অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer

অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |

1. অ্যান্টার্কটিকার তুন্দ্রা অঞ্চলে পাওয়া যায় এমন পাখি হল—

[A] পেঙ্গুইন

[B] কিউই

[C] উটপাখি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পেঙ্গুইন

2. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় প্রধানত—

[A] মেরু বায়ুর দ্বারা

[B] পশ্চিমা বায়ুর দ্বারা

[C] মৌসুমি বায়ুর দ্বারা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পশ্চিমা বায়ুর দ্বারা

3. ইউরেশিয়ায় বসবাস করে—

[A] রেড ইন্ডিয়ান উপজাতি

[B] ইয়াকুত উপজাতি

[C] ল্যাপ উপজাতি

[D] কনোটাও নয়

উত্তর:- [B] ইয়াকুত উপজাতি

4. বগা হরিণের প্রধান খাদ্য হল—

[A] উইলো

[B] বাওয়ার

[C] লাইকেন

[D] কনোটাও নয়

উত্তর:- [C] লাইকেন

5. স্লেজ গাড়ি ব্যবহৃত হয়—

[A] মালভূমি অঞ্চলে

[B] মরুভূমি অঞ্চলে

[C] তুন্দ্রা অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] তুন্দ্রা অঞ্চলে

6. ‘তুন্দ্রা অঞ্চলের পশু অধিপতি’ হল—

[A] বলগা হরিণ

[B] শ্বেত ভাল্লুক

[C] সিন্ধুঘোটক

[D] কনোটাও নয়

উত্তর:- [A] বলগা হরিণ

7. মৌসুমি শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল—

[A] আরবি

[B] উর্দু

[C] ফারসি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] আরবি

8. পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণশিল্প ‘হলিউড’ অবস্থিত—

[A] মৌসুমি জলবায়ু অঞ্চলে

[B] নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

[C] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

9. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়—

[A] গ্রীষ্মকালে

[B] শীতকালে

[C] সারা বছর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শীতকালে

10. মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়—

[A] গ্রীষ্মকালে

[B] শীতকালে

[C] শরৎকালে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গ্রীষ্মকালে

11. মৌসুমি জলবায়ু অঞ্চলে মৌসুমি বায়ুর বিস্ফোরণ ঘটে—

[A] গ্রীষ্মকালে

[B] বর্ষাকালে

[C] শরৎকালে

[D] কনোটাও নয়

উত্তর:- [B] বর্ষাকালে

12. স্লেজ গাড়ি ব্যবহৃত হয়—

[A] মালভূমি অঞ্চলে

[B] মরুভূমি অঞ্চলে

[C] তুন্দ্রা অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] তুন্দ্রা অঞ্চলে

13. মৌসুমি জলবায়ু অঞ্চলে মার্চ-মে মাসে গড় উষ্ণতা থাকে—

[A] 20° সে

[B] 25° সে

[C] 30° সে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 30° সে

14. নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত একটি দেশ হল—

[A] জাপান

[B] তাইওয়ান

[C] ইন্দোনেশিয়া

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ইন্দোনেশিয়া

15. ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশ—

[A] ভারত

[B] নেপাল

[C] গ্রিস

[D] কনোটাও নয়

উত্তর:- [C] গ্রিস

16. নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উদ্ভিদগুলির অন্যতম বৈশিষ্ট্য হল—

[A] শক্ত কাঠ, লম্বা গুঁড়ি ও মোচাকৃতি গঠন

[B] নরম কাঠ ও মোচাকৃতি গঠন

[C] শক্ত কাঠ, লম্বা গুঁড়ি ও অরণ্যের ওপর চাঁদোয়া সৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [C] শক্ত কাঠ, লম্বা গুঁড়ি ও অরণ্যের ওপর চাঁদোয়া সৃষ্টি

17. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়—

[A] গ্রীষ্মকালে

[B] শীতকালে

[C] সারা বছর

[D] কনোটাও নয়

উত্তর:- [B] শীতকালে

18. সেলভা সৃষ্টি হয়—

[A] নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

[B] মৌসুমি জলবায়ু অঞ্চলে

[C] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

19. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় প্রধানত—

[A] মেরু বায়ুর দ্বারা

[B] পশ্চিমা বায়ুর দ্বারা

[C] মৌসুমি বায়ুর দ্বারা

[D] কনোটাও নয়

উত্তর:- [B] পশ্চিমা বায়ুর দ্বারা

20. তুন্দ্রা অঙ্কুলের অন্তর্গত উত্তরইউরোপের দেশগুলিতে বসবাসকারী জনজাতি হল—

[A] এস্কিমো

[B] ইয়াকুত

[C] ল্যাপ

[D] স্যামোয়েদ

উত্তর:- [D] স্যামোয়েদ

21. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি প্রধান উদ্ভিদের নাম হল—

[A] শাল

[B] পাইন

[C] কর্ক

[D] কনোটাও নয়

উত্তর:- [C] কর্ক

22. মৌসুমি জলবায়ু অঙ্কুলে বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য হল—

[A] মৌসুমি বিস্ফোরণ

[B] কালবৈশাখী

[C] আম্রবৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] মৌসুমি বিস্ফোরণ

23. গুজরাতের গির অরণ্যে বেশি দেখা যায়—

[A] হাতি

[B] সিংহ

[C] কুমির

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সিংহ

24. মৌসুমি জলবায়ু অঞ্চলে মার্চ-মে মাসে গড় উষ্ণতা থাকে—

[A] 20° সে

[B] 25° সে

[C] 30° সে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] 30° সে

25. তুন্দ্রা অঙ্কুলের অন্তর্গত উত্তরইউরোপের দেশগুলিতে বসবাসকারী জনজাতি হল—

[A] এস্কিমো

[B] ইয়াকুত

[C] ল্যাপ

[D] স্যামোয়েদ

উত্তর:- [D]  স্যামোয়েদ

26. নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু—

[A] উষ্ণ ও শুষ্ক

[B] উষ্ণ ও আর্দ্র

[C] শীতল ও আর্দ্র

[D] কনোটাও নয়

উত্তর:- [B] উষ্ণ ও আর্দ্র

27. নিরক্ষীয় অঞ্চলে দিনরাত্রির দৈর্ঘ্য সংক্রান্ত সঠিক তথ্যটি হল—

[A] দিন বড়ো ও রাত্রি ছোটো

[B] দিন ছোটো ও রাত্রি বড়ো

[C] দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান

[D] কনোটাও নয়

উত্তর:- [C] দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান

28. 4 O’clock rain প্রকৃতপক্ষে—

[A] পরিচলন বৃষ্টি

[B] শৈলোৎক্ষেপ বৃষ্টি

[C] ঘূর্ণবাত বৃষ্টি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পরিচলন বৃষ্টি

29. চেরাপুঞ্জির নিকট মৌসিনরাম পৃথিবীর—

[A] আর্দ্রতম স্থান

[B] শুষ্কতম স্থান

[C] উষ্ণতম স্থান

[D] কনোটাও নয়

উত্তর:- [A] আর্দ্রতম স্থান

30. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শুষ্ক ঋতু হল—

[A] গ্রীষ্মকাল

[B] শীতকাল

[C] শরৎকাল

[D] কনোটাও নয়

উত্তর:- [A] গ্রীষ্মকাল

31. উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়—

[A] আশ্বিনের ঝড়ের কারণে

[B] কালবৈশাখীর কারণে

[C] পশ্চিমি ঝঞ্ঝার কারণে

[D] কনোটাও নয়

উত্তর:- [C] পশ্চিমি ঝঞ্ঝার কারণে

32. গুল্মজাতীয় উদ্ভিদ হল—

[A] ফার

[B] রোজউড

[C] ল্যাভেন্ডার

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ল্যাভেন্ডার

33. গুজরাতের গির অরণ্যে বেশি দেখা যায়—

[A] হাতি

[B] সিংহ

[C] কুমির

[D] কনোটাও নয়

উত্তর:- [B] সিংহ

34. তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়—

[A] সুমেরু ও কুমেরুবৃত্ত অঞ্চলে

[B] নিরক্ষরেখার উভয়পাশে 5° – 10° অক্ষাংশে

[C] উত্তরও দক্ষিণ গোলার্ধে 30°-40° অক্ষাংশে

[D] কনোটাও নয়

উত্তর:- [A] সুমেরু ও কুমেরুবৃত্ত অঞ্চলে

35. টিউপিক বাসগৃহ ব্যবহারকারী অধিবাসীরা হল—

[A] এস্কিমো

[B] ল্যাপ

[C] ফিন

[D] ইয়াকুত

উত্তর:- [A] এস্কিমো

36. কোনো অঞ্চলের জলবায়ুর প্রধান নির্ধারক—

[A] অক্ষাংশীয় অবস্থান

[B] বায়ুপ্রবাহ

[C] ভূমির উচ্চতা

[D] কনোটাও নয়

উত্তর:- [A] অক্ষাংশীয় অবস্থান

37. ভারত—

[A] নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত

[B] ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত

[C] মৌসুমি জলবায়ুর অন্তর্গত

[D] কনোটাও নয়

উত্তর:- [C] মৌসুমি জলবায়ুর অন্তর্গত

38. গুল্মজাতীয় উদ্ভিদ হল—

[A] ফার

[B] রোজউড

[C] ল্যাভেন্ডার

[D] কনোটাও নয়

উত্তর:- [C] ল্যাভেন্ডার

39. মৌসুমি শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হল—

[A] আরবি

[B] উর্দু

[C] ফারসি

[D] কনোটাও নয়

উত্তর:- [A] আরবি

40. টিউপিক বাসগৃহ ব্যবহারকারী অধিবাসীরা হল—

[A] এস্কিমো

[B] ল্যাপ

[C] ফিন

[D] ইয়াকুত

উত্তর:- [A] এস্কিমো

অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |

1. প্রেইরি অলকে ফলের বাগান বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য।

3. র বৃষ্টি অরণ্য অঞ্চল গ্রুপে কোন্ স্থানটিকে চিহ্নিত করা হয়েছে ?

উত্তর:- 5-10 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল ।

4. ভারতের কোন্ অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত ?

উত্তর:- ভারতের দক্ষিণ – পশ্চিম অংশ ।

5. দক্ষিণ আমেরিকার কোন অংশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ?

উত্তর:- দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা অঞ্চল ।

6. মধ্য আমেরিকার কোন্ কোন্ অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ?

উত্তর:- মধ্য আমেরিকার পানামা , কোস্টারিকা , ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ ।

7. নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কী নামে পরিচিত ?

উত্তর:- ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত ।

8. নিরক্ষীয় অঞ্চলে অরণ্য কী নামে পরিচিত ?

উত্তর:- চিরসবুজ অরণ্য নামে পরিচিত ।

9. নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় ?

উত্তর:- পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় ।

10. ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত ?

উত্তর:- ব্রাজিলের ক্লান্তীয় অরণ্য ‘ সেলভা ‘ নামে পরিচিত ।

11. ব্রাজিলের বৃষ্টি অরণ্যে কত প্রকার গাছ দেখা যায় ?

উত্তর:- 300 প্রজাতির গাছ দেখা যায় ।

12. পিগমিরা কোন্ জলবায়ু অঞ্চলে বসবাস করে ?

উত্তর:- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাস করে ।

13. উচ্চ আমাজন অববাহিকায় কোন শ্রেণির মানুষ দেখা যায় ?

উত্তর:- রেড ইন্ডিয়ান শ্রেণির মানুষ দেখা যায় ।

14. দক্ষিণ – পূর্ব এশিয়ায় কোন শ্রেণির মানুষ দেখা যায় ?

উত্তর:- সেমাপ্ত উপজাতির মানুষ দেখা যায় ।

সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন

👉 [ সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর ]

15. নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল ?

উত্তর:- উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা প্রথম বাগিচা কৃষি শুরু করেছিল ।

16. আফ্রিকার গিনি উপকূলে কীসের চাষ হয় ?

উত্তর:- কোকো ও তালের চাষ হয় ।

17. ট্রান্স আমাজন হাইওয়ে করে নির্মিত হয় ?

উত্তর:- 1970 খ্রিস্টাব্দে নির্মিত হয় ।

18. ‘ মৌসুমি শব্দের অর্থ কী ?

উত্তর:- ‘ মৌসুমি ‘ শব্দের অর্থ ঋতু ।

19. পূর্ব আফ্রিকার কোন অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ?

উত্তর:- পূর্ব আফ্রিকার সোমালি , মাদাগাস্কার অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

20. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কীসের দ্বারা প্রভাবিত ?

উত্তর:- নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষীয় নিম্নচাপ বলয় , আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল [ ITCZ ] দ্বারা প্রভাবিত ।

21. মৌসুমি ভালবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কোথায় দেখা যায় ?

উত্তর:- মৌসুমি জলবায়ু অঞ্চল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে দেখা যায় ।

22. এশিয়ার কোন্ কোন্ দেশ মৌসুমি জলবায়ুর অন্তর্ভুক্ত ?

উত্তর:- ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলঙ্কা , মায়ানমার , থাইল্যান্ড , ভিয়েতনাম , কাম্পুচিয়া , দক্ষিণ চিন , ফিলিপাইনস দ্বীপপুঞ্জ ।

23. মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা কত ?

উত্তর:- মৌসুমি জলবায়ু অঞ্চলে গড় তাপমাত্রা সাধারণত 25 ° সে ।

24. মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কত ?

উত্তর:- বার্ষিক বৃষ্টিপাত 200-300 সেমি ।

25. মৌসিনরামে বার্ষিক বৃষ্টিপাত কত ?

উত্তর:- মৌসিনরামে বছরে গড়ে 1200 সে . বৃষ্টিপাত হয় ।

26. মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায় ?

উত্তর:- পর্ণমোচী ধরনের বনভূমি দেখা যায় ।

27. মৌসুমি জলবায়ু অঞ্চলে কোথায় চিরসবুজ বনভূমি দেখা যায় ?

উত্তর:- যেসব স্থানে বৃষ্টিপাত বার্ষিক 200 সেমি সেই সব স্থানে চিরসবুজ বনভূমি দেখা যায় ।

28. মৌসুমি জলবায়ুর কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?

উত্তর:- মৌসুমি জলবায়ুর উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ।

29. শীতকালে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের কোথায় বৃষ্টি হয় ?

উত্তর:- করমণ্ডল উপকূলে

30. মৌসুমি জলবায়ু অঞ্চলে কোন্ বিশেষ প্রাণী দেখা যায় ?

উত্তর:- সুন্দরবনের বাঘ এবং গুজরাটের গির অরণ্যের সিংহ , নদী মোহনায় কুমির ও মাছ দেখা যায় ।

31. অনুন্নতির কারণ কী ?

উত্তর:- অস্বাস্থ্যকর জলবায়ু , দুর্গম অরণা , বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব ,

32. কী কী খনিজ পদার্থ পাওয়া যায় ?

উত্তর:- মালয়ে টিন , সুমাত্রা , জাভা , বোর্নিওতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।

33. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কী কী ?

উত্তর:- ধান , পাট , গম , আখ , তুলা , তৈলবীজ , চা , কফি হল প্রধান ফসল ।

34. মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধান ফল কী কী পাওয়া যায় ?

উত্তর:- আম , জাম , কাঁঠাল , লিচু , কলা , আনারস পেয়ারা প্রভৃতি প্রধান ফল পাওয়া যায় ।

35. মৌসুমি জলবায়ু অঞ্চলে কী কী খনিজ দ্রব্য পাওয়া যায় ?

উত্তর:- কয়লা , লোহা , তামা , ম্যাঙ্গানিজ , বক্সাইট , খনিজ তেল ইত্যাদি ।

36. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শিল্প কী কী ?

উত্তর:- মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শিল্পগুলি হল পাটশিল্প , কার্পাসশিল্প , চা শিল্প , লৌহ – ইস্পাত শিল্প ইত্যাদি ।

37. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শহরগুলি কী কী ?

উত্তর:- দিল্লি , কলকাতা , মুম্বই , চেন্নাই , সাংহাই , ঢাকা , রেঙ্গুন , নম্‌পেন প্রভৃতি শহর ।

38. ভৌগোলিকভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো ।

উত্তর:- উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ° -40 ° অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অশ্যল অবস্থিত ।

39. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো ।

উত্তর:- ফ্রান্স , ইতালি , স্পেন , গ্রিস , পোর্তুগাল , আলবেনিয়া , যুগোশ্লাভিয়া ।

40. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত কয়েকটি এশিয়ার দেশের নাম লেখো ।

উত্তর:- ! তুরস্ক , ইজরায়েল , সিরিয়া , লেবানন ।

41. ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত আফ্রিকার কয়েকটি দেশের নাম লেখো ।

উত্তর:- মিশর , মরক্কো , লিবিয়া , আলজেরিয়া , টিউনেশিয়া ।

42. ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় পৃথিবীর এমন কয়েকটি বিশেষ দেশের নাম লেখো ।

উত্তর:- উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া , দক্ষিণ আমেরিকার চিলি , দক্ষিণ আফ্রিকার কেপটাউন , অস্ট্রেলিয়ার দক্ষিণ – পশ্চিম ও দক্ষিণ – পূর্বাঞ্চল ।

43. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী ?

উত্তর:- সারাবছর মৃদুভাবাপন্ন নাতিশীতোর জলবায়ু , শুষ্ক গরমকাল ও শীতকালীন বৃষ্টিপাত ।

44. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অপর নাম কী ?

উত্তর:- এই অঞ্চলের অপর নাম শীতকালীন বৃষ্টিপাতের দেশ ।

45. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?

উত্তর:- ভূমধ্যসাগরীয় অঞ্চলে পুরু পাতা ও শক্ত কান্ড বিশিষ্ট চিরসবুজ ও গুল্ম জাতীয় গাছ দেখা যায় । গাছ এখানে রয়েছে ।

46. ভূমধ্যসাগরীয় অঞ্চলে রেশম শিল্প গড়ে উঠেছে কেন ?

উত্তর:- তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে ।

47. ভূমধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় কী কী উদ্ভিদ দেখা যায় ?

উত্তর:- ভূ – মধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় পাইন , ফার , সিডার গাছ দেখা যায় ।

48. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী চিরসবুজ গাছ দেখা যায় ?

উত্তর:- ওক , কর্ক , ইউক্যালিপটাস গাছ দেখা যায় ।

49. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী গুল্মজাতীয় বৃক্ষ দেখা যায় ?

উত্তর:- ভূ – মধ্যসাগরীয় অঞ্চলে ম্যাপল , লরেল , রোজমেরি , ল্যাভেন্ডার জাতীয় বৃক্ষ দেখা যায় ।

50. ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ কী ?

উত্তর:- জলপাই গাছ এখানকার অন্যতম উদ্ভিদ । পৃথিবীর সবথেকে বেশি জলপাই ।

51. এই অঞ্চলে কী কী ফল পাওয়া যায় ?

উত্তর:- এই অঞ্চলে আঙুর , জলপাই , ন্যাসপাতি , আপেল , কমলালেবু , পিচ , খোবানি , আখরোট , বাদাম , কুল , ডুমুর ও নানাধরনের লেবুর চাষ হয় ।

52. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী খনিজদ্রব্য পাওয়া যায় ?

উত্তর:- ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল , ফ্রাগে বক্সাইট , ইতালিতে মার্কেল , গন্ধক , সোনা , লোহা খাওয়া যায় ।

53. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী জীবিকা দেখা যায় ?

উত্তর:- ব্যবসাবাণিজা ছাড়াও কৃষিকাজ , ফলের চাষ ও ফলভিত্তিক শিল্প রফতানি – বাণিজ্য প্রভৃতি জীবিকা দেখা যায় ।

54. ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান শিল্পগুলি কী কী ?

উত্তর:- ইতালি , ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ , জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প , ফলজাত শিল্প , ময়দা শিল্প ইত্যাদি ।

55. পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় ও কেন গড়ে উঠেছে ?

উত্তর:- ভূমধ্যসাগরীয় অঞ্চলের মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ।

56. এই অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখো ।

উত্তর:- ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস , সানফ্রান্সিসকো , ইতালির রোম , নেপলস , দক্ষিণ আফ্রিকার কেপটাউন , অস্ট্রেলিয়ার অ্যাডিলেড , পোর্তুগালের লিসবন প্রধান ।

57. তুন্দ্রা জলবায়ুর নামকরণ কী জন্য হয়েছে ?

উত্তর:- একধরনের শৈবালের নাম থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণ করা হয়েছে ।

58. , ভূদ্ৰা জলবায়ু অঞ্চলে ইউরোপের কোন্ কোন্ দেশ অন্তর্ভুক্ত ?

উত্তর:- ইউরোপের নরওয়ে , সুইডেন , ফিনল্যান্ড , গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল তৃণ্ডা জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

59. তুণ্ডা জলবায়ু অঞ্চলে এশিয়ার কোন্ কোন্ দেশ অন্তর্ভুক্ত ?

উত্তর:-  এশিয়ার সাইবেরিয়া অঞ্চল অন্তর্ভুক্ত ।

60. তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কী ?

উত্তর:- স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল ও দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর বৈশিষ্ট্য ।

61. উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোনটি ?

উত্তর:- ভারখয়ানস্ক হল উত্তর গোলার্ধের শীতলতম স্থান ।

62. কোন্ স্থানকে নিশীথ সূর্যের দেশ ’ বলা হয় ?

উত্তর:- নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট কদরকে ‘ নিশীথ সূর্যের দেশ ’ বলা হয় ।

63. তুল্লা অঞ্চলে কী ধরনের গাছ জন্মায় ?

উত্তর:- তুন্দ্রা অঞ্চলে শৈবাল ও গুল্মজাতীয় বার্চ , জুনিপার , অন্ডার প্রভৃতি গাছ জন্মায় ।

64. তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে কী ধরনের গাছ জন্মায় ?

উত্তর:-  তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে মস , লাইকেন ইত্যাদি গাছ জন্মায় ।

65. তুন্দ্রা অঞ্চলে স্থলভাগে কী কী প্রাণী দেখা যায় ?

উত্তর:- ভুদ্রা অঞ্চলে স্থলভাগে বড়ো লোমশ মেজ কুকুর , শিয়াল , মেরু ভাল্লুক , বলগা হরিণ , ক্যারিকু দেখা যায় ।➜তুন্দ্রা অঞ্চলের জলভাগে কী কী প্রাণী দেখা যায় ?উত্তর:-  তুল্লা অঞ্চলের জলভাগে সমুদ্রে সিল , তিমি , সিন্ধুঘোটক ইত্যাদি নানা রকম প্রাণী ও মাছ দেখা যায় ।

66. গ্রিনল্যান্ডে কী ধরনের অধিবাসীদের দেখা যায় ?

উত্তর:-  এস্কিমো , রেড ইন্ডিয়ান প্রভৃতিদের দেখা যায় ।

67. ইউরেশিয়ার সাইবেরিয়ায় কী ধরনের অধিবাসীদের দেখা যায় ?

উত্তর:- ইউরেশিয়ার সাইবেরিয়ায় স্যামোয়েদ , ইয়াকুত প্রভৃতি অধিবাসীদের দেখা যায় ।

68. ফিনল্যান্ডের অধিবাসীদের কী বলা হয় ?

উত্তর:- ফিনল্যান্ডের অধিবাসীদের ফিন বলা হয় ।

69. ল্যাপল্যান্ডের অধিবাসীদের কী বলা হয় ?

উত্তর:- ল্যাপল্যান্ডের অধিবাসীদের ল্যাপ বলে ।

70. তুল্লা অঞ্চলের অধিবাসীরা শীতকালে কী ধরনের ঘরে বাস করে ?

উত্তর:- শীতকালে ভুদ্রা অঞ্চলের অধিবাসীরা একরকম গোলাকার বরফের ঘরে বাস করে তার নাম ইগলু ।

71. গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা কোথায় বাস করে ?

উত্তর:- গ্রীষ্মকালে বরফ গলে গেলে তারা সিলমাছের চামড়ার তৈরি তাঁবুতে থাকে ।

72. তুল্লা অঞ্চলের মানুষের তৈরি তাঁবুর নাম কী ?

উত্তর:- টিউনিক ।

73. ভুদ্রা অঞ্চলের মানুষজন যাতায়াতের জন্য কী ব্যবহার করে ।

উত্তর:- তুম্রা অঞ্চলের মানুষজন যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন গেজগাড়ি ও জলে সিলমাছের চামড়ার তৈরি কায়াক ব্যবহার করে ।

74. তুন্দ্রা অঞ্চলের মানুষ কীসের পোশাক পরে ?

উত্তর:- তুচ্ছা অঞ্চলের মানুষজন পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরে ।

75. এই অঞ্চলের মানুষজন কী দিয়ে অস্ত্র তৈরি করে ?

উত্তর:- এই অঞ্চলের মানুষজন পশুর হাড় দিয়ে অস্ত্র তৈরি করে ।

76. খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষজন কোন্ কোন্ প্রাণী শিকার করে এদের প্রিয় খাদ্য কী কী ?

উত্তর:- খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষজন সিল , ভাল্লুক , বলগা হরিণ , মেরু শিয়াল শিকার করে , সমুদ্রের মাছ ধরে । হরিণের দুধ ও বেরি ফল এদের প্রিয় খাদ্য ।

77. তুন্দ্রা অঞ্চলের কোথায় রেলপথ নির্মিত হয়েছে ।

উত্তর:- সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে ।

78. তুন্দ্রা অঞ্চলের একটি হাইওয়ের নাম করো ।

উত্তর:- আলাস্কা হাইওয়ে ।

79. তুন্দ্রা অঞ্চলের আমদানি – রফতানি দ্রব্যগুলি কী কী ?

উত্তর:- পশুর চামড়া , লোম রফতানির বিনিময়ে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা চা , কফি , তামাক ও প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে ।

80. ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয় ?

উত্তর:- ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুর পরিবর্তন হয় ।

81. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লোকেরা যাযাবর জীবনযাপন করে কেন ?

উত্তর:- তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তীব্র শীতে কৃষিকাজ হয়না তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে ।

82. ’clock rain কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন অপরাহ্নে 3টে – 4টের সময় ঘন কিউমুলোনিম্বাস মেঘ থেকে যে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়বৃষ্টি হয়, তাকে 4 O’clock rain বলে।

83. মৌসুমি জলবায়ু অকূলে বছরে গড়ে 100 সেমি থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

84. প্রায় সারা বছর শীতকাল বিরাজ করে _________ জলবায়ু অঞ্চলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- তুন্দ্রা

85. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের বনভূমি কানাডাতে অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

86. সুমেরু প্রভার অপর নাম হল অরোরা অস্ট্রালিস এবং কুমেরু প্রভার অপর নাম হল অরোরা বোরিয়ালিস। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

87. এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহের নাম _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- টিউপিক

88. শীতকালে তুন্দ্রা অঞ্চলের গড় তাপমাত্রা থাকে_________ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- – 35° সে।

89. শালগাছ _________ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মাঝারি।

90. তোমার দেশ কোন্ জলবায়ুর অন্তর্গত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- আমার দেশ ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর অন্তর্গত।

91. 1960 সালে ট্রান্স আমাজন হাইওয়ে নির্মাণ করা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

92. ব্রাজিলের চিরহরিৎ অরণ্য সেলভা নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

93. এস্কিমোরা সিন্ধুঘোটকের চর্বি দিয়ে প্রদীপ জ্বালায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

94. টিউপিক দেখা যায়_________জলবায়ু অঞ্চলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- তুন্দ্রা

95. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় ______ থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সমান।

96. ইয়াকুত উপজাতির মানুষরা কোথায় বসবাস করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রাশিয়ার সাইবেরিয়ায়।

97. আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

98. লিবিয়া কোন্ জলবায়ু অঞ্চলের অন্তর্গত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের।

99. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 20-25 সেমি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

100. ট্রান্স আমাজন হাইওয়ে তৈরির কুফল হল ______ ধবংস। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জীববৈচিত্র্য।

101. কোন বনভূমির কাঠ থেকে কাষ্ঠমণ্ড ও নিউজপ্রিন্ট তৈরি করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সরলবর্গীয় বনভূমির কাঠ থেকে।

102. তুন্দ্রা অঞ্চলে বৃক্ষ জাতীয় উদ্ভিদ দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

103. _________ জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে জলবায়ুর বৈশিষ্ট্যও পরিবর্তিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মৌসুমি

104. এস্কিমো কথাটির অর্থ ‘কাঁচা মাংস খাদক’। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

105. চন্দন গাছ পাওয়া যায় _________ অরণ্যে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- মৌসুমি

106. ম্যানগ্রোভ অরণ্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

107. ব্রাজিলের চিরহরিৎ অরণ্য সেলভা নামে পরিচিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

108. ‘পৃথিবীর ফুসফুস’ হল ______ অরণ্য। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সেলভা।

109. মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস

অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তমপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশপড়ুন

Dear student

“অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion

” অষ্টম শ্রেণীর ভূগোল –  জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha  )

জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Question and Answer  / Class 8 Geography Suggestion  / Class 8 Pariksha Suggestion  / অষ্টম শ্রেণীর Geography Exam Guide  / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল

জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion  অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর  – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস

West Bengal Class 8 Geography Suggestion  Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion  . অষ্টম শ্রেণীর Geography Suggestion   download Class 8th Question Paper  Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad