অষ্টম শ্রেণীর বিজ্ঞান : জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর| WBBSE Class 8th Science [Chapter – VI] Question and Answer
জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর| Class 8 Science [Chapter – VI] Question and Answer : জীবদেহের গঠন প্রশ্ন ও উত্তর| Class 8 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Science Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. ______ কোশীয় অঙ্গাণু প্রোটিন সঞ্চয় করে
[A] রাইবোজোম
[B] লিউকোপ্লাসটিড
[C] অ্যালিউরোন প্লাসটিড
[D] অ্যালাইও প্লাসটিড
উত্তর:- [C] অ্যালিউরোন প্লাসটিড
2. দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে
[A] বৃক্ক
[B] হৃৎপিণ্ড
[C] ফুসফুস
[D] মস্তিষ্ক
উত্তর:-[A] বৃক্ক
3. দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু হল—
[A] মাইটোকনড্রিয়া
[B] লাইসোজোম
[C] রাইবোজোম
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] মাইটোকনড্রিয়া
4. নীচের কোনটি প্রোক্যারিওটিক?
[A] ভাইরাস
[B] প্রোটোজোয়া
[C] ইস্ট
[D] ব্যাকটেরিয়া
উত্তর:- [D] ব্যাকটেরিয়া
5. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—
[A] 22
[B] 23
[C] 44
[D] 46
উত্তর:- [D] 46
6. রক্তচাপ নিয়ন্ত্রণ করে
[A] যোগকলা
[B] আবরণী কলা
[C] পেশিকলা
[D] স্নায়ুকলা
উত্তর:- [C] পেশিকলা
7. অধিক চাপ ও উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ______ কোশীয় অঙ্গাণু বেশি থাকে
[A] রাইবোজোম
[B] গলজি বস্তু
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম
উত্তর:- [C] মাইটোকনড্রিয়া
8. নিম্নলিখিত কোন্ কোশটি রোগজীবাণু ধ্বংস করে?
[A] লোহিত রক্তকণিকা
[B] অণুচক্রিকা
[C] রডকোশ
[D] শ্বেত রক্তকণিকা
উত্তর:- [D] শ্বেত রক্তকণিকা
9. চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম হল
[A] কোনকোশ
[B] রডকোশ
[C] মাস্টকোশ
[D] চর্বিকোশ
উত্তর:- [B] রডকোশ
10. অক্সিজোম থাকে-
[A] ক্লোরোপ্লাস্টিডে
[B] মাইক্রোটিউবিউলসে
[C] লাইসোজোমে
[D] মাইটোকনড্রিয়ায়
উত্তর:- [D] মাইটোকনড্রিয়ায়
11. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—
[A] যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:- [D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
12. সেন্ট্রিওল পাওয়া যায়
[A] নিউক্লিওলাসে
[B] কোশগম্বরে
[C] সেন্ট্রোজোমে
[D] ক্লোরোপ্লাসটিডে
উত্তর:- [C] সেন্ট্রোজোমে
13. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়
[A] আবরণী কলা
[B] যোগকলা
[C] পেশিকলা
[D] স্নায়ুকলা
উত্তর:- [A] আবরণী কলা
14. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—
[A] 22
[B] 23
[C] 44
[D] 46
উত্তর:- [D] 46
15. উদ্ভিদের বর্ণহীন প্লাসটিডের নাম ______
[A] ক্লোরোপ্লাসটিড
[B] লিউকোপ্লাসটিড
[C] ক্রোমোপ্লাসটিড
[D] কনোটাও নয়
উত্তর:- [B] লিউকোপ্লাসটিড
16. প্রাণীকোশের যে অগাণুটি উদ্ভিদকোশে ডিকটিওজোম নামে পরিচিত তা হল
[A] লাইসোজোম
[B] পলিজোম
[C] গলজি বডি
[D] সেন্ট্রোজোম
উত্তর:- [C] গলজি বডি
17. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—
[A] যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:- [D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
18. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—
[A] সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:- [D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
19. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়
[A] আবরণী কলা
[B] যোগকলা
[C] পেশিকলা
[D] স্নায়ুকলা
উত্তর:- [A] আবরণী কলা
20. যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হল—
[A] মাইটোকনড্রিয়া
[B] গলজি বস্তু
[C] লাইসোজোম
[D] রাইবোজোম
উত্তর:- [C] লাইসোজোম
21. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—
[A] সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:- [D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
22. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল—
[A] 22
[B] 23
[C] 44
[D] 46
উত্তর:- [D] 46
23. দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু হল—
[A] মাইটোকনড্রিয়া
[B] লাইসোজোম
[C] রাইবোজোম
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] মাইটোকনড্রিয়া
24. নীচের কোনটি প্রোক্যারিওটিক?
[A] ভাইরাস
[B] প্রোটোজোয়া
[C] ইস্ট
[D] ব্যাকটেরিয়া
উত্তর:- [A] ভাইরাস
25. প্রোটিন তৈরিতে সাহায্য করে
[A] গলজি বস্তু
[B] সাইটোপ্লাজম
[C] লাইসোজোম
[D] রাইবোজোম
উত্তর:- [D] রাইবোজোম
26. অক্সিজেন পরিবহণে সহায়ক হল—
[A] পেশিকোণ
[B] স্নায়ুকোশ
[C] লোহিত রক্তকণিকা
[D] অণুচক্রিকা
উত্তর:- [C] লোহিত রক্তকণিকা
27. রক্তচাপ নিয়ন্ত্রণ করে
[A] যোগকলা
[B] আবরণী কলা
[C] পেশিকলা
[D] স্নায়ুকলা
উত্তর:- [C] পেশিকলা
28. নীচের যে প্রাণীটির আকৃতি সর্বদা পরিবর্তিত হয় সেটি হল
[A] ইউগ্লিনা
[B] প্যারামিসিয়াম
[C] অলভক্স
[D] অ্যামিবা
উত্তর:-[D] অ্যামিবা
29. 1674 সালে প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন—
[A] রবার্ট হুক
[B] লিভেনহিক
[C] হাক্সলে
[D] রবার্ট ব্রাউন
উত্তর:- [B] লিভেনহিক
30. দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জকে দেহ থেকে বের করে দেওয়ার সংশ্লিষ্ট প্রক্রিয়াটির নাম কী?
[A] সংবহন
[B] শ্বসন
[C] রেচন
[D] গমন
উত্তর:- [C] রেচন
31. অ্যামিবার দেহ ______ দিয়ে তৈরি
[A] বহু কোশ
[B] দুটি কোশ
[C] একটি কোশ
[D] কনোটাও নয়
উত্তর:- [C] একটি কোশ
32. গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল—
[A] এন্ডোপ্লাজমিক জালিকা
[B] রাইবোজোম
[C] কোশপর্দা
[D] লাইসোজোম
উত্তর:- [C] কোশপর্দা
33. অধিক চাপ ও উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ______ কোশীয় অঙ্গাণু বেশি থাকে
[A] রাইবোজোম
[B] গলজি বস্তু
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম
উত্তর:- [C] মাইটোকনড্রিয়া
34. উটপাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক—
[A] কোশ
[B] কলা
[C] অঙ্গ
[D] তন্ত্র
উত্তর:- [A] কোশ
35. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়
[A] আবরণী কলা
[B] যোগকলা
[C] পেশিকলা
[D] স্নায়ুকলা
উত্তর:- [A] আবরণী কলা
36. প্রোটিন তৈরিতে সাহায্য করে
[A] গলজি বস্তু
[B] সাইটোপ্লাজম
[C] লাইসোজোম
[D] রাইবোজোম
উত্তর:- [D] রাইবোজোম
37. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—
[A] যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:- [D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
38. গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল—
[A] এন্ডোপ্লাজমিক জালিকা
[B] রাইবোজোম
[C] কোশপর্দা
[D] লাইসোজোম
উত্তর:- [C] কোশপর্দা
39. নিম্নলিখিত কোন্ কোশটি রোগজীবাণু ধ্বংস করে?
[A] লোহিত রক্তকণিকা
[B] অণুচক্রিকা
[C] রডকোশ
[D] শ্বেত রক্তকণিকা
উত্তর:- [D] শ্বেত রক্তকণিকা
40. কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়—
[A] সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:-[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
41. উদ্ভিদের বর্ণহীন প্লাসটিডের নাম ______
[A] ক্লোরোপ্লাসটিড
[B] লিউকোপ্লাসটিড
[C] ক্রোমোপ্লাসটিড
[D] কনোটাও নয়
উত্তর:- [B] লিউকোপ্লাসটিড
42. 1674 সালে প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন—
[A] রবার্ট হুক
[B] লিভেনহিক
[C] হাক্সলে
[D] রবার্ট ব্রাউন
উত্তর:- [B] লিভেনহিক
43. দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়—
[A] যে কোনো অণুবীক্ষণ যন্ত্রে
[B] সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে
[C] যৌগিক অলোক অণুবীক্ষণ যন্ত্রে
[D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
উত্তর:- [D] ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে
44. দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে
[A] বৃক্ক
[B] হৃৎপিণ্ড
[C] ফুসফুস
[D] মস্তিষ্ক
উত্তর:- [A] বৃক্ক
45. মানবদেহের দীর্ঘতম কোশ হল—
[A] ডিম্বাণু
[B] নিউরোন
[C] ইওসিনোফিল
[D] নিউরোগ্লিয়া
উত্তর:- [B] নিউরোন
46. অধিক চাপ ও উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ______ কোশীয় অঙ্গাণু বেশি থাকে
[A] রাইবোজোম
[B] গলজি বস্তু
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম
উত্তর:- [C] মাইটোকনড্রিয়া
47. আদি নিউক্লিয়াসযুক্ত জীবটি হল
[A] শৈবাল
[B] ইউঘ্নিনা
[C] ইস্ট
[D] নীলাভ-সবুজ শৈবাল
উত্তর:- [D] নীলাভ-সবুজ শৈবাল
48. বহুরুপতা দেখা যায় কোন্ কোশ অঙ্গনুর ক্ষেত্রে?
[A] রাইবোজোম
[B] নিউক্লিয়াস
[C] লাইসোজোম
[D] গলজি বডি
উত্তর:- [C] লাইসোজোম
49. গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল—
[A] এন্ডোপ্লাজমিক জালিকা
[B] রাইবোজোম
[C] কোশপর্দা
[D] লাইসোজোম
উত্তর:- [C] কোশপর্দা
50. উটপাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক—
[A] কোশ
[B] কলা
[C] অঙ্গ
[D] তন্ত্র
উত্তর:- [A] কোশ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন– জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 [Chapter- VI] Science Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Science Question and Answer Suggestion
1. নিউক্লিওলাস কি দিয়ে গঠিত?
উত্তর:- মূলত RN[A] এবং প্রোটিন দ্বারা গঠিত।
2. কোশের ভিতরে অবস্থিত জেলির মত অর্ধতরল পদার্থ কে কি বলে?
উত্তর:- সাইটোপ্লাজম।
3. ক্রোমোজোমে কয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে ও কি কি?
উত্তর:- দুই প্রকার। [D] N[A] & RN[I].
4. মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর:- 46।
5. জিন কাকে বলে?
উত্তর:- [D] N[A] অনুর যে বিশেষ অংশ জীবের বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটিন তৈরির সংকেত বহন করে, তাকে জিন বলে।
6. নিউক্লিয়াসের কোন অংশ থেকে রাইবোজোম তৈরি হয়?
উত্তর:- নিউক্লিয়াসের মধ্যে থাকা ঘন গোলাকার নিউক্লিওলাস অংশ থেকে রাইবোজোম তৈরি হয়।
7. মাইটোকন্ডিয়া কাজ কি?
উত্তর:- খাদ্যের পরিশোষক কে ভেঙে শক্তিতে শক্তি উৎপাদন করা।
8. কোন কোশীয় অঙ্গানু থেকে লাইসোজোম উৎপন্ন হয়?
উত্তর:- গলজি বস্তু।
9. লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কোন রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়?
উত্তর:- ক্যান্সার।
10. কোন অঙ্গানুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়?
উত্তর:- রাইবোজোম।
11. প্রাণী কোষের কোন অঙ্গানু কোশ বিভাজনে সাহায্য করে?
উত্তর:- সেন্ট্রোজোম।
12. কোন কোষীয় অঙ্গানু কেবল উদ্ভিদ কোশে থাকে?
উত্তর:- প্লাসটিড।
13. ইউক্যারিওটিক উদ্ভিদ কোশের কোন কোশ অঙ্গাণুতে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে?
উত্তর:- ক্লোরোপ্লাসটিড।
14. কোন কোশীয় অঙ্গানু ফুল ফলের রং নির্ধারনে অংশগ্রহণ করে?
উত্তর:- ক্রোমোপ্লাসটিড।
15. ক্যাকটাসের কাণ্ডের কোশে জলসঞ্চয়ী উপাদানটি কি?
উত্তর:- মিউসিলেজ।
16. উদ্ভিদের বর্ণহীন প্লাসটিড এর নাম কি?
উত্তর:- লিউকোপ্লাসটিড।
17. ব্যাকটেরিয়ার কোষে মাইট্রোকন্ডিয়া বিকল্প রূপে কি শোষণে সাহায্য করে?
উত্তর:- মেসোজোম।
18. প্রোটোপ্লাজম কী?
উত্তর:- কোশপর্দা বেষ্টিত বর্ণহীন, অর্ধতরল জেলির মত থকথকে আঠালো সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে।
19. প্রোক্যারিওটিক কোশ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর:- যেসব কোশের নিউক্লিয়াস সংগঠিত নয় এবং কোশের সাইটোপ্লাজম এ পর্দাবৃত কোষীয় অঙ্গানু থাকে না তাকে প্রোক্যারিওটিক কোশ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোশ বলে।
উদাহরণ- ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল।
20. ইউক্যারিওটিক কোশ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর:- যেসব কোশের নিউক্লিয়াস সংগঠিত এবং কোশের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোষীয় অঙ্গানু থাকে, তাকে ইউক্যারিওটিক কোষ ও প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোশ বা আদর্শ কোশ বলে।
উদাহরণ- উন্নত শ্রেণীর উদ্ভিদ কোশ এবং প্রাণী কোশ।
21. প্রাণী কোশের প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত?
উত্তর:- নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম।
22. মাইটোকনড্রিয়া কে কোশের শক্তিঘর বলা হয় কেন?
উত্তর:- মাইটোকনড্রিয়াকে কোশের শক্তিঘর বলা হয়। কারণ
23. কোন প্রাণী কোশকে আংটির মত দেখায়?
উত্তর:- অ্যাডিপোজ কলায় থাকা মেদকোশ।
24. ব্যাকটেরিয়ার কোষে শ্বসনের সাহায্যকারী অংশটির নাম কী?
উত্তর:- মেসোজোম।
25. উদ্ভিদকোশে কোশগহ্বরের কাজ কী?
উত্তর:- খাদ্যগহ্বর, জলগহ্বর, রেচনগহ্বর, সংকোচী গহ্বর প্রভৃতি।
26. উদ্ভিদের ‘খাদ্য তৈরীর কারখানা‘ কোন কোশ অঙ্গাণু কে বলা হয়?
উত্তর:- ক্লোরোপ্লাস্টিড।
27. ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে?
উত্তর:- রঙিন ফুলের পাপড়ি ও পাকা ফলের ত্বকে।
28. কোশরস কী?
উত্তর:- উদ্ভিদ কোষের কোষগহ্বর মধ্যস্থ তরলকে কোশরস বলে।
29. ক্যাকটাসের কোশের কোন উপাদানটি জল সঞ্চয় করে রাখতে পারে?
উত্তর:- মিউসিলেজ।
30. কিউটিকল কী?
উত্তর:- ক্যাকটাস জাতীয় উদ্ভিদ মোমজাতীয় পদার্থের পুরু আস্তরণ কে কিউটিকল বলে।
31. বর্ণহীন প্লাস্টিড কী বলে?
উত্তর:- লিউকোপ্লাস্টিড।
32. প্রাণীদেহে কত রকম কলা আছে?
উত্তর:- চার রকম কলা আছে।
যথা- ক)আবরণী কলা
খ) যোগকলা
গ) পেশীকলা এবং
ঘ) স্নায়ুকলা।
32. নিউক্লিওলাস কি?
উত্তর:- আদর্শ নিউক্লিয়াসের মাঝখানে সর্বপেক্ষা ঘন উজ্জ্বল ভাবে রঞ্জিত গোলাকার গঠনকেই নিউক্লিওলাস বলে।
33. অক্সিজোম কোথায় থাকে?
উত্তর:- মাইট্রোকন্ডিয়া।
34. কোশের নিয়ন্ত্রণ কেন্দ্র কি?
উত্তর:- নিউক্লিয়াস।
35. কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোশ পর্যবেক্ষণ করেন?
উত্তর:- বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন এবং বিজ্ঞানী লিভেনহিক সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। রবার্ট হুক সর্বপ্রথম কোশ শব্দটি ব্যবহার করেছিলেন।
36. খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোশের নাম লেখো?
উত্তর:- উটপাখির অনিষিক্ত ডিম।
37. ক্লোরোফিল যুক্ত একটি এককোশী জীবের নাম লেখো?
উত্তর:- ক্ল্যামাইডোমোনাস।
38. প্রাণী দেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোশ থাকে?
উত্তর:- চর্বি কোশ।
39. রেটিনায় অবস্থিত কোন প্রকার কোশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম?
উত্তর:- শঙ্কু আকৃতির কোন কোশ।
40. রেটিনায় অবস্থিত কোন প্রকার কোশ মৃদু আলো শোষণের সক্ষম?
উত্তর:- দন্ডাকার রডকোশ।
41. কোন শৈবালের দেহ আয়তাকার কোশ দ্বারা গঠিত?
উত্তর:- স্পাইরোগাইরা।
42. জীবাণু কে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোশ থাকে?
উত্তর:- শ্বেত রক্তকণিকা।
43. পেশিকোশের আবরণকে কি বলা হয়?
উত্তর:- সারকোলেমা।
44. কোশের কার কোন এককে মাপা হয়?
উত্তর:- মাইক্রোমিটার বা মাইক্রন।
45. মানবদেহের দীর্ঘতম কোশটির নাম কি?
উত্তর:- স্নায়ুকোশ।
46. গমন কাকে বলে?
উত্তর:- এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা স্থান পরিবর্তন করাকে গমন বলে।
47. এমন একটি উদ্ভিদের নাম কর যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়?
উত্তর:- লজ্জাবতী
48. জনন কাকে বলে?
উত্তর:- শরীরবৃত্তীয় ক্রিয়ার মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি এবং প্রজাতির অস্তিত্ব রক্ষার কাজটি জনন নামে পরিচিত।
49. কলা কাকে বলে?
উত্তর:- একই রকম কাজ করতে পারে এমন কোশের সমষ্টিকে কলা বলে।
50. ভাইরাস কে দেখার জন্য কোন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর:- ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।
51. পরিবর্তনশীল পরিবেশের কোন জীবের বেঁচে থাকার সম্ভাবনা বেশি হয়?
উত্তর:- বহুকোশী জীব।
52. উদ্ভিদের বীজের আবরণ উপস্থিত কোন কোশে প্রোটোপ্লাজম থাকে না?
উত্তর:- প্রস্তরকোশে।
53. অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
উত্তর:- ক্ষণপদ বা সিউডোপোডিয়া।
54. শ্বাসবায়ুর আদান-প্রদান ও শক্তি উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়?
উত্তর:- শ্বসন।
55. উদ্ভিদের কোন কলা বিভাজনে অক্ষম?
উত্তর:- স্থায়ীকলা।
56. প্রাণী দেহের কোন কলা ভার বহন করে থাকে?
উত্তর:- যোগকলা।
57. প্রাণীদের গমন এ সাহায্য করে কোন কলা?
উত্তর:- পেশীকলা।
58. প্লাজমাপর্দায় সবথেকে বেশি কি থাকে?
উত্তর:- ফ্যাট।
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
WBBSE Class 8th Science Suggestion | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Science Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Science Question and Answer Suggestion.
WBBSE Class 8 Science Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 8 Science Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর জীবদেহের গঠন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর।