HS All Subject Suggestion 2025:উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Higher Secondary HS Science Arts All Subject Suggestions 2025: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে তাদের সকলের প্রস্তুতি চলছে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে উচ্চমাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশনের দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা নীচে দেওয়া লিংক থেকে বিষয়ভিত্তিক সমস্ত সাজেশন পড়তে পারবে।

উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫ (HS Suggestion 2025)

Bengali Study এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক সাইন্স এবং আর্টসের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে এর সঙ্গে বাংলায় ইংরেজি তো আছেই। সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার প্রবণতা অনেক বেশি ।

সাধারণ বিভাগ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা ও ইংরেজি হল সাধারণ দুটি বিষয় । এই দুটি বিষয়ের পরীক্ষা উচ্চ মাধ্যমিক সমস্ত ছাত্র ছাত্রীদের দিতে হবে অর্থাৎ আর্টস, সায়েন্স ও কমার্স সবার জন্য প্রযোজ্য আজকের এই বাংলা ও ইংরেজি সাজেশনটি। নিচে থেকে নিজের বিভাগ ভিত্তিক পেজে বাংলা ও ইংরেজি সাজেশনও দেওয়া হয়েছে।

কলা বিভাগ (HS Arts Suggestions 2025)

উচ্চ মাধ্যমিক আর্টসের একাধিক বিষয় রয়েছে তার মধ্যে যে বিষয়গুলি সবচেয়ে কমন সেই সকল বিষয়ের সাজেশনের তালিকা নিচে দেওয়া রয়েছে ছাত্র-ছাত্রীরা পাশে থাকা লিংক থেকে বিষয়ভিত্তিক সমস্ত সাজেশন পড়তে পারবে।

বিষয়লিংক
ভূগোল (Geography),পড়ুন
ইতিহাস (History),পড়ুন
সংস্কৃত (Sanskrit),পড়ুন
শিক্ষাবিজ্ঞান (Education)পড়ুন
দর্শন (Philosophy),পড়ুন
পুষ্টিবিজ্ঞান (Nutrition),ড়ুন
রাষ্ট্রবিজ্ঞান (Political Science)পড়ুন
বাংলাপড়ুন
উচ্চমাধ্যমিক বিগত 10 বছরের প্রশ্নপত্রপড়ুন

উচ্চ মাধ্যমিক  প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?

পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।

Q.2. Higher Secondary 2025 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?

উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি  1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।

Q.3. আমি কি Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?

উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।

Q.4.  HS 2025 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?

Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারো।

Q.5.  HS 2025 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?

বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।

Q.6.  উচ্চ উচ্চ মাধ্যমিক  MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?

না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।

Q.7.  উচ্চ উচ্চ মাধ্যমিক  নতুন ও পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?

প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2025 উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad