ক্ষয়

[D] খাতক্ষয়

উত্তর:- [B] র‍্যাভাইন ক্ষয়।

আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Geography Question and Answer Suggestion

1. যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : হিউমিফিকেশন।

2. পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : ট্যালাস।

3. কৃষিকার্যের মাধ্যমে জৈব আবহবিকার ঘটায় ______। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : মানুষ

4. শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর খণ্ডবিখণ্ড হলে তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : সিটিং (sheeting)।

5. শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে?

উত্তর:- মালচিং (mulching)।

6. কোন্ ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মত শব্দ শুনতে পাওয়া যায়?

উত্তর:- ক্ষুদ্রকণা বিশরণ।

7. আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে শিলার ভাঙ্গনকে কি বলে?

উত্তরঃ- আবহবিকার

8. আবহাওয়ার উপাদানের প্রভাবে শিলার ভৌত পরিবর্তনকে কী বলে?

উত্তরঃ- যান্ত্রিক আবহবিকার

9. আবহাওয়ার উপাদানের প্রভাবে শিলার রাসায়নিক পরিবর্তনকে কি বলে?

উত্তরঃ- রাসায়নিক আবহবিকার

10. আবহবিকারজনিত পদার্থ অপসারিত হলে তাকে কি বলে?

উত্তরঃ- ক্ষয়ীভবন

11. আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে?

উত্তরঃ- নগ্নীভবন

12. রাসায়নিক আবহবিকারের আবহাওয়ার কোন্‌ উপাদানের ভূমিকা সব থেকে বেশি?

উত্তরঃ- আদ্রতা

13. জৈব রাসায়নিক আবহবিকার ঘটায় এমন একটি বুদ্ধিমান প্রাণীর নাম লেখ।

উত্তরঃ- মানুষ

14. ক্রান্তীয় অরণ্য অঞ্চলে কোন্‌ প্রকার মৃত্তিকা সৃষ্টি হয়?

উত্তরঃ- ল্যাটেরাইট

15. শিলার কোন ধর্ম যান্ত্রিক আবহবিকারের জন্য দায়ী?

উত্তরঃ- স্থিতিস্থাপকতা

16. জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর : অক্সিজেন।

17. অঙ্গারযোজন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : মিথ্যা

18. আবহবিকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফল হল—এটি মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

19. চিলেশন এক ধরনের জৈব রাসায়নিক আবহবিকার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

20. থর মরুভূমিকে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকরী? (এক কথায় উত্তর দাও)

উত্তর : ক্ষুদ্রকণা বিশরণ।

21. ক্ষয়ীভবনের ওপর জলবায়ুর প্রভাব খুব বেশি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

22. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণের আস্তরণকে রেগোলিথ বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

23. জলযোজন বা হাইড্রেশন কাকে বলে?

উত্তরঃ- শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় জল যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার ঘটে শিলাটির পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াকে হাইড্রেশন বা জলযোজন বলে।

24. কোন্ আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ে?

উত্তর:- জারণ।

25. যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কী বলে?

উত্তর:- হিউমিফিকেশন।

26. পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে কী বলে?

উত্তর:- ট্যালাস।

27. জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়?

উত্তর:- অক্সিজেন।

28. থর মরুভূমিকে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকরী?

উত্তর:- ক্ষুদ্রকণা বিশরণ।

29. আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হল ______ সৃষ্টি। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- মৃত্তিকা

30. নিরক্ষীয় অঞ্চলে ______ আবহবিকার বেশি দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- রাসায়নিক

31. জল, তুষার কেলাসে পরিণত হলে আয়তনে ______ যায়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- বেড়ে

32. নগ্নীভবনে শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

33. দ্রবণ যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : মিথ্যা

34. জল, তুষার কেলাসে পরিণত হলে আয়তনে ______ যায়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : বেড়ে

35. শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : মালচিং (mulching)।

36. কোন ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মত শব্দ শুনতে পাওয়া যায়? (এক কথায় উত্তর দাও)

উত্তর : ক্ষুদ্রকণা বিশরণ।

37. ঋতুভেদে বৃষ্টিপাত যান্ত্রিক আবহবিকারে সহায়তা করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর : সত্য

38. কোন আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ে? (এক কথায় উত্তর দাও)

উত্তর : জারণ।

39. আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হল ______ সৃষ্টি। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : মৃত্তিকা

40. নিরক্ষীয় অঞ্চলে ______ আবহবিকার বেশি দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর : রাসায়নিক

41. চারনোজেম মৃত্তিকা কোন্‌ পদ্ধতিতে সৃষ্টি হয়?

উত্তরঃ- ক্যালসিফিকেশন

নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-

42. আবহবিকার বলতে কী বোঝো?

উত্তরঃ- আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তুষারপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে বিয়োজন ঘটার প্রক্রিয়াকে আবহবিকার বলে।

43. ক্ষয়ীভবন কাকে বলে?

উত্তরঃ- যে ক্রিয়ায় বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে চূর্ণ-বিচূর্ণ শিলা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় সেই প্রক্রিয়াটি হলো ক্ষয়ীভবন।

44. প্রস্তর চাঁই খন্ডিকরণ কাকে বলে?

উত্তরঃ- সমান্তরাল বা সমকোণী ফাটল এর সাহায্যে একটি বড় শিলাখণ্ড বা শিলাস্তর বিভিন্ন খন্ডে পরিণত হলে সে প্রক্রিয়াকে প্রস্তর চাঁই খন্ড বলে।

45. জারণ বা অক্সিডেশন বলতে কী বোঝো?

উত্তরঃ- লোহার সঙ্গে মিশে থাকা খনিজের সঙ্গে বায়ুমণ্ডলে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে অক্সিডেশন বা জারণ বলে।

” আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)

আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography  Exam Guide / Class 9 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer Suggestion। আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল – আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | আবহবিকার (পঞ্চম অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরআবহবিকার (পঞ্চম অধ্যায়)

আবহবিকার (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল আবহবিকার (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আবহবিকার (পঞ্চম অধ্যায়) Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | আবহবিকার (পঞ্চম অধ্যায়) | Class 9 Geography  Suggestion নবম শ্রেণি ভূগোলআবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল– আবহবিকার (পঞ্চম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer, Suggestion | Class 9 Geography  Question and Answer Suggestion | Class 9 Geography  Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরআবহবিকার (পঞ্চম অধ্যায়)

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | আবহবিকার (পঞ্চম অধ্যায়) । Class 9 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল – আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । আবহবিকার (পঞ্চম অধ্যায়) | Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরআবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরআবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – আবহবিকার (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography  Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .Class Nine IXGeography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided here. Class 9 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer with FREE PDF Download Link

আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer আবহবিকার (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad