Dear student
তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer
অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |
1. মিচেল নদী অস্ট্রেলিয়ার
[A] উত্তর
[B] দক্ষিণ
[C] পূর্ব
[D] পশ্চিম দিকে প্রবাহিত
উত্তর:- [A] উত্তর
2. গ্রেট বেরিয়ার রিফ [বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর] অবস্থিত
[A] অস্ট্রেলিয়ায়
[B] নিউজিল্যান্ডে
[C] তাসমানিয়ায়
[D] পাপুয়া নিউগিনিতে
উত্তর:- [A] অস্ট্রেলিয়ায়
3. মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায়,এগুলিকে বলে
[A] পলি
[B] গ্রেট স্যান্ডি
[C] প্লায়া
[D] কনোটাও নয়
উত্তর:- [C] প্লায়া
4. অস্ট্রেলিয়ার ‘আপেল রাজ্য’ বলা হয়
[A] নিউজিল্যান্ডকে
[B] ভিক্টোরিয়াকে
[C] তাসমানিয়াকে
[D] অ্যাডিলেডকে
উত্তর:- [C] তাসমানিয়াকে
5. মারে নদীর ওপর নির্মিত জলাধারের নাম—
[A] হিউম
[B] বারিনজাত গোবিন্দ সাগর
[C] বল্লোবি জলাধার
[D] কনোটাও নয়
উত্তর:- [A] হিউম
6. গ্রেট ডিভাইডিং রেঞ্জ হল
[A] স্তুপ পর্বত
[B] নবীন ভঙ্গিল পর্বত
[C] প্রাচীন ভঙ্গিল পর্বত
[D] কনোটাও নয়
উত্তর:- [C] প্রাচীন ভঙ্গিল পর্বত
7. ইস্টার হল পলিনেশিয়ার একটি
[A] নদী
[B] দ্বীপ
[C] মালভূমি
[D] কনোটাও নয়
উত্তর:- [B] দ্বীপ
8. মার্স, মেরিনো, লিঙ্কন হল মারে-ডার্লিং অববাহিকার—
[A] ভেড়ার প্রজাতি
[B] গোরুর প্রজাতি
[C] হরিণের প্রজাতি
[D] কনোটাও নয়
উত্তর:- [A] ভেড়ার প্রজাতি
9. ‘নেশিয়া’ কথার অর্থ
[A] কালো
[B] ক্ষুদ্র
[C] দেশ
[D] কনোটাও নয়
উত্তর:- [C] দেশ
10. অস্ট্রেলিয়ার ছোটো ছোটো ঘাসের তৃণভূমির নাম
[A] পম্পাস
[B] প্রেইরি
[C] ডাউনস্
[D] কনোটাও নয়
উত্তর:- [C] ডাউনস্
11. যথেষ্ট সংখ্যায় গবাদিপশু প্রতিপালিত হয় মারে-ডার্লিং অববাহিকার—
[A] মধ্যভাগের তৃণভূমিতে
[B] দক্ষিণভাগের তৃণভূমিতে
[C] উত্তর এবং দক্ষিণ পূর্ব ভাগের তৃণভূমিতে
[D] কনোটাও নয়
উত্তর:- [C] উত্তর এবং দক্ষিণ পূর্ব ভাগের তৃণভূমিতে
12. ওশিয়ানিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল
[A] ডার্লিং
[B] ফ্লাই
[C] আয়ার
[D] লাচলান
উত্তর:- [C] আয়ার
13. সিডনি অবস্থিত
[A] আমেরিকাতে
[B] ইউরোপে আফ্রিকায়
[C] ওশিয়ানিয়াতে
[D] কনোটাও নয়
উত্তর:- [C] ওশিয়ানিয়াতে
14. প্লেট ডিভাইডিং রেঞ্জ কুইন্সল্যান্ড রাজ্যে যে নামে পরিচিত
[A] ম্যাকফার্সন রেঞ্জ
[B] নিউ ইংল্যান্ড রেঞ্জ
[C] লিভারপুল রেঞ্জ
[D] অস্ট্রেলিয়ান আল্পস
উত্তর:- [A] ম্যাকফার্সন রেঞ্জ
15. মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায়, এগুলিকে বলে
[A] পলি
[B] গ্রেট স্যান্ডি
[C] প্লায়া
[D] কনোটাও নয়
উত্তর:- [C] প্লায়া
16. ওশিয়ানিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল
[A] ডার্লিং
[B] ফ্লাই
[C] আয়ার
[D] লাচলান
উত্তর:- [C] আয়ার
17. মারে-ডার্লিং অববাহিকায় সোনা পাওয়া যায়—
[A] বেন্ডিগো-তে
[B] ব্রোকেন হিলে
[C] রোমাতে
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বেন্ডিগো-তে
18. নিউজিল্যান্ডের প্রতিপাদ স্থানে অবস্থিত
[A] গ্রেট ব্রিটেন
[B] জার্মানি
[C] ফিজি
[D] ভারত
উত্তর:- [A] গ্রেট ব্রিটেন
19. অস্ট্রেলিয়ার আয়ার রক যে শিলা দ্বারা গঠিত
[A] মারবেল
[B] চুনাপাথর
[C] বেলেপাথর
[D] কনোটাও নয়
উত্তর:- [C] বেলেপাথর
20. ক্যাঙারু দেখা যায়
[A] ওশিয়ানিয়া মহাদেশে
[B] উত্তর আমেরিকা মহাদেশে
[C] দক্ষিণ আমেরিকা মহাদেশে
[D] কনোটাও নয়
উত্তর:- [A] ওশিয়ানিয়া মহাদেশে
21. নিউজিল্যান্ডের উপকূলীয় সমভূমির নাম
[A] আটাকামা সমভূমি
[B] ক্যান্টারবেরি সমভূমি
[C] ল্যানোস সমভূমি
[D] কনোটাও নয়
উত্তর:- [A] আটাকামা সমভূমি
22. আয়তনের বিচারে অস্ট্রেলিয়া এককভাবে পৃথিবীতে যে স্থান অধিকার করে
[A] পঞ্চম
[B] ষষ্ঠ
[C] তৃতীয়
[D] দ্বিতীয়
উত্তর:- [B] ষষ্ঠ
23. ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি অবস্থিত
[A] দক্ষিণ আমেরিকায়
[B] উত্তর আমেরিকায়
[C] ওশিয়ানিয়ায়
[D] কনোটাও নয়
উত্তর:- [C] ওশিয়ানিয়ায়
24. ওশিয়ানিয়ার মারামবিজি নদীর একটি উপনদীর নাম—
[A] ওহায়ো
[B] লাচলান
[C] লিপে
[D] মিচেল
উত্তর:- [B] লাচলান
25. ডানাহীন একপ্রকার পাখি হল
[A] এমু
[B] কিউই
[C] জিঙ্গা
[D] পেঙ্গুইন
উত্তর:- [C] জিঙ্গা
26. নিউজিল্যান্ডের রাজধানীর নাম
[A] হনলুলু
[B] নাউরু
[C] ওয়েলিংটন
[D] পার্থ
উত্তর:- [C] ওয়েলিংটন
27. ডাউনস্ তৃণভূমি অবস্থিত—
[A] উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
[B] নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে
[C] ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে
28. অ্যাডিলেড-এ যেসব উদ্ভিদ জন্মায় তারা যে জলবায়ু অঞ্চলের প্রতিফলক উদ্ভিদ—
[A] নিরক্ষীয়
[B] ভূমধ্যসাগরীয়
[C] তুন্দ্রা
[D] কনোটাও নয়
উত্তর:- [B] ভূমধ্যসাগরীয়
29. ওশিয়ানিয়ার মারামবিজি নদীর একটি উপনদীর নাম—
[A] ওহায়ো
[B] লাচলান
[C] লিপে
[D] মিচেল
উত্তর:- [B] লাচলান
30. অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির মাঝে অবস্থিত বিখ্যাত মরুভূমিটি হল
[A] কালাহারি
[B] আটাকামা
[C] তাকলামাকান
[D] গ্রেট ভিক্টোরিয়া
উত্তর:- [D] গ্রেট ভিক্টোরিয়া
31. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ [আয়তনে]
[A] এশিয়া
[B] অ্যান্টার্কটিকা
[C] ওশিয়ানিয়া
[D] আফ্রিকা
উত্তর:- [C] ওশিয়ানিয়া
32. মারে নদীর ওপর নির্মিত জলাধারের নাম—
[A] হিউম
[B] বারিনজাত গোবিন্দ সাগর
[C] বল্লোবি জলাধার
[D] কনোটাও নয়
উত্তর:- [A] হিউম
33. নিউজিল্যান্ডের প্রতিপাদ স্থানে অবস্থিত
[A] গ্রেট ব্রিটেন
[B] জার্মানি
[C] ফিজি
[D] ভারত
উত্তর:- [A] গ্রেট ব্রিটেন
34. গ্রেট ভিক্টোরিয়া হল অস্ট্রেলিয়ার একটি
[A] জলপ্রপাত
[B] মরুভূমি
[C] মালভূমি
[D] সমভূমি
উত্তর:- [B] মরুভূমি
35. ‘দক্ষিণের দেশ’ বলে পরিচিত
[A] পলিনেশিয়া
[B] অস্ট্রেলেশিয়া
[C] অ্যান্টার্কটিকা
[D] মাইক্রোনেশিয়া
উত্তর:- [B] অস্ট্রেলেশিয়া
36. অস্ট্রেলিয়ার আয়ার রক যে শিলা দ্বারা গঠিত
[A] মারবেল
[B] চুনাপাথর
[C] বেলেপাথর
[D] কনোটাও নয়
উত্তর:- [C] বেলেপাথর
37. ওশিয়ানিয়া মহাদেশটি
[A] সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে
[B] সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে
[C] প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত
[D] কনোটাও নয়
উত্তর:- [C] প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত
38. প্লেট ডিভাইডিং রেঞ্জ কুইন্সল্যান্ড রাজ্যে যে নামে পরিচিত
[A] ম্যাকফার্সন রেঞ্জ
[B] নিউ ইংল্যান্ড রেঞ্জ
[C] লিভারপুল রেঞ্জ
[D] অস্ট্রেলিয়ান আল্পস
উত্তর:- [A] ম্যাকফার্সন রেঞ্জ
39. নিউজিল্যান্ডের রাজধানীর নাম
[A] হনলুলু
[B] নাউরু
[C] ওয়েলিংটন
[D] পার্থ
উত্তর:- [C] ওয়েলিংটন
40. ‘নেশিয়া’ কথার অর্থ
[A] কালো
[B] ক্ষুদ্র
[C] দেশ
[D] কনোটাও নয়
উত্তর:- [C] দেশ
অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |
1. মারে ডার্লিং অববাহিকার দক্ষিণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কী কী ফলের চাষ হয় ।
উত্তর:- আঙুর , লেবু , আপেল , পিচ , কমলালেবু , ন্যাসপাতি প্রভৃতি ফলের চাষ হয় ।
2. কে এবং কত সালে পিটাকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ?
উত্তর:- 1739 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ।
3. মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম লেখো ।
উত্তর:- মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম হল মার্শাল , গিলবার্ট , ক্যারোলাইন ।
4. জ্যাকোস কী ?
উত্তর:- মারে ডার্লিং অববাহিকার পশুখামারগুলি খুব বড়ো আর যারা এই পশু খামারগুলিতে কাজ করে , তাদের বলে জ্যাকোস ।
5. ওশিয়ানিয়ার দুটি অন্তবাহিনী নদীর নাম লেখো ।
উত্তর:- কুপার , আয়ার ।
6. মারে-ডালিং অববাহিকার _________ অঞ্চলের জলবায়ু ভূমধ্যসাগরীয় প্রকৃতির। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- অ্যাডিলেড
7. নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হ্রদের নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- টাউপো।
8. মারে-ডার্লিং অববাহিকায় কী কী পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ওক, ম্যাপল, পপলার প্রভৃতি।
9. ওশিয়ানিয়া মহাদেশে যতগুলি আগ্নেয়গিরি আছে সেগুলির মধ্যে নিউগিনির রুয়াপে অন্যতম। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
10. অস্ট্রেলিয়ার সর্বাপেক্ষা সমৃদ্ধ, ঘনবসতিপূর্ণ ও উন্নত অঞ্চলটির নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মারে-ডার্লিং অববাহিকা।
11. কোন্ প্রণালী নিউজিল্যান্ডের উত্তর-দক্ষিণ দ্বীপকে পৃথক করেছে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কুক প্রণালী।
12. অস্ট্রেলিয়ার উত্তর থেকে দক্ষিণে প্রসারিত প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম হল _________ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- গ্রেট ডিভাইডিং রেঞ্জ
13. মারে নদীর দৈর্ঘ্য _________ কিমি। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 2589।
14. অস্ট্রেলিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কী কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- জারা, কারি, ব্লু-গাম প্রভৃতি।
15. কারপেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে প্রচুর _________ কুপ দেখা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- আর্টেজীয়
16. মারে-ডার্লিং অববাহিকায়_________ কুপের সাহায্যে জলসেচ করা হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- আর্টেজীয়
17. মারে-ডার্লিং অববাহিকায় কোন শিল্পের সেভাবে বিকাশ ঘটেনি? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ধাতব শিল্প।
18. জেমস কুক কোন্ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে পা রাখেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- 1770 সালে।
19. অস্ট্রেলিয়ায় জারা, কারি ইত্যাদি গাছগুলি আসলে _________ উদ্ভিদ। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ভূমধ্যসাগরীয়
20. অস্ট্রেলিয়ার _________ উপকুলের প্রায় সমান্তরালে প্রশান্ত মহাসাগরে গ্রেট বেরিয়ার রিফ দেখা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- উত্তর-পূর্ব
21. তাসমানিয়ায় _________ প্রকৃতির জলবায়ু অনুভূত হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ব্রিটিশ
22. ওশিয়ানিয়ার সার্বভৌম দেশের সংখ্যা কত? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- 14টি।
23. নিউজিল্যান্ডের ওয়াইকাটো নদীর উৎস কোথায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- টাউপো।
24. মারে নদীর দৈর্ঘ্য _________ কিমি। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 2589।
25. অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দরটি হল _________ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- মেলবর্ন
26. মাউন্ট কুকের উচ্চতা _________ মিটার। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 3764
27. মারে-ডালিং অববাহিকায় জলসেচের দুটি বহুল প্রচলিত পদ্ধতি নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- খাল ও আর্টেজীয় কুপ।
28. মারে-ডার্লিং অববাহিকায় পালন করা হয় এরূপ দুটি প্রজাতির মেষের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- লিঙ্কন, মার্স।
29. ওশিয়ানিয়ার প্রায় 20 ভাগ স্থান জুড়ে রয়েছে মারে-ডার্লিং অববাহিকা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
30. মারে নদীর দৈর্ঘ্য কত? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- প্রায় 2589 কিমি।
31. অস্ট্রেলিয়ার এমন একটি প্রবাল প্রাচীরের নাম করো যা জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- গ্রেট বেরিয়ার রিফ।
32. জারা, কাকর প্রভৃতি চিরহরিৎ গাছ কেবল _________ মহাদেশে দেখা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ওশিয়ানিয়া
33. মারে-ডার্লিং অববাহিকায় পালন করা হয় এরূপ দুটি প্রজাতির মেষের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- লিঙ্কন, মার্স।
34. পাম গাছ ওশিয়ানিয়ার ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে দেখা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
35. মারে নদীর দৈর্ঘ্য _________ কিমি। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 2589।
36. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কী ? এর উচ্চতা কত ?
উত্তর:- নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ । এর উচ্চতা 2230 মিটার ।
37. ওশিয়ানিয়াকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?
উত্তর:- ওশিয়ানিয়াকে চার ভাগে ভাগ করা হয়েছে । যেমন [ 1 ] অস্ট্রেলেশিয়া , [ 2 ] মাইক্রোনেশিয়া , [ 3 ] মেলানেশিয়া , [ 4 ] পলিনেশিয়া ।
38. অস্ট্রেলিয়া কী উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
উত্তর:- পশম উৎপাদনে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে ।
39. ওশিয়ানিয়ার আয়তন কত ?
উত্তর:- 44 লক্ষ বর্গকিমি ।
40. ওশিয়ানিয়া মহাদেশের সীমা আলোচনা করো ।
উত্তর:- উত্তরে 15 ° উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ° দক্ষিণ অক্ষাংশ আর পশ্চিমে 114 ° পূর্ব দ্রাঘিমা থেকে 134 ° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত ।
41. ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো । এর উচ্চতা কত ?
উত্তর:- পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম । এর উচ্চতা 4509 মি .।
42. ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর:- অস্ট্রেলিয়ার মারে – ডার্লিং ।
43. মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসলগুলির নাম কী ?
উত্তর:- মারে ডার্লিং অববাহিকার প্রধান কৃষিজ ফসল গম ।
44. মারে ডার্লিং অববহিকায় কোন্ কোন্ পশু পালিত হয় ?
উত্তর:- মেরিনো , লিঙ্কন , মার্স প্রভৃতি উৎকৃষ্ট জাতের মেষ ও দুগ্ধ , মাংস প্রদায়ী গবাদি পশু পালিত হয় ।
45. অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের নাম কী ?
উত্তর:- গ্রেট ব্যারিয়ার রিফ ।
46. নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কোন্দিকে অবস্থিত ?
উত্তর:- নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দক্ষিণ – পূর্বদিকে অবস্থিত ।
47. কোন্ কোন্ দ্বীপের সমন্বয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে ?
উত্তর:- উত্তর দ্বীপ , স্টুয়ার্ট , চ্যাথাম এবং আরো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে ।
48. নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর:- দক্ষিণ আল্পস পর্বতের মাউন্ট কুক । [ 3764 মিটার ]
49. কুক প্ৰণালী কোথায় অবস্থিত ?
উত্তর:- উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যস্থ প্রণালীর নাম কুক প্রণালী ।
50. নিউজিল্যান্ড দেশটি কারা আবিষ্কার করেন ?
উত্তর:- ওলন্দাজরা নিউজিল্যান্ড দেশটি প্রথম আবিষ্কার করেন ।
51. ওশিয়ানিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো ।
উত্তর:- মৌনালোয়া ।
52. মারে – নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর:- মারে – নদী অস্ট্রেলিয়ান আত্মস থেকে উৎপন্ন হয়েছে ।
53. মারে ডার্লিং অববাহিকায় কী কী খনিজ সম্পদ পাওয়া যায় ?
উত্তর:- রুপা , সীসা , দস্তা , সোনা , তামা , টিন প্রভৃতি উল্লেখযোগ্য খনিজ সম্পদ পাওয়া যায় ।
54. মারে ডার্লিং অববাহিকার আয়তন কত ?
উত্তর:- মারে ডার্লিং অববাহিকার আয়তন প্রায় 9.1 বর্গ কি.মি .।
55. অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের মাঝে অবস্থিত মরুভূমিগুলির নাম লেখো ।
উত্তর:- ভিক্টোরিয়া , গিবসন , গ্রেট স্যান্ডি মরুভূমি ।
56. ডাউনস কাকে বলে ?
উত্তর:- মাঝে ডার্লিং অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাত কম বলে বিশাল অঞ্চলে তৃণভূমি গড়ে উঠেছে , একে ডাউনস বলে ।
57. মারে ডার্নিং অববাহিকার জলবায়ু কী প্রকৃতির ?
উত্তর:- মারে ডালিং নদী অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোয় প্রকৃতির ।
58. নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর:- ওয়াইটাকি নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী ।
59. কোন্ শহরকে ‘ রুপার শহর ‘ বলা হয় ?
উত্তর:- ব্রোকেনহিল শহরকে ।
60. ওশিয়ানিয়ার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো ।
উত্তর:- ৱুয়াপেহু ।
61. পাপুয়া নিউগিনির একটি নদীর নাম করো ।
উত্তর:- ফ্লাই ।
62. নিউজিল্যান্ডের প্রধান নদ – নদীগুলি কী কী ?
উত্তর:- ওয়াইটাকি , ক্লথ , ওয়ানগামই , টায়েরি প্রভৃতি এখানকার প্রধান নদনদী ।
63. কোন্ মহাদেশে ক্যাঙ্গারু দেখা যায় ?
উত্তর:- অস্ট্রেলিয়া মহাদেশে ।
64. পৃথিবীর গভীরতম খাতটির নাম কী ?
উত্তর:- মারিয়ানা খাত ।
65. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোন্ গোলার্ধে অবস্থিত ?
উত্তর:- দক্ষিণ গোলার্ধে অবস্থিত ।
66. ওশিয়ানিয়ার কয়েকটি আগ্নেয় দ্বীপের নাম লেখো ।
উত্তর:- হাওয়াই , সলোমন , ফিজি , তাহিতি ।
67. মারে ডার্লিং অববাহিকায় একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লেখো ।
উত্তর:- অ্যাডিলেড ।
68. টাসমানিয়া কোন্ প্রণালী দ্বারা অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ?
উত্তর:- বাস প্রণালী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ।
69. নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ কোন্টি ?
উত্তর:- নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ তাউপো ।
70. ওশিয়ানিয়া মহাদেশের লোকসংখ্যা কত ?
উত্তর:- প্রায় সাড়ে তিন কোটি ।
অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ | পড়ুন |
Dear student
“অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion
” অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha )
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion / অষ্টম শ্রেণীর Geography Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Suggestion / অষ্টম শ্রেণীর Geography Exam Guide / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস
West Bengal Class 8 Geography Suggestion Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion . অষ্টম শ্রেণীর Geography Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল – ওশিয়ানিয়া (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer