সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer : পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Science Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1.হাইড্রক্সাইড এর যোজ্যতা কত?

উত্তর: – 1

2.অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কী ?

উত্তর: – AICI

3.জিঙ্ক ক্লোরাইডের সংকেত কী ?

উত্তর: – ZnCl

4.ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্লোরিনের যোজ্যতা কত?

উত্তর: – 2

5.কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কী?

উত্তর: –  CCL

6.অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যৌগে APH এর যোজ্যতা কত?

উত্তর: – 3

7.Zn[NO3], এই যৌগের নাম কী?

উত্তর: – । জিঙ্ক নাইট্রেট।

8.Na, PO এই যৌগের নাম কী?

উত্তর: – । সোডিয়াম ফসফেট।

9.পটাশিয়াম ফ্লুরাইডের যৌগের সংকেত কী ?

উত্তর: – Kf.

10.সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও।

উত্তর: – Fe + S → FeS

11.প্রত্যক্ষ সংযোগের একটি উদাহরণ দাও।

উত্তর: –  C + O2 CO

12.সালফার টেট্রাফ্লুওরাইড এর সংকেত লেখো।

উত্তর: – SF

13.পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা উপস্থিত থাকে ?

উত্তর: প্রোটন ও নিউট্রন |

14.পরমাণুতে ইলেকট্রন কীভাবে অবস্থান করে ?

উত্তর: কোনো পরমাণুর ইলেক্ট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে |

15. NaF-এর পুরো নাম কী?

উত্তর: – । সোডিয়াম ফুওরাইড।

16. ক্লোরিনের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত?

উত্তর: –  17, 17

17.. সোডিয়াম-এর ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?

উত্তর: –  11, 12

18. অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত কি?

উত্তর: – Al2O3

19. জিংক অক্সাইড এর সংকেত লেখ।

উত্তর: – ZnO

20. ফেরিক অক্সাইড এর সংকেত লেখ।

উত্তর: – Fe2O3

21. পাথুরে চুন এর সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

উত্তর: – কলিচুন উৎপন্ন হয়।

22. পাথুরে চুন এর সঙ্গে জলের বিক্রিয়ায় কি ঘটে তা সমীকরণসহ লেখ।

উত্তর: – পাথুরে চুন এর সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং কলিচুন উৎপন্ন হয়।

বিক্রিয়ার সমীকরণ : CaO + H2O Ca[OH]2

23. চুনাপাথরে তাপ দিলে কোন কোন গ্যাস উৎপন্ন হয়?

উত্তর: – চুনাপাথরে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।

24.কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত লেখ।

উত্তর: – CCl4

25. ফসফরাস পেন্টাক্লোরাইড এর সংকেত লেখ।

উত্তর: – PCl5

26. অ্যামোনিয়ার সংকেত লেখ।

উত্তর: – NH4

27. সালফার টেট্রা ফ্লুওরাইড এর সংকেত লেখ।

উত্তর: – SF4

28. একটি কার্বন পরমাণুর ভর সংখ্যা 12 এবং পারমাণবিক সংখ্যা 6চিত্রের মাধ্যমে একে দেখাও।

উত্তর: –

29. আয়ন কাকে বলে?

উত্তর: – কোন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে কিংবা বর্জন করলে পরমাণুর তড়িৎ আহিত হয়ে পড়ে। এই তড়িতাহিত পরমাণুকেই আয়ন বলে।

30.আয়ন কয় প্রকার ও কি কি?

উত্তর: – আয়ন দুই প্রকার যথা ক্যাটায়ন ও অ্যানায়ন।

31. ক্যাটায়ন কাকে বলে?

উত্তর: – পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে পরমাণু টি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় । একে ক্যাটায়ন বলে।

32.অ্যানায়ন কাকে বলে?

উত্তর: – পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে পরমাণু টি – তড়িৎগ্রস্ত হয় একে অ্যানায়ন বলে।

33. ক্লোরিন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে কি উৎপন্ন হয়?

উত্তর: – ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়।

34.সাধারণ হাইড্রোজেন-এ _________কণা থাকে না। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – নিউট্রন

35.নোবেলিয়াম-এর চিহ্ন কী? এটি কোন্ বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুযায়ী স্থির করা হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – নোবেলিয়াম-এর চিহ্ন No। এটি বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল [Alfred Nobel]-এর নাম অনুযায়ী স্থির করা হয়েছে।

36.রাসায়নিক বিক্রিয়া একটি_________ ঘটনা। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – পারমাণবিক

37.ক্যালশিয়াম এবং নাইট্রোজেন মৌল দুটির মধ্যে কোনটির একাধিক যোজ্যতা আছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ক্যালশিয়াম এবং নাইট্রোজেন মৌল দুটির মধ্যে নাইট্রোজেন মৌলটির একাধিক যোজ্যতা আছে।

38.রাসায়নিক বিক্রিয়া একটি আণবিক ঘটনা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

39.পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে।

40.কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্ৰমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে।

41.সোডিয়াম সালফেট যৌগের সংকেত Na2SO4 । [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

42.কোন বিজ্ঞানী নিউট্রন কণা আবিষ্কার করেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – নিউট্রন কণা আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস্ স্যাডউইক।

43.হিলিয়াম পরমাণুতে কতগুলি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন, 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে।

44.ক্লোরিন পরমাণুর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ক্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18।

45.প্রোটিয়াম পরমাণুর ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

46.পরমাণুর কোন্ কোন্ অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পরমাণুর কেন্দ্ৰক বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে।

47.কোন পরমাণুর ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়াম পরমাণুর ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই।

48.একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক চার্জ একত্রে থাকলে_________বা_________ অবস্থার সৃষ্টি হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – তড়িৎবিহীন, নিস্তড়িৎ

49.সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

50.মিথেন-এর সংকেত_________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – CH4

51.P2O5 যৌগে ফসফরাসের যোজ্যতা _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – 5

52.ইউরেনিয়াম-এর চিহ্ন কী? এটি কোন গ্রহের নাম অনুযায়ী স্থির করা হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ইউরেনিয়াম-এর চিহ্ন Uএটি ইউরেনাস [Uranus] গ্রহের নাম অনুযায়ী স্থির করা হয়েছে।

53.পরমাণুর ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটলে পরমাণুটি আয়নে পরিণত হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

54.মিথেন-এর সংকেত_________। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – CH4

55.পরমাণুর কোন্ কোন্ অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পরমাণুর কেন্দ্ৰক বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে।

56.মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করা হল—কী ঘটবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে পারদ ও অক্সিজেন উৎপন্ন হয়।

57.আইনস্টাইনিয়াম-এর চিহ্ন কী? এটি কোন্ বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুযায়ী স্থির করা হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – আইনস্টাইনিয়াম-এর চিহ্ন Es। এটি বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন [Albert Einstein]-এর নাম অনুযায়ী স্থির করা হয়েছে।

58.সোডিয়াম পরমাণুর প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12

59.কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্ৰমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে।

60.পাথুরে চুনে জল দিলে একটা সাদা রঙের গুঁড়ো উৎপন্ন হয়, একে _________ বলা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – কলিচুন

61.নোবেলিয়াম-এর চিহ্ন কী? এটি কোন্ বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুযায়ী স্থির করা হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – নোবেলিয়াম-এর চিহ্ন Noএটি বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল [Alfred Nobel]-এর নাম অনুযায়ী স্থির করা হয়েছে।

62.রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ বা পদার্থগুলিকে _________ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – বিক্রিয়ক

63.কুরিয়ামের চিহ্ন কী? এটি কোন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুযায়ী স্থির হয়েছে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কুরিয়ামের চিহ্ন Cm। এটি বিখ্যাত বিজ্ঞানী এম. কুরি এর নাম অনুসারে স্থির হয়েছে।

64. পরমাণুর মধ্যে অবস্থিত নিস্তড়িত কণার নাম কি?

উত্তর: – নিউট্রন।

65. পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি?

উত্তর: – নিউট্রন ।

66. পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কী বোঝো?

উত্তর: – প্রোটন ও নিউট্রন গুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট জায়গায় জোট বেঁধে থাকে। ওই জায়গাটা হল পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস।

67. পরমাণুর ইলেকট্রন গুলো কাকে কেন্দ্র করে ঘোরে?

উত্তর: – ইলেকট্রন গুলো পরমাণুর নিউক্লিয়াস কে কেন্দ্র করে ঘোরে।

68. পরমাণু নিস্তড়িত হয় কেন?

উত্তর: – পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যায় থাকে বলে পরমাণু নিস্তড়িত হয়।

69. পারমাণবিক সংখ্যা কাকে বলে?

উত্তর: – মৌলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে।

70. একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের কত গুন?

উত্তর: – 2000 গুণ

71. পরমাণুর ভর সংখ্যা কাকে বলে?

উত্তর: – পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যা কে ওই পরমাণুর ভর সংখ্যা বলে।

72. মূলক কাকে বলে?

উত্তর: – যখন একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোট বদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন তাকে সাধারণভাবে মূলক বলে ।

73. যোজন ক্ষমতা কাকে বলে?

উত্তর: – মৌলের পরস্পর যুক্ত হবার ক্ষমতা কেউই মৌল দের যোজন ক্ষমতা বলা হয়।

74. হাইড্রোজেন এর যোজ্যতা কত?

উত্তর: – হাইড্রোজেন এর যোজ্যতা 1 ।

75.অক্সিজেনের যোজ্যতা কত?

উত্তর: – অক্সিজেনের যোজ্যতা 2 ।

76. ক্লোরিনের যোজ্যতা কত?

উত্তর: – ক্লোরিনের যোজ্যতা 1

77. পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে?

উত্তর: – কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে এইসব মৌলগুলো যোজ্যতা পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণু ওর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। এইরকম যোজ্যতা কে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে।

78. ফেরাস আয়নের যোজ্যতা কত?

উত্তর: – ফেরাস আয়নের যোজ্যতা 2।

79. ফেরিক আয়নের যোজ্যতা কত?

উত্তর: – ফেরিক আয়নের যোজ্যতা 3

80. A B দুটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে। A মৌলের যোজ্যতা m এবং B মৌলের যোজ্যতা n হলে , উৎপন্ন যৌগের সংকেত কি হবে?

উত্তর: – AnBm

81. অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত কি?

উত্তর: – অ্যালুমিনিয়াম অক্সাইড এর সংকেত Al2O3

82. অ্যামোনিয়াম সালফেট এর সংকেত কি?

উত্তর: – [NH4]2SO4

83. মিথেন এর সংকেত কি?

উত্তর: – CH4

84. হাইড্রোজেন সালফাইড এর সংকেত কি?

উত্তর: – H2S

85. বোরনের চিহ্ন কী ?

উত্তর: – । Br.

86.টিনের চিহ্ন কী? এর ল্যাটিন নাম কী?

উত্তর: – । Sn, স্ট্যানাম ।

87. সিসার ল্যাটিন নাম ও চিহ্ন কী ?

উত্তর: – । প্রাম্বাম, Pb

88.কার্বনের নিউট্রনসংখ্যা কত?

উত্তর: – । 61

89.বাইকার্বনেট এর সংকেত কী ? উত্তর: – । HCO3

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 7 Science Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Science Question and Answer Suggestion

” পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন / সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 7 Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science Suggestion / Class 7 Pariksha Science Suggestion / Science Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Science Suggestion FREE PDF Download)

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর

(Class 7 Science Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Science  Exam Guide / Class 7 Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর | পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর। পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর বিজ্ঞান ] পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন ও উত্তর | পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বিজ্ঞান | Class 7 Science 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

অষ্টম শ্রেণি বিজ্ঞান (Class 7 Science ) – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর | পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া | Class 7 Science  Suggestion অষ্টম শ্রেণি বিজ্ঞানপরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া | জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer, Suggestion | Class 7 Science  Question and Answer Suggestion | Class 7 Science  Question and Answer Notes | West Bengal Class 7th Science Question and Answer Suggestion.

WBBSE Class 7th Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া । Class 7 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া | Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short question suggestion . Class 7 Science  Suggestion download Class 7th Question Paper Science. WB Class 7 Science suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Science Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Science Suggestion is provided here. Class 7 Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer with FREE PDF Download Link

পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad