অষ্টম শ্রেণীর ভূগোল : অস্থিত পৃথিবী (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর ভূগোল : অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- II] Question and Answer

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer : অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ হলো –

[A] চীন

[B] জাপান

[C] ভারত

[D] ভূটান

উত্তর:- [B] জাপান।

2. মৌনালোয়া হল একটি –

[A] মৃত আগ্নেয়গিরি

[B] জীবন্ত আগ্নেয়গিরি

[C] সুপ্ত আগ্নেয়গিরি

[D] খনিজ শিলা

উত্তর:- [B] জীবন্ত আগ্নেয়গিরি।

3. পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি ________

[A] প্রশান্ত মহাসাগরে

[B] আটলান্টিক মহাসাগরে

[C] ভারত মহাসাগরে

[D] কুমেরু সাগর অবস্থিত।

উত্তর:- [A] প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

4. মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় –

[A] ধবংসাত্মক

[B] গঠনাত্মক

[C] নিরপেক্ষ পাতসীমানা ববরাবর

[D] কোনটিই নয়।

উত্তর:- [B] গঠনাত্মক বরাবর।

5. ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে –

[A] 50-100

[B] 100-150

[C] 150-200 কিমি

[D] 200-250 কিমি গভীরে থাকে।

উত্তর:- [A] 50-100 কিমি গভীরে থাকে।

6. প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী –

[A] ওয়েগনার

[B] পিঁচো

[C] জিমোরম্যান

[D] উইলসন

উত্তর:- [D] উইলসন।

7. ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ –

[A] প্রাথমিক তরঙ্গ

[B] গৌণ তরঙ্গ

[C] পৃষ্ঠ তরঙ্গ

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পৃষ্ঠ তরঙ্গ।

8. ভূমিকম্প তরঙ্গগুলি মধ্যে _____ তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে [অন্তঃকেন্দ্রমণ্ডল] প্রবেশ করতে পারে।

[A] P তরঙ্গ

[B] S তরঙ্গ

[C] L তরঙ্গ

[D] M তরঙ্গ

উত্তর:- [B] S তরঙ্গ

9. ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় –

[A] কেন্দ্র

[B] উপকেন্দ্র

[C] প্রতিপাদ অঞ্চল

[D] কোনটিই নয়।

উত্তর:- [B] উপকেন্দ্র।

10. যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে বলা হয় –

[A] অভিসারী

[B] প্রতিসারী/ অপসারী

[C] নিরপেক্ষ পাতসীমানা

[D] কোনটিই নয়।

উত্তর:- [B] প্রতিসারী/ অপসারী।

অতি সংক্ষিপ্ত: অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion

1. বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে?

উত্তর:- বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।

2. পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ?

উত্তর:- পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।

3. পৃথিবীর গভীরতম খাত কোনটি?

উত্তর:- পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।

4. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

5. কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

উত্তর:- রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

6. প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তাকে বলা হত _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্যানজিয়া

7. একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হল _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আরাবল্লি

8. কত সালে ভূমিকম্পের ফলে সান ফ্রান্সিসকো শহর ধ্বংস হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 1906 সালে।

9. ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- লাভা।

10. নবীন ভঙ্গিল পর্বতের বয়স প্রায়_________ বছর [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1-2.5 কোটি

11. ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় তাকে বলে ভূমিকম্পের _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- উপকেন্দ্র

12. পৃথিবীতে বড়ো পাত কয়টি আছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 6 টি।

13. অগ্ন্যুৎপাত একপ্রকার_________ প্রক্রিয়া [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভূগাঠনিক

14. ভুমিকম্পের কেন্দ্রের কাছেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

15. রখতার স্কেলে ভূমিকম্পের তীব্রতা_________ অতিক্রম করলে সেই ভূকম্পন বিধবংসী হয় [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 6

16. বিদার অগ্ন্যুৎপাতে ভারতে কোন্ ধরনের মালভূমি তৈরি হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি।

17. ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারেন ।

18. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ্ত

19. পাতলির গতিশীলতা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

20. অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

21. তপ্তবিন্দু থেকে কোনো ধরনের ভূমিকম্প হয় না [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

22. 17.. ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয়_________ যন্ত্রে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সিসমোগ্রাফ

23. প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তাকে বলা হত _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্যানজিয়া

24. ভূমিকম্পের কোন্ তরঙ্গ সবচেয়ে বিধ্বংসী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- L তরঙ্গ।

25. পৃথিবীর বাইরের স্তরটি হল _________ যা কতকগুলি শক্ত কঠিন পাতের সমন্বয়ে গঠিত [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শিলামন্ডল।

26. প্রায়শই ভূমিকম্প হয় এরকম একটি অভিসারী সংঘর্ষ সীমানার উদাহরণ দাও [এক কথায় উত্তর দাও]

উত্তর:- হিমালয় পার্বত্য অঞ্চল।

27. ভারতের দাক্ষিণাত্য মালভূমি সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

28. ‘P’ তরঙ্গের গতিবেগ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সেকেন্ডে প্রায় 6 কিমি।

29. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রিখটার স্কেল।

30. টুজো উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

31. অ্যাসথেনোস্ফিয়ারের উষ্ণতা প্রায় _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 1300°সে

32. সিসিলির স্ট্রম্বেলি কী ধরনের আগ্নেয়গিরি? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সক্রিয় আগ্নেয়গিরি।

33. ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

34. উরাল পর্বত প্রায় 20 কোটি বছর আগে সৃষ্ট স্তুপ পর্বত [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

35. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ্ত

36. পাতগুলি পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকলে তাদের অভিসারী পাত বলে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

37. সুপ্ত আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা নেই [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

38. ‘S’ তরঙ্গের গতিবেগ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সেকেন্ডে প্রায় 3-5 কিমি।

39. যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে বলে _________ পাত সীমানা [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অভিসারী

40. ভবিষ্যতে যে আগ্নেয়গিরির অন্যুৎপাতের সম্ভাবনা নেই তা হল _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মৃত

41. প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে পৃথিবীর 50 শতাংশ ভূমিকম্প হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

42. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় _________ – [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- রিখটার স্কেল

43. ভুমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতামাপক যন্ত্র রিখটার স্কেলের মান 0-12 [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

44. ক্ষারকীয় লাভা তরল অবস্থায় থাকে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

45. অগ্ন্যুৎপাত একপ্রকার ভূগাঠনিক প্রক্রিয়া [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

46. দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাদের_________ পাত বলে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অপসারী।

47. পাতগুলির আয়তনের তুলনায় বেধ কম হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

48. সান ফ্রান্সিসকো ও লস এঞ্জেলেস শহর দুটি _________ চ্যুতির ওপর অবস্থিত [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সান আন্দ্রিজ

49. মহীসঞ্চরণ তত্ত্বের সাহায্যে পর্বত গঠনের ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া সম্ভব [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

50. প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তাকে বলা হত _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্যানজিয়া

51. একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সান আন্দ্রিজ চ্যুতি।

52. P তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

53. জাপানের মাউন্ট ফুজি একটি মৃত আগ্নেয়গিরি [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

54. পৃথিবীপৃষ্ঠে বড়ো পাতের সংখ্যা 6টি [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

55. ক্ষারকীয় লাভা তরল অবস্থায় থাকে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

56. মহীসংরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্যানজিয়া।

57. ‘আ আ লাভাকী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে নির্গত সান্দ্র লাভাকে হাওয়াই দ্বীপের ভাষায় ‘আ আ লাভা’ বলে।

58. ইটালির ভিসুভিয়াস একটি _________ আগ্নেয়গিরি [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুপ্ত

59. পৃথিবীতে বড়ো পাত কয়টি আছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- 6 টি।

60. ‘P’ ‘S’-দ্বারা ভূমিকম্পের কী [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ‘P’ হল ভূমিকম্পের প্রাইমারি ওয়েভ [Primary wave] বা প্রাথমিক তরঙ্গ এবং ‘S’ হল সেকেন্ডারি ওয়েভ [Secondary wave] বা গৌণ তরঙ্গ এই দুটিকে একসঙ্গে ভূমিকম্পের ‘দেহতরঙ্গ’ বলে।

61. বিজ্ঞানী মার্কালি রিখটার স্কেল আবিষ্কার করেন [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

62. একটি প্রবীণ ভঙ্গিল পর্বতের নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাপালেচিয়ান।

63. যে পাতগুলি পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চালিত হয় তাকে ট্রান্সফর্ম পাত সীমানা বলে [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

64. লাভ তরঙ্গ ও র‍্যালে তরঙ্গ আসলে_________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পৃষ্ঠ তরঙ্গ।

65. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রিখটার স্কেল।

66. প্রতিসারী পাত সীমানা বরাবর গঠিত হয় মধ্যসামুদ্রিক শৈলশিরা [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

67. ‘S’ তরঙ্গের গতিবেগ কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সেকেন্ডে প্রায় 3-5 কিমি।

68. একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সান আন্দ্রিজ চ্যুতি।

69. ভূত্বকের পাতগুলি কীসের ওপর ভাসমান? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাসথেনোস্ফিয়ারের ওপর।

70. ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারেন ।

71. পৃথিবীর একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম করো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- জাপানের ফুজিয়ামা।

72. মাউন্ট ফুজি কোন্ ধরনের পর্বত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সুপ্ত আগ্নেয়গিরি।

73. প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে সরছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পশ্চিমদিকে 10 সেমি করে।

74. অভিসারী পাত সীমানায় সৃষ্ট একটি পর্বতশ্রেণির নাম লেখো [এক কথায় উত্তর দাও]

উত্তর:- হিমালয়।

75. হাওয়াই দ্বীপপুঞ্জের পাতলা লাভার নাম _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- পা হো হো ।

76. ‘ প্লেটশব্দটি কোন্ বিজ্ঞানী প্রয়োগ করেন ?

উত্তর:- 1965 সালে কানাডার ভূপদার্থবিদ J. T. Wilson ‘ প্লেট ‘ শব্দটি প্রয়োগ করেন ।

77. মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর:- আলফ্রেড ওয়েগনার ।

78. পাত সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ?

উত্তর:- 1968 সালে বিজ্ঞানী W. J. Morgan পাত সংস্থানের ব্যাখ্যা দেন ।

79. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী ? এটি কোন সাগরে অবস্থিত ?

 উত্তর:- পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল ‘ মারিয়ানা খাত ‘ । এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।

80. বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতে কোন্ মালভূমির সৃষ্টি হয়েছে ?

উত্তর:- দাক্ষিণাত্যের মালভূমি ।

81. সৌরজগতে সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ?

উত্তর:- সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গলগ্রহের অলিম্পাস মনস্।

82. কত বছর আগে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে ?

উত্তর:- সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়ে চলেছে ।

83. ভূবিদ্যা কী ?

উত্তর:- পৃথিবীতে উৎপত্তির ইতিহাস , উপাদান , গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা ।

84. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?

উত্তর:- কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় সেটা হল ভূমিকম্পের উপকেন্দ্র ।

85. ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় ?

উত্তর:- মা। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না ।

86. অগ্ন্যুদগম কি একটি ভূগাঠনিক প্রক্রিয়া ? কেন ?

উত্তর:- হ্যাঁ , অগ্ন্যুদগম একটি ভূ – গাঠনিক প্রক্রিয়া । কারণ অগ্ন্যুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপের সৃষ্টি হয় ।

87.  কবে ও কোন্ শহর ভিসুভিয়াসএর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ?

উত্তর:- 1979 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে প্রাচীন রোম – এর পম্পেই শহর ধ্বংস হয়ে যায় ।

88. অপসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে ।

89. সাগর ও মহাসাগর তৈরি হয়েছে কীভাবে ?

উত্তর:- সৃষ্টির আদিলগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি হয়েছে ।

90. নিরপেক্ষ পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- কিছুক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় । ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয় । এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি , কিছুই হয় না । একে নিরপেক্ষ পাতসীমানা বলে ।

91. প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে ?

উত্তর:- 3-4 কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে ।

92. অভিসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাতসীমানা বলে ।

93. পৃথিবীর উপগ্রহ চাঁদএর গঠনে কার বিশেষ ভূমিকা আছে ?

উত্তর:- পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে অগ্ন্যুৎপাতের বিশেষ ভূমিকা আছে ।

94. পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্ন্যুৎপাত হয় ?

 উত্তর:- পৃথিবী ছাড়াও সৌরজগতের অনান্য গ্রহ মঙ্গল , শুক্র , বৃহস্পতি ও উপগ্রহেও অগ্ন্যুৎপাত হয় ।

95. পৃথিবী বিখ্যাত গাইজার কোন্টি ?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়ালোস্টোন ন্যাশনাল পার্কের ‘ Old faithful geyser ‘ [ প্রতি 45 মিনিট অন্তর উৎক্ষিপ্ত হয় ] পৃথিবী বিখ্যাত ।

96. ‘ প্লেটশব্দটি কোন্ বিজ্ঞানী প্রয়োগ করেন ?

উত্তর:- 1965 সালে কানাডার ভূপদার্থবিদ J. T. Wilson ‘ প্লেট ‘ শব্দটি প্রয়োগ করেন ।

97. মহীসম্বরণ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর:- আলফ্রেড ওয়েগনার ।

98. পাত সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ?

উত্তর:- 1968 সালে বিজ্ঞানী W. J. Morgan পাত সংস্থানের ব্যাখ্যা দেন ।

99. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী ? এটি কোন সাগরে অবস্থিত ?

 উত্তর:- পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম হল ‘ মারিয়ানা খাত ‘ । এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত ।

100. হিমালয় পর্বতমালা , আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে কীভাবে ?

উত্তর:- ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা আর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আল্পস পর্বতমালার সৃষ্টি হয়েছে ।

101. পৃথিবীর প্রধান প্রধান ভঙ্গিল পর্বতমালাগুলির নাম লেখো

উত্তর:- পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে । এগুলি হল অ্যাপালেশিয়ান , ইউরাল , আন্দিজ , আরাবল্লী প্রভৃতি ।

102. কত বছর আগে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে ?

উত্তর:- সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়ে চলেছে ।

103. বিদার অগ্ন্যুৎপাতের ফলে ভারতে কোন্ মালভূমির সৃষ্টি হয়েছে ?

উত্তর:- দাক্ষিণাত্যের মালভূমি ।

104. ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?

 উত্তর:- ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে । [ 1 ] ভূঅন্তঃস্থ শক্তি ও [ 2 ] ভূবহিস্য শক্তি ।

105. লাভা কাকে বলা হয় ?

উত্তর:- ভূঅভ্যন্তরের গলিত , সাম্র পদার্থকে ‘ ম্যাগমা ’ আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয় ।

106. সৌরজগতে সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কী ?

উত্তর:- সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গলগ্রহের অলিম্পাস মনস্।

107. পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে

উত্তর:- পৃথিবীতে 15 % জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ।

108. ভূমিকম্প কাকে বলে ?

উত্তর:- প্রতি মুহূর্তে পৃথিবী কোথাও না কোথাও কম্পিত হচ্ছে । পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনোকিছু সজ্জিত থাকে , ফলে ভূত্বক কেঁপে ওঠে , একে ভূমিকম্প বলে ।

109.  ভূকম্পন তরঙ্গ কাকে বলে ?

উত্তর:- ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র , উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে । এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ ।

110. একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- মাউন্ট পিলি ।

111. ভূত্বকের গভীরে Hot Spot কীভাবে তৈরি হয় ?

উত্তর:- ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে Hot Spot তৈরি হয় ।

112. কত সালে চিলি ভূমিকম্প ঘটে ? রিখটার স্কেলের মাত্রা এতে কত ছিল ?

উত্তর:- 1960 সালে চিলি ভূমিকম্প ঘটে । এতে রিখটার স্কেলের মাত্রা ছিল 8.51

113. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা কীসে পরিমাপ করা হয় ? এই স্কেলের মান কত ?

উত্তর:- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে । এই স্কেলের মান 0-101

114. পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প কোথায় ঘটে ?

উত্তর:- মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর , ভূমধ্যসাগর , আপ্পস , হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় – এ পৃথিবীর 20 শতাংশ ভূমিকম্প ঘটে ।

115. পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে

 উত্তর:- পৃথিবীতে 15 % জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ।

116. একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- মাউন্ট পিলি ।

117. ভূত্বকের গভীরে Hot Spot কীভাবে তৈরি হয় ?

উত্তর:- ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে Hot Spot তৈরি হয় ।

118. কত সালে চিলি ভূমিকম্প ঘটে ? রিখটার স্কেলের মাত্রা এতে কত ছিল ?

 উত্তর:- 1960 সালে চিলি ভূমিকম্প ঘটে । এতে রিখটার স্কেলের মাত্রা ছিল 8.51

119. ভূবিদ্যা কী ?

উত্তর:- পৃথিবীতে উৎপত্তির ইতিহাস , উপাদান , গঠন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞান হল ভূবিদ্যা ।

120. ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?

উত্তর:- কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌছায় সেটা হল ভূমিকম্পের উপকেন্দ্র ।

121. ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় ?

উত্তর:- মা। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না ।

122. কবে ও কোন্ শহর ভিসুভিয়াসএর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ?

উত্তর:- 1979 খ্রিস্টাব্দে ভিসুভিয়াস – এর অগ্ন্যুৎপাতে প্রাচীন রোম – এর পম্পেই শহর ধ্বংস হয়ে যায় ।

123. অপসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে ।

124. প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে ?

উত্তর:- 3-4 কোটি বছর আগে সৃষ্ট পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে ।

125. অভিসারী পাতসীমানা কাকে বলে ?

উত্তর:- যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাতসীমানা বলে ।

126. পৃথিবীর উপগ্রহ চাঁদএর গঠনে কার বিশেষ ভূমিকা আছে ?

উত্তর:- পৃথিবীর উপগ্রহ চাঁদ – এর গঠনে অগ্ন্যুৎপাতের বিশেষ ভূমিকা আছে ।

127. পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্ন্যুৎপাত হয় ?

উত্তর:- পৃথিবী ছাড়াও সৌরজগতের অনান্য গ্রহ মঙ্গল , শুক্র , বৃহস্পতি ও উপগ্রহেও অগ্ন্যুৎপাত হয় ।

128. বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে?

উত্তর:- বিদার অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে।

129. পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ?

উত্তর:- পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় P তরঙ্গ।

130. পৃথিবীর গভীরতম খাত কোনটি?

উত্তর:- পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত।

131. ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো

উত্তর:- ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম নারকোণ্ডাম।

132. কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

উত্তর:- রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।

” অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download)

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography  Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography  Exam Guide / Class 8 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ] অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরঅস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়)

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography ) – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোলঅস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) | অস্থিত পৃথিবীঅষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer, Suggestion | Class 8 Geography  Question and Answer Suggestion | Class 8 Geography  Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরঅস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়)

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) । Class 8 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরঅস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরঅস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography  Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.

অস্থিত পৃথিবীঅষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 8 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer with FREE PDF Download Link

অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer অস্থিত পৃথিবী(দ্বিতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad