Dear student
তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |
1. উষ্ণ প্রস্রবণের জল গরম হয় –
[A] ভূতাপশক্তির জন্য
[B] সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে
[C] সরাসরি লাভার সংস্পর্শে
[D] কোনটিই নয়
উত্তর:- [A] ভূতাপশক্তির জন্য।
2. মহাদেশীয় ভূত্বক –
[A] গ্রানাইট
[B] ব্যাসাল্ট
[C] বেলেপাথর
[D] স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তর:- [B] ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
3. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে
[A] গুটেনবার্গ
[B] মোহবিযুক্তিরেখা
[C] কনরাড বিযুক্তি
[D] কোনটিই নয়।
উত্তর:- [B] মোহবিযুক্তিরেখা।
4. পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক
[A] ৪০০ কোটি
[B] ৫০০ কোটি
[C] ৬০০ কোটি
[D] কোনটিই নয় বছর পূর্বে।
উত্তর:- [B] ৫০০ কোটি বছর পূর্বে।
5. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে
[A] গুটেনবার্গ
[B] মোহবিযুক্তিরেখা
[C] কনরাড বিযুক্তি
[D] কোনটিই নয়।
উত্তর:- [B] মোহবিযুক্তিরেখা।
6. শিলামণ্ডলের গভীরতা প্রায় –
[A] 60 কিমি
[B] 80 কিমি
[C] 100 কিমি
[D] 120 কিমি
উত্তর:- [C] 100 কিমি।
7. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে –
[A] লাভা
[B] ম্যাগমা
[C] পাইরোক্লাস্ট
[D] গ্রানাইট বলে।
উত্তর:- [B] ম্যাগমা বলে।
8. গুরুমণ্ডল ক্রোমিয়াম [Cr], লোহা [Fe], সিলিকন [Si] এবং ম্যাগনেসিয়াম [Mg] দ্বারা গঠিত হয় এর নাম –
[A] নিফে
[B] সিয়াল
[C] ক্রাভেসিমা
[D] কোনটিই নয়
উত্তর:- [C] ক্রাভেসিমা।
9. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থ হল –
[A] লাভা
[B] ম্যাগমা
[C] পাইরোক্লাস্ট
[D] কোনটিই নয়
উত্তর:- [B] ম্যাগমা।
10. মহাসাগরীয় ভূত্বক –
[A] গ্রানাইট
[B] ব্যাসাল্ট
[C] বেলেপাথর
[D] স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তর:- [B] ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |
1. বিযুক্তি রেখা কাকে বলে?
উত্তর:- ভূ-পৃষ্ঠ থেকে ভূ-কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেই স্থানগুলিকে বিযুক্তি রেখা বলে।
2. গুরুমন্ডল বলতে কী বোঝো?
উত্তর:- ভূ-ত্বক বা শিলামন্ডলের নীচে 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত যে অঞ্চলে সিলিকন, লোহা, নিকেল ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি অর্ধতরল ও স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে, তাকে গুরুমন্ডল বলে।
3. গুরুমন্ডলকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:- দুই ভাগে, যথা-বহিঃগুরুমন্ডল বা ক্রোফেসিমা ও অন্তঃগুরুমন্ডল বা নিফেসিমা।
4. অ্যাস্থেনোস্ফিয়ার কী?
উত্তর:- শিলামন্ডলের নিচে ভূপৃষ্ঠ থেকে 60-200 কিমি অভ্যন্তরে গুরুমন্ডলের উপরি অংশে যে থকথকে, সান্দ্র, প্লাস্টিকের মত দুর্বল স্তর রয়েছে, তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে।
5. অ্যাস্থেনোস্ফিয়ার শব্দের অর্থ কি?
উত্তর:- অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার অর্থ দুর্বল স্তর।
6. ক্রোফেসিমা কী?
উত্তর:- ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম সমন্বিত বহিঃগুরুমন্ডলকে ক্রোফেসিমা বলে।
7. নিফেসিমা কি?
উত্তর:- নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম সমন্বিত অন্তঃগুরুমন্ডলকে নিফেসিমা বলে।
8. বহিঃগুরুমন্ডল বা ক্রোফেসিমা ও অন্তঃগুরুমন্ডল বা নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- রেপিত্তি বিযুক্তি রেখা।
9. গুরুমন্ডলের গড় উষ্ণতা কত?
উত্তর:- 2000-3000°C।
10. ভূ-অভ্যন্তরের কত কিমি গভীরতা পর্যন্ত গুরুমন্ডল বিস্তৃত?
উত্তর:- 2900 কিমি।
11. শিলামন্ডল কাকে বলে?
উত্তর:- ভূত্বক ও গুরুমন্ডলের উপরি অংশ নিয়ে গঠিত মহাদেশীয় স্থলভাগ ও মহাসাগরীয় স্থলভাগের সমষ্টিকে শিলামন্ডল বলে।
12. শিলামন্ডলের গড় গভীরতা কত?
উত্তর:- প্রায় 100 কিমি।
13. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- উইশার্ট-গুটেনবার্গ বিযুক্তি রেখা।
14. কেন্দ্রমন্ডল বলতে কী বোঝো?
উত্তর:- পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের চারপাশে গুরুমন্ডলের নিচে লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠিত হয়েছে, তাকে কেন্দ্রমন্ডল বলে।
15. ভূ-অভ্যন্তরের কত কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমন্ডল বিস্তৃত?
উত্তর:- 2900-6370 কিমি গভীরতা পর্যন্ত।
16. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান কি কি?
উত্তর:- নিকেল ও লোহা।
17. নিফে কী?
উত্তর:- কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা বলে একে নিফে বলা হয়।
18. বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- লেহম্যান বিযুক্তি রেখা।
19. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর:- 6370 কিমি।
20. পৃথিবীর গভীরতম সোনার খনিটির নাম কী?
উত্তর:- দক্ষিণ আফ্রিকার রবিনসন ডীপ।
21. পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
উত্তর:- 15° সেন্টিগ্রেড।
22. পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 কিমি গভীরতায় কত ডিগ্রী করে তাপমাত্রা বাড়ে?
উত্তর:- 1° সেন্টিগ্রেড।
23. পৃথিবীর গভীরতম গর্তটি কোথায় অবস্থিত?
উত্তর:- রাশিয়ার কোলা উপদ্বীপে [12 কিমি গভীর ।
24. ম্যাগমা কাকে বলে?
উত্তর:- ভূগর্ভের পদার্থসমূহ প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে, তাকে ম্যাগমা বলে।
25. লাভা কাকে বলে?
উত্তর:- ভূ-গর্ভের গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা ফাটল পথে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে, তাকে লাভা বলে।
26. আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে?
উত্তর:- প্রায় 460 কোটি বছর আগে।
27. যে সমস্ত প্রস্রবণ থেকে উষ্ণ জল বেরিয়ে আসে তাদের কি বলে?
উত্তর:- উষ্ণ প্রস্রবণ।
28. পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে?
উত্তর:- বক্রেশ্বরে।
29. ভূ-তাপ বিদ্যুৎ উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র।
30. দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।
উত্তর:- কয়লা ও খনিজ তেল।
31. ভারতের একটি ভূ-তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ?
উত্তর:- হিমাচল প্রদেশের মণিকরণ।
32. পৃথিবীর গড় ঘনত্ব কত?
উত্তর:- 5.5 গ্রাম/ঘনসেমি।
33. ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত?
উত্তর:- 2.6-3.3 গ্রাম/ঘনসেমি।
34. আধুনিক যুগে কিভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়?
উত্তর:- ভূমিকম্প তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণের দ্বারা।
35. উত্তর:- পদার্থের ঘনত্ব বলতে কী বোঝো?
উত্তর:- একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই হলো পদার্থের ঘনত্ব।
36. পৃথিবীর অভ্যন্তরভাগকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:- তিন ভাগে, যথা-ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল।
37. ভূত্বকে কোন উপাদানের পরিমাণ সর্বাধিক?
উত্তর:- অক্সিজেন।
38. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কী?
উত্তর:- সিলিকন।
39. ভূত্বক কি?
উত্তর:- প্রধানত সিলিকন ও কার্বনজাত পদার্থ দ্বারা গঠিত শিলামন্ডলের অন্তর্গত পৃথিবীর শক্ত ও ঢেউখেলানো বহিরাবরণকে ভূত্বক বলে।
40. ভূ-ত্বককে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:- দুইভাগে, যথা-মহাদেশীয় ভূত্বক বা সিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সিমা।
41. মহাদেশীয় ভূত্বক বা সিয়াল কী ধরনের শিলা দ্বারা গঠিত?
উত্তর:- লঘু গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা।
42. মহাদেশীয় ভূ-ত্বকের বা সিয়ালের প্রধান উপাদান কি কি?
উত্তর:- সিলিকন ও অ্যালুমিনিয়াম।
43. মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তর:- প্রায় 60 কিমি।
44. মহাসাগরীয় ভূত্বক বা সিমা কি ধরনের শিলা দ্বারা গঠিত?
উত্তর:- গুরু ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা।
45. মহাসাগরীয় ভূত্বক বা সিমার প্রধান উপাদান কি কি?
উত্তর:- সিলিকন ও ম্যাগনেসিয়াম।
46. মহাসাগরীয় ভূত্বক বা সিমার গড় গভীরতা কত?
উত্তর:- প্রায় 5 কিমি।
47. মহাদেশীয় ভূত্বক বা সিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সিমার মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি?
উত্তর:- কনরাড বিযুক্তি রেখা।
48. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- মোহোরোভিসিক বিযুক্তি রেখা।
অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ | পড়ুন |
Dear student
“অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion
” অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha )
পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion / অষ্টম শ্রেণীর Geography Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Suggestion / অষ্টম শ্রেণীর Geography Exam Guide / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস
West Bengal Class 8 Geography Suggestion Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion . অষ্টম শ্রেণীর Geography Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল – পৃথিবীর অন্দরমহল (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer