সপ্তম শ্রেণীর ইতিহাস : জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th History Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর ইতিহাস : জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর | WBBSE Class 7th History Question and Answer

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | Class 7 History Question and Answer : জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | Class 7 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th History Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII History Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | Class 7 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. দীন-ই-ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে—

[A] ফতেহপুর সিকরি

[B] মথুরার

[C] আগ্রার

[D] বৃন্দাবনের

উত্তর: – [A] ফতেহপুর সিকরি

2. ‘মণিপুরি’ নাচের কুমিল পোশাক তৈরি করেন—

[A] ভীমসেন

[B] চন্দ্রভান

[C] ঈশ্বরদাস

[D] ভাগ্যচন্দ্র

উত্তর: – [D] ভাগ্যচন্দ্র

3. ‘চৈতন্যচরিতামৃত’গ্রন্থটির রচয়িতা হলেন—

[A] রুপ গোস্বামী

[B] বৃন্দাবন দাস

[C] সনাতন গোস্বামী

[D] কৃষ্ণদাস কবিরাজ

উত্তর: – [D] কৃষ্ণদাস কবিরাজ

4. সাই ছিলেন—

[A]ভক্তিবাদী

[B] নাথপন্থী

[C] চিশতি সুফিবাদী

[D] সহজিয়াবাদী

উত্তর: – [A]ভক্তিবাদী

5. ‘হুমায়ুননামা’ লিখেছেন—

[A] হুমায়ুন

[B] ফৈজি

[C] আবুল ফজল

[D] গুলবদন বেগম

উত্তর: – [D] গুলবদন বেগম

6. ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের কাছে দীন-ই-ইলাহির প্রথাগুলি ছিল-

[A] ইসলামের পরিপন্থী

[B] অত্যন্ত কঠোর

[C] গ্রহণযোগ্য

[D] ইসলাম-বিরোধী

উত্তর: – [D] ইসলাম-বিরোধী

7. শেরশাহের সমাধি সৌধ অবস্থিত-

[A] দিল্লিতে

[B] আজমেরে

[C] সাসারামে

[D] গোয়ালিয়রে

উত্তর: – [C] সাসারামে

8. ‘মেঘমল্লার’ রাগটি সৃষ্টি করেন-

[A] তানসেন

[B] ইব্রাহিম শাহ শরকি

[C] বৈজু বাওরা

[D] মান সিং তোমর

উত্তর: – [A] তানসেন

9. আলাই দরওয়াজা নির্মাণ করেন—

[A] কুতুবউদ্দিন আইবক

[B] হুমায়ুন

[C] আলাউদ্দিন খলজি

[D] মহম্মদ বিন তুঘলক

উত্তর: – [C] আলাউদ্দিন খলজি

10. মুঘল শিল্পীদের মধ্যে কার ছদ্মনাম ‘শিরিন কলম’ অর্থাৎ ‘মিষ্টি কলম’?

[A] দসবন্ত

[B] খোয়াজা আবদুস সামাদ

[C] বসওয়ান

[D] মির সঈদ আলি

উত্তর: – [B] খোয়াজা আবদুস সামাদ

11. বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল—

[A] দক্ষিণেশ্বর

[B] শান্তিনিকেতন

[C] কৃষ্ণনগর

[D]নবদ্বীপ

উত্তর: – [D]নবদ্বীপ

12. মীরাবাঈয়ের ভক্তিগীতির সংখ্যা-

[A] ৪০০

[B] ৪৫০

[C] ৫০০

[D] ৫০০-এর বেশি

উত্তর: – [D] ৫০০-এর বেশি

13. উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল কার নেতৃত্বে?

[A] শ্রীচৈতন্যদেবের

[B] শ্ৰীমন্ত শংকরদেবের

[C] নানকের

[D]কবিরের

উত্তর: – [A] শ্রীচৈতন্যদেবের

14. শঙ্করদেব ছিলেন একজন-

[A] লেখক

[B]কবি

[C] কৃষ্ণের উপাসক

[D] ঐতিহাসিক

উত্তর: – [C] কৃষ্ণের উপাসক

15. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-

[A] কলহন

[B] ফৈজি

[C] জয়সী

[D] আলাওল

উত্তর: – [D] আলাওল

16. যে মুঘল সম্রাটের বাগানের খুব শখ ছিল—

[A] বাবর

[B] আকবর

[C] জাহাঙ্গির

[D] শাহ জাহান

উত্তর: – [A] বাবর

17. রামায়ণের বাংলা অনুবাদ করেন—

[A] তানসেন

[B] বীরবল

[C] কৃত্তিবাস ওঝা

[D] কাশীরাম দাস

উত্তর: – [C] কৃত্তিবাস ওঝা

18. বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল—

[A] দক্ষিণেশ্বর

[B] শান্তিনিকেতন

[C] কৃষ্ণনগর

[D]নবদ্বীপ

উত্তর: – [D]নবদ্বীপ

19. সাই ছিলেন—

[A]ভক্তিবাদী

[B] নাথপন্থী

[C] চিশতি সুফিবাদী

[D] সহজিয়াবাদী

উত্তর: – [A]ভক্তিবাদী

20. চাহার বাগ তৈরি করেন—

[A] বাবর

[B] আকবর

[C] শাহ জাহান

[D] শেরশাহ

উত্তর: – [A] বাবর

21. ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের কাছে দীন-ই-ইলাহির প্রথাগুলি ছিল-

[A] ইসলামের পরিপন্থী

[B] অত্যন্ত কঠোর

[C] গ্রহণযোগ্য

[D] ইসলাম-বিরোধী

উত্তর: – [D] ইসলাম-বিরোধী

22. ‘শ্রীকল্পবিজয়’ কাব্যের বাংলা অনুবাদ করেন-

[A] কালিদাস

[B] মালাধর বসু

[C] কৃত্তিবাস ওঝা

[D] কনোটাও নয়

উত্তর: – [B] মালাধর বসু

23. দীন-ই-ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে—

[A] ফতেহপুর সিকরি

[B] মথুরার

[C] আগ্রার

[D] বৃন্দাবনের

উত্তর: – [A] ফতেহপুর সিকরি

24. মীরাবাঈয়ের ভক্তিগীতির সংখ্যা-

[A] ৪০০

[B] ৪৫০

[C] ৫০০

[D] ৫০০-এর বেশি

উত্তর: – [D] ৫০০-এর বেশি

25. বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল—

[A] দক্ষিণেশ্বর

[B] শান্তিনিকেতন

[C] কৃষ্ণনগর

[D]নবদ্বীপ

উত্তর: – [D]নবদ্বীপ

26. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-

[A] কলহন

[B] ফৈজি

[C] জয়সী

[D] আলাওল

উত্তর: – [D] আলাওল

27. আকবর প্রথমে ইসলাম ধর্ম নিয়ে উলেমাদের সঙ্গে আলোচনা করেন—

[A] ফতেহপুর সিকরিতে

[B] আগ্রার মহলে

[C] আজমির শরিফে

[D] দিল্লির কেল্লায়

উত্তর: – [A] ফতেহপুর সিকরিতে

28. সুলতানি আমলে হিন্দুস্থানি এবং ইরানি সংগীতের মিলন ঘটান—

[A] তানসেন

[B] বৈজু বাওরা

[C] আমির খসরু

[D] মান সিং তোমর

উত্তর: – [C] আমির খসরু

29. মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল—

[A] জাম-ই-মসজিদ

[B]বিবি-কা মকবরা

[C] আলাই দরওয়াজা

[D] কুয়াত-উল ইসলাম

উত্তর: – [B]বিবি-কা মকবরা

30. ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের কাছে দীন-ই-ইলাহির প্রথাগুলি ছিল-

[A] ইসলামের পরিপন্থী

[B] অত্যন্ত কঠোর

[C] গ্রহণযোগ্য

[D] ইসলাম-বিরোধী

উত্তর: – [D] ইসলাম-বিরোধী

31. ‘রজমনামা’ কার সময় অনুদিত হয়?

[A] বাবরের সময়

[B] হুমায়ুনের সময়

[C] আকবরের সময়

[D] ঔরঙ্গজেবের সময়

উত্তর: – [C] আকবরের সময়

32. মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল—

[A] জাম-ই-মসজিদ

[B]বিবি-কা মকবরা

[C] আলাই দরওয়াজা

[D] কুয়াত-উল ইসলাম

উত্তর: – [B]বিবি-কা মকবরা

33. শ্ৰীকৃবিজয়-এর মূল ভিত্তি ছিল—

[A] রামায়ণ

[B] মঙ্গলকাব্য

[C] ভাগবত

[D] শিবায়ন

উত্তর: – [C] ভাগবত

34. মীরাবাঈয়ের ভক্তিগীতির সংখ্যা-

[A] ৪০০

[B] ৪৫০

[C] ৫০০

[D] ৫০০-এর বেশি

উত্তর: – [D] ৫০০-এর বেশি

35. চাহার বাগ তৈরি করেন—

[A] বাবর

[B] আকবর

[C] শাহ জাহান

[D] শেরশাহ

উত্তর: – [A] বাবর

36. খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কাগজ আবিষ্কৃত হয়-

[A] চিনে

[B] জাপানে

[C] গ্রিসে

উত্তর: – [A] চিনে

37. ‘পদ্মাবতী’ কাব্যে কোন সুলতানের উল্লেখ রয়েছে?

[A] কুতুবউদ্দিন আইবক

[B] ইব্রাহিম লোদি

[C] আলাউদ্দিন খলজি

[D] মহম্মদ বিন তুঘলক

উত্তর: – [C] আলাউদ্দিন খলজি

38. ‘সংগীত শিরোমণি’ রচনাটি উৎসর্গ করা হয়—

[A] সুলতান ফিরোজ শাহ তুঘলককে

[B] জৌনপুরের ইব্রাহিম শাহ শরাককে

[C] গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে

[D] মুঘল সম্রাট আকবরকে

উত্তর: – [B] জৌনপুরের ইব্রাহিম শাহ শরাককে

39. মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল—

[A] জাম-ই-মসজিদ

[B]বিবি-কা মকবরা

[C] আলাই দরওয়াজা

[D] কুয়াত-উল ইসলাম

উত্তর: – [B]বিবি-কা মকবরা

40. শঙ্করদেব ছিলেন একজন-

[A] লেখক

[B]কবি

[C] কৃষ্ণের উপাসক

[D] ঐতিহাসিকউত্তর: – [C] কৃষ্ণের উপাসক

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ সাজেশন প্রশ্ন উত্তর Class 7 History Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) History Question and Answer Suggestion

1. ভাস্কো-দা-গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?

উত্তর: – ১৪৯৮ খ্রিস্টাব্দে পোর্তুগালের রাজার দূত ভাস্কো-দা-গামা আফ্রিকার দক্ষিণের উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের দক্ষিণে মালাবার উপদ্বীপের কালিকট বন্দরে এসে পৌঁছান।

2. সমুদ্রবাণিজ্যে পোর্তুগিজদের প্রাধান্য কে প্রতিষ্ঠিত করেন ?

উত্তর: – ভাস্কো-দা-গামার পরবর্তী পোর্তুগিজ নৌ-সেনাপতি ডিউক-অফ আলবুকার্ক।

3. বাণিজ্যিক চাষ কাকে বলে ?

উত্তর: – বাজারে বিক্রি করে আর্থিক লাভবান হবার জন্য যে চাষ করা হত, তাকে বাণিজ্যিক চাষ বলে। যেমন—আফিম ও রেশমের চাষ।

4. আবুল ফজলের লেখায় কতজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – আবুল ফজলের লেখায় ছত্রিশজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায়।

5. ১৪৩৩ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যদেবের মৃত্যু হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

6. ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ______ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ভক্তি

7. কে, কোন্ যুদ্ধজয়ের পর কুয়াত-উল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কুতুবউদ্দিন আইবক তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কুয়াত-উল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন।

8. ঝরোখা শব্দের অর্থ হল – [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – জানালা।

9. ‘ফতেহ’-র অর্থ হল সাফল্য। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

10. পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম হল শ্রীচৈতন্যদেব।

11. Miniature বলতে বোঝায় ______। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – অনুচিত্র

12. ______ উৎসাহে কলহন-এর ‘রাজতরঙ্গিনী’ ফারসিতে অনুবাদ করেন। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – জৈন-উল আবেদিনের

13. কোন্ মসজিদের মিনারটি কুতুবমিনার বলে বিখ্যাত? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কুয়াত-উল ইসলাম মিনারটি কুতুবমিনার বলে বিখ্যাত।

14. ______ ফারসি ভাষায় বেদের অনুবাদ করেন। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – আবুল ফজল

15. দুটি মঙ্গলকাব্যের নাম করা। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – দুটি মঙ্গলকাব্যের নাম হল মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গল।

16. মহাভারতের ফারসি অনুবাদের নাম ______ [হামজানামা/তুতিনামা/রজমনামা] । [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – রজমনামা

17. কার আমলে ইতিমাদ-উদদৌলার সমাধি সৌধ তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – জাহাঙ্গিরের আমলে ইতিমাদ উদদৌলার সমাধি সৌধ তৈরি হয়।

18. একরত্ন, পঞ্চরত্ন এইসব মন্দিরগুলিতে কীসের কাজ করা থাকত? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – একরত্ন, পঞরত্ন এইসব মন্দিরগুলিতে পোড়ামাটি বা টেরাকোটারা কাজ করা থাকত।

19. দেশের ______ [প্রজারা/শাসকরা/ধর্মগুরুরা] চাষির ফসলের একটা মোটা অংশে ভাগ বসাত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – শাসকরা

20. সুফিবাদ অনুসারে শিষ্যদের কী বলা হত? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – সুফিবাদ অনুসারে শিষ্যদের বলা হত মুরিদ।

21. কাগজ তৈরির পদ্ধতি কোন্ দেশ থেকে ভারতে এসেছিল? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কাগজ তৈরির পদ্ধতি চিন দেশ থেকে প্রথম ভারতে এসেছিল।

22. কখন ভারতে ব্লক ছাপাইয়ের কাজ শুরু হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে ভারতে ব্লক ছাপাইয়ের কাজ শুরু হয়।

23. সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন ______ [মহম্মদ ঘুরি/ মিনহাজ-ই-সিরাজ/ইখতিয়ার উদ্দিন মহম্মদ বখতিয়ার খলজি] [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – মিনহাজ-উস-সিরাজ

24. মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত ______ [মানরিখ/ ভাস্কো-দা-গামা/স্যার টমাস রো] । [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – স্যার টমাস রো

25. খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকের মধ্যবর্তী সময়কালের কয়েকজন ভক্তিবাদী সাধক ও সাধিকার নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকের মধ্যবর্তী সময়কালের কয়েকজন ভক্তিবাদী সাধক ও সাধিকা ছিলেন নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শ্রীচৈতন্যদেব, মীরাবাঈ প্রমুখ।

26. কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – শ্রীচৈতন্যদেবের নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়।

27. হোসেন শাহের রাজত্বে বাংলায় কাদের প্রভাব কমে এবং কাদের প্রভাব বাড়ে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – হোসেন শাহের রাজত্বে বাংলায় ব্রাহ্মণদের প্রভাব কমে এবং কায়স্থদের প্রভাব বাড়ে।

28. আদিনা মসজিদ কে নির্মাণ করেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – আদিনা মসজিদ নির্মাণ করেন মালদহের পাণ্ডুয়ার সিকান্দর শাহ।

29. মুঘল সম্রাটদের মধ্যে সেরা সংগীতপ্রেমী ছিলেন ______ [শাহ জাহান/বাবর/আকবর] । [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – আকবর

30. শ্রীচৈতন্যদেবের একজন অনুগামীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – শ্রীচৈতন্যদেবের একজন অনুগামী ছিলেন নিত্যানন্দ।

31. শাহ জাহানের রাজত্বকালে ফারসি ভাষার একজন নামী কবি ছিলেন তালিব আমুলি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

32. ‘তুতিনামা’ কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – জিয়া নকশাবি সংস্কৃত গল্পমালা থেকে যে ফারসি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম ‘তুতিনামা’।

33. ‘সিলসিলা’কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – সুফি সাধকদের গোষ্ঠীর নাম ছিল সিলসিলা।

34. মধ্যযুগে ভারতে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো।

উত্তর: – মধ্যযুগের শহরগুলি হল দিল্লি, বাংলার পান্ডুয়া, গৌড়, নবদ্বীপ, চট্টগ্রাম, পাঞ্জাবের লাহোর, উত্তর ভারতের আগ্রা, আকবরের তৈরি ফতেপুর সিক্রি, দাক্ষিণাত্যের বুরহানপুর, গোলকোণ্ডা ও বিজাপুর এবং পশ্চিমে আমেদাবাদ, সুরাট ইত্যাদি।

35. কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ?

উত্তর । ত্রয়োদশ শতকে মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক ।

36. শাহজাহানাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর। সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহান ।

37. যমুনার তীরে কিলোঘরি প্রাসাদটি কে নির্মাণ করেছিলেন?

উত্তর: – ত্রয়োদশ শতকে বলবনের পৌত্র কায়কোবাদ এই প্রাসাদটি নির্মাণ করেন।

38. গিয়াসউদ্দিন তুঘলক নির্মিত শহরটির নাম কী?

উত্তর: – তুঘলকাবাদ।

39. দিল্লি কেনহজরত-ই-দিল্লিনামে পরিচিত ?

উত্তর: – দিল্লি সুফিসাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠায় এটি ‘হজরত-ই-দিল্লি’ নামে পরিচিত।

40. ‘হৌজ-ই আলাইনামক চারকোনা জলাধারটি কে খনন করিয়েছিলেন?

উত্তর: – আলাউদ্দিন খলজি।

41. সুলতানি শাসনের সাড়ে তিনশো বছরে দিল্লির শাসকরা মোট কতবার শাসনকেন্দ্র বদল করেছিলেন ?

উত্তর। এগারো বার।

42. ফতেপুর সিক্রি শহরটি কে কোথায় নির্মাণ করেন ?

উত্তর: – আকবর শেখ অলিম চিস্তির স্মৃতিধন্য সিক্রি গ্রামে ফতেপুর সিক্রি শহরটি নির্মাণ করেন।

43. সুলতানি আমলে প্রধান মুদ্রা কী ছিল ?

উত্তর: – সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রুপোর তঙ্কা ও তামার জিতল।

44. মুঘল আমলের কয়েকটি মুদ্রার নাম করো। উত্তর। মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি, রুপোর মুদ্রা তঙ্কা এবং তামার মুদ্রা জিতল।

” জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর ইতিহাস সাজেশন / সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 7 History Suggestion / Class 7 History  Question and Answer / Class 7 History Suggestion / Class 7 Pariksha History Suggestion / History Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 History Suggestion FREE PDF Download)

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর

(Class 7 History Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th History Suggestion / Class 7 History  Question and Answer / Class 7 History  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 History  Exam Guide / Class 7 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ Class 7 History  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর। জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর ইতিহাস ] জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন ও উত্তর | জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ Class 7 History  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরজীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ Class 7 History  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ইতিহাস | Class 7 History 

অষ্টম শ্রেণি ইতিহাস (Class 7 History ) – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর | জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ | Class 7 History  Suggestion অষ্টম শ্রেণি ইতিহাসজীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর | Class 7 History  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ | জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ | সপ্তম শ্রেণীর ইতিহাস সহায়ক – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর । Class 7 History  Question and Answer, Suggestion | Class 7 History  Question and Answer Suggestion | Class 7 History  Question and Answer Notes | West Bengal Class 7th History Question and Answer Suggestion.

WBBSE Class 7th History  Suggestion | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরজীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ

সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 History Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ । Class 7 History  Question and Answer Suggestion.

WBBSE Class 7 History  Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ | Class 7 History  Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 History  Suggestion | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরজীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 History  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 7 History  Question and Answer সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর Class 7 History  Question and Answer সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 History  Suggestion | সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরজীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 History  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 History  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 History Suggestion Download WBBSE Class 7th History short question suggestion . Class 7 History  Suggestion download Class 7th Question Paper History. WB Class 7 History suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 7 History  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 History Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII History Suggestion is provided here. Class 7 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর | Class 7 History  Question and Answer with FREE PDF Download Link

জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | Class 7 History  Question and Answer জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন ও উত্তর | Class 7 History  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad