অষ্টম শ্রেণীর ভূগোল : শিলা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- III] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর ভূগোল : শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- III] Question and Answer

শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer : শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. সাদা রঙের প্ল্যাজিওক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান হল—

[A] পটাশিয়াম

[B] সোডিয়াম

[C] ম্যাগনেশিয়াম

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সোডিয়াম

2. সেরামিক শিল্পে ব্যবহৃত হয়—

[A] অভ্র

[B] সোনা

[C] ফেল্ডসপার

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ফেল্ডসপার

3. মোহ স্কেল অনুযায়ী হিরের কাঠিন্যের মান—

[A] 10

[B] 9

[C] 8

[D] কনোটাও নয়

উত্তর:- [A] 10

4. ডোলেরাইট হল একটি

[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আগ্নেয় শিলা

5. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

6. ডোলেরাইট হল একটি

[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আগ্নেয় শিলা

7. তাজমহল নির্মিত হয়েছে—

[A] বেলেপাথরে

[B] চুনাপাথরে

[C] মারবেলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মারবেলে

8. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] স্লেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কোয়ার্টজাইট

9. ‘নিস’ হল একটি—

[A] আগ্নেয় শিলা

[B] পাললিক শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] রূপান্তরিত শিলা

10. ব্যাসল্ট শিলার রূপান্তরিত রূপ হল—

[A] অ্যাম্ফিবোলাইট

[B] ফিলাইট

[C] হর্নব্লেন্ড

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অ্যাম্ফিবোলাইট

11. একপ্রকার বালুকাময় পাললিক শিলার উদাহরণ হল—

[A] চুনাপাথর

[B] বেলেপাথর

[C] কাদাপাথর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেলেপাথর

12. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

13. শিলার মধ্যেকার শূন্যস্থান ও শিলার মোট আয়তনের অনুপাত হল—

[A] সচ্ছিদ্রতা

[B] প্রবেশ্যতা

[C] দারণ

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সচ্ছিদ্রতা

14. চুনাপাথর একপ্রকার—

[A] সংঘাত শিলা

[B] অসংঘাত শিলা

[C] কর্দময় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] অসংঘাত শিলা

15. আঞ্চলিক বা ব্যাপক রূপান্তরের ফলে গঠিত শিলাটি হল—

[A] ফিলাইট

[B] স্লেট

[C] সিস্ট

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্লেট

16. জীবাশ্ম দেখা যায়—

[A] আগ্নেয় শিলায়

[B] পাললিক শিলায়

[C] রূপান্তরিত শিলায়

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পাললিক শিলায়

17. যে শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপগুলি সাধারণত গোলাকার হয়. সেটি হল—

[A] গ্রানাইট

[B] ব্যাসল্ট

[C] কংগ্লোমারেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গ্রানাইট

18. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

19. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] স্লেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কোয়ার্টজাইট

20. চক হল একপ্রকার—

[A] নিঃসারী শিলা

[B] পাললিক শিলা

[C] রুপান্তরিত শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পাললিক শিলা

21. ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে প্রাথমিকভাবে তৈরি হয়—

[A] কয়লা

[B] খনিজ তেল

[C] প্রাকৃতিক গ্যাস

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কয়লা

22. গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেটি হল—

[A] নিস

[B] মারবেল

[C] কোয়ার্টজাইট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] নিস

23. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] স্লেট

[D] কনোটাও নয়

উত্তর:- [A] কোয়ার্টজাইট

24. চুনাপাথরের রূপান্তরিত রূপ হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] হর্নব্লেন্ড

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মারবেল

25. খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে তা হল—

[A] মার্কারি স্কেল

[B] মোহ স্কেল

[C] রিখটার স্কেল

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মোহ স্কেল

26. জয়সলমেরের সোনার কেল্লা তৈরি হয়েছে—

[A] চুনাপাথর দিয়ে

[B] বেলেপাথর দিয়ে

[C] কাদাপাথর দিয়ে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেলেপাথর দিয়ে

27. ‘নিস’ হল একটি—

[A] আগ্নেয় শিলা

[B] পাললিক শিলা

[C] রূপান্তরিত শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] রূপান্তরিত শিলা

28. খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে তা হল—

[A] মার্কারি স্কেল

[B] মোহ স্কেল

[C] রিখটার স্কেল

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মোহ স্কেল

29. একপ্রকার বালুকাময় পাললিক শিলার উদাহরণ হল—

[A] চুনাপাথর

[B] বেলেপাথর

[C] কাদাপাথর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বেলেপাথর

30. চুনাপাথরের রূপান্তরিত রূপ হল—

[A] কোয়ার্টজাইট

[B] মারবেল

[C] হর্নব্লেন্ড

[D] কনোটাও নয়

উত্তর:- [B] মারবেল

31. রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল—

[A] গ্রানাইট

[B] শেল

[C] ব্যাসল্ট

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ব্যাসল্ট

32. চুনাপাথর একপ্রকার—

[A] সংঘাত শিলা

[B] অসংঘাত শিলা

[C] কর্দময় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] অসংঘাত শিলা

33. ডোলেরাইট হল একটি

[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কনোটাও নয়

উত্তর:- [C] আগ্নেয় শিলা

34. গোলাপি বর্ণের অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান হল—

[A] ক্যালশিয়াম

[B] সোডিয়াম

[C] পটাশিয়াম

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পটাশিয়াম

35. মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজটি হল—

[A] কোয়ার্টজ

[B] ফেল্ডসপার

[C] ট্যাঙ্ক

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ট্যাঙ্ক

36. আঞ্চলিক বা ব্যাপক রূপান্তরের ফলে গঠিত শিলাটি হল—

[A] ফিলাইট

[B] স্লেট

[C] সিস্ট

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্লেট

37. ফিলাইট কার পরিবর্তিত রূপ?—

[A] স্লেট-এর

[B] ব্যাসল্ট-এর

[C] পিট-এর

[D] কনোটাও নয়

উত্তর:- [A] স্লেট-এর

38. পাতালিক শিলার একটি উদাহরণ হল—

[A] ব্যাসল্ট

[B] ডোলেরাইট

[C] গ্রানাইট

[D] কনোটাও নয়

উত্তর:- [C] গ্রানাইট

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion

1.একটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো ।

উত্তর:- ব্যাসল্ট ।

2.একটি উপপাভানিক শিলার নাম লেখো ।

উত্তর:- ডোলেরাইট ।

3.আগ্নিক শিলায় শতকরা কত ভাগ সিলিকা থাকে ?

উত্তর:- 65 % -এর বেশি সিলিকা থাকে ।

4.নিঃসারী শিলার দানার ব্যাস কত ?

উত্তর:- 1 মিলিমিটারের কম ।

5.ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড কত পরিমাণ থাকে ?

উত্তর:- 55 % -এর বেশি ।

6.পাতালিক শিলার দানার ব্যাস কত ?

উত্তর:- 3 মিলিমিটারের বেশি ।

7.কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি ?

উত্তর:- বেলেপাথরের প্রবেশ্যতা খুব বেশি ।

8.কোন্ শিলান্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ?

উত্তর:- সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।

9.একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো ।

উত্তর:- হেমাটাইট ।

10.শিলা কী ?

উত্তর:- শিলা আসলে এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ ।

11.গ্রানাইট শিলা কোন্ কোন্ খনিজ দ্বারা গঠিত ?

উত্তর:- গ্রানাইট শিলা কোয়ার্টজ , ফেল্ডসপার , মাইকা , হর্নব্লেড প্রভৃতি খনিজ দ্বারা গঠিত ।

12.চতুর্থ অধ্যায় চাপবলয় ও বায়ু প্রবাহ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করো

 [ চতুর্থ অধ্যায় চাপবলয় ও বায়ু প্রবাহ প্রশ্ন উত্তর ]

13.সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণের একটি পার্থক্য বলো ।

উত্তর:- সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে । অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে ।

14.পেট্রোলজি কী ?

উত্তর:- বিজ্ঞানের যে বিশেষ শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে পেট্রোলজি বলা হয় ।

15.মিনরেলজি কী ?

উত্তর:- বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মিনরেলজি বলা হয় ।

16.আগ্নেয় শিলার আরেক নাম কী ? কেন ?

উত্তর:- আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা । পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ায় জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা ।

17.নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো সূক্ষ্ম হয় কেন ?

উত্তর:- এই শিলা দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম ।

18.উদ্‌বেধী আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী ?

উত্তর:- উদ্‌বেধী আগ্নেয় শিলা দু – রকম । যথা — উপপাতালিক ও পাতালিক শিলা ।

19.কোন্ কোন্ খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ?

উত্তর:- কোয়ার্টজ , টোপ্যাজ , ব্যালসাইট , হিরে প্রভৃতি খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় ।

20.একটি মধ্যবর্তী শিলার উদাহরণ দাও । তাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত ?

উত্তর:- একটি মধ্যবর্তী শিলা হল অ্যান্ডেসাইট যাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45 % -3551

21.পেরিডোটাইট শিলাচ সিলিকার পরিমাণ কত ?

উত্তর:- দেরিডোটাইট শিলায় সিলিকার পরিমাণ 45 % -এর কম ।

22.বিশ্বারলাইট কী ধরনের শিলা ?

উত্তর:- কিষারলাইট একটি অভিক্ষারকীয় শিলা ।

23.ব্যাসল্ট গঠনকারী খনিজ ?

উত্তর:- ব্যাসল্ট গঠনকারী খনিজগুলি হল —– কোয়ার্টজ , ফেসপার , অলিভিন , পাইরঙ্গিন ।

24.শিলার প্রবেশ্যতা বলতে কী বোঝ ?

উত্তর:- শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় ।

25.তা কী ?

উত্তর:- সজ্জিতা হল শিলার মধ্যকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত ।

26.পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও ।

উত্তর:- ভুফ একটি পাইরোফ্লাস্টিক শিনা ।

27.রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলার নাম কী ?

উত্তর:- রাসায়নিক উপায়ে গঠিত সালফেট জাতীয় পাললিক শিলা হল রক জিপসাম ।

28.ডায়াটম মাটি কী ?

উত্তর:- জৈবিক উপায়ে গঠিত বালিময় পাললিক শিলা ।

29.একটি কার্বনসম পাললিক শিলার উদাহরণ দাও ।

উত্তর:- বিটুমিনাস কয়লা ।

30.চুনাপাথরের রাসায়নিক নাম কী ?

উত্তর:- ক্যালশিয়াম কার্বনেট ।

31.চুনাপাথর কী কী কাজে লাগে ?

উত্তর:- সিমেন্ট তৈরিতে , লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় ।

32.লালকেল্লা , খাজুরাহোর মন্দির , সোনার কেল্লা কোন্ পাথরে তৈরি ?

উত্তর:- এগুলি বেলেপাথরের তৈরি ।

33.শেল কীভাবে প্লেটে পরিণত হয় ?

উত্তর:- শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় ।

34.ফিলাইট কী ?

উত্তর:- ফিলাইট এক ধরনের কাদাপাথর ।

35.পিট কালা কীসে রূপান্তর হয় ?

উত্তর:- পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর হয় ।

36.ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহৃত হয় ?

উত্তর:- ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা প্লেট পাথর ব্যবহার করা হয় ।

37.রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার হয় ?

উত্তর:- রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিড শিলা নিস ব্যবহার করা হয় ।

38.গ্রানাইট শিলা কোথায় দেখা যায় ?

উত্তর:- রাঁচিসহ সমগ্র ছোটোনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত ।

39.কোন্‌ ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমির ডেকানট্র্যাপ – এর অংশ ?

উত্তর:- মহারাষ্ট্রের পঞ্চগণি , মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষি ভূমি ডেকানট্যাপ – এর অংশ ।

40.কোন্ অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ?

উত্তর:- চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ।

41.শিলা গঠনকারী দুটি খনিজের নাম বলো ।

উত্তর:- সিলিকন , অক্সিজেন ।

42.কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় ?

উত্তর:- গহনা তৈরি , কাচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয় ।

43.প্লাজিওক্লেজ ফেসপারের মূল রাসায়নিক উপাদান কী ?

উত্তর:- প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মুল রাসায়নিক উপাদান সোডিয়াম ।

44.অর্থোক্লেজ ফেল্ডসপারের মূল উপাদান কী ? এটি কী রঙের হয় ?

 উত্তর:- পটাশিয়াম । এটি গোলাপি রঙের হয় ।

45.ফেসপার কী কাজে লাগে ? ‘

 উত্তর:- ফেল্ডসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহার হয় ।

46.একটি নরম খনিজের নাম করো ।

উত্তর:- একটি নরম খনিজ হল জিপসাম ।

47.মোহ স্কেল কী ?

উত্তর:- খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল । এই স্কেলে 1-10 পর্যন্ত দশটি ভাগ আছে ।

48.মোহস্কল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজ ও সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম লেখো ।

উত্তর:- সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হল হিরে এবং সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম হল ট্যাঙ্ক ।

49.জিপসাম যুক্ত অঞ্চলে ভূমি কেমন হয় ?

উত্তর:- জিপসাম যুক্ত অঞ্চলে ভূমি নরম ও হালকা হলুদ হয় ।

50.অতিরিক্ত খনিজযুক্ত মাটির নাম করো ।

উত্তর:- ল্যাটেরাইট মাটি ও লাল মাটি ।

51.গ্রানাইট শিলা গঠিত মাটির রং লাল কেন ?

উত্তর:- লোহার অক্সাইড বেশি পরিমাণে থাকায় গ্রানাইট শিলা গঠিত মাটির রং লাল ।

52.মাটি সৃষ্টির পূর্বের ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে কী বলা হত ?

উত্তর:- রেগোলিথ বলা হয় ।

53.কেলাসের গঠন দেখতে কেমন হয় ?

উত্তর:- কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয় ।

54.স্ট্যালাগমাইট কাকে বলে ?

উত্তর:- কখনো কখনো গুহার মেঝে থেকে চুনের স্তর ওপরের দিকে উঠে যায় তাকে স্ট্যালাগমাইট বলে ।

55.ব্যান্ডেড নিস কাকে বলে ?

উত্তর:- নিস – এ অনেক সময় বলয়ের আকারে খনিজগুলি একসাথে থাকে তাই এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলে । কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয় ?উত্তর:- ছোটোনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয় ।

56.খনিজ কী ?

উত্তর:- শিলার মধ্যে অবস্থিত কেলাসিত , নির্দিষ্ট রাসায়নিক অংশযুক্ত নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল খনিজ

57.মার্বেলের সংস্পর্শে অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত হয় কেন ?

উত্তর:- অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায় তাই মার্বেলের সংস্পর্শে অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত নয় ।

58.ল্যাটেরাইট মাটি কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর:- লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড অতিরিক্ত পরিমাণে থাকলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় ।

59.বাড়ির টালি তৈরিতে কোন পাথর ব্যবহৃত হয় ? কেন ?

উত্তর:- কাদাপাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির । এই শিলা পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরি করতে এই পাথর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ।

ব্ল্যাকবোর্ড তৈরিতে কোয়ার্টজাইট ব্যবহৃত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

60.স্তরীভুত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায় তাদের_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবাশ্ম।

61.কোয়ার্টজ কাচ ও পাথর কাটতে বেশি ব্যবহৃত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

62.শিলা হল এক বা একাধিক খনিজের সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

63.একটি উপপাতালিক শিলার উদাহরণ হল _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ডোলেরাইট

64.ভূত্বক গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয়, সেটিআগ্নেয় শিলা’ নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

65.লালকেল্লা কোন ধরনের শিলায় গঠিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বেলেপাথর।

66.আগ্নেয় শিলাস্তরে কয়লা ও খনিজ তেল পাওয়া যায়৷ [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

67.প্রধানত_________ শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি হয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আগ্নেয়

68.গ্রাফাইট হল একটি শিলা _________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রূপান্তরিত

69.পাললিক শিলাস্তরে ধাতব খনিজ বেশি পরিমাণে পাওয়া যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

70.রাজস্থানের জয়সলমেরে অবস্থিত ‘সোনার কেল্লা’ চুনাপাথর দিয়ে তৈরি কারণ শুধু শুষ্ক জলবায়ুতেই চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

71.বেলেপাথর থেকে কোন্ মাটি তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বেলেমাটি।

72._________শিলায় পাইরক্সিন খনিজ থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যাসল্ট

73.কোন্ অঞ্চলকে ভারতের ‘খনিজ ভাণ্ডার’ বলা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ছোটোনাগপুরের মালভূমি অঞ্চলকে।

74.প্রধানত_________ শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি হয়েছে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আগ্নেয়

75.আগ্নেয় শিলার প্রবেশ্যতা বেশি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

76.ছাদ ঢালাই-এর কাজে ব্যবহৃত স্টোনচিপ হল আসলে _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যাসল্ট শিলা

ব্যাসল্ট কোন জাতীয় শিলা? [এক কথায় উত্তর দাও]

77.পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা সেটি হল _________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলা

78.প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রুপান্তর একটি নিদিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এই চক্রাকার আর্বতনকে _________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলাচ

79.ব্যাসল্ট শিলা থেকে কোন্ মৃত্তিকা তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কালোমাটি বা কৃষমৃত্তিকা।

80.পলিলিক শিলার দুটি উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কাদাপাথর ও বেলেপাথর।

81.ভূত্বক গঠনের সময় প্রথম যে শিলা গঠিত হয়, সেটিআগ্নেয় শিলা’ নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

82.ব্যাসল্ট শিলায় গঠিত মাটির রং সাধারণত লাল হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

83.বেলেমাটি কৃষিকার্যের পক্ষে খুব উপযোগী। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

84.স্তরীভুত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায় তাদের_________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীবাশ্ম।

85.প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রুপান্তর একটি নিদিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এই চক্রাকার আর্বতনকে _________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলাচ

86.পাতালিক শিলা কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভুগভের বহু নীচে ভুগভের গলিত পদার্থ যখন অনেক দিন ধরে ধীরে ধীরে শীতল হয়ে জমাট বাঁধে ও শিলায় পরিণত হয়, তখন তাকে পাতালিক শিলা বলে। যেমন—গ্রানাইট।

87.কোন্ শিলা থেকে বেলেমাটি তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বেলেপাথর থেকে।

88.উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ?

উত্তর:- উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু – প্রকার ।

” শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download)

শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography  Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography  Exam Guide / Class 8 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | শিলা(তৃতীয় অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। শিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ] শিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শিলা(তৃতীয় অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরশিলা(তৃতীয় অধ্যায়)

শিলা(তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল শিলা(তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শিলা(তৃতীয় অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography ) – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | শিলা(তৃতীয় অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোলশিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) | শিলাঅষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer, Suggestion | Class 8 Geography  Question and Answer Suggestion | Class 8 Geography  Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরশিলা(তৃতীয় অধ্যায়)

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শিলা(তৃতীয় অধ্যায়) । Class 8 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শিলা(তৃতীয় অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরশিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরশিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – শিলা(তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography  Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.

শিলাঅষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer with FREE PDF Download Link

শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer শিলা(তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad