নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science [Chapter – II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science [Chapter – II] Question and Answer

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer : জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXLife Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে-

[A] মস্তিষ্ক

[B] সুষুম্নাকাণ্ড

 [C] অগ্ন্যাশয়

 [D] প্লিহা

উত্তর:- [B] সুষুম্নাকাণ্ড

2. মানবদেহের কোন্ অঙ্গে গ্রাফিয়ান ফলিক্‌ল দেখা যায়?

[A] শুক্রাশয়

[B] ডিম্বাশয়

[C] অগ্ন্যাশয়

[D] মস্তিষ্ক

উত্তর:- [B] ডিম্বাশয়

3. সেন্ট্রোজোম ক-টি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?

[A] দুটি

[B] তিনটি

[C] চারটি

[D] পাঁচটি

উত্তর:- ÷A] দুটি

4.  DNAঅণুর গঠনগত উপাদান হিসেবে যে শর্করাটি বর্তমান,টি সেটি হল –

 [A] রাইবোজ শর্করা

[B] ডি-অক্সিরাইবোজ শর্করা

[C] ফ্রুকটোজ

[D] গ্লুকোজ

উত্তর:- [B] ডি-অক্সিরাইবোজ শর্করা

5.  সাইটোপ্লাজমের ধাত্র অংশকে বলা হয় –

[A] টোনোপ্লাজম

[B] এক্টোপ্লাজম

[C] এন্ডোপ্লাজম

 [D] হায়ালোপ্লাজম

উত্তর:- [B] এক্টোপ্লাজম

6.  উদ্ভিদদেহ গঠনকারী কোশগুলির মৃত কোশপ্রাচীর এবং সন্নিহিত কোশগুলির অন্তর্বর্তী কোশান্তর রন্ধ্রকে একত্রে বলা হয়—

[A] প্লাজমোপ্লাস্ট

 [B] প্রোটোপ্লাস্ট

[C] অ্যাপোপ্লাস্ট

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] প্লাজমোপ্লাস্ট

7.   মানব খাদ্যে উপস্থিত কোন্ উপাদানটির পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ করে না?

 [A] ফ্রুক্টোজ

[B] ফ্যাট

[C] সেলুলোজ

[D] কার্বোহাইড্রেট

উত্তর:- C] সেলুলোজ

8. কোশপর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হল –

[A] ফসফোলিপিড

[B] সালফোলিপিড

[C] ফসফোপ্রোটিন

[D] মিউকোলিপিড

উত্তর:- [A] ফসফোলিপিড

9. নীচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড –

[A] লিনোলেইক অ্যাসিড

[B] ট্রিফটোফ্যান

[C] লাইসিন

[D] সবকটি

উত্তর:- [D] সবকটি

10. DNA এবং RNA অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হল—

[A] 3-টি

[B] 4-টি

[C] 5-টি

[D] 6-টি

উত্তর:- [C] 5-টি

11. নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়?

[A] DNA

[B] RNA

[C] নিউক্লিওটাইড

[D] প্রোটিন

উত্তর:- [D] প্রোটিন বৃহৎ জৈব অণু নয়।

12. মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল –

[A] Zn

[B] Cu

[C] Ca

[D] Cr

উত্তর:- [C] Ca।

13. RNA থেকে DNA তৈরিকে বলে –

[A] ট্রান্সলেশন

[B] রিভারস ট্রান্সক্রিপ্সশন

[C] ট্রান্সক্রিপ্সশন

[D] রেপ্লিকেশন

উত্তর:- [B] রিভারস ট্রান্সক্রিপ্সশন বলে।

14. উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্য ল্যামেলা গঠন করে—

[A] ক্যালশিয়াম পেকটেট

[B] ম্যাগনেশিয়াম পেকটেট

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

15. প্রোটিন সংশ্লেষণ-এর জন্য দায়ী কোশীয় অঙ্গাণুটি হল –

[A] রাইবোজোম

[B] সেন্ট্রোজোম

[C] মাইটোকনড্রিয়া

[D] লাইসোজোম

উত্তর:- [A] রাইবোজোম

16. কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?

[A] ক্যালশিয়াম

[B] পটাশিয়াম

[C] ম্যাগনেসিয়াম

[D] আয়রন

উত্তর:- [D] আয়রন

17. নীচে কোনটি লব্ধ প্রোটিন?

[A] হিমোগ্লোবিন

[B] অ্যালবুমিন

[C] গ্লোবিউলিন

[D] পেপটোজ

উত্তর:- [D] পেপটোজ হল লব্ধ প্রোটিন।

18. লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে –

[A] আবরণী কলা

[B] পেশীকলা

[C] তরুণস্থি

[D] যোগকলা

উত্তর:- [D] যোগকলার গঠনে।

19.  নীচে কোনটি লব্ধ প্রোটিন?

[A] হিমোগ্লোবিন

[B] অ্যালবুমিন

[C] গ্লোবিউলিন

[D] পেপটোজ

উত্তর – [D] পেপটোজ হল লব্ধ প্রোটিন।

20.  কোশের শক্তিঘর হল –

[A] মাইটোকনড্রিয়া

[B] নিউক্লিয়াস

[C] গলগি বস্তু

[D] সেন্ট্রোজোম

উত্তর – কোশের শক্তিঘর হল [A] মাইটোকনড্রিয়া

21.  আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গানুর জন্য –

[A] ক্রোমোপ্লাস্টিড

[B] ক্লোরোপ্লাস্টিড

[C] মাইক্রোটিবিউল

[D] লিউকোপ্লাস্টিড

উত্তর – আলুর বর্ণ সাদা হয় [D] লিউকোপ্লাস্টিডের জন্য।

22.  সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ?

[A] মাইটোকনড্রিয়া

[B] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম

[C] রাইবোজোম

[D] লাইসোজোম

উত্তর – সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা [B] এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ।

23.  রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?

[A] যকৃৎ

[B] বৃক্ক

[C] ফুসফুস

[D] প্লীহা

উত্তর – রক্তের RBC মানবদেহের [D] প্লীহাতে ধ্বংস হয়।

24.  রাইবোজোমের নামকরণ করেছিলেন –

[A] বেন্ডা

[B] ব্রাউন

[C] হেকেল

[D] প্যালাডে

উত্তর – রাইবোজোমের নামকরণ করেছিলেন বিজ্ঞানী [D] প্যালাডে।

25.  ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোশ দ্বারা?

[A] ট্রাকিড

[B] স্ক্লেরাইড

[C] সঙ্গীকোশ

[D] কোলেনকাইমা

উত্তর – ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় [B] স্ক্লেরাইড কোশ দ্বারা।

26.  কোন কলার সবগুলি কোশ মৃত –

[A] প্যারেনকাইমা

[B] কোলেনকাইমা

[C] জাইলেম

[D] ক্লোরেনকাইমা

উত্তর – [B] কোলেনকাইমা কলার সবগুলি কোশ মৃত।

27.  কোনটি সিনসিটিয়াম?

[A] ভাউকেরিয়া

[B] সরেখ পেশিকোশ

[C] মিউকর

[D] রাইজোপাস

উত্তর – সিনসিটিয়াম হল [B] সরেখ পেশিকোশ ।

28.  লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে

[A] আবরণী কলা

[B] পেশীকলা

[C] তরুণস্থি

[D] যোগকলা

উত্তর – লিগামেন্ট ও টেনডন দেখা যায় [D] যোগকলার গঠনে।

29.  সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল

[A] ডেনড্রাইট

[B] অ্যাক্সন

[C] প্রান্ত বুরুশ

[D] স্নায়ুসন্নিধি

উত্তর – সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল [B] অ্যাক্সন।

30.  মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?

[A] পাকস্থলী

[B] যকৃৎ

[C] অগ্ন্যাশয়

[D] বৃহদন্ত্র

উত্তর – মানবদেহে [A] পাকস্থলী থেকে HCl ক্ষরিত হয়।

31.  মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি

[A] বৃক্ক

[B] পাকস্থলী

[C] হৃৎপিণ্ড

[D] ত্বক

উত্তর – মানুষের রক্তের পরিশোধন ঘটায় [A] বৃক্ক।

32.  কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?

[A] প্লিহা

[B] ফুসফুস

[C] যকৃৎ

[D] বৃক্ক

উত্তর – [C] যকৃৎ এ ইউরিয়া উৎপন্ন হয়।

33.  মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র সম্পাদিত হয়?

[A] যকৃৎ

[B] বৃক্ক

[C] অগ্ন্যাশয়

[D] ক্ষুদ্রান্ত্র

উত্তর – মানুষের দেহের [A] যকৃৎ এ অরনিথিন চক্র সম্পাদিত হয়।

34.  আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে

[A] মতিষ্ক

[B] সুষুম্নাকান্ড

[C] হাত

[D] ত্বক

উত্তর – আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে [B] সুষুম্নাকান্ড।

35. মানুষের ত্বকের বাইরের স্তরটি হল—

[A] ডারমিস

[B] এপিডারমিস

[C] হাইপোডারমিস

[D] এক্সোডারমিস

উত্তর:- [B] এপিডারমিস

36. পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায়—

[A] 5 Kg

[B] 5 Kg

[C] 5 kg

[D] 3 kg

উত্তর:- [A] 5 Kg

37. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—

[A] 3:1

[B] 2:1

[C] 1 : 1

[D] 4:1

উত্তর:- [B] 2:1

38. এনার্জি কারেন্সি বা শক্তিমুদ্রা বলে—

[A] GTP-কে

[B] CTP-কে

[C] ATP-কে

[D] NADP-কে

উত্তর:-  [C] ATP-কে

39. এখানে ক্লিক করে প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন।

 কোশপর্দায় উপস্থিত লিপিডটি হল—

 [A] ফসফোলিপিড

[B] সালফোলিপিড

[C] ফসফোপ্রোটিন

[D] মিউকোলিপিড

উত্তর:- [A] ফসফোলিপিড

40.  ভিটামিন A-র অভাবজনিত রোগটি হল—

[A] রাতকানা

 [B] জেরপথ্যালমিয়া

[C] ফ্রিনোডার্মা

[D] সবকটি

উত্তর:- [A] রাতকানা

41. ভিটামিন C-র রাসায়নিক নাম হল-

[A] রেটিনল

 [B] টোকোফেরল

[C] অ্যাসকরবিক অ্যাসিড

[D] থিয়ামিন

উত্তর:- [C] অ্যাসকরবিক অ্যাসিড

42.  শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—

[A] 3 : 1

[B] 2 : 1

[C] 1 : 1

[D] 4 : 1

উত্তর-[B] 2 : 1

43.  এনার্জি কারেন্সি শক্তিমুদ্রা বলে–

[A] GTP-কে

[B] CTP-কে

[C] ATP-কে

[D] NADP-কে

উত্তর-[C] ATP-কে

44.  কোশপর্দায় উপস্থিত লিপিডটি হল —

[A] ফসফোলিপিড

[B] সালফোলিপিড

[C] ফসফোপ্রােটিন

[D] মিউকোলিপিড

উত্তর-[A] ফসফোলিপিড

45.  ভিটামিন A-র অভাবজনিত রােগটি হল —

[A] রাতকানা

[B] জেরপথ্যালমিয়া

[C] ফ্রিনােডার্মা

[D] সবকটি

উত্তর-[A] রাতকানা

46.  ভিটামিন C-র রাসায়নিক নাম হল-

[A] রেটিনল

[B] টোকোফেরল

[C] অ্যাসকরবিক অ্যাসিড

[D] থিয়ামিন

উত্তর-C] অ্যাসকরবিক অ্যাসিড[

47.  নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গােলাকার অংশটি হল—

[A] নিউক্লিওলাস

[B] নিউক্লিওয়েড

[C] নিউক্লিন

[C] নিউক্লিওপ্লাজম

উত্তর-[A] নিউক্লিওলাস

48.  কোশ-অঙ্গাণুর মধ্যে ক্রিস্টিনামক গঠনটি দেখা যায়—

[A] রাইবােজোমে

[B] মেসােজোমে

[C] প্লাসটিডতে

[D] মাইটোকনড্রিয়াতে

উত্তর[D] মাইটোকনড্রিয়াতে

49.  বেমতন্তু গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণুটি হল—

[A] সেন্ট্রোজোম

[B] ক্রোমােজোম

[C] রাইবােজোম

[D] লাইসােজোম

উত্তর-A] সেন্ট্রোজোম

50. [9] পার্শ্বস্থ ভাজক কলা হল —

[A] ক্যাম্বিয়াম

[B] কর্ক-ক্যাম্বিয়াম

[C] A ও B উভয়ই

[D] কোনােটিই নয়

উত্তর-[C] A ও B উভয়ই

51. জাইলেমের সজীব উপাদানটি হল-

[A] ট্রাকিড

[B] ট্রাকিয়া বা ভেসেল

[C] জাইলেম প্যারেনকাইমা ।

[D] জাইলেম তন্তু।

উত্তর-[C] জাইলেম প্যারেনকাইমা

52.  কোন যােগকলায় রক্ত সরবরাহ থাকে না?

[A] অস্থি

[B] তরুণাস্থি

[C]এরিওকলা

[D] ঘন যােগকলা

উত্তর-[B] তরুণাস্থি

53. মানুষের ত্বকের বাইরের স্তরটি হল-

[A] ডারমিস

[B] এপিডারমিস

[C] হাইপােডারমিস 

[D] এক্সোডারমিস

উত্তর-[B] এপিডারমিস

54.  পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায়—

[A] 5 Kg

[B] 5 Kg

[C] 05 kg

[D] 3 Kg

উত্তর-[A] 5 Kg

55.  মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

[A] মস্তিষ্ক

[B] সুষুম্নাকাণ্ড

[C] অগ্ন্যাশয়

[D] প্লিহা ।

উত্তর-[B] সুষুম্নাকাণ্ড

56.  মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিক্ল দেখা যায়।

[A] শুক্রাশয়

[B] ডিম্বাশয়

[C] অগ্ন্যাশয়

[D] মস্তিষ্ক।

উত্তর-[B] ডিম্বাশয়

57.  সেন্ট্রোজোম ক-টি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?

[A] দুটি

[B] তিনটি

[C] চারটি

[D] পাঁচটি 17 DNA

উত্তর-[A] দুটি

58.  অণুর গঠনগত উপাদান হিসেবে যে শর্করাটি বর্তমান, সেটি হল—

[A] রাইবােজ শর্করা

[B] ডি-অক্সিরাইবোেঝ শর্করা

[C] ফুকটোজ

[D] গ্লুকোজ

উত্তর-[B] ডি-অক্সিরাইবোেঝ শর্করা

59.  সাইটোপ্লাজমের ধাত্র অংশকে বলা হয়—

[A] টোনােপ্লাজম

[B] এক্টোপ্লাজম

[C] এন্ডােপ্লাজম

[D] হায়ালােপ্লাজম

উত্তর-[D] হায়ালােপ্লাজম

60.  উদ্ভিদদেহ গঠনকারী কোশগুলির মৃত কোশপ্রাচীর এবং সন্নিহিত কোশগুলির অন্তর্বর্তী কোশান্তর কে একত্রে বলা হয়-

[A] প্লাজমােগ্লাস্ট

[B] প্রােটোপ্লাস্ট

[C] অ্যাপপাপ্লাস্ট

[D] কোনােটিই নয়

উত্তর- [A] প্লাজমােগ্লাস্ট

61. নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশটি হল –

[A] নিউক্লিওলাস

[B] নিউক্লিওয়েড

 [C] নিউক্লিন

[C] নিউক্লিওপ্লাজম

উত্তর:- [A] নিউক্লিওলাস

62.  কোশ-অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায়—

[A] রাইবোজোমে

 [B] মেসোজোমে}

[C] প্লাসটিডতে

 [D] মাইটোকনড্রিয়াতে

উত্তর:- [D] মাইটোকনড্রিয়াতে

63. বেমতস্তু গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণুটি হল—

[A] সেন্ট্রোজোম

[B] ক্রোমোজোম

[C] রাইবোজোম

[D] লাইসোজোম

উত্তর:- [A] সেন্ট্রোজোম

64. পার্শ্বস্থ ভাজক কলা হল—

[A] ক্যাম্বিয়াম

[B] কর্ক-ক্যাম্বিয়াম

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

65. জাইলেমের সজীব উপাদানটি হল –

[A] ট্রাকিড

[B] ট্রাকিয়া বা ভেসেল

[C] জাইলেম প্যারেনকাইমা

[D] জাইলেম তন্তু।

উত্তর:- [C] জাইলেম প্যারেনকাইমা

66. কোন্ যোগকলায় রক্ত সরবরাহ থাকে না?

[A] অস্থি

[B] তরুণাস্থি

[C] এরিওলার কলা

[D] ঘন যোগকলা

উত্তর:- [B] তরুণাস্থি

67.  নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়?

[A] DNA

[B] RNA

[C] নিউক্লিওটাইড

[D] প্রোটিন

উত্তর – [D] প্রোটিন বৃহৎ জৈব অণু নয়।

68.  মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল –

[A] Zn

[B] Cu

[C] Ca

[D] Cr

উত্তর – মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল [C] Ca।

69.  RNA থেকে DNA তৈরিকে বলে –

[A] ট্রান্সলেশন

[B] রিভারস ট্রান্সক্রিপ্সশন

[C] ট্রান্সক্রিপ্সশন

[D] রেপ্লিকেশন

উত্তর – RNA থেকে DNA তৈরিকে [B] রিভারস ট্রান্সক্রিপ্সশন বলে।

70.  কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?

[A] ক্যালশিয়াম

[B] পটাশিয়াম

[C] ম্যাগনেসিয়াম

[D] আয়রন

উত্তর – [D] আয়রন প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে।

71. সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল –

[A] ডেনড্রাইট

[B] অ্যাক্সন

[C] প্রান্ত বুরুশ

[D] স্নায়ুসন্নিধি

উত্তর:- [B] অ্যাক্সন।

72. মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?

[A] পাকস্থলী

[B] যকৃৎ

[C] অগ্ন্যাশয়

[D] বৃহদন্ত্র

উত্তর:- [A] পাকস্থলী

73. মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি –

[A] বৃক্ক

[B] পাকস্থলী

[C] হৃৎপিণ্ড

[D] ত্বক

উত্তর:- [A] বৃক্ক।

74. কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?

[A] প্লিহা

[B] ফুসফুস

[C] যকৃৎ

[D] বৃক্ক

উত্তর:- [C] যকৃৎ

75. মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র সম্পাদিত হয়?

[A] যকৃৎ

[B] বৃক্ক

[C] অগ্ন্যাশয়

[D] ক্ষুদ্রান্ত্র

উত্তর:- [A] যকৃৎ

76. আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে

[A] মতিষ্ক

[B] সুষুম্নাকান্ড

[C] হাত

[D] ত্বক

উত্তর:- [B] সুষুম্নাকান্ড

77. কোশের শক্তিঘর হল –

[A] মাইটোকনড্রিয়া

[B] নিউক্লিয়াস

[C] গলগি বস্তু

[D] সেন্ট্রোজোম

উত্তর:- [A] মাইটোকনড্রিয়া

78. আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গানুর জন্য –

[A] ক্রোমোপ্লাস্টিড

[B] ক্লোরোপ্লাস্টিড

[C] মাইক্রোটিবিউল

[D] লিউকোপ্লাস্টিড

উত্তর:- [D] লিউকোপ্লাস্টিডের

79. সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ?

[A] মাইটোকনড্রিয়া

[B] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম

[C] রাইবোজোম

[D] লাইসোজোম

উত্তর:- [B] এন্ডোপ্লাজমিক

80. রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?

[A] যকৃৎ

[B] বৃক্ক

[C] ফুসফুস

[D] প্লীহা

উত্তর:- [D] প্লীহাতে

81. রাইবোজোমের নামকরণ করেছিলেন –

[A] বেন্ডা

[B] ব্রাউন

[C] হেকেল

[D] প্যালাডে

উত্তর:- [D] প্যালাডে।

82. ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোশ দ্বারা?

[A] ট্রাকিড

[B] স্ক্লেরাইড

[C] সঙ্গীকোশ

[D] কোলেনকাইমা

উত্তর:- [B] স্ক্লেরাইড কোশ দ্বারা।

83. কোন কলার সবগুলি কোশ মৃত –

[A] প্যারেনকাইমা

[B] কোলেনকাইমা

[C] জাইলেম

[D] ক্লোরেনকাইমা

উত্তর:- [B] কোলেনকাইমা

84. কোনটি সিনসিটিয়াম?

[A] ভাউকেরিয়া

[B] সরেখ পেশিকোশ

[C] মিউকর

[D] রাইজোপাস

উত্তর:- [B] সরেখ পেশিকোশ

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Life Science Question and Answer Suggestion

1. গাজর, পাঁকা পেঁপেঁতে যে ভিটামিন তাহকে তার নাম কি?

উত্তর:- ভিটামিন A

2. অ্যাসিড-ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম লেখো।

উত্তর:- ফসফরাস

3. প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে?

উত্তর:- RER

4. সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোশীয় অঙ্গানুটির নাম লেখো।

উত্তর:- ক্লোরোপ্লাস্টিড

5. উদ্ভিদকোশে কোশগহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কী বলে?

Ans:টেনোপ্লাস্ট

6. সর্বাপেক্ষা ছোটো সজীব কোশ কোন্‌টি?

উত্তর:- মাইকোপ্লাজম গ্যালিসেপটিকাম

7. কোন্‌ কলার কোশান্তর রন্ধ্র দেখা যায়?

উত্তর:- প্যারেনকাইমা

8. অ্যারেনকাইমা দেখা যায় কোন্‌ গাছে?

উত্তর:- কচুরিপানায়

9. কোন্‌ কলা উদ্ভিদে জল পরিবহন করে?

উত্তর:- জাইলেম

10. ভাজক কলার একটি কাজ লেখো।

উত্তর:- উদ্ভিদের বৃদ্ধি ঘটানো

11. ফ্লোয়েমের মৃত উপাদান কোন্‌টি?

উত্তর:- ফ্লোয়েম তন্তু

12. কতগুলি কলা একত্রে মিলে কী তৈরি হয়?

উত্তর:- অঙ্গ

13. পেয়ারার ত্বক শক্ত হয় কেন?

উত্তর:- স্ক্লেরেনকাইমার উপস্থিতির জন্য পেয়ারার ত্বক শক্ত হয়।

14. বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?

উত্তর:- বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এয়ারেনকাইমা বলে।

15. ক্যাস্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়?

উত্তর:- ক্যাস্পেরিয়ান পট্টি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্ত্বকে দেখা যায়।

16. পরিণত মানুষের মতিষ্কের ওজন কত?

উত্তর:- পরিণত মানুষের মতিষ্কের ওজন 1336 গ্রাম [পুরুষের ক্ষেত্রে]।

17. শুক্রাশয় নির্গত হরমোন কোন কোশ থেকে ক্ষরিত হয়?

উত্তর:- শুক্রাশয় নির্গত হরমোন লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়।

18. ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।

উত্তর:- ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল ইস্ট্রোজেন।

19. ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়?

উত্তর:- ট্রিপসিন অগ্ন্যাশয় পরিপাক গ্রন্থি থেকে বের হয়।

20. ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

উত্তর:- ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যানসের বিটা কোশ থেকে ক্ষরিত হয়।

21. কোশ কাকে বলে?

উত্তর:- জীবদেহের পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম সমন্বিত, স্বপ্রজননশীল এবং জীবদেহের গঠনগত ও কার্যগত এককে কোশ বলে।

22.  শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কি ?

উত্তর:- শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল 2:1

23.  এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা কাকে বলে?

উত্তর:- ATP- এনার্জি বা শক্তি মুদ্রা বলে।

24.  কোষ পর্দায় উপস্থিত লিপিড এর নাম কি?

উত্তর:- ফসফোলিপিড।

25.  ভিটামিন A এর অভাবজনিত রোগ এর নাম লেখ।

উত্তর:- রাতকানা।

26.  ভিটামিন C এর রাসায়নিক নাম কি?

উত্তর:- ভিটামিন C এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক অ্যাসিড।

27.  নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশটিকে কি বলে?

উত্তর:- নিউক্লিওলাস।

28.  কোনকোষ অঙ্গাণুর মধ্যে কৃষ্টি নামক গঠনটি দেখা যায়?

উত্তর:- মাইটোকনড্রিয়া।

29.  বেম তন্তু গঠন এর সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি?

উত্তর:- সেন্ট্রোজোম।

30.  নিচের কোনটি পার্শ্বস্থ ভাজক কলা ?

উত্তর:- ক্যাম্বিয়াম, ফেলোজেন, কর্ক ক্যাম্বিয়াম ইত্যাদি ।

31. জাইলেমের সজীব উপাদানটি কি?

উত্তর:- জাইলেম প্যারেনকাইমা।

32.  কোন যোগ কলায় রক্ত সরবরাহ থাকে না?

উত্তর:- তরুণাস্থি।

33.  মানুষের ত্বকের বাইরের স্তরটিকে কি বলে?

উত্তর:- এপিডার্মিস।

34.  মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?

উত্তর:- সুষুম্নাকাণ্ড।

35.  মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়?

উত্তর:- ডিম্বাশয়।

36.  সেন্ট্রোজোম কটি সেন্ট্রিওলের বিভাজিত হয়ে থাকে?

উত্তর:- সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?

37.  DNA অণুর গঠনগত উপাদান হিসাবে কোন শর্করা উপস্থিত থাকে?

উত্তর:- ডি- অক্সি রাইবোজ শর্করা

38.  সাইটোপ্লাজমের ধাত্র অংশকে কি বলা হয় ?

উত্তর:- হায়ালোপ্লাজম।

39.  একটি করে অ্যাল্ডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।

উত্তর – একটি অ্যাল্ডোজ শর্করা হল গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হল ফ্রুকটোজ।

40.  কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে?

উত্তর – কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, যা প্রোটিনে থাকে।

41.  জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।

উত্তর – জলে দ্রাব্য ভিটামিনগুলি হল ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।

42.  আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?

উত্তর – আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজিম রোগ হয়।

43.  মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?

উত্তর – দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক।

44.  নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।

উত্তর – নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান।

45.  অক্সিজোম দানা কোথায় থাকে?

উত্তর – অক্সিজোম দানা মাইটোকন্ড্রিয়ায় থাকে।

46.  প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?

উত্তর – প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে সেন্ট্রোজোম।

47.  সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটির নাম কী?

উত্তর – সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটি হল সেন্ট্রিওল ও গলগি বডি।

48.  সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখো।

উত্তর – সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো উপাদান হল স্টার্চ ও মাইক্রো উপাদান হল গ্লুকোজ।

49.  সারকোলেমা কী?

উত্তর – পেশীকোশের আবরণীকে বলা হয় সারকোলেমা।

50.  পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম লেখো।

উত্তর – পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম হল অ্যাকটিন ও মায়োসিন।

51.  পেয়ারার ত্বক শক্ত হয় কেন?

উত্তর – স্ক্লেরেনকাইমার উপস্থিতির জন্য পেয়ারার ত্বক শক্ত হয়।

52.  বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?

উত্তর – বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এয়ারেনকাইমা বলে।

53.  ক্যাস্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়?

উত্তর – ক্যাস্পেরিয়ান পট্টি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্ত্বকে দেখা যায়।

54.  পরিণত মানুষের মতিষ্কের ওজন কত?

উত্তর – পরিণত মানুষের মতিষ্কের ওজন 1336 গ্রাম [পুরুষের ক্ষেত্রে]।

55.  শুক্রাশয় নির্গত হরমোন কোন কোশ থেকে ক্ষরিত হয়?

উত্তর – শুক্রাশয় নির্গত হরমোন লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়।

56.  ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।

উত্তর – ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল ইস্ট্রোজেন।

57.  ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়?

উত্তর – ট্রিপসিন অগ্ন্যাশয় পরিপাক গ্রন্থি থেকে বের হয়।

58.  ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

উত্তর – ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যানসের বিটা কোশ থেকে ক্ষরিত হয়।

59.  উদ্ভিদদেহ গঠনকারী কোষগুলির মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষান্তর রন্ধ্রকে কি বলে?

উত্তর:- প্লাজমোডেসমাটা।

60. মানব খাদ্যে উপস্থিত কোন উপাদানটি পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ করে না?

উত্তর:- সেলুলোজ।

61.  অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এর নাম লেখ।

উত্তর:- ট্রিপটোফান, লাইসিন, লিউসিন।

62.  নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত?

উত্তর:- পেন্টোজ শর্করা , নাইট্রোজেনঘটিত ক্ষার এবং ফসফেট গ্রুপ বা ফসফোরিক অ্যাসিড এর সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।

63.  প্রাণী দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত থাকে?

উত্তর:- প্রাণী দেহে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে।

64.  লিপিড কিসে দ্রবীভূত হয়?

উত্তর:- লিপিড জৈব দ্রাবক অর্থাৎ ইথার , বেনজিন, ক্লোরোফর্ম প্রভৃতিতে দ্রবীভূত হয়।

65.  মানবদেহের লোহার অভাবজনিত রোগ উল্লেখ করো।

উত্তর:- মানবদেহের লোহার অভাবজনিত রোগ হল অ্যানিমিয়া বা রক্তাল্পতা।

66.  কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কারা প্রবর্তন?

উত্তর:- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন হাজার 972 সালে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন।

67.  নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?

উত্তর:- নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়।

68.  বায়ু গহব্বর যুক্ত প্যারেনকাইমা কে কি বলে?

উত্তর:- গব্বর যুক্ত প্যারেনকাইমা কে এরেনকাইমা বলে।

69.  নিউরনের বড় প্রবর্ধকটির নাম কি?

উত্তর:- নিউরনের বড় প্রবর্ধকটির নাম হল অ্যাকসন।

70. রক্তক্ষরন বা হ্যামারেজ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম কি?

উত্তর:- ভিটামিন K

71. একটি করে অ্যাল্ডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।

উত্তর:- একটি অ্যাল্ডোজ শর্করা হল গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হল ফ্রুকটোজ।

72. কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে?

উত্তর:- কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, যা প্রোটিনে থাকে।

73. জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।

উত্তর:- জলে দ্রাব্য ভিটামিনগুলি হল ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।

74. আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?

উত্তর:- আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজিম রোগ হয়।

75. মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?

উত্তর:- দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক।

76. নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।

উত্তর:- নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান।

77. প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?

উত্তর:- প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে সেন্ট্রোজোম।

78. সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটির নাম কী?

উত্তর:- সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটি হল সেন্ট্রিওল ও গলগি বডি।

79. সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখো।

উত্তর:- সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো উপাদান হল স্টার্চ ও মাইক্রো উপাদান হল গ্লুকোজ।

80. সারকোলেমা কী?

উত্তর:- পেশীকোশের আবরণীকে বলা হয় সারকোলেমা।

81. পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম লেখো।

উত্তর:- পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম হল অ্যাকটিন ও মায়োসিন।

82. একটি যোগকলার উদাহরন দাও।

উত্তর:- রক্ত

83. নিউরোন কাকে বলে?

উত্তর:- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে নিউরোন বলে।

84. প্রাণীদেহের কোন্‌ কলার মেদ সঞ্চিত হয়?

উত্তর:- অ্যাডিপোজ কলায়

85. কোন্‌ অঙ্গটির উদরগহ্ববর থাকে না?

উত্তর:- হৃৎপিন্ড

86. একটি দ্বিশর্করার উদাহরন দাও।

উত্তর:- সুক্রোজ

87. গলগন্ড প্রতিরোধ কারী একটি লবনের উদাহরন দাও।

উত্তর:- NaI

88.  নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত?

উত্তর:-  পেন্টোজ শর্করা [ডি-অক্সিরাইবোজ বা রাইবোজ],নাইট্রোজেনঘটিত ক্ষার [অ্যাডেনিন/গুয়ানিন/থাইমিন/সাইটোসিন/ইউরাসিল] এবং ফসফেট গ্রুপ বা ফসফোরিক অ্যাসিডের সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।

89. প্রাণীদেহে কার্বোহাইড্রেট কীরূপে সঞ্চিত থাকে?

উত্তর:-  গ্লুকোজ গ্রুপে সঞ্চিত থাকে।

90. লিপিড কীসে দ্রবীভূত হয়?

উত্তর:-  ইথার , বেনজিন বা ক্লোফরর্মে দ্রবীভূত হয়।

91. মানবদেহে লোহার অভাবজনিত রোগটি উল্লেখ করো।

উত্তর:-  রক্ত অল্পতা।

92. কোশপর্দার ফুইড মোজাইক মডেল কারা প্রবর্তন করেন?

উত্তর:- সিঙ্গার ও নিকলসন ১৯৭২ সালে কোশপর্দার ফুইড মোজাইক মডেল  প্রবর্তন করেন।

93.   নিউক্লিয়াসের কোন্ অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়?

উত্তর:-  নিউক্লিয় জালিকা থেকে নিউক্লিয়াসের ক্রোমোজোম সৃষ্টি হয়।

94. বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?

উত্তর:- বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে  বলে এরেনকাইমা।

95. নিউরোনের বড়ো প্রবর্ধকটির নাম কী?

উত্তর:- নিউরোনের বড়ো প্রবর্ধকটির নাম অ্যক্সন‌।

96. কোন্ কলায় ইনটারক্যালেটেড

ডিসক্ দেখা যায়?

উত্তর:-  পেশি কলায় কলায় ইনটারক্যালেটেড

97. ডিসক্ দেখা যায়।

 একটি মিশ্রগ্রন্থির নাম লেখো।

উত্তর:- একটি মিশ্রগ্রন্থির নাম অগ্নাশয় গ্রন্থি।

98. মানুষের প্লিহার ওজন কত?

উত্তর:- মানুষের প্লিহার ওজন প্রায় 150 g ।

99.  কোন্ কোশ অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে?

উত্তর:-  রাইবোজোম অঙ্গনু কে প্রোটিন ফ্যাক্টরি বলে।

100. দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো।

উত্তর:- দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম

ভিটামিন A , ভিটামিন D , ভিটামিন E, ভিটামিন K.

101. ORS-র পুরো নাম কী?

উত্তর:- ORS-র পুরো নাম “ওরাল রিহাইড্রশন সলিউশন’।

102. পাকস্থলী থেকে ক্ষরিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো।

উত্তর:- Hcl

103.  রক্তক্ষরন বা হ্যামারেজ প্রতিরোধে যে ভিটামিন থাকে তার নাম কি?

উত্তরঃ- ভিটামিন K

104.  গাজর, পাঁকা পেঁপেঁতে যে ভিটামিন তাহকে তার নাম কি?

উত্তরঃ- ভিটামিন A

105.  অ্যাসিড-ক্ষার ভারসাম্য রক্ষা করে এরকম একটি খনিজের নাম লেখো।

উত্তরঃ- ফসফরাস

 শূন্যস্থান পূরণ করোঃ-

106.   পেলেগ্রা প্রতিরোধী ভিটামিন বা PP ফ্যাক্টর হল __________

উত্তরঃ- নিয়াসিন

107.  প্রোটিনকে রাসায়নিক গঠনে পরিবর্তনে সাহায্য করে কে?

উত্তরঃ- RER

108.  সালোকসংশ্লেষের সঙ্গে সম্পর্কিত কোশীয় অঙ্গানুটির নাম লেখো।

উত্তরঃ- ক্লোরোপ্লাস্টিড

109.  উদ্ভিদকোশে কোশগহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমকে কী বলে?

উত্তরঃ-টেনোপ্লাস্ট

110. দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখাে।

উত্তর- লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড।

111. নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত?

উত্তর- পেন্টোজ শর্করা ,নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিডর সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।

112. প্রাণীদেহে কার্বোহাইড্রেট কীরূপে সঞ্চিত থাকে?

উত্তর – গ্লুকোজ 

113.  লিপিড কীসে দ্রবীভূত হয়?

উত্তর- ইথার বেঞ্জিন ক্লোরোফর্ম প্রভৃতি ফ্যাট দ্রাবকে দ্রবীভূত হয়।

114. মানবদেহে লােহার অভাবজনিত রােগটি উল্লেখ করাে।

উত্তর- রক্ত অল্পতা

115. কোশপর্দার ফুইড মােজাইক মডেল কারা প্রবর্তন করেন?

উত্তর- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন

116.  নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমােজোম সৃষ্টি হয়?

উত্তর- নিউক্লিয় জালিকা থেকে

117.   বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?

উত্তর- এরেনকাইমা

118. নিউরােনের বডো প্রবর্ধকটির নাম কী?

উত্তর- অ্যাক্সন

119. কোন্ কলায় ইনটারক্যালেটেড ডিস দেখা যায় ?

উত্তর-?

120. একটি মিশ্রগ্রন্থির নাম লেখাে।

উত্তর- অগ্নাশয়

121. মানুষের প্লিহার ওজন কত?

উত্তর- প্রায় 150 গ্রাম

122. কোন্ কোশ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে?

উত্তর- রাইবোজোম

123.  দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম লেখাে।

উত্তর- A, D,E,,K

124. ORS-র পুরাে নাম কী?

উত্তর- ওরাল রিহাইড্রেশন সলিউশন

নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-

125.   হিস্টেনযুক্ত DNA:ইউক্যারিওট::প্রোটিনবিহীন DNA:________

উত্তরঃ- প্রোক্যারিওট

126. কোন কলায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়?

উত্তর:- হৃদ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়।

127.  একটি মিশ্র গ্রন্থির নাম লেখ।

উত্তর:- একটি মিশ্র গ্রন্থি হল অগ্নাশয়।

128.  মানুষের প্লীহার ওজন কত।

উত্তর:- পরিণত মানুষের প্লীহার ওজন প্রায় 150 গ্রাম।

129.  কোন অঙ্গাণু কে প্রোটিন ফ্যাক্টরি বলে?

উত্তর:- লাইসোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে।

130.  দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম করো।

উত্তর:- ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো A, D, ও K

131.  ORS-র পুরো নাম কী?

উত্তর:- ORS ওরাল রিহাইড্রেশন সলিউশন।

132.  একটি দ্বিশর্করার উদাহরন দাও।

উত্তরঃ- সুক্রোজ

133.  গলগন্ড প্রতিরোধ কারী একটি লবনের উদাহরন দাও।

উত্তরঃ- NaI

134.  পাকস্থলী থেকে ক্ষরিত হয় এমন একটি অ্যাসিডের নাম লেখো।

উত্তরঃ- Hcl

 বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ-

135.   শ্বেতসার, গ্লুকোজ, রাইবোজ, লাইসিন

উত্তরঃ- লাইসিন

136.  একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম লেখো।

উত্তরঃ- অ্যাডিনিন

 নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-

137.   অ্যালবুমিন:সরলপ্রোটিন::হিমোগ্লোবিনঃ__________

উত্তরঃ- সংযুক্তপ্রোটিন

138.  প্রোটিনের ক্যালোরি মূল্য কত?

উত্তরঃ- কিলোক্যালোরি/গ্রাম

 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে লেখোঃ-

139.  ইউরাসিল, পিরিমিডিন, থাইমিন, সাইটোসিন

উত্তরঃ- পিরিমিডিন

140.  একটি জটিল লিপিডের নাম লেখো।

উত্তরঃ- ফসফলিপিড

141.  স্নায়ু উদ্দীপনা প্রেরনে সাহায্য করে একটি খনিজের নাম লেখো।

উত্তরঃ- Na

” জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science  Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download)

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 9 Life Science Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science  Question and Answer / Class 9 Life Science  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science  Exam Guide / Class 9 Life Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Life Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর। জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ] জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়]

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science ) – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] | Class 9 Life Science  Suggestion অষ্টম শ্রেণি জীবন বিজ্ঞানজীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Life Science  Question and Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science  Question and Answer, Suggestion | Class 9 Life Science  Question and Answer Suggestion | Class 9 Life Science  Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion.

WBBSE Class 9th Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়]

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] । Class 9 Life Science  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Life Science  Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর । জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] | Class 9 Life Science  Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science  Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ (ষষ্ঠ অধ্যায় Class 9 Life Science  Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান– জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science  Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IXLife Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Life Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXLife Science Suggestion is provided here. Class 9 Life Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 9 Life Science  Question and Answer with FREE PDF Download Link

জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science  Question and Answer জীবন সংগঠনের স্তর [দ্বিতীয় অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad