উচ্চমাধ্যমিক সংস্কৃত – দ্বাদশ শ্রেণীর বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | HS Sanskrit MCQ Question and Answer |

1. দর্শম শব্দের অর্থ –

[A] অবলোকন

[B] সুদর্শন

[C] অমাবস্যা

[D] পূর্ণিমা ।

উত্তর:- [C] অমাবস্যা

2. ‘ বাসস্তিকস্বপ্নম্ ’ নাটকটিতে কয়টি অঙ্ক আছে ?

[A] সাতটি

[B] পাঁচটি

[C] ছয়টি

[D] চারটি ।

উত্তর:- [B] পাঁচটি

3. ‘ বাসস্তিকস্বপ্নম্ ‘ নাট্যাংশটির উৎস কী ?

[A] অ্যাজ ইউ লাইক্ ইট

[B] ম্যাকবেথ

[C] এ মিডসামার নাইট্স্ ড্রিম

[D] দ্য টেম্‌পেট্ ।

উত্তর:- [A] অ্যাজ ইউ লাইক্ ইট

4. ‘ বাসস্তিকস্বপ্নম্ ’ নাটকে রাজার প্রণয়িনীর নাম কী ?

[A] ইন্দুমতী

[B] কৌমুদী

[C] কনকলেখা

[D] সৌদামিনী ।

উত্তর:- [C] কনকলেখা

5. কুহুঃ পদের অর্থ কী ?

[A] অমাবস্যা

[B] প্রতিপদ

[C] দ্বিতীয়া

[D] পূর্ণিমা ।

উত্তর:- [A] অমাবস্যা

6. কন্যার প্রতি ইন্দুশর্মার কী আজ্ঞা ছিল ?

[A] মকরন্দকে বিবাহ করা

[B] প্রমোদকে বিবাহ করা

[C] রাজাকে বিবাহ করা

[D] বসন্তকে বিবাহ করা ।

উত্তর:- [A] মকরন্দকে বিবাহ করা

7. ‘ অস্যা মন্দভাগিন্যাঃ’— বলতে কাকে বোঝানো হয়েছে ?

[A] কনকলেখা

[B] বসস্ত

[C] কৌমুদী

[D] মকরন্দ ।

উত্তর:- [C] কৌমুদী

8. ‘ তত্ত্বরিতং গম্যতে’— বস্তা কে ?

[A] ইন্দ্ৰবৰ্মা

[B] কৌমুদী

[C] ইন্দুশৰ্মা

[D] প্রমোদ ।

উত্তর:- [A] ইন্দ্ৰবৰ্মা

9. ‘ ক্ষীয়মান ’ শব্দের অর্থ –

[A] স্ফীত

[B] দয়ালু

[C] যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে

[D] জাজ্জ্বল্যমান ।

উত্তর:- [C] যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে

10. কৌমুদী কাকে বিয়ে করতে চায় ?

[A] বসস্ত

[B] মকরন্দ

[C] প্রমোদ

[D] দুষ্যস্ত ।

উত্তর:- [A] বসস্ত

11. ইন্দুশর্মার পছন্দের পাত্র কে ?

[A] প্রমোদ

[B] রাজা

[C] মকরন্দ

[D] বসন্ত ।

উত্তর:- [C] মকরন্দ

12. ‘ জানে ’ পদে মূল ধাতু হলো

[A] জ্ঞা

[B] জন

[C] জানি

[D] জান্ ।

উত্তর:- [A] জ্ঞা

13. “ কিং করোমি বরারোহে ” – কার উক্তি ?

[A] ইন্দ্ৰবৰ্মা

[B] বসন্ত

[C] মকরন্দ

[D] প্রমোদ ।

উত্তর:- [A] ইন্দ্ৰবৰ্মা

14. অবন্তী রাজ্যে বাবার আদেশ অমান্য করার ফল—

[A] নির্বাসন

[B] মৃত্যুদণ্ড

[C] অর্থদণ্ড

[D] দৈহিক নির্যাতন ।

উত্তর:- [B] মৃত্যুদণ্ড

15. কাকে ‘ অতিনিঘৃণ ’ বলা হয়েছে ? প্রশ্ন : বসন্ত ছিল

[A] শশাঙ্ক

[B] রাজা

[C] বসন্ত

[D] মকরন্দ ।

উত্তর:- [A] শশাঙ্ক

16. “ অয়িকৌমুদি ” – বক্তা কে ?

[A] রাজা

[B] পিতা

[C] গৌতম

[D] বসন্তক ।

উত্তর:- [A] রাজা

17. “ অস্যামন্দভাগিন্যাঃ ” – উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে ?

[A] মেঘদূতম্

[B] বাসস্তিকস্বপ্নম্

[C] নলচম্পু

[D] গঙ্গাস্তোত্রম্ ।

উত্তর:- [B] বাসস্তিকস্বপ্নম্

18. কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত ?

[A] হিপোলিটা

[B] টিটানিয়া

[C] হার্মিয়া

[D] হেলেনা ।

উত্তর:- [A] হিপোলিটা

19. এই নাট্যাংশে রাজার নাম কী ?

[A] মকরন্দ

[B] বসন্ত

[C] ইন্দ্ৰবৰ্মা

[D] ইন্দুশর্মা ।

উত্তর:- [C] ইন্দ্ৰবৰ্মা

20. অস্মন্নগরস্যনগরের নাম কী ?

[A] অবস্তী

[B] মগধ

[C] কুক্কু

[D] পাঞ্চাল

উত্তর:- [A] অবস্তী

21. “ স এব মন্মানসম ” – মন্মানসটি কী ? –

[A] বসন্ত

[B] মকরন্দ

[C] রাজা

[D] প্রমোদ ।

উত্তর:- [A] বসন্ত

22. “ মহোৎসবপ্রমোদ প্রসাধনপূর্বং ত্বাং পরিণেস্যে ” — কার উক্তি ?

[A] কনকলেখা

[B] ইন্দ্ৰবৰ্মা

[C] কৌমুদী

[D] মকরন্দ ।

উত্তর:- [B] ইন্দ্ৰবৰ্মা

23. বাসম্ভিকস্বপ্নম্ -এর মূলগ্রন্থ কোন ভাষায় রচিত ?

[A] সংস্কৃত

[B] বাংলা

[C] ইংরেজি

[D] তামিল ।

উত্তর:- [C] ইংরেজি

24. “ দীয়তাম্ দয়ার্দ্রং চিত্তম্ ” – বস্তা কে ?

[A] ইন্দ্ৰবৰ্মা

[B] ইন্দুশৰ্মা

[C] বসন্তক

[D] কৌমুদী ।

উত্তর:- [B] ইন্দুশৰ্মা

25. কৌমুদীর পছন্দের যুবক –

[A] বসুপালিত

[B] প্রমোদ

[C] বসন্ত

[D] মকরন্দ ।

উত্তর:- [C] বসন্ত

26. এই নাট্যাংশে ক’টি চরিত্র আছে ?

[A] ২ টি

[B] ৩ টি

[C] ৫ টি

[D] ৬ টি ।

উত্তর:- [C] ৫ টি

27. ‘ বল্লভ ’ শব্দের অর্থ কী ?

[A] মহারাজ

[B] প্রিয়

[C] প্রিয়া

[D] বলবান ।

উত্তর:- [B] প্রিয়

28. নির্ঘুণঃ – এর অর্থ কী ?

[A] সবল

[B] দুর্বল

[C] নির্দয়

[D] নিষ্ঠুর ।

উত্তর:- [C] নির্দয়

29. ‘ দর্শনীয়ংতে বপুঃ ’ – উদ্দিষ্ট ব্যক্তি কে ? –

[A] প্রমোদ

[B] কৌমুদী

[C] ইন্দ্ৰবৰ্মা

[D] ইন্দুশর্মা ।

উত্তর:- [A] প্রমোদ

30. “ ত্বাং পরিণেয্যে ” – ত্বাং বলতে কাকে বোঝাচ্ছে ?

[A] প্রমোদকে

[B] কনকলেখাকে

[C] কৌমুদীকে

[D] ইন্দুশর্মাকে ।

উত্তর:- [B] কনকলেখাকে

31. কোথায় শোনা গেল মৃদঙ্গ ধ্বনি ?

[A] রাজগৃহে

[B] নেপথ্যে

[C] উৎসবে

[D] সংগীতমালায় ।

উত্তর:- [D] সংগীতমালায় ।

32. নিরূপ্য বলতে বোঝায়

[A] দেখে

[B] অভিনয় করে ।

[C] নিরূপণ করে বরকে ডাকা

[D] সংগীতমালায় ৷

উত্তর:- [B] অভিনয় করে ।

33. কে রাজাকে ‘ বল্লভ ’ বলে সম্বোধন করেন ?

[A] সৌদামিনী

[B] কনকলেখা

[C] কৌমুদী

[D] নিম্ববতী । উত্তর:- [B] কনকলেখা

উচ্চমাধ্যমিক সংস্কৃত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit SAQ Question and Answer |

1. ”कथय वासु”- ‘वासुশব্দের অর্থ কী? ‘वासुকে?

উত্তর:- ‘वासु’ শব্দের অর্থ বালিকা। ‘वासु’ হল কৌমুদী।

2. “किं वा युक्तं समयविरुद्धाचरणम्” – বক্তা কে?

উত্তর:- রাজা ইন্দ্রবর্মা।

3. “रमणीयोहयं तरुणस्ते वरो मकरन्दः” – কার প্রতি কার উক্তি?

উত্তর:- কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি।

4. “अयि भद्रे, दर्शनीयं ते वपुः” – দর্শনীয় বপু কার?

উত্তর:- কৌমুদীর।

5. পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে?

উত্তর:- কৌমুদীকে আজীবন বিবাহ না করে থাকতে হবে অথবা মৃত্যুবরণ রূপ শাস্তি পেতে হবে।

6. “ एव मन्मानसम्মন্মানস কে?

উত্তর:- বসন্ত।

7. “जनकस्य ते आदेशः पालनीयः” – কার উক্তি?

উত্তর:- রাজা ইন্দ্রবর্মার।

8. নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল?

উত্তর:- মৃদঙ্গধ্বনি।

9. কোথায় মৃদঙ্গ বাজছিল?

উত্তর:- নেপথ্যে, সঙ্গীতশালায়।

10. কৌমুদী মূল নাটকে কি নাম ছিল?

উত্তর:- হার্মিয়া।

11. ইন্দ্ৰবর্মা কে ?

উত্তর:- অবন্তীর রাজা ।

12. কোন ঋতুতে রাজার সঙ্গে কনকলেখার বিবাহ হয় ?

উত্তর:- বসস্ত ।

13. বৈবস্থত নগর শব্দের অর্থ কী ?

উত্তর:- যমের নগর ।

14. বাসস্তিকস্বপ্নম্ – এর মূল ইংরেজি নাটকের নাম কী ?

উত্তর:- প্রখ্যাত ইংরেজ নাট্যকার শেকসপিয়র রচিত জনপ্রিয় নাটক A Midsummer Night’s Dream ‘ ।

15. ‘ দূয়তে ‘ পদের অর্থ লেখো ।

উত্তর:- এর অর্থ কষ্ট পাচ্ছে ।

16. ‘ আবর্জয় ’ পদের অর্থ কী ?

উত্তর:- এর অর্থ ঢেলে দাও ।

17. কৌমুদীর অপরাধ কী ছিল ?

উত্তর:- বাবা ইন্দুশর্মার অমতে সে নিজের জন্য বসন্ত নামে এক যুবককে পাত্র হিসেবে । স্থির করেছিল । এটাই ছিল তার অপরাধ ।

18. “ এষ এব নিশ্চয়ঃ ” – নিশ্চয়টা কী ?

উত্তর:- কৌমুদী বাবাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে সে বসন্তকে ছাড়া অন্য কোনো যুবককে স্বামী হিসেবে মেনে নেবে না ।

19. রাজার কাছে ক্ষমা চেয়ে কৌমুদী কী বলেছিল ?

উত্তর:- রাজা ইন্দ্রবর্মার কাছে ক্ষমা চেয়ে কৌমুদী বলে , কেন যে বসন্তকে সে ভালোবসে তার কারণ বলতে পারবে না । সে তার পালনীয় কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছে।

20. রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ?

উত্তর:- কনকলেখার ।

21. “ অতঃ জনকস্যতে আদেশঃ পালনীয়ঃ ” – এখানে জনক কে ?

উত্তর:- ইন্দুশর্মা ।

22. ‘ অয়ি ভদ্রে দর্শনীয়ং বপুঃ – এখানে ভদ্র পদে কাকে বোঝানো হয়েছে ?

উত্তর:- কৌমুদীকে ।

23. ‘ বাসু ’ শব্দের অর্থ কী ?

উত্তর:- বাসু শব্দের অর্থ বালা বা বালিকা ।

24. ‘ সাধায়মঃ ‘ – এর প্রতিশব্দ লেখো ।

উত্তর:- গচ্ছামঃ ।

25. ইন্দুশর্মা কন্যার জন্য কাকে মনোনীত করেন ?

উত্তর:- ইন্দুশর্মা সুন্দরী কন্যা কৌমুদীর সঙ্গে মকরন্দ নামে এক যুবকের বিয়ে দিতে চেয়েছিলেন ।

26. রাজা কী নিয়ে উদ্‌বিগ্ন ছিলেন ?

উত্তর:- বিবাহ নিয়ে ।

27. কোথায় মৃদঙ্গ বাজছিল ?

উত্তর:- রঙ্গমঞ্চের বাইরে পিছন থেকে মৃদঙ্গের স্বর ভেসে আসছিল ।

28. নাটকে অপ্রাসঙ্গিক দু’টি চরিত্র কী কী ?

উত্তর:- এগুলি হলো বসন্ত ও মকরন্দ ।

29. ইন্দুশর্মাকে দেখতে কেমন লাগছিল ?

উত্তর:- মেয়ে তাঁর কথা অমান্য করার ফলে বৃদ্ধ ইন্দুশর্মা প্রচণ্ড রেগে যান । একইসঙ্গে তিনি প্রচণ্ড আঘাতও পান।

30. কৌমুদীর পিতা কে ?

উত্তর:- ইন্দুশর্মা ।

31. প্রদীয়তাম্ দয়ার্দ্রং চিত্তম্ – কে , কাকে একথা বলেছে ?

উত্তর:- এই নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মাকে একথা বলেছেন ইন্দুশর্মা ।

32. ইন্দ্রবর্মার উদ্‌বেগের কারণ কী ?

উত্তর:- অপেক্ষারত বিবাহের জন্য ।

33. ”वासन्तिकस्वप्नम्” – নাট্যাংশের রচয়িতা কে?

উত্তর:- শ্রীকৃষ্ণমাচার্য।

34. “वासन्तिकस्वप्नम्” – নাটকে কয়টি অঙ্ক আছে?

উত্তর:- পাঁচটি।

35. “वासन्तिकस्वप्नम्এর উৎস কী?

উত্তর:- “এ মিডসামার নাইটস্ ড্রিম”

36. “वासन्तिकस्वप्नम्” – এর মূল গ্রন্থ কোন্ ভাষায় রচিত?

উত্তর:- ইংরেজি ভাষায় রচিত।

37. “वासन्तिकस्वप्नम्” – এর মূল ইংরেজি নাটকটির নাম কী?

উত্তর:- শেক্সপীয়ার রচিত “A Midsummer Night’s Dream”

38. “वासन्तिकस्वप्नम् অনুবাদটি কার?

উত্তর:- কৃষ্ণমাচার্যের।

39. “वासन्तिकस्वप्नम्এর রাজার নাম কী?

উত্তর:- ইন্দ্রবর্মা।

40. ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কী?

উত্তর:- কনকলেখা।

41. রাজার বাগ্দত্তার নাম কী?

উত্তর:- কনকলেখা।

42. রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা?

উত্তর:- কনকলেখার।

43. রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন?

উত্তর:- ভাবী স্ত্রী কনকলেখার সঙ্গে বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

44. রাজার বিয়ের আর কতদিন বাকি?

উত্তর:- চারদিন বাকি।

45. “महोत्सवप्रमोदप्रसाधनपूर्वं त्वां परिणेष्ये” – কার উক্তি?

উত্তর:- রাজা ইন্দ্রবর্মার।

46. “यथाज्ञापयति देवः” – কে বলেছেন?

উত্তর:- প্রমোদ।

47. “विजयतामस्माकमवनिपःকে বলেছেন?

উত্তর:- ইন্দুশর্মা।

48. কৌমুদীর পিতা কে?

উত্তর:- ইন্দুশর্মা।

49. কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল?

উত্তর:- বসন্তকে।

50. কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে?

উত্তর:- মকরন্দ।

51. কন্যার প্রতি ইন্দুশর্মার কি নির্দেশ ছিল?

উত্তর:- কন্যার প্রতি ইন্দুশর্মার নির্দেশ ছিল, তার নিজের পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করা।

52. ‘अवनिपःশব্দের সংস্কৃত প্রতিশব্দ কী?

উত্তর:- রাজা ।

53. ‘साधयामःশব্দের সংস্কৃত প্রতিশব্দ কী?

উত্তর:- গচ্ছামঃ।

54. ‘उद्वाहশব্দের অর্থ কী?

উত্তর:- বিবাহ।

55. ‘कुहुশব্দের অর্থ কী?

উত্তর:- অমাবস্যা।

56. ‘दर्शশব্দের অর্থ কী?

উত্তর:- অমাবস্যা।

57. ‘वैवस्वतनगरम् শব্দের অর্থ কী?

উত্তর:- যমের নগর।

58. ‘वल्लभশব্দের অর্থ কী?

উত্তর:- প্রিয়।

59. ‘उज्झित्वा শব্দের অর্থ কী?

উত্তর:- ত্যাগ করে।

60. ‘निर्घृणः শব্দের অর্থ কী?

উত্তর:- নিষ্ঠুর।

61. “तमनु काचिदिन्दुवदना”- ইন্দুবদনা কে?

উত্তর:- কৌমুদী।

62. “दीयतां दयाद्रं चित्तम्” – কে কাকে বলেছেন?উত্তর:- ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন।

উচ্চমাধ্যমিকের সংস্কৃত এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Sanskrit Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Sanskrit Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক সংস্কৃত –  বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর 

(HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion  / HS Sanskrit Question and Answer  / Class 12 Sanskrit Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Sanskrit Exam Guide  / HS Sanskrit Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত

বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য MCQ প্রশ্ন উত্তর।

বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Sanskrit Suggestion  Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion  . HS Sanskrit Suggestion   download Class 12th Question Paper  Sanskrit. WB Class 12  Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad