Dear student
তোমাকে কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । H.S Sanskrit Question Paper 2015 – উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র 2015 | HS History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে।
H.S Sanskrit Question Paper 2015 – উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র 2015 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper || West Bengal HS Previous Year Question Paper || WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]
পরীক্ষা | উচ্চমাধ্যমিক 2015 |
বিষয় | সংস্কৃত |
সময় | 3 ঘন্টা 15 মিনিট |
পূর্ণমান | 80 |
PART-A (Marks:54)
1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) আর্যাবর্তের বর্ণনা দাও।
(b) ‘বনগতা গুহা’ গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো।
পদ্যাংশ (যে–কোনো একটি)
(c) স্বর্মে নিধনং শ্রেয়া পরধর্মে ভয়াবহঃ।” তাৎপর্য বর্ণনা করো ।
(d) গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো ।
নাট্যাংশ (যে কোনো একটি)
(e) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা
করো।
(f) বাসন্তিকস্বপ্নম্-এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো।
সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)
(g) সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো।
(h) আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্ৰবন্ধ
রচনা করো।
2. ভাবসম্প্রসারণ করো (যে–কোনো একটি): 4×1 = 4
(a) দেশঃ পুণ্যতমোদ্দেশঃ ক্যাসৌ ন প্ৰিয়ো ভবেৎ। যুক্তোহনুক্রোশসম্পন্নের্যো জনৈরিব যোজনৈঃ।।
(b) অসক্তো হ্যাচর কর্ম পরমাপ্লোতি পুরুষঃ।
3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো (যে–কোনো তিনটি): 1×3 = 3
(a) সর্পাৎ বিভেতি বালকঃ।
উত্তরঃ ‘ভীত্রার্থানাং ভয়হেতুঃ’ সূত্রানুসারে ‘সর্পাৎ’ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে।
(b) স প্রাসাদাৎ প্ৰেক্ষতে।
উত্তরঃ ‘ল্য-লোপেকর্মণ্যধিকরণে চ’ বার্তিক অনুসারে ‘প্রসাদাৎ’ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে।
(c) ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ।
উত্তরঃ কর্তৃকৰ্মনোঃ কৃতি’ সূত্রানুসারে ‘কৃষ্ণস্য’ পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে।
(d) ভিক্ষুক পাদেন খঞ্জঃ।
উত্তরঃ ‘যেনাঙ্গবিকারঃ’ সূত্রানুসারে ‘পাদেন’ পদে বিকারার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে।
4. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে– কোনো দুটি): 2×2 = 4
(a) যথাশক্তি = শক্তিম্ অনতিক্রম্য- অব্যয়ীভাবঃ সমাসঃ
(b) রাজপুত্রঃ = রাজ্ঞঃ পুত্রঃ – ষষ্ঠীতৎপুরুষঃ সমাসঃ
(c) পদকমল = পদ ইব কমলম্ – কর্মধারয়ঃ সমাসঃ
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্দেশ করো (যে–কোনো দুটি): 1×2 = 2
(a) উদকীয়তি – উদন্যতি
উদকীয়তি – পান ভিন্ন অর্থে জল চাইছে।
উদন্যতি – পান করার জন্য জল চাইছে।
(b) বাক্যম্ – বাচ্য
বাক্যম্ – কথা।
বাচ্যম্ – বলা উচিত।
(c) গিরিশ – গিরীশঃ
গিরিশঃ – মহাদেব।
গিরীশঃ – হিমালয়।
6. এককথায় প্রকাশ করো (যে–কোনো তিনটি): 1×3 = 3
(a) নদী মাতা যস্য সঃ। উত্তরঃ নদীমাতৃকঃ।
(b) জেতুম্ ইচ্ছতি। উত্তরঃ জিগীষতি।
(c) জনানাং সমূহঃ। উত্তরঃ জনতা।
(d) শব্দং করোতি। উত্তরঃ শব্দায়তে।
7. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে–কোনো তিনটি): 1×3 = 3
(a) লঘু + ঈয়সুন্ উত্তরঃ লঘীয়স্।
(b) পৃথা + অণ্ উত্তরঃ পার্থঃ।
(c) লক্ষ্মী + মতুপ্ উত্তরঃ লক্ষ্মীবান্।
(d) গঙ্গা + ঢক্ উত্তরঃ গাঙ্গেয়ঃ।
৪. যে–কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1 = 5
(ক) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জান লেখো।
(খ) কেতুম ও সতম সম্বন্ধে নাতিদীর্ঘ প্ৰবন্ধ
রচনা করো।
9. সংস্কৃতে অনুবাদ করো: 5
এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার দুই সন্তান ছিল। সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করত। এজন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করত।
উত্তরঃ एकस्मिन् ग्रामे एकः दरिद्रः कृषकः निवसति स्म। तस्य द्वौ बालकौ आस्ताम् । सः प्रतिदिनं प्रातःकाले स्वस्य भोजनस्य कृषिं कर्तुं गच्छति स्म। सः अतीव प्रामाणिकं सरलं च जीवनं यापयति स्म। अत एव ग्रामे सर्वे तस्य बहु आदरं कुर्वन्ति स्म।
অথবা,
প্রায় একশো পঞ্চাশ বছর আগে কলকাতার সিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করে। তাঁর পিতা শ্রী বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন। একদিন তার গান শুনে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। পরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন।
উত্তরঃ प्रायः एकशतं पञ्चाशत् वर्षाणि पूर्वं कलकत्ता-नगरस्य सिमुलिया-क्षेत्रे नरेन्द्रनाथः नामकः बालकः जातः। पिता श्री विश्वनाथ दत्ता माता भुवनेश्वरी देवी। सः अतीव सुन्दरं गातुं शक्नोति स्म। एकदा श्रीरामकृष्णः तस्याः गायनं श्रुत्वा अतीव प्रसन्नः अभवत्। पश्चात् नरेन्द्रनाथः श्रीरामकृष्णस्य समीपं गत्वा श्रीरामकृष्णस्य शिष्यत्वं स्वीकृतवान्।
10. যে–কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো: 5
(৪) পরিবেশদূষণম্
(b) শারদোৎসবঃ
(c) মম প্রিয়ঃ কবি :
PART-B Marks: 26
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×15 = 15
গদ্যাংশ
(i) অলিপর্বা কোথায় বাস করত ?
(a) আরবপুরে (b) পারসিকপুরে
(c) আর্যাবর্তপুরে (d) মহানাদপুরে
উত্তরঃ (b) পারসিকপুরে।
(ii) অলিপর্বার ভ্রাতার নাম কী ?
(a) স্কন্দাজ। (b) কুরকর্মা
(c) রাসভ। (d) কশ্যপ।
উত্তরঃ (d) কশ্যপ ।
(iii) নলচম্পু -এর রচনাকার কে ?
(a) ত্রিবিক্রমভট্ট। (b) গাগাভট্ট
(c) কালিদাস। (d) শঙ্করাচার্য।
উত্তরঃ (a) ত্রিবিক্রমভট্ট।
(iv) স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে ?
(a) সাংখ্য। (b) জ্যোতিঃশাস্ত্রী
(b) বৈয়াকরণ। (d) আর্যাবর্ত।
উত্তরঃ (b) বৈয়াকরণ।
পদ্যাংশ
(v) ‘মুনিবরকন্যে’ – এখানে মুনিবর কে ?
(a) জহ্নু (b) কশ্যপ (c) বিশ্বামিত্র (d) নারদ।
উত্তরঃ (a) জহ্নু।
(vi) ‘শঙ্করমৌলিবিহারিণি’- পদটি কোন
বিভক্তিতে আছে ?
(a) সপ্তমীতে (b) দ্বিতীয়ায় (c) সম্বোধনে (d) প্রথমায়।
উত্তরঃ (c) সম্বোধনে।
(vii) নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ
করেছেন ?
(a) বেদব্যাস (b) জনক (c) রামচন্দ্র (d) শুকদেব।
উত্তরঃ (b) জনক।
(viii) “কর্মযোগ” ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে ?
(a) অষ্টাদশ অধ্যায়ে (b) দ্বিতীয় অধ্যায়ে
(c) চতুর্থ অধ্যায়ে (d) তৃতীয় অধ্যায়ে।
উত্তরঃ (d) তৃতীয় অধ্যায়ে
নাট্যাংশ
(ix) ‘কুহুঃ’ শব্দের অর্থ কী ?
(a) রাত্রি (b) অমাবস্যা (c) পূর্ণিমা (d) জ্যোৎস্না।
উত্তরঃ (b) অমাবস্যা।
(x) ‘সাধয়ামঃ’ শব্দের প্রতিশব্দ হল—
(a) গচ্ছামঃ (b) তিষ্ঠাম: (c) বদামঃ (d) ক্রীড়ামঃ।
উত্তরঃ (a) গচ্ছামঃ।
(xi) বাসন্তিকস্বপ্নম-এর রাজার নাম কী ?
(a) ইন্দুবৰ্মা। (b) ইন্দ্ৰশৰ্মা (c) ইন্দুশর্মা। (d) ইন্দ্ৰবৰ্মা।
উত্তরঃ (d) ইন্দ্ৰবৰ্মা।
(xii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন ?
(a) প্রমোদকে (b) মকরন্দকে (c) বসন্তকে (d) ইন্দুশর্মাকে।
উত্তরঃ (c) বসন্তকে।
সাহিত্যেতিহাস
(xiii) ‘চরকসংহিতা’ গ্রন্থের বর্ণনীয় বিষয় কী ?
(a) জ্যোতির্বিজ্ঞান। (b) ইতিহাস
(c) চিকিৎসাবিজ্ঞান। (d) নাট্যশাস্ত্র।
উত্তরঃ (c) চিকিৎসাবিজ্ঞান।
(xiv) মেঘদূত্ব কোন্ ছন্দে রচিত ?
(a) মন্দাক্রান্তা। (b) বসন্ততিলক
(c) ইন্দ্ৰবজ্ৰা। (d) এদের কোনোটিই নয়।
উত্তরঃ (a) মন্দাক্রান্তা।
(xv) ‘মৃচ্ছকটিকম্’ কী ধরনের রচনা ?
(a) কাব্য (b) গল্প (c) নাটক (d) প্রকরণ।
উত্তরঃ (d) প্রকরণ।
2. পূর্ণবাক্যে উত্তর দাও:1×11 = 11
গদ্যাংশ (যে–কোনো তিনটি)
(i) চম্পুকাব্য বলতে কী বোঝো?
উত্তরঃ পদ্য এবং গদ্যের সংমিশ্রণে
রচিত কাব্যকে বলা হয় চম্পুকাব্য।
(ii) নলচম্পু ছাড়া অন্য যে-কোনো একটি চম্পুকাব্যের নাম লেখো।
উত্তরঃ নলচম্পু ছাড়া অন্য একটি চম্পুকাব্যের নাম হল যশস্তিলকচম্পু।
(iii) আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি কে
সংস্কৃতে অনুবাদ করেন ?
উত্তরঃ আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন শ্রীগোবিন্দকৃষ্ণ
মোদক।
(iv) অলিপর্ব কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত ?
উত্তরঃ অলিপর্ব তিনটি গাধার পিঠে কাঠ
চাপিয়ে নিয়ে আসত।
পদ্যাংশ (যে–কোনো তিনটি)
(v) গঙ্গাস্তোত্রের রচয়িতা কে ?
উত্তরঃ গঙ্গাস্তোত্রের রচয়িতা শংকরাচার্য্য।
(vi) ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে ?
উত্তরঃ ভগবদগীতায় মোট ৭০০টি শ্লোক আছে।
(vii) ভগবদ্গীতার উপদেশ কে, কার উদ্দেশ্যে করেছেন ?
উত্তরঃ ভগবদ্গীতার উপদেশগুলি শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন।
(viii) কর্মেন্দ্রিয় ক-টি ও কী কী ?
উত্তরঃ কর্মেন্দ্রিয় পাঁচটি। সেগুলি হল– বাক্, পাণি, পাদ, পায়ু ও উপস্থ।
নাট্যাংশ (যে–কোনো তিনটি)
(ix) বাসন্তিকস্বপ্নম্-এর মূল ইংরেজি নাটকটির নাম কী ?
উত্তরঃ বাসন্তিকস্বপ্নম্-এর মূল ইংরেজি।
নাটকটির নাম হল A Midsummer Night’s Dream (এ মিডসামের নাইটস ড্রিম)।
(x) ‘দীয়তাং দয়াৰ্ডং চিত্তম্’- কে, কাকে
বলেছেন ?
উত্তরঃ এই কথাটি ইন্দুশর্মা বলেছেন রাজা
ইন্দ্ৰবর্মাকে।
(xi) পিতার পছন্দের পাত্রকে বিবাহ না-করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে ?
উত্তরঃ পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে হয় মৃত্যুদণ্ড বরণ করতে হবে, নাহয় সারাজীবন কৌমার্য অবলম্বন
করতে হবে।
(xii) রাজার বাগদত্তার নাম কী ?
উত্তরঃ রাজার বাগদত্তার নামক কনকলেখা।
সাহিত্যেতিহাস (যে–কোনো দুটি)
(xiii) বরাহমিহির রচিত যে-কোনো একটি
গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ বরাহমিহির রচিত একটি গ্রন্থ হল বৃহৎসংহিতা।
(xv) আয়ুর্বেদের উৎস কোন বেদ ?
উত্তরঃ আয়ুর্বেদের উৎস হল ঋগ্বেদ।
(xv) স্বপ্নবাসবদত্তম্ কার লেখা ?
উত্তরঃ স্বপ্নবাসবদত্তম্ নাটকটি ভাসের লেখা।
HS HISTORY QUESTION 2022, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2022, উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন
উচ্চ উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)
Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?
Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।
Q.2. Higher Secondary 2024 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?
Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি 1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।
Q.3. আমি কি Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?
Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।
Q.4. HS 2024 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?
Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারো।
Q.5. HS 2024 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?
Ans. বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।
Q.6. উচ্চ উচ্চ মাধ্যমিক MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?
Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
Q.7. উচ্চ উচ্চ মাধ্যমিক নতুন ও পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?
Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।
উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2022, Wbchse , Hs History Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন | Higher Secondary History Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে । এবার উচ্চ উচ্চ মাধ্যমিক ইতিহাস (Higher Secondary History/ Wbchse Hs History) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার । উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2019 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2018, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2017, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2016, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download
WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]