Dear student
তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer । যা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Question and Answer | Class 8 Geography Question and Answer
অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography MCQ Question and Answer |
1. আয়ন বায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায়—
[A] 10-12 কিমি
[B] 16-30 কিমি
[C] 35 40 কিমি
[D] 40-50 কিমি
উত্তর:- [B] 16-30 কিমি
2. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে—
[A] সমচাপ
[B] নিম্নচাপ
[C] উচ্চচাপ
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নিম্নচাপ
3. জি ডি কোরিওলিস পৃথিবীর আর্বতন ও দিক বিক্ষেপকারী বলের অস্তিত্ব উদ্ভাবন করেন—
[A] 1857 সালে
[B] 1835 সালে
[C] 1873 সালে
[D] কনোটাও নয়
উত্তর:- [B] 1835 সালে
4. মেরু অঞ্ছলে বায়ুর চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায়—
[A] কম
[B] বেশি
[C] একই
[D] কনোটাও নয়
উত্তর:- [B] বেশি
5. নিরক্ষীয় অঞ্চলের বিস্তার—
[A] 0°-5° অক্ষাংশে
[B] 10°-20° অক্ষাংশে
[C] 30-40° অক্ষাংশে
[D] কনোটাও নয়
উত্তর:- [A] 0°-5° অক্ষাংশে
6. কালবৈশাখী ঝড় অসমে যে নামে পরিচিত—
[A] লু
[B] আঁধি
[C] বরদইছিলা
[D] কনোটাও নয়
উত্তর:- [C] বরদইছিলা
7. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে বায়ুর—
[A] উচ্চচাপ
[B] নিম্নচাপ
[C] সমচাপ
[D] কনোটাও নয়
উত্তর:- [A] উচ্চচাপ
8. যে বায়ু নিয়মিতভাবে একটি নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে তাকে বলে—
[A] নিয়ত বায়ু
[B] আকস্মিক বায়ু
[C] সাময়িক বায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [A] নিয়ত বায়ু
9. বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে
[A] বায়ুর চাপ
[B] বায়ুর আর্দ্রতা
[C] বায়ুর উষ্ণতা
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বায়ুর চাপ
10. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু দেখা যায়—
[A] গ্রস্ত উপত্যকায়
[B] নদী উপত্যকায়
[C] পার্বত্য উপত্যকায়
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নদী উপত্যকায়
11. বায়ুচাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্কের সূত্র আবিষ্কার করেন—
[A] বাইস ব্যালট
[B] ফেরেল
[C] কোরিওলিস
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বাইস ব্যালট
12. বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয়—
[A] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
[B] দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
[C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
13. বায়ুর গতিবেগ মাপার একক—
[A] মিলিবার
[B] নট
[C] কিলোমিটার
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নট
14. সিরোক্কো দেখতে পাওয়া যায়
[A] উত্তরআমেরিকায়
[B] ইউরোপে
[C] আফ্রিকায়
[D] কনোটাও নয়
উত্তর:- [C] আফ্রিকায়
15. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু দেখা যায়—
[A] গ্রস্ত উপত্যকায়
[B] নদী উপত্যকায়
[C] পার্বত্য উপত্যকায়
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নদী উপত্যকায়
16. তুমি যদি মাঝসমুদ্রে একটি জাহাজে ‘ডোলড্রামস’-এ থেমে থাকো তাহলে তুমি আছ—
[A] সুমেরুবৃত্তীয় এলাকায়
[B] মকরীয় এলাকায়
[C] নিরক্ষীয় এলাকায়
[D] কনোটাও নয়
উত্তর:- [C] নিরক্ষীয় এলাকায়
17. সমুদ্র উপকূল থেকে স্থলভাগের দিকে দিনেরবেলায় যে শীতল ও ভারী বাতাস প্রবাহিত হয় তাকে বলে—
[A] আকস্মিক বায়ু
[B] স্থলবায়ু
[C] সমুদ্রবায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [B] স্থলবায়ু
18. উভয় গোলার্ধে 0°-5° অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটি হল—
[A] অশ্ব অক্ষাংশ
[B] ক্রান্তীয় শান্তবলয়
[C] নিরক্ষীয় শান্তবলয়
[D] কনোটাও নয়
উত্তর:- [B] ক্রান্তীয় শান্তবলয়
19. সিরোক্কো দেখতে পাওয়া যায়
[A] উত্তরআমেরিকায়
[B] ইউরোপে
[C] আফ্রিকায়
[D] কনোটাও নয়
উত্তর:- [C] আফ্রিকায়
20. উত্তরগোলার্ধে আয়ন বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেটি হল—
[A] উত্তর-পশ্চিম
[B] উত্তর-পূর্ব
[C] দক্ষিণ-পূর্ব
[D] দক্ষিণ-পশ্চিম
উত্তর:- [B] উত্তর-পূর্ব
21. বায়ুর গতিবেগ মাপার একক—
[A] মিলিবার
[B] নট
[C] কিলোমিটার
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নট
22. বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে
[A] বায়ুর চাপ
[B] বায়ুর আর্দ্রতা
[C] বায়ুর উষ্ণতা
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বায়ুর চাপ
23. নিরক্ষীয় অঞ্চলের বিস্তার—
[A] 0°-5° অক্ষাংশে
[B] 10°-20° অক্ষাংশে
[C] 30-40° অক্ষাংশে
[D] কনোটাও নয়
উত্তর:- [A] 0°-5° অক্ষাংশে
24. আয়ন বায়ুর অপর নাম—
[A] বাণিজ্য বায়ু
[B] পশ্চিমা বায়ু
[C] মেরু বায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বাণিজ্য বায়ু
25. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে—
[A] সমচাপ
[B] নিম্নচাপ
[C] উচ্চচাপ
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নিম্নচাপ
26. বায়ুর গতিবেগ মাপার একক—
[A] মিলিবার
[B] নট
[C] কিলোমিটার
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নট
27. উভয় গোলার্ধে 0°-5° অক্ষরেখার মধ্যে অবস্থিত অঞ্চলটি হল—
[A] অশ্ব অক্ষাংশ
[B] ক্রান্তীয় শান্তবলয়
[C] নিরক্ষীয় শান্তবলয়
[D] কনোটাও নয়
উত্তর:- [B] ক্রান্তীয় শান্তবলয়
28. নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ—
[A] বেশি
[B] কম
[C] একেবারেই নেই
[D] কনোটাও নয়
উত্তর:- [B] কম
29. উষ্ণতা বাড়লে বায়ুর চাপ—
[A] বাড়ে
[B] কমে
[C] অপরিবর্তিত থাকে
[D] কনোটাও নয়
উত্তর:- [B] কমে
30. উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক হল—
[A] সমানুপাতিক
[B] ব্যাস্তানুপাতিক
[C] অপরিবর্তনশীল
[D] কনোটাও নয়
উত্তর:- [B] ব্যাস্তানুপাতিক
31. ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা বিরাজ করে—
[A] সমচাপ
[B] নিম্নচাপ
[C] উচ্চচাপ
[D] কনোটাও নয়
উত্তর:- [B] নিম্নচাপ
32. বায়ুপ্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর
[A] চাপের ওপর
[B] তাপের ওপর
[C] অক্ষাংশের ওপর
[D] কনোটাও নয়
উত্তর:- [A] চাপের ওপর
33. বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীপৃষ্ঠে চাপ প্রয়োগ করে এই চাপকে বলে
[A] বায়ুর চাপ
[B] বায়ুর আর্দ্রতা
[C] বায়ুর উষ্ণতা
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বায়ুর চাপ
34. দুই মেরু অঞ্চলে বায়ু—
[A] ভারীশীতল প্রকৃতির
[B] উষ্ণ-হালকা প্রকৃতির
[C] শীতল-হালকা প্রকৃতির
[D] কনোটাও নয়
উত্তর:- [A] ভারীশীতল প্রকৃতির
35. নিয়ত বায়ুকে ভাগ করা যায়—
[A] তিন ভাগে
[B] সাত ভাগে
[C] এগারো ভাগে
[D] কনোটাও নয়
উত্তর:- [A] তিন ভাগে
36. নিরক্ষীয় অঞ্চলের বিস্তার—
[A] 0°-5° অক্ষাংশে
[B] 10°-20° অক্ষাংশে
[C] 30-40° অক্ষাংশে
[D] কনোটাও নয়
উত্তর:- [A] 0°-5° অক্ষাংশে
37. বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয়—
[A] উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
[B] দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু
[C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [C] দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
38. আয়ন বায়ুর অপর নাম—
[A] বাণিজ্য বায়ু
[B] পশ্চিমা বায়ু
[C] মেরু বায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [A] বাণিজ্য বায়ু
39. ঋতুগতভাবে প্রবাহিত হয়—
[A] নিয়ত বায়ু
[B] মৌসুমি বায়ু
[C] সমুদ্রবায়ু
[D] কনোটাও নয়
উত্তর:- [B] মৌসুমি বায়ু
40. বাইস ব্যালট ছিলেন—
[A] ডাচ আবহবিদ
[B] ইংরেজ আবহবিদ
[C] ফরাসি আবহবিদ
[D] কনোটাও নয়
উত্তর:- [A] ডাচ আবহবিদ
অষ্টম শ্রেণীর ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography SAQ Question and Answer |
1. সমুদ্রবায়ুর প্রভাব কোথায় দেখা যায় ?
উত্তর:- সমুদ্রের উপকূলভাগ থেকে 150 কিমি অঞ্চলের মধ্যে দেখা যায় ।
2. স্থলবায়ুর প্রভাব কখন বৃদ্ধি পায় ?
উত্তর:- স্থলবায়ুর প্রভাব ভোররাতের দিকে বৃদ্ধি পায় ।
3. কাকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ?
উত্তর:- মৌসুমি বায়ুকে বলা হয় ।
4. শীতকালীন মৌসুমিবায় কাকে বলে ?
উত্তর:- শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক ঠান্ডা বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় , একে শীতকালীন মৌসুমিবায়ু বলে । |
5. গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু কাকে বলে ?
উত্তর:- গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় , একে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু বলে ।
6. নিয়ত বায়ু কাকে বলে ?
উত্তর:- সারাবছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ু ।
7. চিনুক শব্দের অর্থ কী ? চিনুক কোথায় দেখা যায় ?
উত্তর:- চিনুক শব্দের অর্থ ‘ তুষার ভক্ষক ‘ । উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক দেখা যায় ।
8. চিনুক বায়ুর প্রকৃতি কেমন ?
উত্তর:- চিনুক বায়ুর প্রকৃতি শুষ্ক ও উন্ন ।
9. চিনুক বায়ুর প্রভাবে কোথায় পশুপালন হয় ?
উত্তর:- চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি তৃণভূমি অঞ্চলে পশুপালন হয় ।
10. ফন কোথায় প্রবাহিত হয় ?
উত্তর:- ফন আল্পস পার্বত্য অঞ্চলের উত্তর ঢাল বেয়ে নীচে নেমে মধ্য ইউরোপে প্রবাহিত হয় ।
11. ঘন বায়ুর প্রকৃতি কীরূপ ? এই বায়ুর প্রভাবে কী হয় ?
উত্তর:- হন বায়ুর প্রকৃতি শুষ্ক ও উষু হয় । এই বায়ুর প্রভাবে মধ্য ইউরোপের তাপমাত্রা খুব সময়ের মধ্যে বেড়ে গিয়ে বরফ পালিয়ে দেয় ও দাবানলের সৃষ্টি করে ।
12. হারমাট্রান বায়ু কেমন ? হারমাট্রান বায়ু কোথায় দেখা যায় ?
উত্তর:- হারমার্টান বায়ু শুষ্ক ও উন্ন । হারমাট্রান বায়ু উত্তর পশ্চিম আফ্রিকার পূর্ব দিক থেকে গিনি উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয় ।
13. হারমাট্রানের নাম ‘ The Doctor ‘ হবার কী কারণ ?
উত্তর:- ক্রান্তীয় অঞ্চলের গরম স্যাঁতসেঁতে আবহাওয়াকে হারমাট্রান আরামদায়ক ও গরম করে তোলে । তাই একে “ The Doctor ‘ বলা হয় ।
14. বোরো কেমন বায়ু ?
উত্তর:- শুষ্ক ও শীতল ধরনের বায়ু হল বোরো ।
15. বোরো কোথায় দেখা যায় ?
উত্তর:- আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বরাবর নীচের দিকে নেমে এসে আড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় ।
16. কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে ?
উত্তর:- উচ্চচাপ বলয় অবস্থান করে ।
17. পম্পেরো কী ?
উত্তর:- পম্পেরো একধরনের স্থানীয় বায়ু ।
18. পম্পেরো কোথায় দেখা যায় ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ থেকে পম্পেরো উৎপত্তি লাভ করে ।
19. আমাদের রাজ্যে গরম কালে বিকেলের দিকে কোন্ ঝড় হয় ?
উত্তর:- কালবৈশাখী ঝড় হয় ।
20. নিরক্ষীয় অঞ্চল কোন্টি ?
উত্তর:- নিরক্ষরেখার দুপাশে 0 ° থেকে 5 ° অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল ।
21. সিরক্কো কেমন বায়ু ? সিরক্কোর প্রভাবে আফ্রিকার উপকূল কেমন হয় ?
উত্তর:- সিরক্কো শুষ্ক , উন্ন ও ধূলিপূর্ণ বায়ু । সিরক্কোর প্রভাবে আফ্রিকার উত্তর উপকূল শুষ্ক ও ধূলিপূর্ণ হয় ।
22. ভোরবেলা পালতোলা নৌকা কোন্ বায়ুর প্রভাবে সমুদ্রে চলবে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- স্থলবায়ু।
23. নিরক্ষীয় অঞ্চলে কোন্ ধরনের [উচ্চচপি/নিম্নচাপ] বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- নিম্নচাপ।
24. আড্রিয়াটিক সাগরের উপকলে প্রবাহিত থানীয় বায়ুর নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বোরা।
25. ক্রোধোন্মত্ত পাশ কথাটি_________ বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পশ্চিমা
26. বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন। আবহবিদ বাইস ব্যালট। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
27. দুই বিপরীতধর্মী বাতাস মিলিত হওয়ার ফলে দুই ক্লান্তীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
28. ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু _________দিকে বেঁকে যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ডান
29. পশ্চিমা বায়ুর অন্তর্গত দেশগুলিতে _________বৃষ্টি বেশি হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- শীতকালে
30. পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা পর্বতের ঢাল বরাবর যে ভারী বায়ু ওপর থেকে নীচে নামে তার নাম _________ বায়ু। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ক্যাটাবেটিক
31. ক্রান্তীয় শান্তবলয়ের আর-এক নাম অশ্ব অক্ষাংশ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
32. সাধারণত _________ প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- উচ্চ অক্ষাংশে
33. বিকেলবেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
34. অ্যালবায়ু প্রবাহিত হয় _________ বেলায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- রাতের।
35. বায়ুর চাপ কয়প্রকার ও কী কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- দু-প্রকার— [a] উচ্চচাপ, [b] নিম্নচাপ।
36. বায়ুতে জলীয়বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
37. স্তেপ তৃণভুমি কোন্ নিয়ত বায়ুর প্রবাহপথে অবস্থিত? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর।
38. মহাদেশগুলির পূর্বাংশে পৃথিবীর বিশাল মরুভূমিগুলি অবস্থিত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
39. ITCZ অঞ্চলে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু মিলিত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
40. বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের_________ অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- 30°-40°
41. _________ যন্ত্র দ্বারা বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বাতপতাকা
42. ক্রোধোন্মত্ত পাশ কথাটি_________ বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পশ্চিমা
43. উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু _________ দিক থেকে প্রবাহিত হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- দক্ষিণ-পশ্চিম।
44. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে ?
উত্তর:- নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে ।
45. বায়ুর গতিবেগ কোন্ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায় ?
উত্তর:- অ্যানিমোমিটার ।
46. মেরু বায়ু কোথায় প্রবাহিত হয় ?
উত্তর:- উত্তর গোলার্ধে ৭০-৮০ ° অক্ষরেকার মধ্যবর্তী অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয় ।
47. বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ কী ?
উত্তর:- দুটি অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ ।
48. অ্যালবায়ু প্রবাহিত হয় _________ বেলায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- রাতের।
49. সাধারণত _________ প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- উচ্চ অক্ষাংশে
50. বাইস ব্যালট 1835 সালে তার বায়ুপ্রবাহের সূত্র উদ্ভাবন করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
51. বায়ু সাধারণভাবে _________ চাপ বলয় থেকে _________ চাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- উচ্চ, নিম্ন
52. 40°-50° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে নিয়ত বায়ুপ্রবাহের স্থান পরিবর্তনের সর্বাধিক প্রভাব লক্ষ করা যায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
53. নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির অন্যতম কারণ এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
54. ক্যাটাবেটিক বায়ু কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- পর্বতের ঢাল বরাবর নীচের উপত্যকায় নেমে আসা ভারী বায়ুর নাম ক্যাটাবেটিক বায়ু।
55. কোন্ বায়ুর প্রভাবে আফ্রিকায় সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আয়ন বায়ু।
56. বায়ুপ্রবাহ কী ?
উত্তর:- ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ুপ্রবাহ বলে ।
57. বায়ুস্রোত কী ?
উত্তর:- ভূপৃষ্ঠের ওপর বায়ুর উল্লম্ব চলাচলকে বায়ুস্রোত বলে ।
58. কোন্ অঞ্চলকে ডোলড্রামস বলে ?
উত্তর:- নিরক্ষীয় নিম্নচাপ শান্তবলয়কে ডোলড্রামস বলে ।
59. অশ্ব অক্ষাংশ কোন্ অঞ্চলকে বলে ?
উত্তর:- 25 ° -35 ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বলে পরিচিত ।
60. কোরিওলিস বল কীভাবে কাজ করে ?
উত্তর:- কোরিওলিস বল সমকোণে কাজ করে ।
61. বায়ুপ্রবাহের কীভাবে নামকরণ হয় ?
উত্তর:- বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেইদিক অনুযায়ী বায়ুর নামকরণ হয় ।
62. বাইস ব্যালট সূত্র করে আবিষ্কার হয় ?
উত্তর:- 1857 খ্রিস্টাব্দে বাইস ব্যালটের সূত্র আবিষ্কার হয় ।
63. আয়নবায়ুর অপর নাম কী ?
উত্তর:- আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু ।
64. উত্তর গোলার্ধে আয়নবায়ু গতিবেগ কতটা ?
উত্তর:- উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ 16 কিমি ।
65. ITCZ কী ?
উত্তর:- উত্তর – পূর্ব ও দক্ষিণ – পূর্ব আয়নবায়ুর নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয় । একে ITCZ বলে ।
66. ITCZ- এর অন্য নাম কী ?
উত্তর:- ITCZ এর অন্য নাম নিরক্ষীয় শান্তবলয় ।
67. ‘ গর্জনশীল চল্লিশা ‘ কী ?
উত্তর:- 40 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমাবায়ু ‘ গর্জনকারী চল্লিশা ‘ নামে পরিচিত ।
68. ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ ‘ কী ?
উত্তর:- 50 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ডগতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমাবায়ুকে ‘ ক্রোধোন্মত্ত পঞ্চাশ বলে ।
69. ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ‘ কী ?
উত্তর:- 60 ° দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমাবায়ুকে ‘ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট ’ বলা হয় ।
70. বায়ুর উন্নতার প্রধান উৎস কী ?
উত্তর:- বায়ুর উয়তার প্রধান উৎস সূর্য ।
71. আয়নবায়ুর প্রভাবে কোন্ অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না ?
উত্তর:- আয়নবায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টি হলে পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না ।
72. পশ্চিমাবায়ুর প্রবাহ পথে কী সৃষ্টি হয়েছে ?
উত্তর:- পশ্চিমাবায়ুর প্রবাহ পথে মহাদেশগুলির পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোয় তৃণভূমির সৃষ্টি হয়েছে ।
73. মেরুবায়ুর কারণে কোথায় তুষারঝড় সৃষ্টি হয় ?
উত্তর:- মেরুবায়ুর কারণে রাশিয়ার সাইবেরিয়ায় তুষারঝড় সৃষ্টি হয় ।
74. তুন্দ্ৰা অঞ্চলে শীতকাল কতদিন স্থায়ী হয় ?
উত্তর:- তুন্দ্রা অঞ্চলে শীতকাল 8-9 মাস স্থায়ী হয় ।
75. সাময়িক বায়ু কখন প্রবাহিত হয় ?
উত্তর:- বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় ।
অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস
অষ্টম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ | পড়ুন |
Dear student
“অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
অষ্টম শ্রেণীর Geography Suggestion | West Bengal Class Class 8 (Class 8th) Geography Qustion and Answer Suggestion
” অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Class 8 | WB Class 8 | অষ্টম শ্রেণীর | Class 8 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam | Class 8 Class 8th | WB Class 8 | Class 8 Pariksha )
বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(অষ্টম শ্রেণীর Geography Suggestion / West Bengal Class 8 Question and Answer, Suggestion / অষ্টম শ্রেণীর Class 8th Geography Suggestion / অষ্টম শ্রেণীর Geography Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Suggestion / অষ্টম শ্রেণীর Geography Exam Guide / অষ্টম শ্রেণীর Geography Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / অষ্টম শ্রেণীর Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণীর Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর শ্রেণির ইতিহাস
West Bengal Class 8 Geography Suggestion Download অষ্টম শ্রেণীর Class 8th Geography short question suggestion . অষ্টম শ্রেণীর Geography Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল – বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর Geography Que stion and Answer