Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer | HS Class 12th Geography Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ। HS Geography
উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography Question and Answer | HS Class 12th Geography Question and Answer
উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Geography MCQ Question and Answer |
1. যে প্রজাতির জীব বিগত 50 বছরে দেখা যায়নি তাদের বলে
[A] লুপ্ত প্রজাতি
[B] বিপন্ন প্রজাতি
[C] বিপদ্গ্রস্ত প্রজাতি
[D] ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে
উত্তর:- [A] লুপ্ত প্রজাতি
2. 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন হয়
[A] কানাডায়
[B] আমেরিকা যুক্তরাষ্ট্রে
[C] ভারতে
[D] ব্রাজিলে
উত্তর:- [D] ব্রাজিলে
3. কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে বলা হয়
[A] ক্ল্যাড
[B] পলিপ্লয়ডি
[C] প্রজাতিভবন
[D] সংকরায়ন
উত্তর:- [A] ক্ল্যাড
4. ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হল
[A] সুন্দরবন
[B] চিল্কা
[C] পেরিয়ার
[D] নীলগিরি
উত্তর:- [D] নীলগিরি
5. ভারত-মার্কিন প্রকল্পের অধীনে কত খ্রিস্টাব্দে জাতীয় জিন ভাণ্ডার গড়ে ওঠে ?
[A] 1980 খ্রিস্টাব্দে
[B] 1982 খ্রিস্টাব্দে
[C] 1986 খ্রিস্টাব্দে
[D] 1988 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1986 খ্রিস্টাব্দে
6. বর্তমানে ভারতে জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হল সংখ্যায়
[A] 10 টি
[B] 18 টি
[C] 22 টি
[D] 30 টি
উত্তর:- [B] 18 টি
7. ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে
[A] 1970 খ্রিস্টাব্দে
[B] 1972 খ্রিস্টাব্দে
[C] 1980 খ্রিস্টাব্দে
[D] 1986 খ্রিস্টাব্দে
উত্তর:- [B] 1972 খ্রিস্টাব্দে
8. করবেট জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত ?
[A] উত্তরাখণ্ডে
[B] অসমে
[C] মধ্যপ্রদেশ
[D] গুজরাটে
উত্তর:- [A] উত্তরাখণ্ডে
9. রামসার সম্মেলন অনুষ্ঠিত কত খ্রিস্টাব্দে
[A] 1971
[B] 1972
[C] 1988
[D] 1992
উত্তর:- [A] 1971
10. কান্হা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয় কত খ্রিস্টাব্দে
[A] 1980
[B] 1992
[C] 1995
[D] 2000
উত্তর:- [B] 1992
11. UNESCO মানুষ ও জীবমণ্ডল কর্মসুচি গ্রহণ করেন
[A] 1968
[B] 1971
[C] 1977
[D] 1985
উত্তর:- [B] 1971
12. ‘জিন’ শব্দটি সর্বপ্রহম ব্যবহার করেন বিজ্ঞানী
[A] ট্যান্সলে
[B] সি. জে. ব্যারো
[C] জহাোনসেন
[D] ডি. কাস্ট্রি
উত্তর:- [C] জহাোনসেন
13. কত ধরনের বৈচিত্র্যের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠে ?
[A] এক
[B] দুই
[C] তিন
[D] চার
উত্তর:- [C] তিন
14. একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির সৃষ্টি হলের তাকে বলা হয়
[A] প্রজাতিভবন
[B] প্রজাতি সমৃদ্ধি
[C] প্রজাতিগত বৈচিত্র্য
[D] প্রজাতি প্রাচুর্য
উত্তর:- [A] প্রজাতিভবন
15. বিজ্ঞানী WHITAKER (1972 খ্রিস্টাব্দে) আঞ্চলিক বৈচিত্র্যের অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করেছেন ?
[A] দুই
[B] তিন
[C] চার
[D] পাঁচ
উত্তর:- [B] তিন
16. বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ করেন
[A] ট্যান্সলে
[B] ওডাম
[C] ডি. কাস্ট্রি
[D] সি. জে. ব্যারো
উত্তর:- [A] ট্যান্সলে
17. ভারতে অরণ্য সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয় ?
[A] 1972
[B] 1980
[C] 1990
[D] 1992
উত্তর:- [B] 1980
18. পেরিয়ার জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত ?
[A] পশ্চিমবঙ্গ
[B] রাজস্থান
[C] কেরল
[D] উত্তরপ্রদেশ
উত্তর:- [C] কেরল
19. জীববৈচিত্র্যের দ্বিতীয় ধাপ হল
[A] জিন বৈচিত্র্য
[B] প্রজাতি বৈচিত্র্য
[C] জাতী বৈচিত্র্য
[D] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
উত্তর:- [B] প্রজাতি বৈচিত্র্য
20. একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের প্রজাতি বৈচিত্র্যকে বলে
[A] আলফা বৈচিত্র্য
[B] গামা বৈচিত্র্য
[C] বিটা বৈচিত্র্য
[D] এর কোনোটিই নয়
উত্তর:- [B] গামা বৈচিত্র্য
21. যেসব প্রজাতির জীবের সংখ্যা অল্প এবং ভবিষ্যতে যারা বিপদগ্রস্ত হতে পারে তাদের বলে
[A] লুপ্ত প্রজাতি
[B] বিপন্ন প্রজাতি
[C] বিপদাপন্ন প্রজাতি
[D] বিরল প্রজাতি
উত্তর:- [D] বিরল প্রজাতি
22. কত প্রকার উদ্ভিদ প্রজাতি মানুষের খাদ্য সরবরাহ করতে সক্ষম ?
[A] 150
[B] 200
[C] 250
[D] 300
উত্তর:- [A] 150
23. বর্তমানে পৃথিবীর প্রায় কত হাজার জীব প্রজাতি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়
[A] 20
[B] 30
[C] 50
[D] 70
উত্তর:- [D] 70
24. 1973 খ্রিস্টাব্দে মার্কিন কংগ্রেস প্রণীত বিপন্ন প্রজাতি আইন অনুযায়ী সংরক্ষিত প্রজাতিগুলিকে কত ভাগে ভাগ করা যায় ?
[A] দুই
[B] তিন
[C] চার
[D] পাঁচ
উত্তর:- [A] দুই
25. ভারতে কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে ?
[A] 400 টি
[B] 500 টি
[C] 1000 টি
[D] 1200 টি
উত্তর:- [B] 500 টি
26. বর্তমানে ভারতে কয়টি জাতীয় উদ্যান আছে ?
[A] 87 টি
[B] 89 টি
[C] 92 টি
[D] 98 টি
উত্তর:- [B] 89 টি
27. একটি নির্দিষ্ট প্রজাতির জিনপুলে পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতি সৃষ্টি পদ্ধতিকে বলে
[A] পলিপ্লয়ডি
[B] ক্ল্যাড
[C] প্রজাতিভবন
[D] অভিযোজন
উত্তর:- [A] পলিপ্লয়ডি
28. ক্রান্তীয় অরণ্যের গাছগুলির শির্ষে বিভিন্ন প্রজাতির প্রায় কত লক্ষ্ কীটপতঙ্গ বাস করে ?
[A] 40 লক্ষ্
[B] 50 লক্ষ
[C] 60 লক্ষ
[D] 70 লক্ষ
উত্তর:- [B] 50 লক্ষ
29. ‘মেগা বায়োডাইভারসিটি’ পরিভাষাটি প্রথম ব্যবহৃত হয় কত খ্রিস্টাব্দে স্মিথসোনিয়ার জীববৈচিত্র্য সম্মেলনে ?
[A] 1988
[B] 1992
[C] 1996
[D] 2000
উত্তর:- [A] 1988
30. পৃথিবীর প্রায় কয়টি দেশে অতিবৃহৎ জীববৈচিত্র্য লক্ষ করা যায় ?
[A] 15
[B] 17
[C] 27
[D] 38
উত্তর:- [B] 17
31. আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে ‘হ্রদ ঘাতক’ (Lake Killers) কাকে বলা হয় ?
[A] অম্লবৃষ্টি
[B] তুষারপাত
[C] লবনাক্ততা
[D] মরুকরণ
উত্তর:- [A] অম্লবৃষ্টি
32. জীববৈচিত্র্যের তৃতীয় ধাপ হল
[A] জিন বৈচিত্র্য
[B] প্রজাতি বৈচিত্র্য
[C] জাতি বৈচিত্র্য
[D] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
উত্তর:- [D] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
33. কান্হা জাতীয় উদ্যান ভারতের কোন্ রাজ্যে অবস্থিত
[A] মধ্যপ্রদেশ
[B] রাজস্থান
[C] কেরল
[D] বিহার
উত্তর:- [A] মধ্যপ্রদেশ
34. পৃথিবীতে প্রায় কয়টি উদ্ভিদ উদ্যান রয়েছে ?
[A] 1075 টি
[B] 1600 টি
[C] 1720 টি
[D] 2214 টি
উত্তর:- [B] 1600 টি
35. পৃথিবীতে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্রে প্রায় কত হাজার শস্য প্রজাতির একটি সমৃদ্ধ জিন ভাণ্ডার গড়ে তোলা হয়েছে ?
[A] 40 টি
[B] 50 টি
[C] 60 টি
[D] 70 টি
উত্তর:- [C] 60 টি
36. বর্তমানে বিশ্বে কয়টি জিন ভাণ্ডার বর্তমান
[A] 263 টি
[B] 375 টি
[C] 408 টি
[D] 908 টি
উত্তর:- [C] 408 টি
37. ভারতে মোট কয়টি সংরক্ষিত অঞ্চল আছে
[A] 436 টি
[B] 589 টি
[C] 735 টি
[D] 908 টি
উত্তর:- [B] 589 টি
38. ‘কিওলেডিও ঘানা জাতীয় উদ্যান’ বা ‘জলা পাখির অভয়ারণ্য’ ভারতে দেখা যায়
[A] বকখালিতে
[B] সজনেখালিতে
[C] বন্দিপুরে
[D] ভরতপুরে
উত্তর:- [D] ভরতপুরে
39. ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল হল
[A] মান্নার উপসাগর
[B] আচানকামার-অমরকণ্টক
[C] মানস-কাজিরাঙ্গা
[D] ডিব্রু-সাইখোয়া
উত্তর:- [D] ডিব্রু-সাইখোয়া
40. মাটিতে নাইট্রোজেনকে যোগ করে অণুজীব
[A] রাইজোবিয়াম
[B] প্রোটিয়াস
[C] অ্যাজোটোব্যাক্তর
[D] ক্লসট্রিডিয়াম
উত্তর:- [A] রাইজোবিয়াম
41. ভারতের একটি গুরত্বপুর্ন জীববৈচিত্র্যসম্পন্ন অঞ্চল হল
[A] পুর্বঘাট পর্বতমালা
[B] পশ্চিমঘাট পর্বতমালা
[C] উত্তর-পূর্ব হিমালায়
[D] কাশ্মীর উপত্যকা
উত্তর:- [C] উত্তর-পূর্ব হিমালায়
42. আন্তর্জাতিক ক্ষেত্রে ‘CITES’ আইন প্রচলিত হয় কত খ্রিস্টাব্দে ?
[A] 1971
[B] 1973
[C] 1980
[D] 1995
উত্তর:- [B] 1973
43. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল
[A] সুন্দরবন
[B] নাগার্জুন সগর
[C] নীলগিরি
[D] বন্দিপুর
উত্তর:- [B] নাগার্জুন সগর
44. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত
[A] কাজিরাঙ্গায়
[B] সুন্দরবনে
[C] জলপাইগুড়িতে
[D] আরবসাগরের উপকূলে
উত্তর:- [B] সুন্দরবনে
45. ভারতে জীববৈচিত্র্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে ?
[A] 1972
[B] 1980
[C] 1995
[D] 2002
উত্তর:- [D] 2002
46. মেঘালয়ের তুরা জেলাতে বর্তমানে লুপ্তপ্রায় কোন্ ফলের আদিমতম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা পাওয়া যায় ?
[A] আনারস
[B] আপেল
[C] লেবু
[D] নাসপাতি
উত্তর:- [C] লেবু
47. মানস ব্যাঘ্র প্রকল্প অবস্থিত
[A] পশ্চিমবঙ্গে
[B] মহারাষ্ট্রে
[C] কাশ্মিরে
[D] অসমে
উত্তর:- [D] অসমে
48. NBAGR জিন বা সিড ব্যাংক অবস্থিত
[A] নতুন দিল্লিতে
[B] বেঙ্গালুরুতে
[C] চণ্ডীগড়ে
[D] কটকে
উত্তর:- [B] বেঙ্গালুরুতে
49. আনবিক বা মলিকিউলার বৈচিত্র্যের বর্ননা করেন বিজ্ঞানী
[A] ক্যাম্পবেল
[B] ওডাম
[C] ডারউইন
[D] নিউটন
উত্তর:- [A] ক্যাম্পবেল
50. ভবিষ্যতে লুপ্ত হতে পারে এমন কিছু বীজ বা ইনভিট্রো সংরক্ষণ করা হয় কোন ফসলের ?
[A] আলু
[B] লঙ্কা
[C] কচু
[D] বেগুন
উত্তর:- [A] আলু
51. নীলগিরি Biosphere Reserve কোন রাজ্যে অবস্থিত ?
(A) অসম
(B) তামিলনাড়ু
(C) উত্তরাখণ্ড
(D) মেঘালয়
উত্তর:- (B) তামিলনাড়ু
52. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো-
(A) ব্রাজিল
(B) ভারত
(C) অস্ট্রেলিয়া
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর:- (A) ব্রাজিল
53. ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
(A) 1972
(B) 1970
(C) 1980
(D) 1986
উত্তর:- (A) 1972
54. বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত
(A) 30 %
(B) 40 %
(C) 50 %
(D) 60 %
উত্তর:- (A) 30 %
55. জীববৈচিত্র্যের উয় কেন্দ্রের (Hotspot) একটি উদাহরণ হলো—
(A) গির অরণ্য
(B) শিবপুর বোটানিক্যাল গার্ডেন
(C) করবেট জাতীয় উদ্যান
(D) লোকটাক হ্রদ
উত্তর:- (D) লোকটাক হ্রদ
56. ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত ?
(A) কর্নাটকে
(B) উত্তরপ্রদেশে
(C) তামিলনাড়ুে – তে
(D) রাজস্থানে
উত্তর:- (D) রাজস্থানে
57. জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়—
(A) রিয়ো – ডি – জেনেইরো
(B) জোহানেসবার্গ
(C) মন্ট্রিল
(D) জাকার্তা — সম্মেলন
উত্তর:- (A) রিয়ো – ডি – জেনেইরো
58. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে
(A) উড়িষ্যায়
(B) পশ্চিমবঙ্গে
(C) গুজরাটে
(D) অন্ধ্রপ্রদেশে
উত্তর:- (B) পশ্চিমবঙ্গে
59. জীববৈচিত্র্যের জনক হলেন—
(A) লাভজয়
(B) রসেন
(C) উইলসন
(D) পার্কার
উত্তর:- (C) উইলসন
60. একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে—
(A) আলফা বৈচিত্র্য
(B) বিটা বৈচিত্র্য
(C) গামা বৈচিত্র্য
(D) ফাই বৈচিত্র্য
উত্তর:- (C) গামা বৈচিত্র্য
61. .বিজ্ঞানী W.G Rosen কত খ্রিস্টাব্দে প্রথম ‘Bio-diversity’ শব্দটি প্রবর্তন করেন ?
[A] 1880
[B] 1985
[C] 1988
[D] 1999
উত্তর:- [B] 1985
62. জীববৈচিত্র্য হল
[A] প্রজাতি বৈচিত্র্য
[B] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
[C] জিনগত বৈচিত্র্য
[D] প্রজাতি, বাস্তুতান্ত্রিক ও জিনগত বৈচিত্র্য
উত্তর:- [D] প্রজাতি, বাস্তুতান্ত্রিক ও জিনগত বৈচিত্র্য
63. একটি নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী ও আনুবীক্ষণিক জীবদের সকল প্রকার প্রজাতিকে একত্রে বলে
[A] জিনগত বৈচিত্র্য
[B] প্রজাতিগত বৈচিত্র্য
[C] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
[D] এর কোনটিই নয়
উত্তর:- [B] প্রজাতিগত বৈচিত্র্য
64. একটি নির্দিষ্ট অঞ্চলের নানা জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে বলে
[A] আলফা বৈচিত্র্য
[B] বিটা বৈচিত্র্য
[C] গামা বৈচিত্র্য
[D] ডেল্টা বৈচিত্র্য
উত্তর:- [A] আলফা বৈচিত্র্য
65. একটি ভৌগলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ভুক্তও জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলে
[A] আলফা বৈচিত্র্য
[B] গামা বৈচিত্র্য
[C] ওমেগা বৈচিত্র্য
[D] বিটা বৈচিত্র্য
উত্তর:- [D] বিটা বৈচিত্র্য
66. ‘হট স্পট’ শব্দটির প্রবর্তন করেন বিজ্ঞানী
[A] হার্পার
[B] বেরিল
[C] মায়ারস
[D] লিউম্যান
উত্তর:- [C] মায়ারস
67. স্বভাবিক বাসস্থানের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে
[A] ইন-সিটু সংরক্ষন
[B] এক্স-সিটু সংরক্ষন
[C] হাঙ্গুল প্রোজেক্ট
[D] এর কোনোটিই নয়
উত্তর:- [A] ইন-সিটু সংরক্ষন
68. একক প্রজাতির বনায়ন অপেক্ষা অবিঘ্নিত কোন্ প্রাকৃতিক বাস্তুতন্ত্রে প্রজাতির প্রাচুর্য অনেক বেশি ?
[A] উষ্ণ
[B] শীতল
[C] মরু
[D] নাতিশীতোষ্ণ
উত্তর:- [A] উষ্ণ
69. ভারতের কয়টি প্রাণী প্রজাতি হুমকিগ্রস্ত (Threatened Species) ?
[A] 53
[B] 110
[C] 172
[D] 343
উত্তর:- [C] 172
70. কত বছরের মধ্যে বিপন্ন প্রজাতির 20% বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
[A] 20
[B] 30
[C] 40
[D] 100
উত্তর:- [A] 20
71. পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের কয়টি দেশে বন্যপশুর প্রায় 50% বসতি নষ্ট হয়ে গেছে ?
[A] 39 টি
[B] 49 টি
[C] 50 টি
[D] 53 টি
উত্তর:- [B] 49 টি
72. ‘জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্রের’ (HOTSPOT) একটি উদাহরণ হল
[A] গির অরণ্য
[B] শিবপুর বটানিক্যাল গার্ডেন
[C] করবেট জাতীয় উদ্যান
[D] সাইলেন্ট ব্যালি
উত্তর:- [D] সাইলেন্ট ব্যালি
73. পৃথিবীতে বর্তমানে প্রানের যে কাঠামো পরিলক্ষিত হয় তা কত বিলিয়ন বছর পুর্বে শুরু হওয়া জৈব বিবর্তনের ফল ?
[A] 1.5
[B] 2.5
[C] 3.5
[D] 4.5
উত্তর:- [B] 2.5
74. কোন অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভের সবচেয়ে বাইরের অংশ ?
[A] কোর অঞ্চল
[B] বাফার অঞ্চল
[C] ট্রানজিশন অঞ্চল
[D] এর কোনোটিই নয়
উত্তর:- [C] ট্রানজিশন অঞ্চল
75. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল
[A] নকরেক
[B] সুন্দরবন
[C] মানস
[D] কাজিরাঙ্গা
উত্তর:- [A] নকরেক
76. পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে ওঠে কত খিস্টাব্দে ?
[A] 1868
[B] 1901
[C] 1992
[D] 1998
উত্তর:- [D] 1998
77. মরিসাস দ্বীপের কোন্ পাখি প্রজাতিটি অবলুপ্ত ?
[A] মোয়া
[B] হুইয়া
[C] ডোডো
[D] গ্রেট অক
উত্তর:- [C] ডোডো
78. সমগ্র পৃথিবীতে কয়টি স্থলজ এলাকাকে Hotspot’ হিসাবে চিহ্নিত করা হয়েছ্বে ?
[A] 25 টি
[B] 28 টি
[C] 35 টি
[D] 52 টি
উত্তর:- [A] 25 টি
79. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হল
[A] মানস
[B] কাজিরাঙ্গা
[C] জলদাপারা
[D] সিমলিপাল
উত্তর:- [C] জলদাপারা
80. সুন্দরবনের লোথিয়ান দ্বীপ কোন্ প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?
[A] কুমীর
[B] বাঘ
[C] হরিন
[D] পাখি
উত্তর:- [A] কুমীর
81. ভারতে কয়টি অভয়ারণ্য আছে ?
[A] 75 টি
[B] 195 টি
[C] 235 টি
[D] 421 টি
উত্তর:- [D] 421 টি
82. কোনটি পশ্চিমবঙ্গের হরিন সংরক্ষন প্রকল্পের অন্তর্গত নয় ?
[A] পাড়মাদন
[B] কাজিরাঙ্গা
[C] বল্লভপুর
[D] বেথুয়াডহরি
উত্তর:- [B] কাজিরাঙ্গা
83. কবে ভারতের সবচেয়ে পুরোনো জাতীয় উদ্যান করবেট ন্যাশানাল পার্ক গড়ে তোলা হয়
[A] 1885 খ্রিস্টাব্দে
[B] 1878 খ্রিস্টাব্দে
[C] 1935 খ্রিস্টাব্দে
[D] 1975 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1935 খ্রিস্টাব্দে
84. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিশ্বের ঐতিহ্যময় স্থান (World Heritage Site) হিসেবে স্বীকৃত পেয়েছে ?
[A] ডুয়ার্স
[B] তরাই
[C] সুন্দরবন
[D] জলদাপাড়া
উত্তর:- [C] সুন্দরবন
85. উদ্ভিদ ও শৈবাল খাদ্যশৃঙ্খলের কোন্ ভিত্তি স্তরে অবস্থান করে ?
[A] উৎপাদক
[B] শাকাশি
[C] সর্বভুক্ত
[D] গৌণ খাদক
উত্তর:- [A] উৎপাদক
86. ;. ব্রাজিলে বসুন্ধরা সম্মেলনে বিশ্বের কয়টি দেশ অংশগ্রহণ করে ?
[A] 110 টি
[B] 128 টি
[C] 132 টি
[D] 194 টি
উত্তর:- [B] 128 টি
87. সাঁওতাল জনজাতির কাছে কোন্ গাছ পবিত্রতার প্রতীক ?
[A] শাল
[B] সেগুন
[C] মহুয়া
[D] পলাশ
উত্তর:- [A] শাল
88. একটি বিপন্ন প্রজাতির উদাহরণ হল
[A] সোনালি হনুমান
[B] রেডপান্ডা
[C] চিঙ্কারা হরিণ
[D] কস্তুরি মৃগ
উত্তর:- [D] কস্তুরি মৃগ
89. পৃথিবীর সর্বকালের বৃহত্তম স্থলচর প্রাণী ডাইনোসর অবলুপ্ত হয়
[A] মেসোজোয়িক যুগে
[B] সিনোজোয়িক যুগে
[C] প্যালিওজোয়িক যুগে
[D] পার্মিয়ান যুগে
উত্তর:- [A] মেসোজোয়িক যুগে
90. কত খ্রিস্টাব্দে প্রথম ‘রেড ডেটা বুক’ প্রকাশিত হয়
[A] 1925
[B] 1963
[C] 1992
[D] 2001
উত্তর:- [B] 1963
91. 1987 খ্রিস্টাব্দে কোন্ দেশের বিজ্ঞানীরা প্রথম ‘গ্রিন ডেটা বুক’ প্রকাশ করেন ?
[A] রাশিয়া
[B] ভারত
[C] ইউক্রেন
[D] আমেরিকা
উত্তর:- [C] ইউক্রেন
92. সরীসৃপ প্রজাতির জীববৈচিত্র্যে ভারত বিশ্বে কোন্ স্থান অধিকার করে ?
[A] দ্বিতীয়
[B] তৃতীয়
[C] চতুর্থ
[D] পঞ্চম
উত্তর:- [D] পঞ্চম
93. কোন্ অঞ্চলে জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধশালী ?
[A] তুন্দ্রা
[B] ক্রান্তীয়
[C] নিরক্ষীয়
[D] নাতিশীতোষ্ণ
উত্তর:- [B] ক্রান্তীয়
94. জীববৈচিত্র্যে চরম সংকট শুরু হয় কত শতকের মধ্যভাগ থেকে ?
[A] অষ্টাদশ
[B] সপ্তদশ
[C] ঊনবিংশ
[D] বিংশ
উত্তর:- [D] বিংশ
95. ভারতে হাতি বিসরণের একটি গুরুতপুর্ন কারন হল
[A] জলবায়ু পরিবর্তন
[B] আবাসস্থল সংকোচন
[C] চোরা শিকার
[D] দূষণ
উত্তর:- [B] আবাসস্থল সংকোচন
96. স্বস্থানিক সংরক্ষণের একটি পদ্ধতি হল
[A] উদ্ভিদ উদ্যান
[B] জাতীয় উদ্যান
[C] চিড়িয়াখানা
[D] জিন ভাণ্ডার
উত্তর:- [B] জাতীয় উদ্যান
97. ‘জীববৈচিত্র্য’ শব্দটি যে পরিবেশ কেন্দ্রিক সম্মেলনে জনপ্রিয়তা পায় তা হল
[A] বসুন্ধরা সম্মেলন
[B] বার্লিন কনফারেন্স
[C] ভিয়েনা অধিবেশন
[D] কিয়োটা সম্মেলন
উত্তর:- [A] বসুন্ধরা সম্মেলন
98. ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়
[A] পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
[B] গাঙ্গেয় সমভূমি
[C] ছোটোনাগপুর মালভূমি
[D] থর মরুভূমি
উত্তর:- [A] পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
99. পৃথিবীতে কত প্রকার জীব প্রজাতির পরিচয় জানা গেছে ?
[A] 17
[B] 51
[C] 98
[D] 110
উত্তর:- [A] 17
100. আলফা বৈচিত্র্য যে ধরনের বিভিন্নতার সূচক
[A] জীববৈচিত্র্য
[B] ঋতুবৈচিত্র্য
[C] নদী বৈচিত্র্য
[D] ভূপ্রাকৃতিক
উত্তর:- [A] জীববৈচিত্র্য
101. যে পুস্তকে বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা প্রকাশ করা হয় তা হল
[A] গ্রিন ডেটা বুক
[B] রেড ডেটা বুক
[C] অ্যানিম্যাল হ্যান্ডবুক
[D] প্ল্যান্ট ম্যানুয়াল
উত্তর:- [B] রেড ডেটা বুক
102. , জীববৈচিত্র্যের প্রথম ধাপ হল
[A] জিন বৈচিত্র্য
[B] প্রজাতি বৈচিত্র্য
[C] জাতি বৈচিত্র্য
d.বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
উত্তর:- [A] জিন বৈচিত্র্য
103. একটি বৃহদায়তন ভৌগলিক অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক বাসভূমির মধ্যে প্রাপ্ত জীববৈচিত্র্যকে বলে
[A] আলফা বৈচিত্র্য
[B] বিটা বৈচিত্র্য
[C] গামা বৈচিত্র্য
[D] ডেল্টা বৈচিত্র্য
উত্তর:- [C] গামা বৈচিত্র্য
104. জীবাশ্ম সম্পর্কিত গবেষণা থেকে জানা যায় যে একটি প্রজাতির গড় আয়ু
[A] 500-1000 বছর
[B] 10000-1 লক্ষ বছর
[C] 50 কোটি লক্ষ – 1 কোটি বছর
[D] 200 কোটি -400 কোটি বছর
উত্তর:- [C] 50 কোটি লক্ষ – 1 কোটি বছর
105. বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সবচেয়ে বেশি
[A] অ্যান্টার্কটিকাতে
[B] গাঙ্গেয় সমভূমিতে
[C] প্রশান্ত মহাসাগরে
[D] ক্রান্তীয় বৃষ্টি অরণ্যেউত্তর:- [D] ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে
উচ্চমাধ্যমিক ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Geography SAQ Question and Answer |
1. কোন জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়?
উত্তর:- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়।
2. জীববৈচিত্রে কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর:- জীববৈচিত্রে কীটপতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি।
3. জীববৈচিত্র কয় প্রকার ও কি কি?
উত্তর:- জীববৈচিত্র তিন প্রকার। যথা- জিনগত বৈচিত্র, প্রজাতিগত বৈচিত্র ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র।
4. জীব বৈচিত্রের প্রথম স্তর কোনটি?
উত্তর:- জীব বৈচিত্রের প্রথম স্তর হল জিন বৈচিত্র।
5. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- ডি কাস্টি জিন শব্দটি প্রথম ব্যবহার করেন।
6. বাস্তুতান্ত্রিক জীব-বৈচিত্র নির্ধারণের সূচক গুলি কি কি?
উত্তর:- বাস্তুতান্ত্রিক জীব-বৈচিত্র নির্ধারণের 3 টি সূচক। যথা- আলফা বৈচিত্র বিটা বৈচিত্র ও গামা বৈচিত্র।
7. বিটা বৈচিত্রের উদ্ভাবক কে?
উত্তর:- বিটা বৈচিত্রের উদ্ভাবক হলেন হুইটেকার।
8. ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর:- ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন 1992 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।
9. ভারতের সর্বাধিক জীববৈচিত্র কোথায় দেখা যায়?
উত্তর:- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ও পূর্ব হিমালয় ভারতের সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়।
10. জীববৈচিত্র বিনাশের প্রধান কারণ কি?
উত্তর:- জীববৈচিত্র বিনাশের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন।
11. জীব বৈচিত্রের বিনাশ সর্বাধিক কোথায়?
উত্তর:- জীব বৈচিত্রের বিনাশ সর্বাধিক ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে।
12. লুপ্তপ্রায় জীবপ্রজাতির তালিকাকে কি বলে?
উত্তর:- লুপ্তপ্রায় জীব-প্রজাতির তালিকাকে রেড ডাটা বুক বলে।
13. অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবপ্রজাতির তালিকাকে কি বলে?
উত্তর:- অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবপ্রজাতির তালিকাকে গ্রিন ডাটা বুক বলে।
14. হানিকর জীবপ্রজাতির তালিকাকে কি বলে?
উত্তর:- হানিকর জীবপ্রজাতির তালিকাকে ব্ল্যাক ডাটা বুক বলা হয়।
15. রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে?
উত্তর:- রাষ্ট্রপুঞ্জের সংস্থা IUCN রেড ডাটা বুক প্রকাশ করে।
16. কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়?
উত্তর:- ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার (IUCN) এর উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়।
17. পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর:- আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হলো পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান (1872)।
18. ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর:- ভারতের প্রথম জাতীয় উদ্যান হল করবেট জাতীয় উদ্যান।
19. বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর:- তানজানিয়ার সেরেনগোটি হয় বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান।
20. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর:- করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত।
21. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর:- রাজস্থানের ডেজার্ট জাতীয় উদ্যান হয় ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান।
22. আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়?
উত্তর:- একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্যের মাধ্যমে কোনো অঞ্চলে প্রজাতির প্রাচুর্য (Species richness) সম্পর্কে জানা যায়।
23. বিটা বৈচিত্র্য কী ?
উত্তর:- পাশাপাশি অবস্থিত দুটি অঞ্চলের মধ্যে যে প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তার মাত্রাকে নির্দেশ করে ।
24. গামা বৈচিত্র্য কাকে বলে?
উত্তর:- একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা বিভিন্ন বাসস্থানের প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে।
25. প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝ ?
উত্তর:- একটি নির্দিষ্ট অঞ্চল বা বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন প্রকার জীবের সমাবেশ দেখা যায়, তাকেই প্রজাতি গত বৈচিত্র্য বলে।পৃথিবীর প্রাকৃতিক অঞ্চল গুলির মধ্যে নিরক্ষীয় অঞ্চলেই সবচেয়ে বেশি সমৃদ্ধশালী প্রজাতিগত বৈচিত্র্য পরিলক্ষিত হয় ।
26. জীববৈচিত্র্য শব্দটি কে কত সালে ব্যবহার করেন ?
উত্তর:- ‘Biodiversity’ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি. রোসেন ১৯৮৫ সালে।
27. ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় ?
উত্তর:- ২০০২ সালে
28. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর:- কেরালায়
29. কত সালে MAB কর্মসূচি গ্রহন করা হয় ?
উত্তর:- ১৯৭১ সালে
30. পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- কেরালায়
31. বায়োস্ফিয়ার রিজার্ভ কী?
উত্তর:- বিশাল অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে MAB পরিকল্পনার অঙ্গ হিসাবে UNESCO ১৯৭১ সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve) ধারনার সৃষ্টি করে।
32. ভারতের প্রথম ও নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর:- ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল নীলগিরি (১৯৮৬) এবং ভারতের নবীন জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল কাঞ্চনজঙ্ঘা (২০১৮)।
33. ভারতের জীববৈচিত্র্যের উষ্ম অঞ্চলের উদাহরণ দাও?
উত্তর:- পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল
34. IUCN এর প্রতীকে কোন প্রানীর ছবি রয়েছে ?
উত্তর:- জায়েন্ট পাণ্ডা
35. IPCC এর পুরো নাম কি?
উত্তর:- ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেন্ট চেঞ্জ।
36. ইনসিটু সংরক্ষণ কাকে বলে?
উত্তর:- জীব প্রজাতিকে যখন তার নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইন-সিটু সংরক্ষণ বলে। যেমন – সুন্দরবনের বাঘ ও সুন্দরী গাছকে সুন্দরবনের প্রাকৃতিক বাস্তুতন্ত্রে সংরক্ষণ করাকে ইন-সিটু সংরক্ষণ বলা হয়। স্বস্থানে সংরক্ষণের উদ্দেশ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য , জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল গড়ে তোলা হয়েছে।
37. ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝ?
উত্তর:- উদ্ভিদের পরাগ, বীজ, কোশ ও প্রানীর জিন কে খুব শীতল তাপমাত্রায় (-১৯০ ডিগ্রি সেলসিয়াস) সংরক্ষণ করাকে ক্রায়ো সংরক্ষণ বলে।
38. ইকোটোন কী ?
উত্তর:- ইকোটোন হল দুটি বাস্তুতন্ত্রের সীমানার মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চল, যেখানে দুটি বাস্তুতন্ত্রের জীব প্রজাতির সমাবেশ দেখা যায়।
39. জীববৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:- নরম্যান মায়ার্স
40. পৃথিবীর ফুসফুস কাকে বলে ?
উত্তর:- আমাজনের চিরসবুজ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে।
41. বিশ্বের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক
42. ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর:- জিম করবেট ন্যাশনাল পার্ক
43. রেড ডেটা বুক কাকে বলে?
উত্তর:- যে বই এ পৃথিবীর বিপদ গ্রস্থ প্রজাতি গুলিকে অন্ত:ভুক্ত করা হয়, তাকে রেড ডেটা বুক বলে।
44. লুপ্ত প্রজাতি কাদের বলা হয়?
উত্তর:- যে সব উদ্ভিদ ও প্রানী প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে, যাদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাদের লুপ্ত প্রজাতি বলা হয় ।
45. আঞ্চলিক সীমাবদ্ধতা বা এনডেমিক প্রজাতি কী?
উত্তর:- যে সব জীব প্রজাতি কেবল একটি অঞ্চলেই পাওয়া যায়, অন্য কোথাও তাদের অস্তিত্ব নেই, তাকেই আঞ্চলিক সীমাবদ্ধতা বলে। এই আঞ্চলিক সীমাবদ্ধতার থেকে জীববৈচিত্র্যের হটস্পট ধারনার উৎপত্তি হয়।
46. অন্ধকার বৈচিত্র্য কাকে বলে?
উত্তর:- কোন একটি অঞ্চলে জীববৈচিত্র্য সম্পর্কে অধ্যায়নের সময় কোন একটি প্রাণী প্রজাতি সেখানে অধ্যায়ন চলাকালিন সময়ে উপস্থিত না থাকলেও অন্য সময় সেখানে উপস্থিত থাকে। অর্থাৎ জীববৈচিত্র্য পরিমাপের সময় তা গননার মধ্যে আসে না বলে, উক্ত প্রজাতিকে অন্ধকার বৈচিত্র্য বলা হয়। গভীর সমুদ্রে এই ধরণের জীব বৈচিত্র্য দেখা যায়।
47. ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বাটন আইল্যান্ড হয় ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান।
48. পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর:- পেরিয়ার জাতীয় উদ্যান কেরলে অবস্থিত।
49. দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তর:- দাচিগ্রাম অভায়ারণ্য কাশ্মীরে অবস্থিত।
50. ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি?
উত্তর:- নীলগিরি সংরক্ষিত জীবমণ্ডল ভারতের প্রথম সংরক্ষিত জীবমণ্ডল (1986)।
51. ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি?
উত্তর:- মান্নার উপসাগর সংরক্ষিত জীবমণ্ডল হল ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল।
52. ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি?
উত্তর:- আসামের ডিব্রু-শইখোয়া হল ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল।
53. সংরক্ষিত জীবমন্ডলের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ?
উত্তর:- সংরক্ষিত জীবমন্ডলের কোর অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ।
54. ভারতের বৃহত্তম পক্ষীনিবাসের নাম কি?
উত্তর:- রাজস্থানের ভরতপুর হল ভারতের বৃহত্তম পক্ষীনিবাস।
55. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম কি?
উত্তর:- অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর হল ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প।
56. ভারতের বৃহত্তম সিংহ প্রকল্পের নাম কি?
উত্তর:- গুজরাটের গির অরণ্য হলো ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প।
57. ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্পের নাম কি?
উত্তর:- অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান হল ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্প
58. ভারতের বৃহত্তম হাতি প্রকল্পের নাম কি?
উত্তর:- কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান হল ভারতের বৃহত্তম হাতি প্রকল্প।
59. ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি?
উত্তর:- কলকাতা আলিপুর চিড়িয়াখানা হয় ভারতের বৃহত্তম চিড়িয়াখানা।
60. পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি?
উত্তর:- হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি।
61. অধুনালুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল?
উত্তর:- অধুনালুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভুমি ছিল মরিশাস দ্বীপ।
62. বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
উত্তর:- ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন হল বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
63. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
উত্তর:- হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন হল ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।
64. ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়?
উত্তর:- সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।
65. রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়?
উত্তর:- সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায়।
66. রামসার ক্ষেত্র বলতে কোন জায়গাকে বোঝায়?
উত্তর:- রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমিকে।
67. রামসার সম্মেলন কবে হয়?
উত্তর:- 1971 সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়।
68. ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়?
উত্তর:- ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সালে পাশ হয়।
69. ভারতের অরণ্য সংরক্ষণ আইন কবে পাস হয়?
উত্তর:- ভারতের অরণ্য সংরক্ষণ আইন 1980 সালে পাশ হয়।
70. ভারতের জীববৈচিত্র আইন কবে পাস হয়?
উত্তর:- ভারতের জীববৈচিত্র আইন 2002 সালে পাশ হয়।
71. কিয়োটো প্রটোকল কোন সালে হয়?
উত্তর:- কিয়োটো প্রটোকল 2012 সালে হয়।
72. বায়োস্ফিয়ার রিজার্ভে ‘ বাফার এলাকা ‘ কাকে বলে ?
উত্তর:- বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ তাকে ‘ বাফার এলাকা ‘ বলে ।
73. ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- ভারতের বন্য গাধা সংরক্ষণ গুজরাট রাজ্যের কচ্ছের ছোটো রান অঞ্চলে অবস্থিত ।
74. জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে ?
উত্তর:- কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলে ।
75. ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি ?
উত্তর:- ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট হলো হিমালয় পার্বত্যাঞ্চল ।
76. বন্যপ্রাণী সংরক্ষণের দু’টি পদ্ধতির উল্লেখ করো ।
উত্তর:- বন্যপ্রাণী সংরক্ষণের দু’টি পদ্ধতি হলো জিন বৈচিত্র্য সংরক্ষণ , প্রাণী উদ্যান গঠন ।
77. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ?
উত্তর:- UNESCO- এর Man and Biosphere Reserve কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় । তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ।
78. জীববৈচিত্র্য বিনাশের দু’টি কারণ লেখো ।
উত্তর:- বৃক্ষচ্ছেদন , চোরাশিকার , অত্যধিক পশুচারণ , কৃষি ও বাসভূমির সম্প্রসারণ , অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার ইত্যাদি ।
79. আলফা বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর:- একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে ।
80. গ্রিন ডেটা বুক কী ?
উত্তর:- গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে ।
81. আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়?
উত্তর:- একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্যের মাধ্যমে কোনো অঞ্চলে প্রজাতির প্রাচুর্য (Species richness) সম্পর্কে জানা যায়।
82. বিটা বৈচিত্র্য কী ?
উত্তর:- পাশাপাশি অবস্থিত দুটি অঞ্চলের মধ্যে যে প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তার মাত্রাকে নির্দেশ করে ।
83. গামা বৈচিত্র্য কাকে বলে?
উত্তর:- একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা বিভিন্ন বাসস্থানের প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে।
84. প্রজাতিগত বৈচিত্র্য বলতে কী বোঝ ?
উত্তর:- একটি নির্দিষ্ট অঞ্চল বা বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন প্রকার জীবের সমাবেশ দেখা যায়, তাকেই প্রজাতি গত বৈচিত্র্য বলে।পৃথিবীর প্রাকৃতিক অঞ্চল গুলির মধ্যে নিরক্ষীয় অঞ্চলেই সবচেয়ে বেশি সমৃদ্ধশালী প্রজাতিগত বৈচিত্র্য পরিলক্ষিত হয় ।
85. জীববৈচিত্র্য শব্দটি কে কত সালে ব্যবহার করেন ?
উত্তর:- ‘Biodiversity’ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি. রোসেন ১৯৮৫ সালে।
86. ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় ?
উত্তর:- ২০০২ সালে
87. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর:- কেরালায়
88. কত সালে MAB কর্মসূচি গ্রহন করা হয় ?
উত্তর:- ১৯৭১ সালে
89. পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- কেরালায়
90. বায়োস্ফিয়ার রিজার্ভ কী?
উত্তর:- বিশাল অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে MAB পরিকল্পনার অঙ্গ হিসাবে UNESCO ১৯৭১ সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve) ধারনার সৃষ্টি করে।
91. ভারতের প্রথম ও নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর:- ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল নীলগিরি (১৯৮৬) এবং ভারতের নবীন জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল কাঞ্চনজঙ্ঘা (২০১৮)।
92. ভারতের জীববৈচিত্র্যের উষ্ম অঞ্চলের উদাহরণ দাও?
উত্তর:- পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল
93. IUCN এর প্রতীকে কোন প্রানীর ছবি রয়েছে ?
উত্তর:- জায়েন্ট পাণ্ডা
94. IPCC এর পুরো নাম কি?
উত্তর:- ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেন্ট চেঞ্জ।
95. ইনসিটু সংরক্ষণ কাকে বলে?
উত্তর:- জীব প্রজাতিকে যখন তার নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইন-সিটু সংরক্ষণ বলে। যেমন – সুন্দরবনের বাঘ ও সুন্দরী গাছকে সুন্দরবনের প্রাকৃতিক বাস্তুতন্ত্রে সংরক্ষণ করাকে ইন-সিটু সংরক্ষণ বলা হয়। স্বস্থানে সংরক্ষণের উদ্দেশ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য , জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল গড়ে তোলা হয়েছে।
96. ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝ?
উত্তর:- উদ্ভিদের পরাগ, বীজ, কোশ ও প্রানীর জিন কে খুব শীতল তাপমাত্রায় (-১৯০ ডিগ্রি সেলসিয়াস) সংরক্ষণ করাকে ক্রায়ো সংরক্ষণ বলে।
97. ইকোটোন কী ?
উত্তর:- ইকোটোন হল দুটি বাস্তুতন্ত্রের সীমানার মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চল, যেখানে দুটি বাস্তুতন্ত্রের জীব প্রজাতির সমাবেশ দেখা যায়।
98. জীববৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:- নরম্যান মায়ার্স
99. পৃথিবীর ফুসফুস কাকে বলে ?
উত্তর:- আমাজনের চিরসবুজ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে।
100. বিশ্বের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক
101. ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর:- জিম করবেট ন্যাশনাল পার্ক
102. রেড ডেটা বুক কাকে বলে?
উত্তর:- যে বই এ পৃথিবীর বিপদ গ্রস্থ প্রজাতি গুলিকে অন্ত:ভুক্ত করা হয়, তাকে রেড ডেটা বুক বলে।
103. লুপ্ত প্রজাতি কাদের বলা হয়?
উত্তর:- যে সব উদ্ভিদ ও প্রানী প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে, যাদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাদের লুপ্ত প্রজাতি বলা হয় ।
104. আঞ্চলিক সীমাবদ্ধতা বা এনডেমিক প্রজাতি কী?
উত্তর:- যে সব জীব প্রজাতি কেবল একটি অঞ্চলেই পাওয়া যায়, অন্য কোথাও তাদের অস্তিত্ব নেই, তাকেই আঞ্চলিক সীমাবদ্ধতা বলে। এই আঞ্চলিক সীমাবদ্ধতার থেকে জীববৈচিত্র্যের হটস্পট ধারনার উৎপত্তি হয়।
105. অন্ধকার বৈচিত্র্য কাকে বলে?
উত্তর:- কোন একটি অঞ্চলে জীববৈচিত্র্য সম্পর্কে অধ্যায়নের সময় কোন একটি প্রাণী প্রজাতি সেখানে অধ্যায়ন চলাকালিন সময়ে উপস্থিত না থাকলেও অন্য সময় সেখানে উপস্থিত থাকে। অর্থাৎ জীববৈচিত্র্য পরিমাপের সময় তা গননার মধ্যে আসে না বলে, উক্ত প্রজাতিকে অন্ধকার বৈচিত্র্য বলা হয়। গভীর সমুদ্রে এই ধরণের জীব বৈচিত্র্য দেখা যায়।
106. জীববৈচিত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- জীববৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন।
107. জীববৈচিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর:- এডওয়ার্ড উইলসনকে জীব বৈচিত্রের জনক বলা হয়।
108. বায়োডাইভারসিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- নরম্যান মায়ারস প্রথম বায়োডাইভারসিটি হটস্পট কথাটি ব্যবহার করেন।
109. পৃথিবীতে হটস্পটের সংখ্যা কয়টি?
উত্তর:- পৃথিবীতে হটস্পটের সংখ্যা 35 টি।
110. কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে কি বলে?
উত্তর:- কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে ক্ল্যাড বলে।
111. কোন সম্মেলনে বায়োডাইভারসিটি কথাটি জনপ্রিয়তা পায়?
উত্তর:- বসুন্ধরা সম্মেলনে বায়োডাইভারসিটি কথাটি জনপ্রিয়তা পায়।
112. ভারতের জীববৈচিত্র্যের উষ্ম অঞ্চলের উদাহরণ দাও?
উত্তর:- পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল
113. IUCN এর প্রতীকে কোন প্রানীর ছবি রয়েছে ?
উত্তর:- জায়েন্ট পাণ্ডা
114. IPCC এর পুরো নাম কি?
উত্তর:- ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেন্ট চেঞ্জ।
115. ইনসিটু সংরক্ষণ কাকে বলে?
উত্তর:- জীব প্রজাতিকে যখন তার নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইন-সিটু সংরক্ষণ বলে। যেমন – সুন্দরবনের বাঘ ও সুন্দরী গাছকে সুন্দরবনের প্রাকৃতিক বাস্তুতন্ত্রে সংরক্ষণ করাকে ইন-সিটু সংরক্ষণ বলা হয়। স্বস্থানে সংরক্ষণের উদ্দেশ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য , জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল গড়ে তোলা হয়েছে।
116. ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝ?
উত্তর:- উদ্ভিদের পরাগ, বীজ, কোশ ও প্রানীর জিন কে খুব শীতল তাপমাত্রায় (-১৯০ ডিগ্রি সেলসিয়াস) সংরক্ষণ করাকে ক্রায়ো সংরক্ষণ বলে।
117. ইকোটোন কী ?
উত্তর:- ইকোটোন হল দুটি বাস্তুতন্ত্রের সীমানার মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চল, যেখানে দুটি বাস্তুতন্ত্রের জীব প্রজাতির সমাবেশ দেখা যায়।
118. জীববৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:- নরম্যান মায়ার্স
119. পৃথিবীর ফুসফুস কাকে বলে ?
উত্তর:- আমাজনের চিরসবুজ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে।
120. বিশ্বের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক
121. ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর:- জিম করবেট ন্যাশনাল পার্ক
122. রেড ডেটা বুক কাকে বলে?
উত্তর:- যে বই এ পৃথিবীর বিপদ গ্রস্থ প্রজাতি গুলিকে অন্ত:ভুক্ত করা হয়, তাকে রেড ডেটা বুক বলে।
123. লুপ্ত প্রজাতি কাদের বলা হয়?
উত্তর:- যে সব উদ্ভিদ ও প্রানী প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে, যাদের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাদের লুপ্ত প্রজাতি বলা হয় ।
124. আঞ্চলিক সীমাবদ্ধতা বা এনডেমিক প্রজাতি কী?
উত্তর:- যে সব জীব প্রজাতি কেবল একটি অঞ্চলেই পাওয়া যায়, অন্য কোথাও তাদের অস্তিত্ব নেই, তাকেই আঞ্চলিক সীমাবদ্ধতা বলে। এই আঞ্চলিক সীমাবদ্ধতার থেকে জীববৈচিত্র্যের হটস্পট ধারনার উৎপত্তি হয়।
125. অন্ধকার বৈচিত্র্য কাকে বলে?
উত্তর:- কোন একটি অঞ্চলে জীববৈচিত্র্য সম্পর্কে অধ্যায়নের সময় কোন একটি প্রাণী প্রজাতি সেখানে অধ্যায়ন চলাকালিন সময়ে উপস্থিত না থাকলেও অন্য সময় সেখানে উপস্থিত থাকে। অর্থাৎ জীববৈচিত্র্য পরিমাপের সময় তা গননার মধ্যে আসে না বলে, উক্ত প্রজাতিকে অন্ধকার বৈচিত্র্য বলা হয়। গভীর সমুদ্রে এই ধরণের জীব বৈচিত্র্য দেখা যায়।
126. জীববৈচিত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- জীববৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন।
127. জীববৈচিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর:- এডওয়ার্ড উইলসনকে জীব বৈচিত্রের জনক বলা হয়।
128. বায়োডাইভারসিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- নরম্যান মায়ারস প্রথম বায়োডাইভারসিটি হটস্পট কথাটি ব্যবহার করেন।
129. পৃথিবীতে হটস্পটের সংখ্যা কয়টি?
উত্তর:- পৃথিবীতে হটস্পটের সংখ্যা 35 টি।
130. কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে কি বলে?
উত্তর:- কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে ক্ল্যাড বলে।
131. কোন সম্মেলনে বায়োডাইভারসিটি কথাটি জনপ্রিয়তা পায়?উত্তর:- বসুন্ধরা সম্মেলনে বায়োডাইভারসিটি কথাটি জনপ্রিয়তা পায়।
উচ্চমাধ্যমিকের ভূগোল এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক ভূগোল – ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – মৃত্তিকা (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – বায়ুমণ্ডল, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক ভূগোল – ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – মৃত্তিকা (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – বায়ুমণ্ডল, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – অর্থনৈতিক ক্রিয়াকলাপ (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল – জনসংখ্যা ও জনবসতি (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Geography Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Geography Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক ভূগোল – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(HS Geography Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Geography Suggestion / HS Geography Question and Answer / Class 12 Geography Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Geography Exam Guide / HS Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ভূগোল
জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) HS Geography Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর – জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
জীববৈচিত্র (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Geography Suggestion Download WBCHSE Class 12th Geography short question suggestion . HS Geography Suggestion download Class 12th Question Paper Geography. WB Class 12 Geography suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।